Sat. Jul 27th, 2024

Class 12 ABTA Test Paper 2021-22 Political Science page 17

Class 12 ABTA Test Paper 2021-22 Political Science page 17

 

১। বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে লেখো ঃ

(১) ‘ঠান্ডা লড়াই’ শব্দটি প্রথম প্রয়োগ করেন –

(ক) ট্রুম্যান

(খ) চার্চিল

(গ) বার্নার্ড বারুদ

(ঘ) গর্বাচভ

উত্তরঃ (গ) বার্নার্ড বারুদ

 

(২) পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় –

(ক) ১৯৫০ সালে

(খ) ১৯৫৪ সালে

(গ) ১৯৬২ সালে

(ঘ) ১৯৯১ সালে

উত্তরঃ (খ) ১৯৫৪ সালে

 

(৩) নয়া উদারনীতিবাদের অন্যতম একজন প্রষ্ঠপোষক হলেন –

(ক) অ্যাডাম স্মিথ

(খ) রবার্ট নজিম

(গ) ল্যস্কি

(ঘ) টি এইচ গ্রীন

উত্তরঃ (খ) রবার্ট নজিম

 

(৪) “Unto This Last’ গ্রন্থটির লেখক কে? –

(ক) গান্ধিজি

(খ) কার্ল মার্কস

(গ) জন রাস্কিন

(ঘ) হেগেল

উত্তরঃ (গ) জন রাস্কিন

 

(৫) ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মুখ্য প্রবক্তা কে? –

(ক) বার্কার 

(খ) মন্তেস্কু

(গ) ব্ল্যাকস্টোন

(ঘ) ডাইসি

উত্তরঃ (খ) মন্তেস্কু

 

(৬) বহু-পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থার উদাহরণ হল –

(ক) ফ্রান্স

(খ) সুজারল্যান্ড

(গ) ভারত

(ঘ) গ্রেট ব্রিটেন

উত্তরঃ (খ) সুজারল্যান্ড

 

(৭) মার্কিন যুক্তরাষ্ট্রের আইন সভার উচ্চ কক্ষের নাম হল –

(ক) লোক সভা

(খ) রাজ্য সভা

(গ) সেনেট

(ঘ) জন প্রতিনিধি সভা

উত্তরঃ (গ) সেনেট

 

(৮) “ন্যায়বিচারের দীপশিখাটি অন্ধকারের মধ্যে নিভে গেলে কী ভীষণ সেই অন্ধকার” এ কথা বলেছেন –

(ক) মার্কস

(খ) গেটেল

(গ) বার্কার

(ঘ) লর্ড ব্রাইস

উত্তরঃ (ঘ) লর্ড ব্রাইস

 

(৯) ভারতের প্রধানমন্ত্রীকে নিযুক্ত করেন –

(ক) সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতি

(খ) লোক সভার স্পীকার

(গ) রাষ্ট্রপতি

(ঘ) উপরাষ্ট্রপতি

উত্তরঃ (গ) রাষ্ট্রপতি

Class 12 ABTA Test Paper 2021-22 Political Science page 17

 

(১০) কেন্দ্রীয় মন্ত্রীসভার নেতা হলেন –

(ক) রাষ্ট্রপতি

(খ) প্রধানমন্ত্রী

(গ) স্পীকার

(ঘ) উপরাষ্ট্রপতি

উত্তরঃ (খ) প্রধানমন্ত্রী

 

(১১) স্বেচ্ছাধীন ক্ষমতার অধিকারে হলেন –

(ক) অর্থমন্ত্রী

(খ) শিক্ষামন্ত্রী

(গ) মুখ্যমন্ত্রী

(ঘ) রাজ্যপাল

উত্তরঃ (ঘ) রাজ্যপাল

 

(১২) মুখ্যমন্ত্রীর প্রধান প্রশাসনিক পরামর্শদাতা হলেন –

(ক) রাজ্যপাল

(খ) মুখ্যসচিব

(গ) স্পীকার

(ঘ) পুলিশ কমিশনার

উত্তরঃ (খ) মুখ্যসচিব

 

(১৩) রাজ্য সভার সভাপতি হলেন –

(ক) প্রধানমন্ত্রী

(খ) অধ্যক্ষ

(গ) উপরাষ্ট্রপতি

(ঘ) রাষ্ট্রপতি

উত্তরঃ (গ) উপরাষ্ট্রপতি

 

(১৪) কেন্দ্রীয় মন্ত্রীসভা দায়িত্বশীল থাকে –

(ক) রাজ্য সভার কাছে

(খ) লোক সভার কাছে

(গ) রাষ্ট্রপতির কাছে

(ঘ) প্রধান বিচারপতির কাছে

উত্তরঃ (খ) লোক সভার কাছে

 

(১৫) অর্থ বিল সম্পর্কে চুড়ান্ত সিন্ধান্ত গ্রহণ করেন –

(ক) রাষ্ট্রপতি

(খ) প্রধানমন্ত্রী

(গ) লোক সভার স্পীকার

(ঘ) প্রধানমন্ত্রী

উত্তরঃ (গ) লোক সভার স্পীকার

Class 12 ABTA Test Paper 2021-22 Political Science page 17

 

(১৬) রাজ্য আইনসভার উচ্চকক্ষ হল –

(ক) বিধান সভা

(খ) বিধান পরিষদ

(গ) লোক সভা

(ঘ) রাজ্য সভা

উত্তরঃ (ঘ) রাজ্য সভা

 

(১৭) সুপ্রীম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হলো –

(ক) ৬০ বছর

(খ) ৬২ বছর

(গ) ৬৫ বছর

(ঘ) ৭০ বছর

উত্তরঃ (গ) ৬৫ বছর

 

(১৮) হাই কোর্টের বিচারপতিদের নিয়োগ করেন –

(ক) মুখ্যমন্ত্রী

(খ) রাজ্যপাল

(গ) রাষ্ট্রপতি

(ঘ) স্পীকার

উত্তরঃ (গ) রাষ্ট্রপতি

 

(১৯) ন্যায় পঞ্চয়েত দেওয়ানী ও ফৌজদারী মামলার বিচার করতে –

(ক) পারে

(খ) পারে না

(গ) আংশিক ভাবে পারে না

(ঘ)  আংশিক ভাবে পারে

উত্তরঃ (ক) পারে

 

(২০) ক্রেতা সুরক্ষা আইন তৈরী হয় –

(ক) ১৯৮৫ সালে

(খ) ১৯৮৬ সালে

(গ) ১৯৮৭ সালে

(ঘ) ১৯৮৮ সালে

উত্তরঃ (খ) ১৯৮৬ সালে

Class 12 ABTA Test Paper 2021-22 Political Science page 17

 

(২১) পশ্চিমবঙ্গে পঞ্চায়েত আইন প্রণীত হয় –

(ক) ১৯৪৭ সালে

(খ) ১৯৭৩ সালে

(গ) ১৯৭৭ সালে

(ঘ) ১৯৮২ সালে

উত্তরঃ (খ) ১৯৭৩ সালে

 

(২২) গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন –

(ক) পঞ্চায়েত প্রধান

(খ) বিডিও

(গ) সভাপতি

(ঘ) সভাধীপতি

উত্তরঃ (খ) বিডিও

 

(২৩) গ্রাম সংসদের সভা অনুষ্ঠিত হয় বছরে –

(ক) একবার

(খ) দুইবার

(গ) তিনবার

(ঘ) চারবার

উত্তরঃ (খ) দুইবার

(২৪) জেলার প্রধান রাজনৈতিক প্রশাসক হলেন –

(ক) জেলাশাসক

(খ) সভাপতি

(গ) সভাধিপতি

(ঘ) জেলা-জজ

উত্তরঃ (গ) সভাধিপতি

Class 12 ABTA Test Paper 2021-22 Political Science page 17

Thank You

Class 12 ABTA Test Paper 2021-22 Political Science page 17

3 thoughts on “Class 12 ABTA Test Paper 2021-22 Political Science page 17”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!