ABTA Test Paper 2021-22 Life Science Page 112
ABTA Test Paper 2021-22 Life Science Page 112
বিভাগ – ‘ক’
১। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো :
১.১ উদ্ভিদ আকর্ষের পাশে ক্লোরোফর্ম রাখলে আকর্ষটি ক্লোরোফর্মের বিপরীতে বেঁকে যায়। এটি কী প্রকারের চলন?
(ক) ফটোন্যাস্টিক
(খ) সিসমোন্যাস্টি
(গ) কেমোন্যাস্টি
(ঘ) থার্মোন্যাস্টি
উত্তরঃ (গ) কেমোন্যাস্টি
১.২ নিম্নলিখিত কোন্ হরমোনটি উদ্ভিদের অগ্রস্থ প্রকটতা রোধ করে?
(ক) জিব্বেরেলিন
(খ) সাইটোকাইনিন
(গ) অক্সিন
(ঘ) ABA
উত্তরঃ (গ) অক্সিন
১.৩ প্রোল্যাকটিন ক্ষরিত হয় –
(ক) ডিম্বাশয়
(খ) শুক্রাশয়
(গ) থাইরয়েড গ্রন্থি
(ঘ) পিটুইটারি অগ্রভাগ থেকে
উত্তরঃ (ঘ) পিটুইটারি অগ্রভাগ থেকে
১.৪ চোখের কোন্ প্রকার ক্রুটিতে অবতল লেন্স ব্যবহার হয়?
(ক) মায়োপিয়া
(খ) হাইপারোপিয়া
(গ) প্রেসবায়োপিয়া
(ঘ) গ্লুকোমা
উত্তরঃ (ক) মায়োপিয়া
১.৫ স্বোয়ান কোশ দেখতে পাওয়া যায় –
(ক) ডেনড্রন
(খ) কোশদেহ
(গ) অ্যাক্সনে
(ঘ) ডেনড্রাইটে
উত্তরঃ (গ) অ্যাক্সনে
১.৬ ক্রোমোজোমের খন্ডাংশের বিনিময়কে বলা হয় –
(ক) টেট্রাড
(খ) বাইভ্যালেন্ট
(গ) কায়াজামা
(ঘ) ক্রসিংওভার
উত্তরঃ (ঘ) ক্রসিংওভার
ABTA Test Paper 2021-22 Life Science Page 112
১.৭ উদ্ভিদের যে কোশটি মিয়োসিস পদ্ধতিতে বিভাজন করে তা হল –
(ক) রেণু মাতৃকোশ
(খ) অগ্র মুকুল কোশ
(গ) পরিণত পাতার কোশ
(ঘ) মূলের কোশ
উত্তরঃ (ক) রেণু মাতৃকোশ
১.৮ শালুক পরাগী ফুল হল –
(ক) পদ্ম
(খ) কচু
(গ) লিচু
(ঘ) আকন্দ
উত্তরঃ (খ) কচু
১.৯ নীচের কোন জোডটি DNA তে দেখা যায়, –
(ক) A = U
(খ) A ≡ G
(গ) A ≡ C
(ঘ) A ≡ T
উত্তরঃ (ঘ) A ≡ T
ABTA Test Paper 2021-22 Life Science Page 112
১.১০ গেইটোনোগ্যামী হল –
(ক) একই গাছের দুটি ভিন্ন একলিঙ্গ ফুলের পরাগযোগ
(খ) একটি ফুলে পরাগযোগ
(গ) একই প্রজাতির দুটি উদ্ভিদের ফুলের ভেতর পরাগযোগ
(ঘ) দুটি আলাদা ফুলের মধ্যে পরাগযোগ
উত্তরঃ (ক) একই গাছের দুটি ভিন্ন একলিঙ্গ ফুলের পরাগযোগ
১.১১ মানুষের অটোজমাল বিশৃঙ্খলাজনিত রোগ হল –
(ক) থ্যালাসেমিয়া
(খ) বর্ণান্ধতা
(গ) হিমোফিলিয়া
(ঘ) টাক পড়া
উত্তরঃ (ক) থ্যালাসেমিয়া
১.১২ যে ব্যবস্থায় রোগের জন্য দায়ী জিনের প্রকৃতি ও পরবর্তী প্রজন্মে রোগ প্রকাশের সম্ভাবনা নির্ণয় করা হয় তাকে বলে –
(ক) জিন থেরাপি
(খ) জেনেটিক কাউনসেলিং
(গ) অ্যালোজোম
(ঘ) বিটা-গ্লোবিন মেথড
উত্তরঃ (খ) জেনেটিক কাউনসেলিং
১.১৩ BB এবং Bb জিনোটাইপযুক্ত দুটি গিনিপিগের সংকরায়ণের প্রথম অপত্য জনুতে কত শতাংশ সাদা গিনিপিগ পাওয়া যাবে?
(ক) ০%
(খ) ২৫%
(গ) ৫০%
(ঘ) ১০০%
উত্তরঃ (ক) ০%
ABTA Test Paper 2021-22 Life Science Page 112
১.১৪ বংশগতির একক হল –
(ক) ক্রোমোজোম
(খ) ক্রোমোটিড
(গ) DNA
(ঘ) জিন
উত্তরঃ (ঘ) জিন
১.১৫ নিম্নোক্ত কোন অণু DNA থেকে সরাসরি তোইরি হয় না?
(ক) প্রোটিন
(খ) m-RNA
(গ) t-RNA
(ঘ) r-RNA
উত্তরঃ (ক) প্রোটিন
বিভাগ – খ
২। নীচের ২৬টি প্রশ্ন থেকে ২১টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো :
নীচের বাক্যগুলির শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও (যে কোন পাঁচটি)
২.১ বয়স বাড়লে লেন্স অসচ্ছ হয়ে যায়। একে __________ বলে।
উত্তরঃ ছানি পড়া
২.২ মায়োটোম পেশি থাকে মাছের __________ দু’পাশে।
উত্তরঃ মেরুদন্ডের
২.৩ কলাকর্ষণ পদ্ধতিতে উদ্ভিদের বংশবিস্তার পদ্ধতিতে __________ বলে।
উত্তরঃ মাইক্রোপ্রোপাগেশন
২.৪ একটি পরাগনালীতে পুংগ্যামেটে সংখ্যা __________ টি।
উত্তরঃ ২টি
২.৫ মেন্ডেলবাদের একটি বিচ্যুতি হল ___________।
উত্তরঃ অসম্পূর্ণ প্রকটতা
২.৬ জীবনের ২ মাস থেকে ১০ বছর অবধি সময়কালকে __________ বলে।
উত্তরঃ শৈশবকাল
ABTA Test Paper 2021-22 Life Science Page 112
নীচের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা নিরূপণ করো (যে কোনো পাঁচটি) :
২.৭ অক্সিন হরমোন অ্যাসিটাইল Co-A দ্বারা সংশ্লেষিত হয়।
উত্তরঃ মিথ্যা
২.৮ শিশু অবস্থায় TSH হরমোনের কম ক্ষরণে ক্রেটিনিজম রোগ হয়।
উত্তরঃ সত্য
২.৯ মিয়োসিস-11 – তে সমসংস্থ ক্রোমোজোমের পৃথককরণ ঘটে।
উত্তরঃ মিথ্যা
২.১০ প্রোক্যারিওটিক কোশে DNA দেখা যায়।
উত্তরঃ সত্য
২.১১ মেন্ডেলের পৃথকভবনের সূত্রটি সর্বদাই অভ্রান্ত।
উত্তরঃ মিথ্যা
২.১২ হেটারোজাইগাস জীবে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি প্রকাশিত হয় না।
উত্তরঃ সত্য
ABTA Test Paper 2021-22 Life Science Page 112
A-স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে B-স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটি সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নং উল্লেখ সহ সঠিক জোরটি পুনরায় লেখো (যে কোনো পাঁচটি) :
A স্তম্ভ |
B স্তম্ভ |
২.১৩ বল ও সকেট সন্ধি
২.১৪ কোশপর্দার ভেদ্যতা গ্লুকোজের জন্য বাড়িয়ে তোলে ২.১৫ cdk ২.১৬ ক্রসিংওভার ২.১৭ ইতর পরাগ যোগ ২.১৮ ক্রিস্টমাস রোগ |
(ক) কোশচক্রের নিয়ন্ত্রক পদার্থ
(খ) গ্লুকাগন (গ) হিমোফিলিয়া B (ঘ) নন সিস্টার ক্রোমোটিড (ঙ) কাঁধের অস্থিসন্ধি (চ) ইনসুলিন (ছ) বাহকের উপর নির্ভরশীল |
উত্তরঃ
A স্তম্ভ |
Bস্তম্ভ |
২.১৩ বল ও সকেট সন্ধি
২.১৪ কোশপর্দার ভেদ্যতা গ্লুকোজের জন্য বাড়িয়ে তোলে ২.১৫ cdk ২.১৬ ক্রসিংওভার ২.১৭ ইতর পরাগ যোগ ২.১৮ ক্রিস্টমাস রোগ |
(ঙ) কাঁধের অস্থিসন্ধি
(চ) ইনসুলিন (ক) কোশচক্রের নিয়ন্ত্রক পদার্থ (ঘ) নন সিস্টার ক্রোমোটিড (ছ) বাহকের উপর নির্ভরশীল (গ) হিমোফিলিয়া B |
ABTA Test Paper 2021-22 Life Science Page 112
একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও (যে কোনো ছ’টি) :
২.১৯ মাছের কোন কোন পাখনা মাছকে জলে ডুবতে ও ভাসতে সাহায্য করে।
উত্তরঃ বক্ষ ও শ্রেণি পাখনা
২.২০ চোখে কীসের অনুপস্থিতিতে বর্ণান্ধতা রোগ হয়?
উত্তরঃ কোণ কোষের অনুপস্থিতিতে
ABTA Test Paper 2021-22 Life Science Page 112
২.২১ বিসদৃশ শব্দটি বেছে লেখো :
থাইরক্সিন, অক্সিন, ইনস্যুলিন, অ্যাড্রিনালিন।
উত্তরঃ অক্সিন
২.২২ পুরুষকে হেটারোগ্যামেটিক বলা হয় কেন?
উত্তরঃ পুরুষের দুই ধরনের সেক্স ক্রোমোজোম থাকে বলে।
২.২৩ সুস্পষ্ট জনুক্রম দেখা যায় এমন দুটি উদ্ভিদের উদাহরন দাও।
উত্তরঃ মস এবং ফার্ন
২.২৪ মাইটোটিক মেটাফেজের প্রেক্ষিতে অ্যানাফেজে ক্রোমোটিডের সংখ্যা অর্ধেক হয়ে যায়। তাহলে মাইটোসিস হ্রাস বিভাজন নয় কেন?
উত্তরঃ কারণ মাইটোসিস কোষ বিভাজনের অ্যানাফেজ দশায় সেন্ট্রোনিয়ারের বিভাজনের ফলে ক্রোমাটিড আলাদা হয় কিন্তু ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয় না।
২.২৫ নীচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত। সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো : এক সংকর জনন, সংকরায়ন, দ্বিসংকর জনন, অসম্পূর্ণ প্রকটতা।
উত্তরঃ সংকরায়ন
২.২৬ Tt সংকেত দ্বারা মটর গাছের কী বোঝানো হয়?
উত্তরঃ Tt দ্বারা সংকর লম্বা বোঝানো হয়
Thanks a lot for the answers
This is awesome .
Thanks for the answers .😇😌💫💫
Thank you.
keep visiting us.