Fri. Oct 4th, 2024

ABTA Test Paper 2021-22 Life Science Page 44

 

ABTA Test Paper 2021-22 Life Science Page 44

বিভাগ – ‘ক’

১। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো :

 

১.১ একটি ট্রপিক হরমোন হল –

(ক) টেস্টোস্টেরন

(খ) TSH

(গ) প্রজেস্টেরন

(ঘ) ইস্ট্রোজেন

উত্তরঃ (খ) TSH

 

১.২ অ্যান্টি কিটোজেনিক হরমোন হল –

(ক) ইনসুলিন

(খ) গ্লুকাগন

(গ) STH

(ঘ) প্রোল্যাকটিন

উত্তরঃ (ক) ইনসুলিন

 

১.৩ পায়রার ডানায় বড় পালকের (রেমিজেস) সংখ্যা –

(ক) ২৩টি

(খ) ১২টি

(গ) ১৩টি

(ঘ) ২১টি

উত্তরঃ (ক) ২৩টি

 

১.৪ জিওট্রপিক চলনের উদ্দীপক হল –

(ক) জল

(খ) তাপ

(গ) আলো

(ঘ) অভিকর্ষ

উত্তরঃ (ঘ) অভিকর্ষ

 

১.৫ স্নায়ুতন্ত্রের মোট কোষের কত শতাংশ নিউরোগ্লিয়া –

(ক) ৬০ শতাংশ

(খ) ৯০ শতাংশ

(গ) ৭০ শতাংশ

(ঘ) ৮০ শতাংশ

উত্তরঃ (খ) ৯০ শতাংশ

 

১.৬ কোষ চক্রের কোন্‌ দশাতে DNA সংশ্লেষ হয়? –

(ক) G₀ দশা

(খ) G₁ দশা

(গ) G₂ দশা

(ঘ) S দশা

উত্তরঃ (ঘ) S দশা

 

১.৭ আম গাছের পরাগযোগ কার দ্বারা ঘটে? –

(ক) বায়ু

(খ) পতঙ্গ

(গ) জল

(ঘ) বাদুড়

উত্তরঃ (খ) পতঙ্গ

 

১.৮ জনুক্রম দেখা যায় কোন্‌ জীবটিতে? –

(ক) কেঁচো

(খ) পান

(গ) ফার্ন

(ঘ) অ্যামিবা

উত্তরঃ (গ) ফার্ন

ABTA Test Paper 2021-22 Life Science Page 44

১.৯ সবচেয়ে উন্নত ধরনের কলম হল –

(ক) শাখাকলম

(খ) প্ল্যান্টলেট

(গ) জোড়কলম

(ঘ) এমব্রয়েড

উত্তরঃ (গ) জোড়কলম

 

১.১০ মানুষের মুখ্যবৃদ্ধিকাল হল –

(ক) কৈশোর দশা

(খ) বয়ঃসন্ধিকাল

(গ) শৈশব দশা

(ঘ) প্রাপ্তবয়স্ক কাল

উত্তরঃ (খ) বয়ঃসন্ধিকাল

 

১.১১ হিমোফিলিয়া রোগীর উত্তরাধিকার প্রক্রিয়া কার অনুরূপ? –

(ক) ত্বকের বর্ণ

(খ) রাতকানা

(গ) ময়োপিয়া

(ঘ) বর্ণান্ধতা

উত্তরঃ (ঘ) বর্ণান্ধতা

 

১.১২ দ্বিসংকর জননে F₂ জনুতে জিনোটাইপের সংখ্যা হল –

(ক) ৬

(খ) ৩

(গ) ৯

(ঘ) ১

উত্তরঃ (গ) ৯

 

১.১৩ কোন্‌টি বংশগত রোগ নয়?

(ক) অ্যানিমিয়া

(খ) থ্যালাসেমিয়া

(গ) বর্ণান্ধতা

(ঘ) হিমোফিলিয়া

উত্তরঃ (ক) অ্যানিমিয়া

 

১.১৪ দুটি সংকর লম্বা মটর গাছের মধ্যে পরাগযোগ ঘটালে F₁ জনুতে কত শতাংশ সংকর লম্বা গাছ জন্মাবে? –

(ক) ১০০%

(খ) ৭৫%

(গ) ৫০%

(ঘ) ২৫%

উত্তরঃ (গ) ৫০%

 

১.১৫ YyRr জেনোটাইপযুক্ত মটরগাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয়? –

(ক) ৪

(খ) ৩

(গ) ২

(ঘ) ১

উত্তরঃ (ক) ৪

ABTA Test Paper 2021-22 Life Science Page 44

 

ABTA Test Paper 2021-22 Life Science Page 44

বিভাগ – ‘খ’

শূন্যস্থান পূরণ কর (যে কোনো পাঁচটি) :

২.১ পীতবিন্দু চক্ষুর _________ থাকে।

উত্তরঃ রেটিনায়

২.২ দুইটি নিউরোনের সংযোগস্থকলে __________ বলে।

উত্তরঃ সাইন্যাপস

২.৩ __________ দশায় কোষচক্র থেমে যায়।

উত্তরঃ G₀

২.৪ প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখে _________ কোষ বিভাজন।

উত্তরঃ মিয়োসিস

২.৫ চেকার বোর্ডের অপর নাম _________।

উত্তরঃ পানেট বোর্ড

২.৬ কোনো প্রজাতির মোট জিনের সমস্টিকে _________ বলে।

উত্তরঃ জিনপুল

 

ABTA Test Paper 2021-22 Life Science Page 44

 

সত্য অথবা মিথ্যা নিরূপণ কর (যে কোনো পাঁচটি) :

A স্তম্ভের সাথে B স্তম্ভের বিধান করে জোড়গুলি লিখো (৫টি)

A স্তম্ভ B স্তম্ভ
২.১৩ ক্ষারীয় হরমোন (ক) জিনোটাইপ
২.১৪ পতঙ্গের দেহ নি”সৃত হরমোন (খ) ইমাসকুলেশন
২.১৫ প্যাকাইটিন উপদশা (গ) অ্যানাফেজ
২.১৬ জীবের জীনগত বৈশিষ্ট্য হল (ঘ) কাইনিন
২.১৭ উভলিঙ্গ ফুল থেকে পুংকেশর অপসারণ (ঙ) ফেরোমোন
২.১৮ কোষবিভাজনের সবচেয়ে ক্ষণস্থায়ী দশা (চ) ক্রসিং ওভার
(ছ) অক্সিন

উত্তরঃ

A স্তম্ভ B স্তম্ভ
২.১৩ ক্ষারীয় হরমোন (ঘ) কাইনিন
২.১৪ পতঙ্গের দেহ নি”সৃত হরমোন (ঙ) ফেরোমোন
২.১৫ প্যাকাইটিন উপদশা (চ) ক্রসিং ওভার
২.১৬ জীবের জীনগত বৈশিষ্ট্য হল (ক) জিনোটাইপ
২.১৭ উভলিঙ্গ ফুল থেকে পুংকেশর অপসারণ (খ) ইমাসকুলেশন
২.১৮ কোষবিভাজনের সবচেয়ে ক্ষণস্থায়ী দশা (গ) অ্যানাফেজ

 

ABTA Test Paper 2021-22 Life Science Page 44

 

একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও (যে কোনো ছয়টি) :

২.১৯ বিসদৃশ শব্দটি বেছে লেখ : বর্ণান্ধতা, মায়োপিয়া, হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া।

উত্তরঃ মায়োপিয়া

২.২০ লোকাস কাকে বলে?

উত্তরঃ ক্রোজোমের যে নির্দিষ্ট স্থানে জিন থাকে তাকে লোকাস বলে।

২.২১ জেনেটিক কোড কে অবিষ্কার করেন?

উত্তরঃ ডঃ খোরানা

২.২২ দ্বিতীয় জোড়ের শূণ্যস্থানে উপযুক্ত শব্দ বসাও : পিট্যুইটারি : অনালগ্রন্থি : লালাগ্রন্থি : __________.

উত্তরঃ সনালগ্রন্থি

২.২৩ হরমোন শব্দটি কোন্‌ গ্রীক শব্দ থেকে উৎপত্তি লাভ করেছে?

উত্তরঃ হরমাও ( Harmao)

২.২৪ একটি গ্যাসীয় হরমোনের নাম লেখো।

উত্তরঃ ইথিলিন

২.২৫ অন্তর্গত বিষয়টি খুঁজে বের কর : এন্টোমোফিলি, অরনিথোফিলি, জুফিলি, অ্যানথ্রোপোফিলি।

উত্তরঃ জুফিলি

২.২৬ মস্তিষ্কের আবরণীর নাম কী?

উত্তরঃ মেনিনজেস

 

ABTA Test Paper 2021-22 Life Science Page 44

Thank You

ABTA Test Paper 2021-22 Life Science Page 44

7 thoughts on “ABTA Test Paper 2021-22 Life Science Page 44”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!