Mon. Sep 25th, 2023

ABTA Test Paper 2021-22 Bengali Page 234

ABTA Test Paper 2021-22 Bengali Page 234

বিভাগ – ‘ক’

১। সঠিক উত্তরটি নির্বাচন করো :

১.১ ‘সকলেই একবার করে চোখ বোলায় আর বলে’ – সকলেই বলে –

(ক) বাঃ! চমৎকার লিখেছে তো,

(খ) চমৎকার লিখেছে তো

(গ) বারে, চমৎকার লিখেছে তো

(ঘ) উপরের কোনটিই নয়

উত্তরঃ (গ) বারে, চমৎকার লিখেছে তো

 

১.২ ‘দয়ার সাগর! পরকে সেজে দি, নিজে খাইনে’। – বক্তা হলেন –

(ক) নিমাইবাবু

(খ) জগদীশবাবু

(গ) গিরীশ মহাপাত্র

(ঘ) অপূর্ব

উত্তরঃ (খ) জগদীশবাবু

 

১.৩ ছেলেরা সন্ধ্যাবেলায় জগদীশবাবুর বাড়িতে কিসের চাঁদা নিতে গিয়েছিল?

(ক) স্পোর্টসের

(খ) পূজোর

(গ) ক্লাবের

(ঘ) জলসার

উত্তরঃ (ক) স্পোর্টসের

ABTA Test Paper 2021-22 Bengali Page 234

 

১.৪ ‘দ্বাদশ রবির বহ্নিজ্বালা’ – দ্বাদশ রবি বলতে কী বোঝানো হয়েছে?

(ক) সূর্যের বারো রকমের তেজ

(খ) বারোটি সূর্যের সমষ্টি

(গ) বিশেষ কোনো জ্যেতিষ্ক

(ঘ) দুপুর বেলাকার রবি

উত্তরঃ (খ) বারোটি সূর্যের সমষ্টি

 

১.৫ ‘রক্ষঃ-কূল-পতি’ হলেন –

(ক) মেঘনাদ

(খ) রাবণ

(গ) বিভীষণ

(ঘ) বীরবাহু

উত্তরঃ (খ) রাবণ

 

১.৬ শিশুরা মায়ের কোলে খেলছিল –

(ক) সকালে

(খ) সন্ধ্যায়

(গ) সকালে-বিকালে

(ঘ) সকালে-সন্ধ্যায়

উত্তরঃ (ঘ) সকালে-সন্ধ্যায়

 

১.৭ একটা বিদেশী কাগজে ফাউন্টেনের বিজ্ঞাপনে দেখছিলাম ওঁদের তহবিলে নিব রয়েছে –

(ক) দু’শ রকমের

(খ) পাঁচশো রকমের

(গ) সাতশ রকমের

(ঘ) হাজার রকমের

উত্তরঃ (গ) সাতশ রকমের

 

১.৮ তখনকার দিনে ‘হোম-টাস্ক’ করা হত –

(ক) তুলট কাগজে

(খ) তালপাতা সাইজ মতো কেটে

(গ) বটপাতার উলটো পিঠে

(ঘ) কলাপাতায়

উত্তরঃ (ঘ) কলাপাতায়

ABTA Test Paper 2021-22 Bengali Page 234

 

১.৯ বিদেশে উন্নত ধরনের নিব তৈরি হত কী দিয়ে? –

(ক) ইস্পাত দিয়ে

(খ) সোনা বা প্ল্যাটিনাম

(গ) গোরুর সিং বা কচ্ছপের খোল কেটে

(ঘ) গন্ডারের খড়্গ কেটে

উত্তরঃ (গ) গোরুর সিং বা কচ্ছপের খোল কেটে

 

১.১০ জনে জনে ডেকে বললাম। – নিম্নরেখ পদটি হল –

(ক) কর্মের বীপ্সা

(খ) করনে বীপ্সা

(গ) অপাদানে বীপ্সা

(ঘ) অধিকরণে বীপ্সা

উত্তরঃ (ক) কর্মের বীপ্সা

 

১.১১ ‘কুঞ্জে কুঞ্জে গাহে পাখি’ – নিম্নরেখাঙ্কিত পদটি কিসের উদাহরণ? –

(ক) কর্মে বীপ্সা

(খ) সমধাতু কর্তা

(গ) অধিকরণে বীপ্সা

(ঘ) সমধাতুজ কর্ম

উত্তরঃ (গ) অধিকরণে বীপ্সা

 

১.১২ অনুসর্গ হল –

(ক) একটি বিভক্তি

(খ) একটি কর্মপ্রবচনীয়

(গ) একটি পদাশ্রিত অব্যয়

(ঘ) একটি নির্দেশক

উত্তরঃ (গ) একটি পদাশ্রিত অব্যয়

 

১.১৩ ‘জন্ম নিল ফাউন্টেন পেন‘ – নিম্নরেখ পদটি হল –

(ক) অধিকরণকারক

(খ) অপাদানকারক

(গ) করণকারক

(ঘ) কর্মকারক

উত্তরঃ (ঘ) কর্মকারক

 

১.১৪ যে সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায়, সেটি হল –

(ক) বহুব্রীহি সমাসে

(খ) দ্বন্ধ সমাস

(গ) তৎপুরুষ সমাস

(ঘ) দ্বিগু সমাস

উত্তরঃ (গ) তৎপুরুষ সমাস

 

১.১৫ উপমিত কর্মধারয় সমাসে থাকে না –

(ক) উপমেয়

(খ) উপমান

(গ) সাধারণ ধর্ম

(ঘ) তুলনাবাচক শব্দ

উত্তরঃ (গ) সাধারণ ধর্ম

 

১.১৬ ‘মনমাঝি তোর বৈঠা নে রে’ – বাক্যটিতে যে সমাসবদ্ধ পদটি রয়েছে তার নাম হল –

(ক) কর্মধারয়

(খ) অব্যয়ীভাব

(গ) বহুব্রীহি

(ঘ) নিত্য সমাস

উত্তরঃ (ক) কর্মধারয়

 

১.১৭ ‘সমাস’ কথাটির অর্থ হল –

(ক) সংক্ষিপ্ত

(খ) বিস্তৃত

(গ) সমাজবদ্ধ

(ঘ) অর্থপূর্ণ

উত্তরঃ (ক) সংক্ষিপ্ত

ABTA Test Paper 2021-22 Bengali Page 234

Thank You

ABTA Test Paper 2021-22 Bengali Page 234

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!