ABTA Test Paper 2021-22 Bengali Page 540
ABTA Test Paper 2021-22 Bengali Page 540
বিভাগ – ‘ক’
১। সঠিক উত্তরটি নির্বাচন করো :
১.১ ‘মেসোর উপযুক্ত কাজ হবে সেটা।’ – বক্তা হলেন –
(ক) তপনের মা
(খ) তপনের বাবা
(গ) তপনের মামা
(ঘ) তপনের ছোটোমাসি
উত্তরঃ (ঘ) তপনের ছোটোমাসি
১.২ বাইজির ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার হয়েছিল –
(ক) পাঁচ টাকা দশ আনা
(খ) সাত টাকা দশ আনা
(গ) আট টাকা দশ আনা
(ঘ) নয় টাকা দশ আনা
উত্তরঃ (গ) আট টাকা দশ আনা
১.৩ বড়োসাহেব অপূর্বকে পাঠিয়েছিলেন –
(ক) ম্যানডালে
(খ) মিকথিলায়
(গ) শোত্রবোতে
(ঘ) ভামোতে
উত্তরঃ (ঘ) ভামোতে
ABTA Test Paper 2021-22 Bengali Page 540
১.৪ ‘অসুখী একজন’ কবিতা কোন্ সঙ্কলন থেকে নেওয়া হয়েছে?
(ক) বহুল দেবতা বহুম্বর
(খ) চিলির পাথর
(গ) বিদেশি ফুকে রক্তের ছিটে
(ঘ) এ পৃথিবীর আবাসভূমি
উত্তরঃ (গ) বিদেশি ফুকে রক্তের ছিটে
১.৫ ‘কবির সংগীত বেজে উঠেছিল’ –
(ক) সুন্দরের আরাধনা
(খ) সভ্যতার শেষ পুণ্যবাণী
(গ) দুর্গমের রহস্য
(ঘ) তান্ডবের দুন্দুভিনিনাদ
উত্তরঃ (ক) সুন্দরের আরাধনা
১.৬ ‘খন্ড খন্ড করিয়া কাটিনু বরষি প্রচন্ড শর’ –
(ক) শত্রুদলে
(খ) রাক্ষসদলে
(গ) কর্বুরদলে
(ঘ) বৈরিদলে
উত্তরঃ (ঘ) বৈরিদলে
ABTA Test Paper 2021-22 Bengali Page 540
১.৭ সত্যজিৎ রায়ের সুস্থ সুন্দর নেশায় মধ্যে অন্যতম ছিল –
(ক) মুদ্রণ শিল্প
(খ) লিপি শিল্প
(গ) মৃৎ শিল্প
(ঘ) বয়ন শিল্প
উত্তরঃ (খ) লিপি শিল্প
১.৮ ‘চিনারা অবশ্য চিরকালই লিখে আসছে’ –
(ক) নল খাগড়ায়
(খ) তুলিতে
(গ) হাড়ে
(ঘ) কঞ্চিতে
উত্তরঃ (খ) তুলিতে
১.৯ শৈলজানন্দ ফাউন্টেন পেন সংগ্রহের নেশা পেয়েছিলেন –
(ক) তারাশঙ্করের কাজ থেকে
(খ) রবিশঙ্করের কাছ থেকে
(গ) বঙ্কিমচন্দ্রের কাছ থেকে
(ঘ) শরৎচন্দ্রের কাছ থেকে
উত্তরঃ (ঘ) শরৎচন্দ্রের কাছ থেকে
১.১০ মুন্সি পত্র ওয়াটসকে দিলেন। –
(ক) মুখ্য কর্ম
(খ) গৌন কর্ম
(গ) সমধাতুজ কর্ম
(ঘ) বিধেয় কর্ম
উত্তরঃ (খ) গৌন কর্ম
১.১১ তোমার মুখের কথা আমি বিশ্বাস করি না। – রেখাঙ্কিত পদটি –
(ক) কর্ম সম্বন্ধ
(খ) অপাদান সম্বন্ধ
(গ) করণ সম্বন্ধে
(ঘ) অধিকরণ সম্বন্ধ
উত্তরঃ (খ) অপাদান সম্বন্ধ
১.১২ অসমাপিকা ক্রিয়ার কর্তাটি –
(ক) নিরপেক্ষ কর্তা
(খ) প্রযোজ্য কর্তা
(গ) প্রযোজক কর্তা
(ঘ) সহযোগী কর্তা
উত্তরঃ (ক) নিরপেক্ষ কর্তা
১.১৩ ক্রিয়াপদের সাথে বাক্যের নামপদের সম্পর্ককে বলে –
(ক) সমাস
(খ) প্রত্যয়
(গ) বিভক্তি
(ঘ) কারক
উত্তরঃ (ঘ) কারক
১.১৪ বহুব্রীহি সমাসে প্রাধান্য থাকে –
(ক) উভয় পদের
(খ) পূর্ব পদের
(গ) উত্তর পদের
(ঘ) তৃতীয় পদের
উত্তরঃ (ঘ) তৃতীয় পদের
১.১৫ রূপক কর্মধারয় সমাসে অভেদ কল্পনা করা হয় –
(ক) উপমান ও উপমিতের
(খ) উপমেয় ও উপমানের
(গ) তুলনাবাচক শব্দ ও সাধারণ ধর্মের
(ঘ) বৈপরীত্য অর্থে
উত্তরঃ (খ) উপমেয় ও উপমানের
১.১৬ ‘দুর্ভিক্ষ’ সমাসটি গড়ে উঠেছে –
(ক) পশ্চাৎ অর্থে
(খ) বৈপরীত্য অর্থে
(গ) অভাব অর্থে
(ঘ) সামীপ্য অর্থে
উত্তরঃ (গ) অভাব অর্থে
১.১৭ ‘ব্যাসবাক্যে’র ‘ব্যাস’ শব্দের অর্থ –
(ক) সংক্ষেপ
(খ) মিলন
(গ) বৃত্তের জ্যা
(ঘ) বিস্তার
উত্তরঃ (ঘ) বিস্তার