Mon. Oct 7th, 2024

Class 12 ABTA Test Paper 2021-22 History page 153

Class 12 ABTA Test Paper 2021-22 History page 153

১। প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো ঃ

(১) ইতিহাস তত্ত্বের জনক ছিলেন –

(ক) হেরোডোটাস

(খ) আমির খসরু

(গ) থুকিডিডিস

(ঘ) ইবন খালদুন

উত্তরঃ (গ) থুকিডিডিস

 

(২) পুরাণ বিষয়ক বিদ্যাকে কী বলা হয়? –

(ক) মাইথোলজি

(খ) সাইকোলজি

(গ) জুলজি

(ঘ) ফিজিওলজি

উত্তরঃ (ক) মাইথোলজি

 

(৩) “Early History of India” গ্রন্থটির রচয়িতা –

(ক) জন স্টুয়ার্ট মিল

(খ) জেমস প্রিন্সেপ

(গ) কোলব্রুক

(ঘ) ভিনসেন্ট স্মিথ

উত্তরঃ (ঘ) ভিনসেন্ট স্মিথ

 

(৪) ইন্ডিয়ান মিউজিয়াম কবে প্রতিষ্ঠিত হয় –

(ক) ১৮১৪ খ্রিঃ

(খ) ১৮১৫ খ্রিঃ

(গ) ১৮১৬ খ্রিঃ

(ঘ) ১৮১৭ খ্রিঃ

উত্তরঃ (ক) ১৮১৪ খ্রিঃ

Class 12 ABTA Test Paper 2021-22 History page 153

 

(৫) স্তম্ভ-১ এর সাথে স্তম্ভ-২ মেলাও ঃ

স্তম্ভ – ১ স্তম্ভ – ২
(1) চিরস্থায়ী বন্দোবস্ত (a) দক্ষিণ পশ্চিম ভারতে
(2) ভাইয়াচারি (b) গাঙ্গেয় উপত্যকা
(3) মহলওয়ারি (c) পাঞ্জাব
(4) রায়তওয়ারি (d) বাংলা

 

বিকল্পসমূহ ঃ

(ক) 1-a, 2-b, 3-c, 4-d

(খ) 1-d, 2-c, 3-b, 4-a

(গ) 1-b, 2-d, 3-a, 4-b

(ঘ) 1-c, 2-d, 3-a, 4-b

উত্তরঃ (খ) 1-d, 2-c, 3-b, 4-a

 

(৬) ভারতে রায়তওয়ারি বন্দোবস্ত চালু হয় –

(ক) ১৮২০ খ্রিঃ

(খ) ১৮২২ খ্রিঃ

(গ) ১৮৯৩ খ্রিঃ

(ঘ) ১৭৯৩ খ্রিঃ

উত্তরঃ (ক) ১৮২০ খ্রিঃ

 

(৭) শিমনোসিকির চুক্তি স্বাক্ষর করে –

(ক) চিন ও জাপান

(খ) চিন ও জার্মানি

(গ) চিন ও রাশিয়া

(ঘ) চিন ও বৃটেন

উত্তরঃ (ক) চিন ও জাপান

Class 12 ABTA Test Paper 2021-22 History page 153

 

(৮) “The History of British India” গ্রন্থটির লেখক –

(ক) মেকলে

(খ) বেন্টিঙ্ক

(গ) জেরেমি বেন্থাম

(ঘ) জেমস মিল

উত্তরঃ (ঘ) জেমস মিল

 

(৯) চিনে পর্তুগিজদের বাণিজ্য ঘাঁটি ছিল –

(ক) ক্যান্টন

(ঘ) সাংহাই

(ঘ) ম্যাকাও

উত্তরঃ (ক) ক্যান্টন

 

(১০) “সত্যশোধক সমাজ” প্রতিষ্ঠা করেন –

(ক) শ্রী নারায়ণ গুরু

(খ) বীরসালিঙ্গম

(গ) জ্যোতিরাও ফুলে

(ঘ) দয়ানন্দ সরস্বতী

উত্তরঃ (গ) জ্যোতিরাও ফুলে

 

(১১) বিধবা বিবাহ আইন পাশ হয় –

(ক) ১৮৫৬ খ্রিঃ

(খ) খ্রিঃ

(গ) ১৮৯৯ খ্রিঃ

(ঘ) ১৮৭১ খ্রিঃ

উত্তরঃ (ক) ১৮৫৬ খ্রিঃ

 

(১২) AITUCর প্রথম সভাপতি ছিলেন –

(ক) লালা হরদয়াল

(খ) লালা লাজপত রায়

(গ) এম এন রায়

(ঘ) কল্পনা দত্ত

উত্তরঃ (খ) লালা লাজপত রায়

 

(১৩) প্রথম বাংলা সংবাদপত্র হল –

(ক) সমাচার দর্পন

(খ) দিগদর্শন

(গ) হিন্দু পেট্রিয়ট

(ঘ) বন্দেমাতরম

উত্তরঃ (খ) দিগদর্শন

 

(১৪) নববিধান ঘোষণা করেন –

(ক) কেশবচন্দ্র সেন

(খ) রামমোহন রায়

(গ) দেবেন্দ্রনাথ ঠাকুর

(ঘ) শিবনাথ শাস্ত্রী

উত্তরঃ (ক) কেশবচন্দ্র সেন

Class 12 ABTA Test Paper 2021-22 History page 153

 

(১৫) “Divide and Rule Policy” ব্রিটিশ সরকার চালু করে –

(1) সাম্রাজ্য রক্ষার জন্য

(2) ভারতীয়দের উন্নয়নের জন্য

(3) জাতীয়তাবাদকে দুর্বল করার জন্য

(4) মুসলিমদের তোষণ করার জন্য

 

বিকল্প সমূহ ঃ

(ক) 2,3,4 ঠিক 1 ভুল

(খ) 1,2,4 ঠিক 3 ভুল

(গ) 1, 2, 3 ঠিক 4 ভুল

(ঘ) 1,3,4 ঠিক 2 ভুল

 

উত্তরঃ (ঘ) 1,3,4 ঠিক 2 ভুল

 

(১৬) পুনাচুক্তি স্বাক্ষরিত হয় –

(ক) ১৯৩২ খ্রিঃ

(খ) ১৯৩১ খ্রিঃ

(গ) ১৯২৯ খ্রিঃ

(ঘ) ১৯৪২ খ্রিঃ

উত্তরঃ (ক) ১৯৩২ খ্রিঃ

 

(১৭) জালিয়ানওয়ালাবাগ অবস্থিত –

(ক) মিরাটে

(খ) অমৃতসরে

(গ) লাহোরে

(ঘ) দিল্লীতে

উত্তরঃ (খ) অমৃতসরে

 

(১৮) রাওলাট কমিশনের অপর নাম  –

(ক) সিডনি কমিশন

(খ) চার্চিল কমিশন

(গ) লিটন কমিশন

(ঘ) সিডিশন কমিশন

উত্তরঃ (ক) সিডনি কমিশন

 

(১৯) ভাইকম সত্যাগ্রহ শুরু হয় –

(ক) উত্তর ভারতে

(খ) দক্ষিণ ভারতে

(গ) পূর্ব ভারতে

(ঘ) পশ্চিম ভারতে

উত্তরঃ (খ) দক্ষিণ ভারতে

 

(২০) ভারত ছাড়ো আন্দোলনে ধ্বনি ওঠে –

(ক) জয় হিন্দ

(খ) দিল্লী চলো

(গ) Do or Die

(ঘ) ইনক্লাব জিন্দাবাদ

উত্তরঃ (খ) দিল্লী চলো

 

(২১) পার্ল হারবারে মার্কিন নৌঘাঁটি ধ্বংস করে কোন দেশ?

(ক) জার্মানি

(খ) ইটালি

(গ) রাশিয়া

(ঘ) জাপান

উত্তরঃ (ঘ) জাপান

 

(২২) ভারতে স্বাধীনতা আইন কোথায় পাশ হয়? –

(ক) ভারতে

(খ) পাকিস্তানে

(গ) বাংলাদেশে

(ঘ) ব্রিটেনে

উত্তরঃ (ঘ) ব্রিটেনে

Class 12 ABTA Test Paper 2021-22 History page 153

 

(২৩) আজাদ হিন্দ বাহিনী মণিপুরের কোন শহরটি দখল করে? –

(ক) আইজল

(খ) কোহিমা

(গ) ডিমাপুর

(ঘ) চট্টগ্রাম

উত্তরঃ (খ) কোহিমা

 

(২৪) ক্রিপস মিশনের প্রস্তাবগুলি কে দুর্ভাগ্যজনক বলেন? –

(ক) সুভাষচন্দ্র বসু

(খ) গান্ধিজী

(গ) জওহরলাল নেহেরু

(ঘ) আম্বেদকর

উত্তরঃ (খ) গান্ধিজী

Class 12 ABTA Test Paper 2021-22 History page 153

Thank You

Class 12 ABTA Test Paper 2021-22 History page 153

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!