Koshe dekhi 7.3 class 9
Koshe dekhi 7.3 class 9
1. ভাগশেষ উপপাদ্য প্রয়ােগ করে -কে (i) (x − 2) দ্বারা ভাগ করলে প্রতিক্ষেত্রে কত ভাগশেষ পাব হিসাব করে লিখি। সমাধানঃ x − 2 = 0 ∴ x = 2 সুতরাং, (x − 2) রৈখিক বহুপদী সংখ্যামালার শূন্য হল 2 ধরি,
∴ ভাগশেষ = f (2)
= 8 − 12 + 4 + 5 = 5 উত্তরঃ নির্ণেয় ভাগশেষ 5
Koshe dekhi 7.3 class 9
1. ভাগশেষ উপপাদ্য প্রয়ােগ করে -কে (ii) (x + 2) দ্বারা ভাগ করলে প্রতিক্ষেত্রে কত ভাগশেষ পাব হিসাব করে লিখি। সমাধানঃ x + 2 = 0 ∴ x = −2 সুতরাং, (x + 2) রৈখিক বহুপদী সংখ্যামালার শূন্য হল −2 ধরি,
∴ ভাগশেষ = f (−2)
= − 8 − 12 − 4 + 5 = − 19 উত্তরঃ নির্ণেয় ভাগশেষ − 19
Koshe dekhi 7.3 class 9
1. ভাগশেষ উপপাদ্য প্রয়ােগ করে -কে (iii) (2x − 1) দ্বারা ভাগ করলে প্রতিক্ষেত্রে কত ভাগশেষ পাব হিসাব করে লিখি। সমাধানঃ 2x − 1= 0 বা, 2x = 1
সুতরাং, (2x − 1) রৈখিক বহুপদী সংখ্যামালার শূন্য হল ধরি,
∴ ভাগশেষ = f ()
উত্তরঃ নির্ণেয় ভাগশেষ
Koshe dekhi 7.3 class 9
1. ভাগশেষ উপপাদ্য প্রয়ােগ করে -কে (iv) (2x + 1) দ্বারা ভাগ করলে প্রতিক্ষেত্রে কত ভাগশেষ পাব হিসাব করে লিখি। সমাধানঃ 2x + 1= 0 বা, 2x = −1
সুতরাং, (2x + 1) রৈখিক বহুপদী সংখ্যামালার শূন্য হল ধরি,
∴ ভাগশেষ = f ()
উত্তরঃ নির্ণেয় ভাগশেষ
Koshe dekhi 7.3 class 9
2. ভাগশেষ উপপাদ্য প্রয়ােগ করে (x − 1) দ্বারা নীচের বহুপদী সংখ্যামালাকে ভাগ করলে কী কী ভাগশেষ পাবো হিসাব করে লিখি। (i) সমাধানঃ x − 1 = 0 ∴ x = 1 সুতরাং, (x − 1) রৈখিক বহুপদী সংখ্যামালার শূন্য হল 1 ধরি,
∴ ভাগশেষ = f (1)
= 1 − 6 + 13 + 60 = 68 উত্তরঃ নির্ণেয় ভাগশেষ 68
Koshe dekhi 7.3 class 9
2. ভাগশেষ উপপাদ্য প্রয়ােগ করে (x − 1) দ্বারা নীচের বহুপদী সংখ্যামালাকে ভাগ করলে কী কী ভাগশেষ পাবো হিসাব করে লিখি। (ii) সমাধানঃ x − 1 = 0 ∴ x = 1 সুতরাং, (x − 1) রৈখিক বহুপদী সংখ্যামালার শূন্য হল 1 ধরি, ∴ ভাগশেষ = f (1) = 1 − 3+ 4+ 50 = 52 উত্তরঃ নির্ণেয় ভাগশেষ 52
Koshe dekhi 7.3 class 9
2. ভাগশেষ উপপাদ্য প্রয়ােগ করে (x − 1) দ্বারা নীচের বহুপদী সংখ্যামালাকে ভাগ করলে কী কী ভাগশেষ পাবো হিসাব করে লিখি। (iii) সমাধানঃ x − 1 = 0 ∴ x = 1 সুতরাং, (x − 1) রৈখিক বহুপদী সংখ্যামালার শূন্য হল 1 ধরি, ∴ ভাগশেষ = f (1) = 4 + 4 − 1 − 1 = 6 উত্তরঃ নির্ণেয় ভাগশেষ 6
Koshe dekhi 7.3 class 9
2. ভাগশেষ উপপাদ্য প্রয়ােগ করে (x − 1) দ্বারা নীচের বহুপদী সংখ্যামালাকে ভাগ করলে কী কী ভাগশেষ পাবো হিসাব করে লিখি। (iv) সমাধানঃ x − 1 = 0 ∴ x = 1 সুতরাং, (x − 1) রৈখিক বহুপদী সংখ্যামালার শূন্য হল 1 ধরি,
∴ ভাগশেষ = f (1)
= 11 − 12 − 1 + 7 = 5 উত্তরঃ নির্ণেয় ভাগশেষ 5
Koshe dekhi 7.3 class 9
3. ভাগশেষ উপপাদ্য প্রয়ােগ করে ভাগশেষ লিখি যখন, (i) (x − 3) দ্বারা বহুপদী সংখ্যামালাকে ভাগ করা হয় ৷ সমাধানঃ x − 3 = 0 ∴ x = 3 সুতরাং, (x − 3) রৈখিক বহুপদী সংখ্যামালার শূন্য হল 3 ধরি, ∴ ভাগশেষ = f (3) = 27 − 54 + 27 − 8 = − 8 উত্তরঃ নির্ণেয় ভাগশেষ − 8
Koshe dekhi 7.3 class 9
3. নীচের বহুপদী সংখ্যামালাগুলির নির্দেশ অনুযায়ী সহগ লিখি। (ii) (x − a) দ্বারা বহুপদী সংখ্যামালাকে ভাগ করা হয় ৷ সমাধানঃ x − a = 0 ∴ x = a সুতরাং, (x − a) রৈখিক বহুপদী সংখ্যামালার শূন্য হল a ধরি, ∴ ভাগশেষ = f (a) = 2a − a = a উত্তরঃ নির্ণেয় ভাগশেষ a
Koshe dekhi 7.3 class 9
4. ভাগশেষ উপপাদ্য প্রয়ােগ করে বহুপদী সংখ্যামালা (2x + 1) -এর গুণিতক কিনা হিসাব করি। সমাধানঃ 2x + 1= 0 বা, 2x = −1
সুতরাং, (2x + 1) রৈখিক বহুপদী সংখ্যামালার শূন্য হল ধরি,
(2x + 1) -এর গুণিতক p (x) হবে যদি হয়। এখন,
= 0 ∴ p(x), (2x + 1) -এর গুণিতক।
Koshe dekhi 7.3 class 9
5. (x − 4) দ্বারা এবং বহুপদী সংখ্যামালাদ্বয়কে ভাগ করলে যদি একই ভাগশেষ থাকে তবে a -এর মান কী হবে হিসাব করে লিখি। সমাধানঃ x − 4 = 0 ∴ x = 4 সুতরাং, (x − 4) রৈখিক বহুপদী সংখ্যামালার শূন্য হল 4 ধরি, এবং
এখন, f (x) কে (x − 4) দ্বারা ভাগ করলে ভাগশেষ পাই, f (4)
= 64a + 48 − 3 = 64a + 45 আবার, g (x) কে (x − 4) দ্বারা ভাগ করলে ভাগশেষ পাই, g (4)
= 128 − 20 + a = 108 + a প্রশ্নানুসারে, 64a + 45 = 108 + a বা, 64a − a = 108 − 45 বা, 63a = 63 বা, ∴ a = 1 উত্তরঃ নির্ণেয় a এর মান 1
Koshe dekhi 7.3 class 9
6. এবং এই দুটি বহুপদী সংখ্যামালাকে যথাক্রমে (x + 1) ও (x − 2) দ্বারা ভাগ করলে যদি R1 ও R2 ভাগশেষ পাওয়া যায় এবং যদি 2R1 + R2= 6 হয়, তবে p -এর মান কত হিসাব করি। সমাধানঃ x + 1 = 0 ∴ x = − 1 সুতরাং, (x + 1) রৈখিক বহুপদী সংখ্যামালার শূন্য হল − 1 ধরি, এখন, f (x) কে (x + 1) দ্বারা ভাগ করলে ভাগশেষ পাই, f (− 1)
= − 1 + 2 + p − 7 = p − 6 ∴ R1 = p − 6 আবার, x − 2 = 0 ∴ x = 2 সুতরাং, (x − 2) রৈখিক বহুপদী সংখ্যামালার শূন্য হল 2 ধরি,
g (x) কে (x − 2) দ্বারা ভাগ করলে ভাগশেষ পাই, g (2)
= 8 + 4p − 24 + 6 = 4p − 10 ∴ R2 = 4p − 10 প্রশ্নানুসারে, 2R1 + R2= 6 বা, 2 × (p − 6) + (4p − 10) = 6 বা, 2p − 12 + 4p − 10 = 6 বা, 6p − 22 = 6 বা, 6p = 6 + 22 বা, 6p = 28 বা, বা,
উত্তরঃ নির্ণেয় p এর মান
Koshe dekhi 7.3 class 9
7. বহুপদী সংখ্যামালাকে (x − 1) এবং (x + 1) দ্বারা ভাগ করলে ভাগশেষ যথাক্রমে 5 এবং 19 হয়। ওই বহুপদী সংখ্যামালাকে x + 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে হিসাব করি। সমাধানঃ x − 1 = 0 ∴ x = 1 সুতরাং, (x − 1) রৈখিক বহুপদী সংখ্যামালার শূন্য হল 1 ধরি,
এখন, f (x) কে (x − 1) দ্বারা ভাগ করলে ভাগশেষ পাই, f ( 1)
= 1 − 2 + 3 − a + b = 2 − a + b প্রশ্নানুসারে, 2 − a + b = 5 বা, − a + b = 5 − 2 বা, − a + b = 3 ………(i) আবার, x + 1 = 0 ∴ x = − 1 সুতরাং, (x + 1) রৈখিক বহুপদী সংখ্যামালার শূন্য হল − 1 এখন, f (x) কে (x + 1) দ্বারা ভাগ করলে ভাগশেষ পাই, f (− 1)
= 1 + 2 + 3 + a + b = 6 + a + b প্রশ্নানুসারে, 6 + a + b = 19 বা, a + b = 19 − 6 বা, a + b = 13 ………(ii) এখন, (i) নং সমীকরণের সাথে (ii) নং সমীকরণ যোগ করে পাই, − a + b + a + b = 3 + 13 বা, 2b = 16 বা, ∴ b = 8 (ii) নং সমীকরণে b = 8 বসিয়ে পাই, a + 8 = 13 বা, a = 13 − 8 ∴ a = 5
[a ও b এর মান বসিয়ে পাই ] এখন, x + 2 = 0 ∴ x = − 2 সুতরাং, (x + 2) রৈখিক বহুপদী সংখ্যামালার শূন্য হল − 2 এখন, f (x) কে (x + 2) দ্বারা ভাগ করলে ভাগশেষ পাই, f (− 2)
= 16 + 16 + 12 + 10 + 8 = 62 উত্তরঃ নির্ণেয় ভাগশেষ 62
Koshe dekhi 7.3 class 9
8.যদি হয়, তাহলে দেখাই যে, f (a) + f (b) = f (a + b) সমাধানঃ যেহেতু,
বা, বা, বা, ……(i) আবার,
বা, বা, বা, …..(ii) এবং
বা, বা, বা, বা, বা, …..(iii) বামপক্ষ = f (a) + f (b) = a + b [(i) ও (ii) নং সমীকরণ থেকে মান বসিয়ে পাই ] = f (a + b) [ (iii) নং সমীকরণ থেকে মান বসিয়ে পাই ] = ডানপক্ষ ∴ f (a) + f (b) = f (a + b) (প্রমাণিত)
Koshe dekhi 7.3 class 9
9. f (x) = ax + b এবং f (0) = 3, f (2) = 5 হলে, a ও b-এর মান নির্ণয় করি। সমাধানঃ f (x) = ax + b এখন, f (0) = a × 0 + b = 0 + b = b অর্থাৎ, f (0) = b প্রশ্নানুসারে, f (0) = 3 ∴ b = 3 …….(i) আবার, f (2) = a × 2 + b = 2a + b অর্থাৎ, f (2) = 2a + b প্রশ্নানুসারে, f (2) = 5 ∴ 2a + b = 5 বা, 2a + 3 = 5 [ (i) নং সমীকরণ থেকে b এর মান বসিয়ে পাই ] বা, 2a = 5 − 3 বা, 2a = 2 ∴ a = 1 উত্তরঃ নির্ণেয় a ও b এর মান যথাক্রমে 1 ও 3
Koshe dekhi 7.3 class 9
10. এবং f (0) = 2, f (1) = 1 ও f (4) = 6 হলে, a, b ও c এর মান নির্ণয় করি। সমাধানঃ এখন, f (0) = 0 + 0 + c = c অর্থাৎ, f (0) = c প্রশ্নানুসারে, f (0) = 2 ∴ c = 2 …….(i) আবার, f (1) = a + b + c অর্থাৎ, f (1) = a + b + c প্রশ্নানুসারে, f (1) = 1 ∴ a + b + c = 1 বা, a + b + 2 = 1 [ (i) নং সমীকরণ থেকে c এর মান বসিয়ে পাই ] বা, a + b = −1 ……(ii) এবং f (4) = 16a + 4b + c অর্থাৎ, f (4) = 16a + 4b + c প্রশ্নানুসারে, f (4) = 6 ∴ 16a + 4b + c = 6 বা, 16a + 4b + 2 = 6 বা, 16a + 4b = 6 − 2 বা, 16a + 4b = 4 বা, 4a + b = 1……(iii) এখন, [ (iii) নং সমীকরণ থেকে (ii) নং সমীকরণ বিয়োগ করে পাই ] 4a + b − a − b = 1 + 1 বা, 3a = 2 এখন, (iii) নং সমীকরণে a এর মান বসিয়ে পাই বা, বা, বা, উত্তরঃ নির্ণেয় a, b ও c এর মান যথাক্রমে ও 2
Koshe dekhi 7.3 class 9
11. বহু বিকল্পীয় প্রশ্ন: (M. C. Q.) (i) নীচের কোনটি একচলবিশিষ্ট বহুপদী সংখ্যামালা (a) (b) (c) (d) সমাধানঃ সংখ্যামালাটি একচলবিশিষ্ট বহুপদী সংখ্যামালা। কারণ : সংখ্যামালাটিতে একটিমাত্র চল x আছে এবং চলের সূচকগুলি (অর্থাৎ, x এর ঘাত) ধনাত্মক অখণ্ড সংখ্যা। উত্তরঃ (c)
Koshe dekhi 7.3 class 9
11. বহু বিকল্পীয় প্রশ্ন: (M. C. Q.) (ii) নীচের কোনটি বহুপদী সংখ্যামালা (a) x − 1 (b) (c) (d) সমাধানঃ x − 1 সংখ্যামালাটি একচলবিশিষ্ট বহুপদী সংখ্যামালা। কারণ : সংখ্যামালাটিতে একটিমাত্র চল x আছে এবং চলের সূচক (অর্থাৎ, x এর ঘাত) ধনাত্মক অখণ্ড সংখ্যা। উত্তরঃ (a)
Koshe dekhi 7.3 class 9
11. বহু বিকল্পীয় প্রশ্ন: (M. C. Q.) (iii) নীচের কোনটি রৈখিক বহুপদী সংখ্যামালা (a) (b) x + 1 (c) (d) সমাধানঃ x + 1 সংখ্যামালাটি রৈখিক বহুপদী সংখ্যামালা। কারণ : একটি রৈখিক বহুপদী সংখ্যামালার কেবলমাত্র একটিই শূন্য থাকে। এখানে, (x + 1) সংখ্যামালাটির শূন্য −1 উত্তরঃ (b)
Koshe dekhi 7.3 class 9
11. বহু বিকল্পীয় প্রশ্ন: (M. C. Q.) (iv) নীচের কোনটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা (a) (b) (c) (d) সমাধানঃ সংখ্যামালাটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। কারণ : x চলের সর্বোচ্চ ঘাত 2 উত্তরঃ (d)
Koshe dekhi 7.3 class 9
11. বহু বিকল্পীয় প্রশ্ন: (M. C. Q.) (v) বহুপদী সংখ্যামালার মাত্রা (a) (b) 2 (c) 1 (d) 0 সমাধানঃ
∴ বহুপদী সংখ্যামালার মাত্রা 0 উত্তরঃ (d)
Koshe dekhi 7.3 class 9
12. সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নঃ (i) p (x) = 2x − 3 বহুপদী সংখ্যামালার শূন্য কত লিখি। সমাধানঃ p (x) = 2x − 3 এখন, 2x − 3 = 0 বা, 2x = 3
উত্তরঃ প্রদত্ত বহুপদী সংখ্যামালার শূন্য
Koshe dekhi 7.3 class 9
12. সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নঃ (ii) p (x) = x + 4 হলে p (x) + p (−x) -এর মান কত লিখি। সমাধানঃ p (x) = x + 4 এবং p (−x) = −x + 4 ∴ p (x) + p (−x) = x + 4 −x + 4 = 8 উত্তরঃ p (x) + p (−x) -এর মান 8
Koshe dekhi 7.3 class 9
12. সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নঃ (iii) বহুপদী সংখ্যামালাকে x দ্বারা ভাগ করলে, ভাগশেষ কত হবে লিখি। সমাধানঃ ধরি,
f (x) বহুপদী সংখ্যামালাকে x দ্বারা ভাগ করতে হবে , অর্থাৎ, x বহুপদী সংখ্যামালার শূন্য 0 [x = 0] ∴ বহুপদী সংখ্যামালার ভাগশেষ = f (0)
= 0 + 0 + 0 − 3 = − 3 উত্তরঃ বহুপদী সংখ্যামালাটির ভাগশেষ − 3
Koshe dekhi 7.3 class 9
12. সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নঃ (iv) হলে, -এর মান কত লিখি। (যেখানে ধ্রুবক) সমাধানঃ সমীকরণে x = 1 বসিয়ে পাই,
বা,
উত্তরঃ -এর মান 128
Koshe dekhi 7.3 class 9
Support Me
If you like my work then you can Support me by contributing a small amount which will help me a lot to grow my Website. It’s a request to all of you. You can donate me through phone pay / Paytm/ Gpay on this number 7980608289 or by the link below :
and visit Our website : learningscience.co.in
গণিত প্রকাশ (দশম শ্রেণী) সম্পূর্ণ সমাধান
গণিত প্রকাশ (নবম শ্রেণী) সম্পূর্ণ সমাধান
গণিত প্রভা (ষষ্ঠ শ্রেণী) সম্পূর্ণ সমাধান
জীবন বিজ্ঞান (দশম শ্রেণী) (Life Science)