Mon. Sep 16th, 2024

Madhyamik ABTA Test Papers 2024 : Life Science Page 185

বিভাগ ‘ক’ 1. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ লেখো :

1.1 নীচের কোনটি ফটোন্যাস্টিক চলন নয়—

(a) পদ্মফুল দিনের তীব্র আলোতে ফোটে কম আলোতে বুজে যায়

(b) সূর্যমুখী ফুল আলোর তীব্রতায় ফোটে এবং কম আলোতে বুজে যায়

(c) টিউলিপ ফুলের পাপড়ি অধিক উষ্ণতায় খোলে। আবার কম উষ্ণতায় পাপড়ি বুজে যায়

(d) সন্ধ্যামালতী কম আলোতে ফোটে আবার বেশি আলোতে বুজে যায়।

 

1.2 মায়োপিয়া নামক চক্ষু অস্বাভাবিকতায় আলোকরশ্মিগুলি –

(a) চক্ষুগোলকের মধ্যে প্রবেশই করে না

(b) রেটিনার সামনে ফোকাস দূরত্বে মিলিত হয়

(c) রেটিনার পিছনে ফোকাস দূরত্বে মিলিত হয়

(d) চক্ষুগোলকের মধ্যে অল্প পরিমাণে প্রবেশ

 

1.3 নীচের কোন্ কাজটি থাইরক্সিন হরমোনের নয় তা সনাক্ত করো –

(a) কার্বোহাইড্রেট, প্রোটিন ও লিপিডের বিপাক নিয়ন্ত্রণ

(b) হৃৎস্পন্দনের হার বৃদ্ধি

(c) দেহের সঞ্চিত মেদ বিয়োজন ও কিটোনবডির উৎপাদন বৃদ্ধি

(d) ব্রংকিওলকে প্রসারিত করে শ্বাসক্রিয়ার হার ও গভীরতা বৃদ্ধি।

 

1.4 নিম্নের কোন্ ঘটনাটি টেলোফেজ দশায় ঘটে না?

(a) ক্রোমাটিড থেকে নিউক্লিয় জালিকার পুনর্গঠন

(b) বেমতন্তুর অবলুপ্তি

(c) নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাসের পুনরাবির্ভাব

(d) সেন্ট্রিওলের মেরুবর্তী গমন।

 

1.5 যখন একই উদ্ভিদের দুটি উভলিঙ্গ ফুলে বা একলিঙ্গ ফুলের মধ্যে পরাগ যোগ ঘটে, তাকে বলে—

(a) অটোগ্যামী

(b) গেইটোনোগ্যামী

(c) অ্যালোগ্যামী

(d) জেনোগ্যামী।

 

1.6 উদ্ভিদ কোশ ও প্রাণী কোশের মাইটোসিস কোশ বিভাজনের পার্থক্যগুলি বিবেচনা করো এবং কোনগুলি সঠিক তা বেছে নাও।

উদ্ভিদকোশের মাইটোসিস প্রাণীকোশের মাইটোসিস
(i) উদ্ভিদকোশের মাইটোসিসে বেমতন্তু তৈরি হয় সেন্ট্রিওলের অ্যাস্ট্রাল রশ্মি থেকে। (i) প্রাণীকোশে বেমতন্তু তৈরি হয় সাইটোপ্লাজমে উপস্থিত মাইক্রোটিবিউল থেকে।
(ii) উদ্ভিদকোশের মেটাফেজ প্লেটে ক্রোমোজোমগুলি এলোমেলোভাবে থাকে। (ii) মেটাফেজ প্লেটের কেন্দ্রের দিকে ছোট ক্রোমোজোম ও পরিধির দিকে বড়ো ক্রোমোজোম থাকে।
(iii) স্টেমবডি গঠিত হয় না।  (iii) স্টেম বডি গঠিত হয়।
(iv) সাইটোকাইনেসিস কোশপাত গঠনের মাধ্যমে ঘটে। (iv) সাইটোকাইনেসিস ক্লিভেজ পদ্ধতিতে ঘটে।

(a) I, II, IV

(b) III, IV

(c) II, III

(d) I, IV

 

1.7 মানুষের ক্ষেত্রে মুক্ত কানের লতি এবং রোলার জিভ বৈশিষ্ট্য দুটির জন্য দায়ী জিন দুটি কী কী প্রকৃতির?

(a) প্রকট, প্রচ্ছন্ন

(b) প্রকট, প্রকট

(c) প্রচ্ছন্ন, প্রকট

(d) প্রচ্ছন্ন, প্রচ্ছন্ন।

 

1.8 ‘ক’ স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে ‘খ’ স্তম্ভে দেওয়া শব্দের মধ্যে সমতা বিধান করে নীচের উত্তরগুলোর মধ্যে কোনটি সঠিক তা নির্বাচন করো –

‘ক’ স্তম্ভ  ‘খ’ স্তম্ভ 
(A) জীবের জিনগত বৈশিষ্ট্য (i) ফিনোটাইপ
(B) একটি চরিত্রের সমপ্রকৃতির অ্যালিলযুক্ত জীব (ii) জিনোটাইপ
(C) বাহ্যিক চারিত্রিক বৈশিষ্ট্য (iii) হোমোজাইগাস

(a) A-III, B-I, C-II

(b) A-I, B-III, C-II

(c) A-II, B-I, C-III

(d) A-II, B-III, C-I

 

 1.9 পিতার থেকে প্রাপ্ত কোন্ স্বাভাবিক গ্যামেটটি কন্যা সন্তান জন্মানোর জন্য দায়ী –

(a) 22A+Y

(b) 44+XY

(c) 44A+XX

(d) 22A+X

 

1.10 রুই মাছের পটকা নীচের কোন্ কাজটির সঙ্গে সম্পর্কিত তা শনাক্ত করো।

(a) আপেক্ষিক গুরুত্ব বাড়ায়

(b) আপেক্ষিক গুরুত্ব কমায়

(c) ওজন বাড়ায় বা কমায়

(d) আপেক্ষিক গুরুত্ব কমায় বা বাড়ায়।

 

1.11 নীচের কোনটি সমসংস্থ অঙ্গ নয়?

(a) পাখির ডানা

(b) ঘোড়ার অগ্রপদ

(c) মানুষের পদ

(d) তিমির ফ্লিপার।

 

1.12 নীচের কোন সজ্জাক্রমটি সঠিক?

(a) জীবনের উৎপত্তি → পৃথিবীর সৃষ্টি → অক্সিজেনের উৎপত্তি   → বহুকোশী জীবের উৎপত্তি

(b) পৃথিবীর সৃষ্টি → জীবনের উৎপত্তি → বহুকোশী জীবের উৎপত্তি → অক্সিজেনের উৎপত্তি

(c) পৃথিবীর উৎপত্তি → অক্সিজেনের উৎপত্তি → জীবনের উৎপত্তি → বহুকোশী জীবের উৎপত্তি

(d) পৃথিবীর উৎপত্তি → জীবনের উৎপত্তি → মুক্ত অক্সিজেনের উৎপত্তি → বহুকোশী জীবের উৎপত্তি।

 

1.13. ডিমে তা দেবার সময় মৎস্যভুক পাখিদের ডিমের খোলক ভেঙে যায়, এর সঠিক কারণটি নির্ধারণ করো।

(a) গ্লোবাল ওয়ার্মিং

(b) ইউট্রফিকেশন

(c) জীব বিবর্ধন

(d) নাইট্রিফিকেশন

ব্যাখ্যাঃ মৎস্যভুক পাখিদের ডিমের খোলক ভেঙ্গে যাওয়ার কারণ হল জীব বিবর্ধন। এই পাখিগুলি ডিম দেওয়ার আগে ডিমের খোলক ভেঙ্গে দেয় যাতে ডিমের ভেতরে থাকা মৎস্যভুক পাখিদের জীবন চক্র শুরু হতে পারে। এই পাখিগুলি ডিম দেওয়ার পর পুরো জীবন ডিমের ভেতরেই থাকে। এই প্রক্রিয়াটি জীব বিবর্ধন বলে পরিচিত।

 

1.14 প্রকৃতিতে বিদ্যুৎক্ষরণ ও বৃষ্টিপাতের ফলে নিম্নলিখিত কোন্ মৌলের পরিমাণ মাটিতে বৃদ্ধি পাবে?

(a) অক্সিজেন

(b) নাইট্রোজেন

(c) ফসফরাস

(d) পটাশিয়াম।

 

1.15 নীচের যে জোড়াটি সঠিক তা হল –

(a) কৃষিক্ষেত্রের বর্জ্য – অ্যাজমা

(b) কৃষিক্ষেত্রের বর্জ্য – ব্রংকাইটিস

(c) কৃষিক্ষেত্রের বর্জ্য – ইউট্রোফিকেশন

(d) কৃষিক্ষেত্রের বর্জ্য – বধিরতা।

 

বিভাগ-‘খ’ 2. নীচের 26টি প্রশ্ন থেকে 21টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো :

নীচের বাক্যগুলোর শূন্যস্থানগুলোতে উপযুক্ত শব্দ বসাও : (যে কোনো পাঁচটি) :

2.1 সুন্দরীর শ্বাসমূলে ______ চলন দেখা যায়।

উত্তরঃ নেগেটিভ জিওট্রপিক 

 

2.2 উদ্ভিদের অঙ্গজ জনন প্ৰধানত ______ কোশবিভাজন পদ্ধতিতে ঘটে।

উত্তরঃ মাইটোসিস

 

2.3 কেবলমাত্র ______ অবস্থায় প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশিত হয়।

উত্তরঃ হোমোজাইগাস 

 

2.4 ভিন্ন প্রজাতিভুক্ত জীবনগুলির খাদ্য ও বাসস্থানের জন্য সংগ্রামকে ______ সংগ্রাম বলে।

উত্তরঃ আন্তঃপ্রজাতি সংগ্রাম

 

2.5 দার্জিলিং এর ______ জাতীয় পার্ককে রেড পাণ্ডা সংরক্ষণের জন্য চিহ্নিত করা হয়েছে।

উত্তরঃ সিঙ্গলীলা 

 

2.6 COPD-এর প্রধান কারণ হল ______ ।

উত্তরঃ বায়ুদূষণ 

 

নীচের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা নিরূপণ করো : (যে কোনো পাঁচটি) :

2.7 ADH-এর বেশি ক্ষরণে ডায়াবেটিস ইনসিপিডাস রোগ হয়।

উত্তরঃ মিথ্যা  

ব্যাখ্যাঃ ADH-এর কম ক্ষরণে ডায়াবেটিস ইনসিপিডাস রোগ হয়। 

 

2.8 সমসংস্থ ক্রোমোজোম জোড়ার দুটি ভিন্ন ক্রোমোজোমের ক্রোমাটিড দ্বয়ের একটিকে অপরটির নন-সিস্টার ক্রোমাটিড বলে।

উত্তরঃ সত্য।

 

2.9 মেন্ডেলের বংশগতি সংক্রান্ত সূত্রের একটি বিচ্যুতি হল অসম্পূর্ণ প্রকটতা।

উত্তরঃ সত্য।

 

2.10 গ্লুকাগণকে হাইপোগ্লাইসেমিক হরমোন বলে।

উত্তরঃ মিথ্যা। 

ব্যাখ্যাঃ গ্লুকাগণ হল একটি হাইপারগ্লাইসেমিক হরমোন। এটি রক্তে গ্লুকোজের মাত্রা বাড়ায়। হাইপোগ্লাইসেমিয়া হল রক্তে গ্লুকোজের মাত্রা কমে যাওয়ার অবস্থা। গ্লুকাগণ হাইপোগ্লাইসেমিয়ার ক্ষেত্রে রক্তে গ্লুকোজের মাত্রা বাড়াতে সাহায্য করে।

 

2.11 সমবৃত্তীয় অঙ্গ অপসারী অভিযোজনের দ্বারা সৃষ্ট।

উত্তরঃ মিথ্যা। 

Note: সমবৃত্তীয় অঙ্গ অভিসারী অভিযোজনের দ্বারা সৃষ্ট।

 

2.12 জলবায়ুর পরিবর্তনের ফলে তুন্দ্রা, ম্যানগ্রোভ, কোরাল রিফ ইত্যাদি বাস্তুতন্ত্রের ক্ষতি হচ্ছে।

উত্তরঃ সত্য। 

 

আরও পড়ুনঃ 

Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution

Madhyamik ABTA Test Papers 2024 English Solution 

Madhyamik ABTA Test Papers 2024 History Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution

Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution

Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution 

 

‘A’ স্তম্ভে দেওয়া শব্দগুচ্ছের সঙ্গে ‘B’ স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটি সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নং উল্লেখসহ সঠিক জোড়াটি পুনরায় লেখো: (যে কোনো পাঁচটি) :

A স্তম্ভ B-স্তম্ভ
2.13 বাইনোকুলার দর্শন (a) দ্বিসংকর জনন
2.14 ইতরপরাগ যোগ (b) মাছ
2.15 বায়ুদূষণ (c) কাইনেটোকোর
2.16 সেন্ট্রোমিয়ার (d) দেহ তাপ নিয়ন্ত্রণ
2.17 AABB × aabb (e) ব্রঙ্কাইটিস
2.18 দুই প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড (f) মানুষ
(g) অরনিথোফিলি

উত্তরঃ

A স্তম্ভ B-স্তম্ভ
2.13 বাইনোকুলার দর্শন (f) মানুষ
2.14 ইতরপরাগ যোগ (g) অরনিথোফিলি
2.15 বায়ুদূষণ (e) ব্রঙ্কাইটিস
2.16 সেন্ট্রোমিয়ার (c) কাইনেটোকোর
2.17 AABB × aabb (a) দ্বিসংকর জনন
2.18 দুই প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড (b) মাছ

 

একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। (যে কোনো ছয়টি) :

2.19 বিসদৃশ শব্দটি বেছে লেখো: নিজলদানা, নিউরোগ্লিয়া, নিউরোফাইব্রিল, নিউরোলেম্মা।

উত্তরঃ নিউরোগ্লিয়া

ব্যাখ্যাঃ নিউরোগ্লিয়া ছাড়া অন্য তিনটি শব্দ নিউরোনের সাথে সম্পর্কিত।

 

2.20 জীবদেহে দুটি তন্ত্রের নাম করো যারা দেহের মধ্যে সমন্বয় সাধন করে।

উত্তরঃ জীবদেহে সমন্বয় সাধনকারী দুটি তন্ত্র হল:

  • স্নায়ুতন্ত্র
  • অন্তঃক্ষরা তন্ত্র

 

2.21 নীচের প্রথম শব্দ জোড়াটির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দ জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও :

ডিম্বাশয় : ফল :: ______ : বীজ।

উত্তরঃ ডিম্বাশয় : ফল :: ডিম্বক : বীজ।

 

2.22 রক্ততঞ্চনে সহায়ক ফ্যাক্টর IX-এর অভাবে কী রোগ হয়?

উত্তরঃ ফ্যাক্টর IX-এর অভাবে হিমোফিলিয়া বি রোগ হয়।

 

2.23 একটি সংকর লম্বা মটরগাছের সঙ্গে একটি বিশুদ্ধ বেঁটে মটরগাছের সংকরায়ণের ফলে কত শতাংশ বিশুদ্ধ লম্বা মটরগাছ উৎপন্ন হবে?

উত্তরঃ 0%

 

2.24 রুই মাছের পটকায় গ্যাস শোষণকারী অঙ্গটির নাম কী?

উত্তরঃ রুই মাছের পটকায় গ্যাস শোষণকারী অঙ্গটির নাম হল রেটিয়া মিরাবিলিয়া । 

 

2.25 নীচের চারটি বিষয়ের মধ্যে কোনো তিনটি অপর বিষয়টির অন্তর্গত। সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো

বোটানিক্যাল গার্ডেন, সংরক্ষিত অরণ্য, জীববৈচিত্র্য সংরক্ষণ, JFM।

উত্তরঃ জীববৈচিত্র্য সংরক্ষণ

ব্যাখ্যাঃ জীববৈচিত্র্য সংরক্ষণ হল একটি বৃহৎ ধারণা যার অন্তর্গত রয়েছে বোটানিক্যাল গার্ডেন, সংরক্ষিত অরণ্য এবং JFM

 

2.26 একটি জমির উর্বরতা বৃদ্ধিকারী শৈবালের নাম লেখো।

উত্তরঃ অ্যাজোলা (Azolla) হল একটি জমির উর্বরতা বৃদ্ধিকারী শৈবাল।

Note: অ্যাজোলা (Azolla) একটি ছোট, ভেসে থাকা শৈবাল যা জলাশয় এবং ধানক্ষেতে পাওয়া যায়। অ্যাজোলা একটি অ্যাজোট্রোফিক শৈবাল, যার অর্থ এটি বায়ুমণ্ডল থেকে নাইট্রোজেন গ্রহণ করতে পারে। এটি নাইট্রোজেনকে নাইট্রেটে রূপান্তর করে, যা উদ্ভিদের জন্য একটি গুরুত্বপূর্ণ পুষ্টি।

আরও পড়ুনঃ 

Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution

Madhyamik ABTA Test Papers 2024 English Solution 

Madhyamik ABTA Test Papers 2024 History Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution

Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution

Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!