Sun. Dec 22nd, 2024

ABTA Test Paper 2021-22 History Page 249

 

ABTA Test Paper 2021-22 History Page 249

বিভাগ – ‘ক’

১। সঠিক উত্তরটি নির্বাচন করো :

১.১ ‘বিশ্ব নারী দিবস’ হিসেবে পালিত হয় –

(ক) ৫ মার্চ

(খ) ৫ জুলাই

(গ) ৮ মার্চ

(ঘ) ৮ জুলাই

উত্তরঃ (গ) ৮ মার্চ

 

১.২ ভারতের ধ্রুপদী নৃত্যধারার পূর্ণাঙ্গ রূপের শ্রেষ্ঠ অভিব্যক্তি হল –

(ক) ভারতনাট্যম

(খ) কথাকলি

(গ) মণিপুরি

(ঘ) কত্থক

উত্তরঃ (ক) ভারতনাট্যম

 

১.৩ ‘দ্য সি অ্যারাউন্ড আস’ বইটির লেখক হলেন –

(ক) র‍্যাচেল কারসন

(খ) আলফ্রেড ক্রসবি

(গ) জে ডি কর্নাল

(ঘ) রিচার্ড গ্রোভ

উত্তরঃ (ক) র‍্যাচেল কারসন

 

১.৪ প্রথম বাংলা রাজনৈতিক পত্রিকা হল –

(ক) বঙ্গদর্শন

(খ) সোমপ্রকাশ

(গ) সুধাকর

(ঘ) দিগদর্শন

উত্তরঃ (খ) সোমপ্রকাশ

 

১.৫ Calcutta Journal of Medicine’ সম্পাদনা করেন –

(ক) উইলিয়াম কেরি

(খ) জগদীশচন্দ্র বসু

(গ) মহেন্দ্রলাল সরকার

(ঘ) রামতনু লাহিড়ী

উত্তরঃ (গ) মহেন্দ্রলাল সরকার

 

১.৬ পাশ্চাত্য শিক্ষা সরকারি শিক্ষানীতি রূপে ঘোষিত হয় –

(ক) ১৮০০ খ্রিস্টাব্দে

(খ) ১৮২০ খ্রিস্টাব্দে

(গ) ১৮২৩ খ্রিস্টাব্দে

(ঘ) ১৮২৪ খ্রিস্টাব্দে

উত্তরঃ (গ) ১৮২৩ খ্রিস্টাব্দে

 

১.৭ বিদ্যাসাগর বাল্যবিবাহের বিরোধিতা করেন যে পত্রিকায় –

(ক) জ্ঞানান্বেষণ

(খ) সর্বশুভকারী

(গ) সুলভ সমাচার

(ঘ) পরিচারিকা

উত্তরঃ (খ) সর্বশুভকারী

 

১.৮ ভারতের প্রথম মহিলা চিকিৎসকের নাম হল –

(ক) চন্দ্রমুখী বোস

(খ) কাদম্বিনী গাঙ্গুলী

(গ) সরলাদেবী চৌধুরানী

(ঘ) সরোজিনী নাইডু

উত্তরঃ (খ) কাদম্বিনী গাঙ্গুলী

 

১.৯ ‘অরণ্য আইন’ আনুষ্ঠানিকভাবে প্রবর্তন করেন –

(ক) রিচার্ড গ্রোভ

(খ) ডেইট্রিক ব্রান্ডিস

(গ) রামচন্দ্র গুহ

(ঘ) র‍্যাচেল কারসন

উত্তরঃ (খ) ডেইট্রিক ব্রান্ডিস

ABTA Test Paper 2021-22 History Page 249

 

১.১০ গোবর্ধন দিকপতি যে বিদ্রোহের নেতৃত্ব দেন তা হল –

(ক) কোল বিদ্রোহ

(খ) চুয়াড় বিদ্রোহ

(গ) সাঁঅতাল বিদ্রোহ

(ঘ) মুন্ডা বিদ্রোহ

উত্তরঃ (খ) চুয়াড় বিদ্রোহ

 

১.১১ সন্ন্যাসী-ফকির বিদ্রোহের উল্লেখ আছে যে উপন্যাসে তা হল –

(ক) কমলাকান্তের দপ্তর

(খ) পথের দাবী

(গ) বৈকুন্ঠের উইল

(ঘ) আনন্দমঠ

উত্তরঃ (ঘ) আনন্দমঠ

 

১.১২ ১৮৫৯ খ্রিস্টাব্দে প্রথম নীল বিদ্রোহ সংঘটিত হয়েছিল –

(ক) নদীয়ায়

(খ) বীরভূম

(গ) বর্ধমানে

(ঘ) মালদহে

উত্তরঃ (ক) নদীয়ায়

ABTA Test Paper 2021-22 History Page 249

 

১.১৩ ভারতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটিয়েছিল –

(ক) মহারানীর ঘোষণাপত্র

(খ) চার্টার আইন

(গ) ইন্ডিয়ান কাউন্সিল আইন

(ঘ) উন্নততর ভারত শাসন আইন

উত্তরঃ (ঘ) উন্নততর ভারত শাসন আইন

 

১.১৪ ‘ভারত সভার’ প্রথম সম্পাদক ছিলেন –

(ক) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

(খ) আনন্দমোহন বসু

(গ) কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়

(ঘ) শিবনাথ শাস্ত্রী

উত্তরঃ (খ) আনন্দমোহন বসু

 

১.১৫ আধুনিক ভারতে প্রথম ব্যঙ্গচিত্র প্রকাশিত হয়েছিল –

(ক) সোমপ্রকাশ পত্রিকায়

(খ) অমৃতবাজার পত্রিকায়

(গ) বামাবোধিনী পত্রিকায়

(ঘ) হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায়

উত্তরঃ (খ) অমৃতবাজার পত্রিকায়

ABTA Test Paper 2021-22 History Page 249

 

১.১৬ ‘ভারতীয় জাতীয়বাদের জনক’ বলা হয় –

(ক) ঋষিওরবিন্দকে

(খ) স্বামী বিবেকানন্দকে

(গ) ক্ষুদিরাম বসুকে

(ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে

উত্তরঃ (খ) স্বামী বিবেকানন্দকে

 

১.১৭ দক্ষিণ এশিতার প্রথম সাপ্তাহিক সংবাদপত্র ছাপার কৃতিত্ব –

(ক) হিন্দুস্থান প্রেসের

(খ) হিকির প্রেসের

(গ) ইউ রায় অ্যান্ড সন্স

(ঘ) অনারেবল প্রেস কোম্পানি

উত্তরঃ (খ) হিকির প্রেসের

 

১.১৮ শিবপুর বোটানিক্যাল গার্ডেনের প্রতিষ্ঠাতা হলেন –

(ক) কর্নেল রবার্ট কিড

(খ) ডঃ উইলিয়াম রক্সবার্গ

(গ) জেমস রেনেল

(ঘ) জন ম্যাক

উত্তরঃ (খ) ডঃ উইলিয়াম রক্সবার্গ

 

১.১৯ ‘জাতীয় প্রযুক্তিবিদ্যার জনক’ বলা হয় –

(ক) রাজেন্দ্রলাল মিত্রকে

(খ) নবগোপাল মিত্রকে

(গ) সি ভি রমনকে

(ঘ) মেঘনাদ সাহাকে

উত্তরঃ (গ) সি ভি রমনকে

 

১.২০ ‘বিশ্বভারতী’ প্রতিষ্ঠায় রবীন্দ্রনাথকে সাহায্য করেছিলেন –

(ক) নন্দলাল বসু

(খ) ব্রজেন্দ্রনাথ শীল

(গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

(ঘ) রামমোহব রায়

উত্তরঃ (খ) ব্রজেন্দ্রনাথ শীল

ABTA Test Paper 2021-22 History Page 249

ABTA Test Paper 2021-22 History Page 249

বিভাগ – ‘খ’

২। যে কোনো ষোলটি প্রশ্নের উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্ততঃ ১টি করে প্রশ্নের উত্তর দাও) :

উপবিভাগ : ২.১

একটি বাক্যে উত্তর দাও :

২.১.১ ভারতের জাতীয় মহাফেজখানা কোথায় অবস্থিত?

উত্তরঃ দিল্লিতে

২.১.২ সতীদাহ প্রথা কোন্‌ আইন দ্বারা রদ হয়েছিল?

উত্তরঃ সপ্তদশ আইন দ্বারা

২.১.৩ কোলদের জন্য কবে ‘দক্ষিণ-পশ্চিম সীমান্ত এজেন্সি’ গঠন করা হয়?

উত্তরঃ ১৮৩৪ সালে

২.১.৪ কোন্‌ গ্রন্থ ছাপার জন্য বাংলা হরফের প্রয়োজন হয়?

উত্তরঃ “A Grammar of the Bengal Language”

ABTA Test Paper 2021-22 History Page 249

 

উপবিভাগ : ২.২

ঠিক বা ভুল নির্ণয় করো :

২.২.১ খেলার ইতিহাস চর্চা হয় চিন দেশে।

উত্তরঃ ভুল

২.২.২ ‘মেকলে মিনিট’ লর্ড বেন্টিঙ্কের আমলে প্রকাশিত হয়।

উত্তরঃ ঠিক

২.২.৩ হিন্দুমেলার অপর নাম চৈত্র মেলা।

উত্তরঃ ঠিক

২.২.৪ শান্তিনিকেতন আশ্রম প্রথম তৈরী করেন রবীন্দ্রনাথ ঠাকুর।

উত্তরঃ ভুল

ABTA Test Paper 2021-22 History Page 249

 

উপবিভাগ : ২.৩

‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও :

‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ
২.৩.১ কথাকলি (১) দূর্জন সিংহ
২.৩.২ সীতার বনবাস (২) ডেভিড হেয়ার
২.৩.৩ চুয়াড় বিদ্রোহ (৩) কেরালা
২.৩.৪ স্কুল বুক সোসাইটি (৪) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

উত্তরঃ

‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ
২.৩.১ কথাকলি (৩) কেরালা
২.৩.২ সীতার বনবাস (৪) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
২.৩.৩ চুয়াড় বিদ্রোহ (১) দূর্জন সিংহ
২.৩.৪ স্কুল বুক সোসাইটি (২) ডেভিড হেয়ার

ABTA Test Paper 2021-22 History Page 249

 

উপবিভাগ : ২.৪

প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করো :

২.৪.১ বঙ্গীয় নবজাগরণের কেন্দ্র – কোলকাতা

২.৪.২ মুন্ডাবিদ্রোহের এলাকা – রাঁচি

২.৪.৩ মহাবিদ্রোহের অন্যতম কেন্দ্র – মিরাট

২.৪.৪ ব্যাপটিস্ট মিশনের কেন্দ্র – শ্রীরামপুর

ABTA Test Paper 2021-22 History Page 249

 

উপবিভাগ : ২.৫

নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো :

২.৫.১ বিবৃতি ঃ সরলাদেবী চৌধুরানী লক্ষ্মীর ভান্ডার স্থাপন করেন।

ব্যাখ্যা ১ ঃ স্বদেশীয়ানা জনপ্রিয় করতে।

ব্যাখ্যা ২ ঃ দরিদ্রকে দান করতে।

ব্যাখ্যা ৩ ঃ লক্ষ্মী পূজার আয়োজন করতে।

উত্তরঃ ব্যাখ্যা ১ ঃ স্বদেশীয়ানা জনপ্রিয় করতে।

 

২.৫.২ বিবৃতি ঃ সরকার ‘জঙ্গলমহল’ নামে একটি পৃথক জেলা গঠন করে।

ব্যাখ্যা ১ ঃ বনাঞ্চলের সুরক্ষার উদ্দেশ্যে জঙ্গলমহল জেলা গঠিত হয়।

ব্যাখ্যা ২ ঃ আদিবাসেদের সুরক্ষার উদ্দেশ্যে জঙ্গল জেলা গঠিত হয়।

ব্যাখ্যা ৩ ঃ চুয়াড় বিদ্রোহের ফলে জঙ্গলমহল জেলা গঠিত হয়।

উত্তরঃ ব্যাখ্যা ২ ঃ আদিবাসেদের সুরক্ষার উদ্দেশ্যে জঙ্গল জেলা গঠিত হয়।

 

২.৫.৩ বিবৃতি ঃ ১৯০৬ খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়।

ব্যাখ্যা ১ ঃ বৈজ্ঞানিক গবেষণার উন্নতির জন্য।

ব্যাখ্যা ২ ঃ কারিগরি শিক্ষার উন্নতির জন্য।

ব্যাখ্যা ৩ ঃ জাতীয় শিক্ষা প্রদানের জন্য।

উত্তরঃ ব্যাখ্যা ৩ ঃ জাতীয় শিক্ষা প্রদানের জন্য।

 

২.৫.৪ বিবৃতি ঃ শিক্ষিত বাঙালি সমাজ ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহকে সমর্থন করেনি।

ব্যাখ্যা ১ ঃ বিদ্রোহীরা সাধারণ মানুষের উপর অত্যাচার করত।

ব্যাখ্যা ২ ঃ শিক্ষিতরা নিজেদের সিপাহীদের হাত থেকে বাঁচাতে চেয়েছিল।

ব্যাখ্যা ৩ ঃ শিক্ষিত মধ্যবিত্ত বাঙালি সমাজ শাসনকে কল্যাণকর বলে মনে করত।

উত্তরঃ ব্যাখ্যা ৩ ঃ শিক্ষিত মধ্যবিত্ত বাঙালি সমাজ শাসনকে কল্যাণকর বলে মনে করত।

 

ABTA Test Paper 2021-22 History Page 249

Thank You

ABTA Test Paper 2021-22 History Page 249

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!