Mon. Oct 7th, 2024

 ABTA Test Paper 2021-22 Life Science Page 84

 

ABTA Test Paper 2021-22 Life Science Page 84

বিভাগ – ‘ক’

১। সঠিক উত্তর নির্বাচন করো :

১.১ ‘নিদ্রা চলন’ দেখা যায় –

(ক) সন্ধ্যামালতীর পাতায়

(খ) তেঁতুল গাছের পাতায়

(গ) আমগাছের পাতায়

(ঘ) কচু গাছের পাতায়

উত্তরঃ (খ) তেঁতুল গাছের পাতায়

 

১.২ ‘দৈহিক উষ্ণতা’ নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মানব মস্তিষ্কের অংশটি হল –

(ক) থ্যালামাস

(খ) লঘু মস্তিষ্ক

(গ) হাইপোথ্যালামাস

(ঘ) সুষুম্মাশীর্ষক

উত্তরঃ (গ) হাইপোথ্যালামাস

 

১.৩ নিম্নলিখিত জোড়গুলির মধ্যে কোন্‌টি ক্যাটেকোলামাইন –

(ক) ADH ও STH

(খ) ইন্সুলিন-অ্যাড্রিনালিন

(গ) অ্যাড্রিনালিন-নর অ্যাড্রিনালিন

(ঘ) FSH ও LH

উত্তরঃ (গ) অ্যাড্রিনালিন-নর অ্যাড্রিনালিন

 

১.৪ কোন্‌ বক্তব্যটি সঠিক নয় –

(ক) হাইপোথ্যালামাস রিলেস্টেশন হিসেবে কাজ করে

(খ) থ্যালামাস রিলেসেন্টার হিসেবে কাজ করে

(গ) প্রতিবর্ত চাপের অন্তর্বতী স্নায়ুটি সংজ্ঞাবহ

(ঘ) পনস পশ্চাস মস্তিষ্কের অংশ

উত্তরঃ (ক) হাইপোথ্যালামাস রিলেস্টেশন হিসেবে কাজ করে

 

১.৫ অ্যান্টিকিটোজেনিক হরমোন বলা হয় –

(ক) থাইরক্সিনকে

(খ) ইনসুলিনকে

(গ) গ্লুকাগনকে

(ঘ) অ্যাড্রিনালিনকে

উত্তরঃ (খ) ইনসুলিনকে

 

১.৬ মানুষের ক্রোমোজোমে টেলোমিয়ারের বেস মজ্জাটি হল –

(ক) TTAGGG

(খ) AATGGG

(গ) TATAAT

(ঘ) ATCGAT

উত্তরঃ (ক) TTAGGG

 

১.৭ সংযুক্তি পদ্ধতিতে জনন ঘটে এমন উদ্ভিদ হল –

(ক) স্পাইরোগাইরা

(খ) মস

(গ) অ্যাগারিকাস

(ঘ) ফার্ন

উত্তরঃ (ক) স্পাইরোগাইরা

 

১.৮ সপুষ্পক উদ্ভিদের ভ্রূণস্থকীতে কোষের বিন্যাস প্রকৃতি হল –

(ক) 2 + 3 + 2

(খ) 3 + 1 + 3

(গ) 3 + 2 + 2

(ঘ) 3 + 3 + 1

উত্তরঃ (ঘ) 3 + 3 + 1

 

১.৯ তুমি মাইটোসিস কোলবিভাজনের একটি দশায় দেখলে যে ক্রোমোজোমগুলিকে I J V U  ও  L এর মতো দেখতে দশাটি হল 

(ক) প্রফেজ

(খ) মেটাফেজ

(গ) অ্যানাফেজ

(ঘ) টেলোফেজ

উত্তরঃ (গ) অ্যানাফেজ

 

১.১০ কোনো একটি DNA খন্ডে A (অ্যাডিনিন) যদি 30% হয় তাহলে G, C  ও T এর শতকরা মান হয় যথাক্রমে –

(ক) 20%, 20%, 20%

(খ) 30%, 30%, 30%

(গ) 20%, 20%, 30%

(ঘ) 30%, 20%, 20%

উত্তরঃ (গ) 20%, 20%, 30%

 

১.১১ জিন শব্দের প্রবক্ত হলেন –

(ক) মেন্ডেল

(খ) বেটিসন

(গ) জোহানসেন

(ঘ) মরগ্যান

উত্তরঃ (গ) জোহানসেন

 

১.১২ একজন মহিলা বর্ণান্ধ হলে কোন্‌টি সঠিক তা নির্ণয় করো –

(ক) মহিলার মাতা বর্ণান্ধ

(খ) মহিলার পিতা বর্ণান্ধ

(গ) মহিলার মাতা বর্ণান্ধ পিতা স্বাভাবিক

(ঘ) মহিলার মাতা ও পিতা উভয়েই বর্ণান্ধ

উত্তরঃ (ঘ) মহিলার মাতা ও পিতা উভয়েই বর্ণান্ধ

 

১.১৩ কোন্‌ রোগটিকে রয়্যাল ডিজিজ বলা হয় –

(ক) থ্যালাসেমিয়া

(খ) বর্ণান্ধতাকে 

(গ) হিমোফিলিয়াকে

(ঘ) ক্যান্সারকে

উত্তরঃ (গ) হিমোফিলিয়াকে

১.১৪ AaBbCc জিনোটাইপ থেকে কয়প্রকার গ্যামেট উৎপন্ন হতে পারে –

(ক) ছয়টি

(খ) চারটি

(গ) আটটি

(ঘ) দশটি

উত্তরঃ (গ) আটটি

 

১.১৫ কোন্‌টি ‘X’ ক্রোমোজোমাল প্রচ্ছন্নধর্মী রোগ নয় –

(ক) হিমোফিলিয়া

(খ) বর্ণান্ধতা

(গ) থ্যালাসেমিয়া

(ঘ) ক্রিটমাস রোগ

উত্তরঃ (গ) থ্যালাসেমিয়া

ABTA Test Paper 2021-22 Life Science Page 84

বিভাগ – খ

২। নীচের ২৬টি প্রশ্ন থেকে যে কোনো ২১টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো :

নীচের বাক্যগুলিতে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থানগুলি পূরণ কর উপযুক্ত (যে কোনো পাঁচটি) :

২.১ সাইনোভিয়াল গহ্বর অঞ্চলটিতে __________ পদার্থ পূর্ণ থাকে।

উত্তরঃ সাইনোভিয়াল তরল

 

২.২ মা বর্ণান্ধ হলে পুত্র _________ হবে।

উত্তরঃ বর্ণান্ধ

 

২.৩ DNA প্রতিলিপিকরণ সম্পন্ন হয় কোশচক্রের __________ দশায়।

উত্তরঃ S দশায়

ABTA Test Paper 2021-22 Life Science Page 84

২.৪ মানব বিকাশের শৈশব ও পরিণত দশার মধ্যবর্তী সময়কালকে _________ বলে।

উত্তরঃ বয়ঃসন্ধিকাল 

 

২.৫ লিঙ্গ নির্ধারণে সাহায্যে করে ________ ক্রোমোজোম।

উত্তরঃ Y

 ABTA Test Paper 2021-22 Life Science Page 84

২.৬ এক সংকর জননের টেস্ট ক্রশের অনুপাত হয় __________।

উত্তরঃ 1, 1

ABTA Test Paper 2021-22 Life Science Page 44

 

নীচের বাক্যগুলির সত্য অথবা মিথ্যা নিরূপণ কর (যে কোনো পাঁচটি) :

২.৭ মানুষের একনেত্র দৃষ্টি দেখা যায়।

উত্তরঃ ভুল

ABTA Test Paper 2021-22 Life Science Page 84

২.৮ ফ্ল্যাজেলা হল প্যারামিসিয়ামের গমন অঙ্গ।

উত্তরঃ ভুল

 

২.৯ অ্যামাইটোসিসে বেম তন্তু গঠিত হয়।

উত্তরঃ ভুল

ABTA Test Paper 2021-22 Life Science Page 84

২.১০ গর্ভযন্ত্র ডিম্বানু ও সহকারী কোষ নিয়ে গঠিত।

উত্তরঃ ভুল

 

২.১১ আধুনিক জিনতত্তের জনক হলেন মেন্ডেল।

উত্তরঃ ঠিক

 

২.১২ পরাগনালীতে পুংগ্যামেটের সংখ্যা হল একটি।

উত্তরঃ ভুল

ABTA Test Paper 2021-22 Life Science Page 84

A স্তম্ভে দেওয়া শব্দের সাথে B – স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতাবিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নম্বর উল্লেখসহ সঠিক জোড়াটি পুনরায় লেখো (যে কোনো পাঁচটি) ঃ

A স্তম্ভ B স্তম্ভ
২.১৩ 22A + Y (ক) জনুক্রম
২.১৪ 2, 4-D (খ) পেন্টোজ শর্করা
২.১৫ 3F. Hormone (গ) শুক্রানুর ক্যারিওটাইপ
২.১৬ Dryopteris (ঘ) ইনসুলিন
২.১৭ Daltonism (ঙ) অ্যাড্রিনালিন
২.১৮ Ribose (চ) আগাছানাশক
(ছ) বর্ণান্ধতা

উত্তরঃ

A স্তম্ভ B স্তম্ভ
২.১৩ 22A + Y (গ) শুক্রানুর ক্যারিওটাইপ
২.১৪ 2, 4-D (চ) আগাছানাশক
২.১৫ 3F. Hormone (ঙ) অ্যাড্রিনালিন
২.১৬ Dryopteris (ক) জনুক্রম
২.১৭ Daltonism (ছ) বর্ণান্ধতা
২.১৮ Ribose (খ) পেন্টোজ শর্করা

ABTA Test Paper 2021-22 Life Science Page 84

 

একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও (যে কোনো ছ’টি) :

২.১৯ বিসদৃশ শব্দটি বেছে নিয়ে লেখো : ACTH, GTH, ADH, TSH

উত্তরঃ ADH

 

২.২০ BMR বৃদ্ধিতে কোন্‌ হরমোন সাহয্য করে?

উত্তরঃ থাইরক্সিন

 ABTA Test Paper 2021-22 Life Science Page 44

২.২১ অনুবিস্তারণের একটি তাৎপর্য লেখো।

উত্তরঃ কম সময়ে অধিক উদ্ভিদ উৎপন্ন হয়।

 

২.২২ কোন বিজ্ঞানী ক্রওমোজোম শণাক্তরকণ করেন?

উত্তরঃ ওয়াল ডেয়ার

 

নীচের সম্পর্কযুক্ত একটি শব্দ জোড় দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও।

২.২৩ একসংকর জনন : পৃথকীভবনের সূত্র : : দ্বিসংকর জনন : __________

উত্তরঃ স্বাধীন সঞ্চারন

 

২.২৪ B থ্যালাসেমিয়ার কারণ লেখো।

উত্তরঃ ১১ নং অটোজমের ত্রুটির ফলে B থ্যালাসেমিয়া হয়।

 

২.২৫ নীচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত। সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো – আডিটরি নার্ভ, ভেগাস নার্ভ, করোটি নার্ভ, অপটিক নার্ভ।

উত্তরঃ করোটি নার্ভ

 

২.২৬ পায়রার কোন্‌ পালক র‍্যাডার রূপে কাজ করে?

উত্তরঃ রেক্টিসেস পালক

 ABTA Test Paper 2021-22 Life Science Page 44

ABTA Test Paper 2021-22 Life Science Page 84

Thank You

ABTA Test Paper 2021-22 Life Science Page 84

3 thoughts on “ABTA Test Paper 2021-22 Life Science Page 84”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!