Tue. Apr 16th, 2024

Class 12 ABTA Test Paper 2021-22 History page 129

Class 12 ABTA Test Paper 2021-22 History page 129

১। প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো ঃ

(১) ‘Parallel Myths’ গ্রন্থের রচয়িতা হলেন –

(ক) উইলিয়াম কেরি

(খ) ডি এ ম্যাকেঞ্জি

(গ) থুকিডিডিস

(ঘ) জে এফ রিয়ারলেইন

উত্তরঃ (ঘ) জে এফ রিয়ারলেইন

 

(২) দক্ষিণারঞ্জন বসুর ‘ছেড়ে আসা গ্রাম’ হল একটি –

(ক) লোককথা

(খ) স্মৃতিকথা

(গ) কিংবদন্তি

(ঘ) পৌরাণিক কাহিনি

উত্তরঃ (খ) স্মৃতিকথা

 

(৩) প্লেটো জাদুঘর প্রতিষ্ঠা করেন –

(ক) রোমে

(খ) ইটালিতে

(গ) ফ্রান্সে

(ঘ) এথেন্সে

উত্তরঃ (ঘ) এথেন্সে

 

(৪) ‘History from below’ এই ধারার একজন প্রবর্তক হলেন –

(ক) র‍্যাঙ্কে

(খ) ক্রিস্টেফার হিল

(গ) এরিক হবসবম

(ঘ) ফুকো

উত্তরঃ ই পি থমসন

Class 12 ABTA Test Paper 2021-22 History page 129

 

(৫) ‘দস্তক’ কথাটির অর্থ –

(ক) রাজ্য

(খ) রাজস্ব

(ঘ) সাম্রাজ্য

(ঘ) বাণিজ্যিক ছাড়পত্র

উত্তরঃ (ঘ) বাণিজ্যিক ছাড়পত্র

 

(৬) ‘বন্দিবাগের যুদ্ধ’ হয়েছিল –

(ক) ১৭৬০ খ্রিস্টাব্দে

(খ) ১৭৬৫ খ্রিস্টাব্দে

(গ) ১৭৫৬ খ্রিস্টাব্দে

(ঘ) ১৭৫৯ খ্রিস্টাব্দে

উত্তরঃ (ক) ১৭৬০ খ্রিস্টাব্দে

 

(৭) বক্সারের যুদ্ধ কে জড়িত ছিলেন না –

(ক) মিরকাশিম

(খ) দ্বিতীয় শাহ আলম

(গ) সুজা উদ দৌলা

(ঘ) সিরাজ উদ দৌলা

উত্তরঃ (ঘ) সিরাজ উদ দৌলা

 

(৮) প্রথম বাংলা সংবাদপত্র হল –

(ক) সোমপ্রকাশ

(খ) সমাচার দর্পণ

(গ) হিন্দু প্যাট্রিয়য়

(ঘ) বঙ্গদর্শন

উত্তরঃ (খ) সমাচার দর্পণ

 

(৯) হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় –

(ক) ১৮১৫ খ্রিস্টাব্দে

(খ) ১৮১৮ খ্রিস্টাব্দে

(গ) ১৮০০ খ্রিস্টাব্দে

(ঘ) ১৮১৭ খ্রিস্টাব্দে

উত্তরঃ (ঘ) ১৮১৭ খ্রিস্টাব্দে

Class 12 ABTA Test Paper 2021-22 History page 129

 

(১০) ভারতীয় নবজাগরণের অগ্রদূত ছিলেন –

(ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

(খ) রাজা রামমোহন রায়

(গ) স্বামী বিবেকানন্দ

(ঘ) অরবিন্দ ঘোষ

উত্তরঃ (খ) রাজা রামমোহন রায়

 

(১১) আত্মীয় সভা প্রতিষ্ঠিত হয় –

(ক) ১৮১৩ খ্রিঃ

(খ) ১৮১৫ খ্রিঃ

(গ) ১৮১৮ খ্রিঃ

(ঘ) ১৮৩৩ খ্রিঃ

উত্তরঃ (খ) ১৮১৫ খ্রিঃ

 

(১২) কেশবচন্দ্র সেনকে ‘ব্রহ্মানন্দ’ উপাধি দেন –

(ক) রামমোহন রায়

(খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

(গ) সতীশচন্দ্র সেন

(ঘ) দেবেন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ (ঘ) দেবেন্দ্রনাথ ঠাকুর

 

(১৩) ‘গুলামগিরি’ গ্রন্থের লেখক –

(ক) স্বামী বিবেকানন্দ

(খ) দয়ানন্দ সরস্বতী

(গ) শ্রী নারায়ণ গুরু

(ঘ) জ্যোতিরাও ফুলে

উত্তরঃ (ঘ) জ্যোতিরাও ফুলে

 

(১৪) ‘বিধবা পুনবির্বাহ আইন’ পাস করেন –

(ক) রিপন

(খ) ক্যানিং

(গ) বেন্টিঙ্ক

(ঘ) ডালহৌসি

উত্তরঃ (ঘ) ডালহৌসি

 

(১৫) ভাইসরয়ের কার্যনির্বাহী পরিষদের প্রথম ভারতীয় সদস্য ছিলেন –

(ক) সত্যেন্দ্রপ্রসন্ন সিংহ

(খ) গুরুদাস বন্দ্যোপাধ্যায়

(গ) সত্যেন্দ্রনাথ ঠাকুর

(ঘ) উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়

উত্তরঃ (ক) সত্যেন্দ্রপ্রসন্ন সিংহ

 

(১৬) ‘AITUC’ এর প্রথম সভাপতি ছিলেন –

(ক) ভি কে মুদালিয়র

(খ) এস এ দাঙ্গে

(গ) বি পি ওয়াদিয়া

(ঘ) লালা লাজপত রায়

উত্তরঃ (ঘ) লালা লাজপত রায়

Class 12 ABTA Test Paper 2021-22 History page 129

 

(১৭) মিরাট ষড়যন্ত্র মামলার অভিযুক্ত বিদেশি ছিলেন –

(ক) মুজাফফর আহমেদ

(খ) ফিলিপ স্প্র্যাট

(গ) এস এ ডাঙ্গে

(ঘ) শাওকত উসমানি

উত্তরঃ (খ) ফিলিপ স্প্র্যাট

 

(১৮) ‘লখনউ চুক্তি’ সম্পাদিত হয় –

(ক) ১৯১৬ খ্রিঃ

(খ) ১৯১৯ খ্রিঃ

(গ) ১৯০৬ খ্রিঃ

(ঘ) ১৯০৯ খ্রিঃ

উত্তরঃ (ক) ১৯১৬ খ্রিঃ

 

(১৯) বারদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব দেন কে –

(ক) রাজকুমার শুক্লা

(খ) রাজেন্দ্র প্রসাদ

(গ) মহাত্মা গান্ধি

(ঘ) বল্লভভাই প্যাটেল

উত্তরঃ (ঘ) বল্লভভাই প্যাটেল

 

(২০) ক্রিপস মিশনের প্রস্তাবগুলিকে ‘দুর্ভাগ্যজনক প্রস্তাব’ আখ্যা দিয়েছিলেন –

(ক) সুভাষচন্দ্র বসু

(খ) মহাত্মা গান্ধি

(গ) জওহরলাল নেহেরু

(ঘ) বি আর আম্বেদকর

উত্তরঃ (খ) মহাত্মা গান্ধি

 

(২১) মুসলিম লিগের কোন্‌ অধিবেশনে পৃথক পাকিস্তান দাবি করা হয় –

(ক) লাহোর

(খ) লখনউ

(গ) মাদ্রাজ

(ঘ) পাঞ্জাব

উত্তরঃ (ক) লাহোর

 

(২২) ভারতীয় স্বাধীনতা আইন পাশ হয় –

(ক) ১৯৪৬ খ্রিঃ ৪ঠা জুলাই

(খ) ১৯৪৬ খ্রিঃ ১৪ই আগস্ট

(গ) ১৯৪৭ খ্রিঃ ৪টা জুলাই

(ঘ) ১৯৪৭ খ্রিঃ ১৪ই আগস্ট

উত্তরঃ (গ) ১৯৪৭ খ্রিঃ ৪টা জুলাই

Class 12 ABTA Test Paper 2021-22 History page 129

 

(২৩) এশিয়াবাসীদের জন্য এশিয়া (Asia for Asians) এই শ্লোগানটি ছিল –

(ক) জাপানের

(খ) চিনের

(গ) ভারতের

(ঘ) ইন্দোনেশিয়ার

উত্তরঃ (ক) জাপানের

 

(২৪) স্তম্ভ ১ এর সাথে স্তম্ভ ২ মেলাও

স্তম্ভ ১ স্তম্ভ ২
(1) হিরোসিমা (a) জাপান
(2) থাকিন নু (b) কুয়োমিনটাং
(3) পার্ল হারবার (c) দোবাম অ্যাসোসিয়েশন
(4) চিয়াং কাইশেক (d) মার্কিন যুক্তরাষ্ট্র

(ক) 1-a, 2-c, 3-d, 4-b

(খ) 1-a, 2-b, 3-c, 4-d

(গ) 1-a, 2-a, 3-d, 4-c

(ঘ) 1-c, 2-b, 3-d, 4-a

উত্তরঃ (ক) 1-a, 2-c, 3-d, 4-b

 

Class 12 ABTA Test Paper 2021-22 History page 129

Thank You

Class 12 ABTA Test Paper 2021-22 History page 129

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!