ABTA Test Paper 2021-22 Bengali Page 276
ABTA Test Paper 2021-22 Bengali Page 276
বিভাগ – ‘ক’
১। সঠিক উত্তরটি নির্বাচন করো :
১.১ ‘যেন নেশায় পেয়েছে’ – তপনকে যে নেশায় পেয়েছে, তা হল –
(ক) টিভি দেখা
(খ) গল্পের বই ছাপা
(গ) ক্রিকেট খেলা
(ঘ) গল্প লেখা
উত্তরঃ (ঘ) গল্প লেখা
১.২ বাইজির ছদ্মবেশে হরিদার রোজগার হয়েছিল –
(ক) আট টাকা দশ আনা
(খ) আট টাকা আটআনা
(গ) দশ টাকা চার আনা
(ঘ) দশ টাকা দশ আনা
উত্তরঃ (ক) আট টাকা দশ আনা
১.৩ গিরীশ মহাপাত্রের সঙ্গে অপূর্বর পুনরায় দেখা হয়েছিল
(ক) পুলিশ স্টেশনে
(খ) রেল স্টেশনে
(গ) জাহাজ ঘাটে
(ঘ) বিমান বন্দরে
উত্তরঃ (খ) রেল স্টেশনে
১.৪ ‘রাক্ষস-কূল-শেখর তুমি, বৎস’ – এখানে কার কথা বলা হয়েছে?
(ক) বীরবাহুর
(খ) বিভীষণের
(গ) কুন্তকর্ণের
(ঘ) মেঘনাদের
উত্তরঃ (ঘ) মেঘনাদের
ABTA Test Paper 2021-22 Bengali Page 276
১.৫ ‘প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস” – ‘প্রদোষ’ শব্দের অর্থ –
(ক) সন্ধ্যা
(খ) ভোর
(গ) রাত্রি
(ঘ) দুপুর
উত্তরঃ (ক) সন্ধ্যা
১.৬ রুদ্ধ সমুদ্রের বাহু/প্রাচী ধরিত্রীর বুকের থেকে / ছিনিয়ে নিয়ে গেল তোমাকে” – এখানে ‘তোমাকে’ বলতে বোঝানো হয়েছে
(ক) আফ্রিকাকে
(খ) আমেরিকাকে
(গ) ইউরোপকে
(ঘ) অস্ট্রেলয়াকে
উত্তরঃ (ক) আফ্রিকাকে
১.৭ নিজের হাতের কলমের আঘাতে মৃত্যু হয়েছিল যে লেখকের, তাঁর নাম –
(ক) বনফুল
(খ) পরশুরাম
(গ) ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
(ঘ) শৈলজানন্দ মুখোপাধ্যায়
উত্তরঃ (গ) ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
১.৮ ‘সিজার যে কলমটি দিয়ে কাসকাকে আঘাত করেছিলেন, তার পোশাকি নাম –
(ক) পার্কার
(খ) রিজার্ভাস
(গ) স্টাইলাস
(ঘ) পাইলট
উত্তরঃ (গ) স্টাইলাস
১.৯ বাঙালি সাংবাদিকদের ‘বাবু কুইল ড্রাইভারস’ বলতেন –
(ক) লর্ড ক্যানিং
(খ) লর্ড বেন্টিঙ্ক
(গ) লর্ড ওয়েলেসলি
(ঘ) লর্ড কার্জন
উত্তরঃ (ঘ) লর্ড কার্জন
১.১০ বাক্যে যার দ্বারা সম্বোধন বা আহ্বান করা যায়, তাকে বলা হয় –
(ক) সম্বন্ধপদ
(খ) সম্বোধন পদ
(গ) অনুকার পদ
(ঘ) ধ্বনাত্মক পদ
উত্তরঃ (খ) সম্বোধন পদ
ABTA Test Paper 2021-22 Bengali Page 276
১.১১ যে বর্ণ বা বর্ণ সমষ্টি ব্যক্তি বা বস্তুবাচক পদের শেষে যুক্ত হয়ে, তার সংখ্যা নির্ণয় করে তাকে বলে –
(ক) অনুসর্গ
(খ) তির্যক বিভক্তি
(গ) নির্দেশক
(ঘ) কারক
উত্তরঃ (গ) নির্দেশক
১.১২ ক্রিয়া সম্পাদকের উপায় যুগপৎ ব্যাপ্তি অর্থে প্রকাশ করলে তা কোন্ করণকারক হয়?
(ক) যন্ত্রাত্মক
(খ) উপায়াত্মক
(গ) বীপ্সাসূচক
(ঘ) সমধাতুজ
উত্তরঃ (গ) বীপ্সাসূচক
১.১৩ শ্যামের বই পড়ে আছে। নিম্নের পদটি কীসের দৃষ্টান্ত?
(ক) কর্তার
(খ) সম্বোধনের
(গ) সম্বন্ধের
(ঘ) নামপদের
উত্তরঃ (গ) সম্বন্ধের
১.১৪ গঙ্গাকে প্রাপ্ত নিম্নরেখ পদটি –
(ক) পরপদ
(খ) পূর্বপদ
(গ) সমস্তপদ
(ঘ) ব্যাসবাক্য
উত্তরঃ (ঘ) ব্যাসবাক্য
১.১৫ ব্যাসবাক্যের অন্য নাম –
(ক) সমস্যমান পদ
(খ) সমাসবদ্ধ পদ
(গ) বিগ্রহবাক্য
(ঘ) জটিল বাক্য
উত্তরঃ (গ) বিগ্রহবাক্য
১.১৬ বান্ধবের সঙ্গে বর্তমান যে = সবান্ধব – এটি যে ধরনের সমাসের দৃষ্টান্ত, সেটি হল –
(ক) মধ্যপদলোপী করমধারয়
(খ) সাধারণ কর্মধারয়
(গ) মধ্যপদলোপী বহুব্রীহি
(ঘ) সহার্থক বহুব্রীহি
উত্তরঃ (ঘ) সহার্থক বহুব্রীহি