Mon. Sep 16th, 2024

ABTA Test Paper 2021-22 Bengali Page 318

ABTA Test Paper 2021-22 Bengali Page 318

বিভাগ – ‘ক’

১। সঠিক উত্তরটি নির্বাচন করো :

১.১ ‘বাড়িতে তপনের নাম হয়েছে’ –

(ক) গল্পকার, লেখক

(খ) কবি, সাহিত্যিক, কথাশিল্পী

(গ) কথাশিল্পী

(ঘ) গল্পকার

উত্তরঃ (খ) কবি, সাহিত্যিক, কথাশিল্পী

 

১.২ গিরীশ মহাপাত্রের চোখ দুটি ছিল –

(ক) ধূর্ততায় ভরা

(খ) শান্ত

(গ) গভীর জলাশয়ের মতো

(ঘ) উদাস ও স্নিগ্ধ

উত্তরঃ (গ) গভীর জলাশয়ের মতো

 

১.৩ বিরাগী আসলে ছিলেন –

(ক) সন্ন্যাসী

(খ) হরিদা

(গ) পাগল

(ঘ) জগদীশবাবু

উত্তরঃ (খ) হরিদা

 

১.৪ ‘প্রলয়োল্লাস’ শব্দের অর্থ হল –

(ক) রথের ঘর্ঘর

(খ) ধ্বংস

(গ) ধ্বংসের আনন্দ

(ঘ) ভয়ংকর চন্ডরূপ

উত্তরঃ (গ) ধ্বংসের আনন্দ

 

১.৫ আমাদের ডান পাশে –

(ক) গিরিখাত

(খ) বোমারু

(গ) ধস

(ঘ) হিমানির বাঁধ

উত্তরঃ (গ) ধস

 

১.৬ ‘নখ যাদের তীক্ষ্ণ’ কীসের চেয়ে?

(ক) বাঘের

(খ) বিড়ালের

(গ) হায়নার

(ঘ) নেকড়ের

উত্তরঃ (ঘ) নেকড়ের

 

১.৭ একমাত্র সরস্বতী পুজোয় দেখা যায় –

(ক) পালকের কলম

(খ) খাগের কলম

(গ) কুইল

(ঘ) স্টাইলাস

উত্তরঃ (খ) খাগের কলম

 

১.৮ “এই নেশা পেয়েছি আমি শরৎদার কাছ থেকে” – বক্তা –

(ক) শ্রীপান্থ

(খ) শৈলজানন্দ

(গ) ত্রৈলোক্যনাথ

(ঘ) বঙ্কিমচন্দ্র

উত্তরঃ (খ) শৈলজানন্দ

 

১.৯ ক্যালিগ্রাফিস্টকে বাংলায় বলে –

(ক) লিপিকুশলী

(খ) লিপিকার

(গ) হস্তরেখাবিদ

(ঘ) লিপিকর

উত্তরঃ (ক) লিপিকুশলী

 

১.১০ ‘শূন্য’ বিভক্তি চিহ্ন হল –

(ক) ই

(খ) য়

(গ) অ

(ঘ) র

উত্তরঃ (গ) অ

 

১.১১ তৃতীয় কোনো পদের অর্থ প্রধান হয় –

(ক) কর্মধারয়

(খ) দ্বন্ধ

(গ) তৎপুরুষ

(ঘ) বহুব্রীহি সমাসে

উত্তরঃ (ঘ) বহুব্রীহি সমাসে

 

১.১২ উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ হল –

(ক) চিরশত্রু

(খ) নীলকন্ঠ

(গ) পঙ্কজ

(ঘ) পথেঘাটে

উত্তরঃ (গ) পঙ্কজ

ABTA Test Paper 2021-22 Bengali Page 318

 

১.১৩ অনুসর্গের ব্যবহার হল –

(ক) শব্দের আগে

(খ) শব্দের পরে

(গ) মাঝে

(ঘ) কোনোখানেই নয়

উত্তরঃ (খ) শব্দের পরে

 

১.১৪ বাঘে-গরুতে একসাথে জল খায় – রেখাঙ্কিত পদটি হল –

(ক) সমধাতুজ কর্তা

(খ) সহযোগী কর্তা

(গ) ব্যতিহার কর্তা

(ঘ) প্রযোজন কর্তা

উত্তরঃ (খ) সহযোগী কর্তা

 

১.১৫ অনুসর্গ প্রধান কারক –

(ক) কর্মকারক

(খ) কর্তৃকারক

(গ) অধিকরণ কারক

(ঘ) অপাদান কারক

উত্তরঃ (ঘ) অপাদান কারক

 

১.১৬ ক্রিয়ার আধারকে বলা হয় –

(ক) করণ

(খ) কর্ম

(গ) অধিকরণ

(ঘ) অপাদান

উত্তরঃ (গ) অধিকরণ

ABTA Test Paper 2021-22 Bengali Page 318

Thank You

ABTA Test Paper 2021-22 Bengali Page 318

One thought on “ABTA Test Paper 2021-22 Bengali Page 318”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!