Class 12 ABTA Test Paper 2021-22 Bengali page 90
Class 12 ABTA Test Paper 2021-22 Bengali page 90
১। সঠিক বিকল্পটি নির্বাচন করো ঃ
১.১ ‘তা দিতেও আঙুল বেঁকে যাচ্ছে’ – এখানে ‘তা’ বলতে বোঝানো হয়েছে –
(ক) দশটা টাকা
(খ) দশটা পয়সা
(গ) দশটা কলা
(ঘ) বাদার চাল
উত্তরঃ (খ) দশটা পয়সা
১.২ ‘সস্তা দেখে’ – কী সস্তা দেখে?
(ক) গরিবের পেট
(খ) গরিবের মান
(গ) গরিবের গতর
(ঘ) গরিবের শোক
উত্তরঃ (গ) গরিবের গতর
Class 12 ABTA Test Paper 2021-22 Bengali page 90
১.৩ ‘ভারতবর্ষ’ গল্প অনুসারে গ্রামটিতে ‘পউষে বাদলা’ লেগেছিল –
(ক) সোমবার
(খ) বুধবার
(গ) শুক্রবার
(ঘ) মঙ্গলবার
উত্তরঃ (ঘ) মঙ্গলবার
১.৪ ‘মাঝে-মাঝে বিমর্ষ সভ্যতার মুখ চোখে পড়ে’ – এমন বলার কারণ –
(ক) গ্রামে কলেরার প্রকোপ
(খ) গ্রামে রাস্তাঘাট নেই
(গ) গ্রামে মানুষ নেই
(ঘ) গ্রামে বিদ্যুৎ নেই
উত্তরঃ (ঘ) গ্রামে বিদ্যুৎ নেই
১.৫ ‘করিম ফরাজি একদা ছিল –
(ক) পেশাদার লাঠিয়াল
(খ) পেশাদার কুস্তিগির
(গ) পেশাদার বন্দুকবাজ
(ঘ) পেশাদার ডাকাত
উত্তরঃ (ক) পেশাদার লাঠিয়াল
১.৬ ‘রূপনারায়নের কূলে’ কবিতাটি রচিত হয় –
(ক) ২৮ জুন, ১৯৪১
(খ) ১৩ মে, ১৯৪১
(গ) ১৪ মে, ১৯৪১
(ঘ) ৬ জুলাই, ১৯৪১
উত্তরঃ (খ) ১৩ মে, ১৯৪১
Class 12 ABTA Test Paper 2021-22 Bengali page 90
১.৭ ‘শহরের অসুখ’ কথাটির তাৎপর্য হল –
(ক) দূষণজনিত রোগ
(খ) সর্বগ্রাসী নগরায়ন
(গ) শহুরে মানুষের বিকৃতি
(ঘ) দূরারোগ্য ব্যাধি
উত্তরঃ (খ) সর্বগ্রাসী নগরায়ন
১.৮ মহুয়ার দেশে দীর্ঘ রহস্যে পূর্ণ হল –
(ক) দেবদারু গাছ
(খ) পাইন গাছ
(গ) উইলো গাছ
(ঘ) ফার গাছ
উত্তরঃ (ক) দেবদারু গাছ
১.৯ ‘বিভাব’ নাটকের অমর সংস্কৃতে পেয়েছিল –
(ক) ১৩
(খ) ১৪
(গ) ১৫
(ঘ) ১৬
উত্তরঃ (ক) ১৩
অথবা
কালীনাথ সেন ছিলেন থিয়েটারের একজন –
(ক) অভিনেতা
(খ) পরিচালক
(গ) প্রম্পটার
(ঘ) দারোগা
উত্তরঃ (গ) প্রম্পটার
১.১০ আরে, গেল কোথায় লোকটা?’ – লোকটা হল –
(ক) রামব্রীজ
(খ) রামধন
(গ) রামরতন
(ঘ) রামসেবক
উত্তরঃ (ক) রামব্রীজ
অথবা
‘The night is calling me-me-me’ – কোন্ নাট্যকারের কোন্ বিখ্যাত নাটক থেকে নেওয়া?
(ক) ইবসেনের ডলস হাউস
(খ) বার্নাড শ -এর ক্যান্ডিডা
(গ) শেক্সপীয়রের ম্যাকবেথ
(ঘ) এলিয়েটের মার্ডার ইন দ্যা ক্যাথিড্রাল
উত্তরঃ (খ) বার্নাড শ -এর ক্যান্ডিডা
Class 12 ABTA Test Paper 2021-22 Bengali page 90
১.১১ কাল্পনিক যুদ্ধের মৃত্যুকে নাট্যকার বলেছেন –
(ক) ইসথেটিক মরা
(খ) অস্বাভাবিক মরা
(গ) অদ্ভুদ মরা
(ঘ) রোমান্টিক মরা
উত্তরঃ (ক) ইসথেটিক মরা
অথবা
রজনীকান্ত ‘রিজিয়া’ নাটকের যে চরিত্রের সংলাপ বলেছেন –
(ক) বক্তিয়ার
(খ) মহম্মদ
(গ) সাজাহান
(ঘ) মিরজুমলা
উত্তরঃ (ক) বক্তিয়ার
১.১২ বাঙালিরা শুনি কাঁদুনে জাত’ – বলেছেন –
(ক) রামপ্রসাদ
(খ) ইন্দিরা গান্ধি
(গ) বল্লভভাই
(ঘ) মুকুন্দরাম
উত্তরঃ (গ) বল্লভভাই
অথবা
‘চলো এবার বিয়ে করি…’ বক্তা –
(ক) কালীনাথ
(খ) রজনীকান্ত
(গ) মেয়েটি
(ঘ) কাশিনাথ
উত্তরঃ (খ) রজনীকান্ত
১.১৩ সাত বছরের যুদ্ধ জিতেছিল –
(ক) আলেকজান্ডার
(খ) জুলিয়াস সিজার
(গ) ফিলিপ
(ঘ) দ্বিতীয় ফ্রেডরিক
উত্তরঃ (ঘ) দ্বিতীয় ফ্রেডরিক
অথবা
‘সাকা’ হলে রাতে শুতে হয় –
(ক) মাদুরে
(খ) খড়ের গদিকে
(গ) মেঝেতে
(ঘ) খাটে
উত্তরঃ (গ) মেঝেতে
১.১৪ ‘সাঁওতাল দম্পতি ও সুজাতা ভাস্কর্য দুটির স্রষ্টা হলেন –
(ক) রামকিঙ্কর বেইজ
(খ) নন্দলাল বসু
(গ) যামিনী রায়
(ঘ) বিনোদবিহারী মুখোপাধ্যায়
উত্তরঃ (ক) রামকিঙ্কর বেইজ
১.১৫ ছোটোদের জন্য তৈরি সফেদ হাতি ও সবুজ দ্বীপের রাজা ছবি দুটির পরিচালক হলেন –
(ক) সত্যজিৎ রায়
(খ) তপন সিংহ
(গ) উৎপল দত্ত
(ঘ) সন্দীপ রায়
উত্তরঃ (খ) তপন সিংহ
১.১৬ ভারতে প্লাস্টিক সার্জারির জনক হিসেবে খ্যাত হলেন –
(ক) ডঃ মণিলাল মুখার্জি
(খ) ডঃ নীলরতন সরকার
(গ) ডঃ মুরারি মোহন মুখার্জি
(ঘ) ডঃ বিধানচন্দ্র রায়
উত্তরঃ (গ) ডঃ মুরারি মোহন মুখার্জি
১.১৭ ছোটো কাকা>ছোটকা, টেলিফোন>ফোন – এই শব্দ পরিবর্তনগুলিকে বলে
(ক) পদদ্বৈত
(খ) ক্লিপিংস
(গ) জোড়কলম শব্দ
(ঘ) মুন্ডমাল শব্দ
উত্তরঃ (খ) ক্লিপিংস
১.১৮ বাক্যে সুরের ওঠাপড়াকে বলা হয় –
(ক) যতি
(খ) দল
(গ) শ্বাসাঘাত
(ঘ) সুরতরঙ্গ
উত্তরঃ (ঘ) সুরতরঙ্গ
Class 12 ABTA Test Paper 2021-22 Bengali page 90