ABTA Test Paper 2021-22 Bengali Page 255
ABTA Test Paper 2021-22 Bengali Page 255
বিভাগ – ‘ক’
১। সঠিক উত্তরটি নির্বাচন করো :
১.১ চায়ের টেবিল তপনের গল্প নিয়ে কথা ওঠে –
(ক) সকালে
(খ) বিকালে
(গ) সন্ধ্যায়
(ঘ) রাত্রে
উত্তরঃ (খ) বিকালে
১.২ ‘খুব হয়েছে হরি, এইবার সরে পড়ো। অন্যদিকে যাও।’ – এই কথা বলেছে –
(ক) অনাদি
(খ) ভবতোষ
(গ) কাশীনাথ
(ঘ) জনৈক বাসযাত্রী
উত্তরঃ (গ) কাশীনাথ
১.৩ সব্যসাচী মল্লিকের চোখের দৃষ্টিতে কী প্রকেশ করতে সাহস করে না?
(ক) জরা
(খ) আনন্দ
(গ) মৃত্যু
(ঘ) দুঃখ
উত্তরঃ (গ) মৃত্যু
১.৪ ‘প্রাচী ধরিত্রীর বুকের থেকে/ছিনিয়ে নিয়ে গেল তোমাকে,’ – কাকে ছিনিয়ে নিয়ে গেল?
(ক) এশিয়া
(খ) ইউরোপ
(গ) আফ্রিকা
(ঘ) আন্টার্টিকা
উত্তরঃ (গ) আফ্রিকা
১.৫ ‘হৈমবতীসুত’ – হলেন –
(ক) বলরাম
(খ) অর্জুন
(গ) গনেশ
(ঘ) কার্তিকেয়
উত্তরঃ (ঘ) কার্তিকেয়
১.৬ ‘এবার মহানিশায় শেষে…’ – কে আসবে?
(ক) স্বরাজ
(খ) পাগল
(গ) ঊষা
(ঘ) লতা
উত্তরঃ (গ) ঊষা
১.৭ ‘সিজার যে কমলটি দিয়ে কাসকাকে আঘাত করেছিলেন সেটি ছিল –
(ক) পাইলট
(খ) পার্কার
(গ) ফাউন্টেন
(ঘ) স্টাইলাস
উত্তরঃ (ঘ) স্টাইলাস
১.৮ ‘নিবের কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন একমাত্র’ –
(ক) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
(খ) ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
(গ) সত্যজিৎ রায়
(ঘ) শৈলজানন্দ মুখোপাধ্যায়
উত্তরঃ (গ) সত্যজিৎ রায়
১.৯ ‘কখনও বা শিংয়ের নিবের মুখে বসানো হতো’ –
(ক) সোনা
(খ) হীরে
(গ) প্লাটিনাম
(ঘ) রুপো
উত্তরঃ (খ) হীরে
১.১০ বাংলা ভাষায় অনুসর্গ হল –
(ক) প্রত্যয়
(খ) বর্ণ
(গ) অব্যয়
(ঘ) ধ্বনি
উত্তরঃ (গ) অব্যয়
১.১১ নিবারণ দড়িকে সাপ মনে করল। রেখাঙ্কিত পদটি কী জাতীয় কর্ম
(ক) মুখ্য কর্ম
(খ) বিধেয়কর্ম
(গ) উহ্য কর্ম
(ঘ) বাক্যাংশ কর্ম
উত্তরঃ (খ) বিধেয়কর্ম
১.১২ ‘কলমে কায়স্থে চিনি।’ – রেখাঙ্কিত পদটি –
(ক) করণকারক
(খ) কর্তৃকারক
(গ) কর্মকারক
(ঘ) অপাদান কারক
উত্তরঃ (গ) কর্মকারক
১.১৩ নির্দেশক নির্দেশ করে – গুণ বা প্রকৃতি –
(ক) লিঙ্গের
(খ) পদের
(গ) পুরুষের
(ঘ) বচনের
উত্তরঃ (ঘ) বচনের
ABTA Test Paper 2021-22 Bengali Page 255
১.১৪ উপমেয় ও উপমান দুই পদই থাকে –
(ক) উপমিত কর্মধারয় সমাসে
(খ) উপমান কর্মধারয়
(গ) নিত্য সমাসে
(ঘ) মধ্যপদলোপী কর্মধারয় সমাসে
উত্তরঃ (ক) উপমিত কর্মধারয় সমাসে
১.১৫ ‘আমার অনুরোধে বিরাগীজি।’ – নিম্নরেখ পদটি যে সমাসের উদাহরণ তা হল –
(ক) কর্ম তৎপুরুষ
(খ) সম্বন্ধ তৎপুরুষ
(গ) উপসর্গ তৎপুরুষ
(ঘ) করণ তৎপুরুষ
উত্তরঃ (খ) সম্বন্ধ তৎপুরুষ
১.১৬ কোন্ সমাসে প্রকৃতপক্ষে ব্যাসবাক্য হয় না –
(ক) দ্বন্ধ
(খ) অব্যয়ীভাব
(গ) বহুব্রীহি
(ঘ) নিত্য
উত্তরঃ (ঘ) নিত্য
১.১৭ ‘ছাগদুগ্ধ’ শব্দটির ব্যাসবাক্য হল –
(ক) ছাগলের দুগ্ধ
(খ) ছাগীর দুগ্ধ
(গ) ছাগ ও দুগ্ধ
(ঘ) ছাগের থেকে পাওয়া যায় যে দুগ্ধ
উত্তরঃ (খ) ছাগীর দুগ্ধ
Confuse, my problem not solved
ki prblm hye6e?
Confirm