ABTA Test Paper 2021-22 Bengali Page 297
ABTA Test Paper 2021-22 Bengali Page 297
বিভাগ – ‘ক’
১। সঠিক উত্তরটি নির্বাচন করো :
১.১ বাইজির ছদ্মবেশে হরিদা রোজগার করেছিলেন –
(ক) আট টাকা চার আনা
(খ) আট টাকা
(গ) আট টাকা দশ আনা
(ঘ) আট টাকা বারো আনা
উত্তরঃ (গ) আট টাকা দশ আনা
১.২ তপনের লেখা গল্প যে পত্রিকায় ছাপা হয়, সেটি হল –
(ক) শুকতারা
(খ) সন্ধ্যাতারা
(গ) ধ্রুবতারা
(ঘ) প্রথমদিন
উত্তরঃ (খ) সন্ধ্যাতারা
১.৩ ‘বুড়ো মানুষের কথাটা শুনো’ – বুড়ো মানুষটি হলেন –
(ক) জগদীশবাবু
(খ) রামদাস
(গ) গিরীশ মহাপাত্র
(ঘ) নিমাইবাবু
উত্তরঃ (ঘ) নিমাইবাবু
১.৪ ‘আমাদের – নেই’ শূন্যস্থানে শব্দ বসাও।
(ক) বন্ধু
(খ) বিজ্ঞান
(গ) ইতিহাস
(ঘ) সাহস
উত্তরঃ (গ) ইতিহাস
১.৫ ‘তারপর যুদ্ধ এল’ – যুদ্ধ কেমন?
(ক) পাহাড়ের আগুনের মতো
(খ) রক্তের সমুদ্রের মতো
(গ) রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো
(ঘ) আগ্নেয় পাহাড়ের মতো
উত্তরঃ (গ) রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো
১.৬ ‘সর্বনাসী জ্বালামুখী’ বলা হয়েছে –
(ক) ধূমকেতুকে
(গ) আগ্নেয়গিরিকে
(গ) কালবৈশাখীকে
(ঘ) সূর্যকে
উত্তরঃ (ক) ধূমকেতুকে
১.৭ পালকের কলমের ইংরেজি নাম –
(ক) হুইল
(খ) ঝরণাকলম
(গ) শলাকা
(ঘ) কুইল
উত্তরঃ (ঘ) কুইল
১.৮ শেষপর্যন্ত নিবের কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিল –
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর
(খ) সত্যজিৎ রায়
(গ) সুভাষ মুখোপাধ্যায়
(ঘ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তরঃ (খ) সত্যজিৎ রায়
ABTA Test Paper 2021-22 Bengali Page 297
১.৯ ‘অক্ষজ্ঞানহীনকে লোকে বলে’ –
(ক)মূর্খ
(খ) হতভাগ্য
(গ) ক অক্ষর গোমাংস
(ঘ) অদক্ষ
উত্তরঃ (গ) ক অক্ষর গোমাংস
১.১০ ক্রিয়ার সঙ্গে সম্পর্কহীন পদকে বলে –
(ক) কারক
(খ) গৌনকারক
(গ) অ-কারক
(ঘ) অব্যয়পদ
উত্তরঃ (গ) অ-কারক
১.১১ ‘রাজার রাজায় যুদ্ধ হয়’ – এই বাক্যটির কর্তা হল –
(ক) ব্যতিহার কর্তা
(খ) সহযোগী কর্তা
(গ) প্রযোজক কর্তা
(ঘ) বীপ্সা
উত্তরঃ (ক) ব্যতিহার কর্তা
১.১২ অনুসর্গ বসে শব্দের –
(ক) আগে
(খ) পরে
(গ) আগে আলাদাভাবে
(ঘ) পরে আলাদাভাবে
উত্তরঃ (ঘ) পরে আলাদাভাবে
১.১৩ ‘বিভক্তি’ কত রকমের হয় –
(ক) দুই
(খ) চার
(গ) তিন
(ঘ) পাঁচ
উত্তরঃ (ক) দুই
১.১৪ ‘সমাস’ শব্দের অর্থ হল –
(ক) মিলন
(খ) সংক্ষেপ
(গ) বিশ্বাস
(ঘ) বিভাজন
উত্তরঃ (খ) সংক্ষেপ
১.১৫ উপমান ও উপমেয়র মধ্যে অভেদ কল্পনা করা বোঝালে যে সমাস হয় –
(ক) উপমান কর্মধারয় সমাস
(খ) উপমিত কর্মধারয় সমাস
(গ) নিত্য সমাস
(ঘ) রূপক কর্মধারয় সমাস
উত্তরঃ (ঘ) রূপক কর্মধারয় সমাস
১.১৬ ‘নীলকন্ঠ’ পদটি কোন্ সমাস? –
(ক) তৎপুরুষ সমাস
(খ) কর্মধারয় সমাস
(গ) দ্বন্ধ সমাস
(ঘ) বহুব্রীহি সমাস
উত্তরঃ (ঘ) বহুব্রীহি সমাস
১.১৭ ‘কোন্ সমাসে উয়ভপদের অর্থ প্রাধান্য পায়’ –
(ক) দ্বন্ধ সমাস
(খ) তৎপুরুষ সমাসে
(গ) দ্বিগু সমাসে
(ঘ) নিত্য সমাসে
উত্তরঃ (ক) দ্বন্ধ সমাস