Class 12 ABTA Test Paper 2021-22 Geography page 140
Class 12 ABTA Test Paper 2021-22 Geography page 140
১। বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে লেখো ঃ
(১) ‘গ্রেড’ কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? –
(ক) গিলবার্ট
(খ) ডেভিস
(গ) পেঙ্ক
(ঘ) জে এইচ ম্যাকিন
উত্তরঃ (ক) গিলবার্ট
(২) ভৌমজলের ভান্ডার অক্ষুণ্ণ থাকে –
(ক) সছিদ্র শিলাস্তরে অপ্রবেশ্য শিলার স্তর থাকার জন্য
(খ) ভূমির ঢালের জন্য
(গ) জলচক্রের মাধ্যমে
(ঘ) উপরোক্ত প্রতিটি কারণের জন্য
উত্তরঃ (ক) সছিদ্র শিলাস্তরে অপ্রবেশ্য শিলার স্তর থাকার জন্য
(৩) ভূ-অভ্যন্তরে অ্যাকুইফারের ভূমিকা পালন করে –
(ক) প্রবেশ্য
(খ) অপ্রবেশ্য
(গ) ব্যাসল্ট
(ঘ) গ্র্যানাইট শিলাস্তর
উত্তরঃ (ক) প্রবেশ্য
(৪) আদর্শ মৃত্তিকা পরিলেখ গড়ে উঠেছে যে মৃত্তিকায় –
(ক) পডসল মৃত্তিকা
(খ) লোয়েস মৃত্তিকা
(গ) সোলানচাক মৃত্তিকা
(ঘ) পলি মৃত্তিকা
উত্তরঃ (ক) পডসল মৃত্তিকা
(৫) যে পদ্ধতিতে মাটির B স্তরে মাটির ওপরের স্তর থেকে অপসারিত হওয়া পদার্থগুলি সঞ্চিত হয় –
(ক) এলুভিয়েশন
(খ) ল্যাটেরাইজেশন
(গ) ইলুভিয়েশন
(ঘ) গ্লেইজেশন
উত্তরঃ (গ) ইলুভিয়েশন
(৬) মাটির একটি ভৌত ধর্ম হল –
(ক) মাটির ক্যাটায়ন বিনিময় ক্ষমতা
(খ) মাটির গঠন
(গ) মাটির হিউমাস
(ঘ) মাটির PH
উত্তরঃ (খ) মাটির গঠন
(৭) আরব সাগর ও বঙ্গোপাসগর ক্রান্তীয় ঘূর্ণবাত যে নামে পরিচিত –
(ক) হ্যারিকেন
(খ) সাইক্লোন
(গ) টাইফুন
(ঘ) টর্নেডো
উত্তরঃ (খ) সাইক্লোন
(৮) আন্তঃক্রান্তীয় অভিসারী অঞ্চলের(ITCZ) অবস্থান নিরক্ষরেখার উভয় দিকে –
(ক) 0⁰ – 10⁰ অক্ষাংশের মধ্যে
(খ) 15⁰- 20⁰ অক্ষাংশের মধ্যে
(গ) 25⁰ – 35⁰ অক্ষাংশের মধ্যে
(ঘ) 35⁰ – 45⁰ অক্ষাংশের মধ্যে
উত্তরঃ (ক) 0⁰ – 10⁰ অক্ষাংশের মধ্যে
(৯) নীচের কোন্ গ্যাসটির ঘনত্ব ডবসন এককে প্রকাশ করা হয়? –
(ক) নাইট্রোজেন গ্যাস
(খ) মিথেন গ্যাস
(গ) ওজন গ্যাস
(ঘ) নাইট্রোজেন সালফাইড গ্যাস
উত্তরঃ (গ) ওজন গ্যাস
Class 12 ABTA Test Paper 2021-22 Geography page 140
(১০) মেগাথার্মাস জাতীয় উদ্ভিদের উদাহরণ হল –
(ক) মস
(খ) ফার
(গ) লাইকেন
(ঘ) মেহগনি
উত্তরঃ (ঘ) মেহগনি
(১১) একটি অঞ্চলের বিভিন্ন জীব গোষ্ঠীর বৈচিত্র্যকে বলে –
(ক) আলফা বৈচিত্র্য
(খ) গামা বৈচিত্র্য
(গ) বিটা বৈচিত্র্য
(ঘ) ডেল্টা বৈচিত্র্য
উত্তরঃ (গ) বিটা বৈচিত্র্য
(১২) পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অঞ্চলে অবস্থিত –
(ক) কাজিরাঙায়
(খ) সুন্দরবনে
(গ) জলপাইগুড়িতে
(ঘ) বকখালিতে
উত্তরঃ (খ) সুন্দরবনে
(১৩) শস্য সমন্বয় নির্ণায়ক সূত্রের আবিষ্কর্তা হলেন –
(ক) উইভার
(খ) জিমারম্যান
(গ) মার্শাল
(ঘ) বকখালিতে
উত্তরঃ (ক) উইভার
(১৪) বৃষ্টিপাতের পরিমানের ওপর নির্ভরশীল কৃষিপ্রণালী হল –
(ক) শুষ্ক কৃষি
(খ) স্থানান্তর কৃষি
(গ) নিবিড় কৃষি
(ঘ) বাণিজ্যিক কৃষি
উত্তরঃ (ক) শুষ্ক কৃষি
Class 12 ABTA Test Paper 2021-22 Geography page 140
(১৫) উদ্যান কৃষিতে ফল চাষকে বলা হয় –
(ক) ফ্লোরিকালচার
(খ) ওলেরিকালচার
(গ) পোমাম কালচার
(ঘ) হান্টারকালচার
উত্তরঃ (গ) পোমাম কালচার
(১৬) দ্বিতীয় অর্থনৈতিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত কর্মজীবি মানুষদের বলা হয় –
(ক) গোলাপী পোশাক কর্মী
(খ) নীল পোশাক কর্মী
(গ) সোনালী পোশাক কর্মী
(ঘ) সাদা পোশাক কর্মী
উত্তরঃ (খ) নীল পোশাক কর্মী
(১৭) নূন্যতম মোট মজুরী ও পরিবহণ ব্যয় রেখাকে ওয়েবার কী নামে অভিহিত করেছেন –
(ক) শ্রমগুণক
(খ) আইসোডাপেন
(গ) মজুরিসূচক
(ঘ) ক্রিটিক্যাল আইসোডাপেন
উত্তরঃ (ঘ) ক্রিটিক্যাল আইসোডাপেন
Class 12 ABTA Test Paper 2021-22 Geography page 140
(১৮) সংযোজনভিত্তিক শিল্প বলা হয় –
(ক) লৌহ ইস্পাত শিল্পকে
(খ) রাবার শিল্পকে
(গ) কার্পাস শিল্পকে
(ঘ) মোটরগাড়ি নির্মাণ শিল্পকে
উত্তরঃ (ঘ) মোটরগাড়ি নির্মাণ শিল্পকে
(১৯) যে সমাজবিজ্ঞানী সর্বপ্রথম Conurbation শব্দটি ব্যবহার করেন –
(ক) টি ওয়থা
(খ) প্যাট্রিক গেডেস
(গ) গ্যালাপিন
(ঘ) লুই মামফোর্ড
উত্তরঃ (খ) প্যাট্রিক গেডেস
(২০) শুষ্ক বিন্দু বসতি দেখা যায় –
(ক) খরা প্রবণ অঞ্চলে
(খ) বন্যাপ্রবন বা প্লাবিত অঞ্চলে
(গ) ধসপ্রবণ অঞ্চলে
(ঘ) সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে
উত্তরঃ (খ) বন্যাপ্রবন বা প্লাবিত অঞ্চলে
(২১) কাম্য জনসংখ্যা হল সেই অবস্থা যেখানে সম্পদের তুলনায় জনসংখ্যা –
(ক) বেশি
(খ) কম
(গ) মাঝারি
(ঘ) সাম্য
উত্তরঃ (ঘ) সাম্য
Class 12 ABTA Test Paper 2021-22 Geography page 140