Class 12 ABTA Test Paper 2021-22 Political Science page 79
Class 12 ABTA Test Paper 2021-22 Political Science page 79
১। বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে লেখো ঃ
(১) পঞ্চায়েত সমিতির প্রশাসনিক প্রধান হলেন –
(ক) চেয়ারম্যান
(খ) বি ডি ও
(গ) এস ডি ও
(ঘ) সভাপতি
উত্তরঃ (খ) বি ডি ও
(২) জাতীয় উন্নয়ন পরিষদ গঠিত হয় –
(ক) ১৯৫৮ সালে
(খ) ১৯৫২ সালে
(গ) ১৯৫৭ সালে
(ঘ) ১৯৫৪ সালে
উত্তরঃ (খ) ১৯৫২ সালে
(৩) কলকাতা পৌর নিগম বা মিউনিসিপ্যাল কর্পোরেশন আইন পাস হয় –
(ক) ১৯৪৭ খ্রীঃ
(খ) ১৯৪৮ খ্রীঃ
(গ) ১৯৫১ খ্রীঃ
(ঘ) ১৯৫৫ খ্রীঃ
উত্তরঃ (গ) ১৯৫১ খ্রীঃ
(৪) বরো কথার অর্থ কি? –
(ক) এলাকা
(খ) পৌরসভা
(গ) ওয়ার্ড
(ঘ) রাজ্য
উত্তরঃ (ক) এলাকা
(৫) জেলার সর্বোচ্চ আদালত হল –
(ক) ন্যায় আদালত
(খ) মুনসেফ আদালত
(গ) দায়রা আদালত
(ঘ) জেলাজজের আদালত
উত্তরঃ (ঘ) জেলাজজের আদালত
(৬) স্বাধীন ভারতের সুপ্রিমকোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন –
(ক) হরিলাল জে কানিয়া
(খ) ফতেমাবিবি
(গ) পি সদাশিব
(ঘ) কে জি বালাকৃষ্ণন
উত্তরঃ (ক) হরিলাল জে কানিয়া
(৭) ভারতের সংবিধানের অভিভাবক বলা হয় –
(ক) রাষ্ট্রপতিকে
(খ) প্রধানমন্ত্রীকে
(গ) সুপ্রিম কোর্টকে
(ঘ) হাইকোর্টকে
উত্তরঃ (গ) সুপ্রিম কোর্টকে
(৮) সুপ্রিম কোর্টের আপীল এলাকার সংখ্যা কয়টি? –
(ক) ৩টি
(খ) ৪টি
(গ) ৫টি
(ঘ) ৬টি
উত্তরঃ (খ) ৪টি
(৯) ভারতীয় সংবিধানের কত নং ধারা অনুযায়ী সংসদ সর্বভারতীয় কৃত্যক গঠন করতে পারে? –
(ক) ৩১১ নং ধারা
(খ) ৩১৪ নং ধারা
(গ) ৩১৫ নং ধারা
(ঘ) ৩১৬ নং ধারা
উত্তরঃ ৩১২ নং ধারা
Class 12 ABTA Test Paper 2021-22 Political Science page 79
(১০) মুলতুবি প্রস্তাব আনা যায় কেবলমাত্র –
(ক) প্রধানমন্ত্রীর অনুমতি ক্রমে
(খ) রাষ্ট্রপতির অনুমতি ক্রমে
(গ) অধ্যক্ষের অনুমতি ক্রমে
(ঘ) উপরাষ্ট্রপতির অনুমতি ক্রমে
উত্তরঃ (গ) অধ্যক্ষের অনুমতি ক্রমে
(১১) ভারতীয় পার্লামেন্টে ‘Extra Regular’ বলা হয় –
(ক) জিরো আওয়ারকে
(খ) ছাঁটাই প্রস্তাবকে
(গ) মুলতুবি প্রস্তাবকে
(ঘ) আনাস্থা প্রস্তাবকে
উত্তরঃ (ক) জিরো আওয়ারকে
Class 12 ABTA Test Paper 2021-22 Political Science page 79
(১২) ভারতের দলত্যাগ বিরোধী আইন কোন সালে প্রণীত হয়? –
(ক) ১৯৮৫ সালে
(খ) ১৯৭৬ সালে
(গ) ১৯৭৩ সালে
(ঘ) ১৯৭৪ সালে
উত্তরঃ (ক) ১৯৮৫ সালে
(১৩) ‘Indian Government and Politics’ – গ্রন্থের রচয়িতা কে? –
(ক) বার্কার
(খ) জে সি জোহারি
(গ) বেন্থাম
(ঘ) এস আর মাহেশ্বরী
উত্তরঃ (খ) জে সি জোহারি
(১৪) রাজ্যপালের পদটিকে ‘সোলার খাঁচায় বন্দি পাখী’ – কে বলেছেন? –
(ক) সরোজিনী নাইডু
(খ) সি রাজাগোপালচারী
(গ) ডঃ আম্বেদকর
(ঘ) কে এম মুন্সি
উত্তরঃ (ক) সরোজিনী নাইডু
(১৫) ভারতের রাষ্ট্রপতিকে সংবিধান ভঙ্গের অপরাধে পদচ্যুত করা হয় –
(ক) বিচার বিভাগের দ্বারা
(খ) বলপ্রয়োগের মাধ্যমে
(গ) ইমপিচমেন্ট পদ্ধতির মাধ্যমে
(ঘ) সেনা বাহিনীর দ্বারা
উত্তরঃ (গ) ইমপিচমেন্ট পদ্ধতির মাধ্যমে
Class 12 ABTA Test Paper 2021-22 Political Science page 79
(১৬) UPSC সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর? –
(ক) ৬ বছর
(খ) ৫ বছর
(গ) ৩ বছর
(ঘ) ১০ বছর
উত্তরঃ (ক) ৬ বছর
(১৭) ‘The Spirit of Laws’ গ্রন্থের লেখক –
(ক) মার্কস
(খ) হেগেল
(গ) হবস
(ঘ) মন্তেস্কু
উত্তরঃ (ঘ) মন্তেস্কু
(১৮) ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মূল বক্তব্য হল –
(ক) সরকারের তিনটি বিভাগের সম্পূর্ণ স্বতন্ত্রীকরণ
(খ) সরকারের তিনটি বিভাগের সামঞ্জস্যপূর্ণতা
(গ) এক বিভাগ অন্য বিভাগকে নিয়ন্ত্রণ করবে
(ঘ) সব কটি বক্তব্য সঠিক
উত্তরঃ (ক) সরকারের তিনটি বিভাগের সম্পূর্ণ স্বতন্ত্রীকরণ
(১৯) সর্বহারা বিপ্লবের কথা বলে –
(ক) উদারনীতিবাদ
(খ) ফ্যাসিবাদ
(গ) গান্ধিবাদ
(ঘ) মার্কসবাদ
উত্তরঃ (ঘ) মার্কসবাদ
(২০) অবাদ বাণিজ্যনীতি ভিত্তিক ব্যক্তি স্বাতন্ত্রের কথা বলে –
(ক) উদারনীতিবাদ
(খ) ফ্যাসিবাদ
(গ) গান্ধিবাদ
(ঘ) মার্কসবাদ
উত্তরঃ (ক) উদারনীতিবাদ
(২১) ‘ন্যায় বিচারের দীপশিখাটি অন্ধকারের মধ্যে নিভে গেলে কী ভীষণ সেই অন্ধকার’ একথা কে বলেছেন? –
(ক) গেটেল
(খ) লর্ড ব্রাইস
(গ) কার্ল মার্কস
(ঘ) বার্কার
উত্তরঃ (খ) লর্ড ব্রাইস
Class 12 ABTA Test Paper 2021-22 Political Science page 79
(২২) আমলাতন্ত্রের কাজ –
(ক) আইন প্রণয়ণ করা
(খ) সংবিধানের ব্যাখ্যা করা
(গ) সরকারের নীতি সমূহের রূপায়ন করা
(ঘ) এদের সবকটি
উত্তরঃ (গ) সরকারের নীতি সমূহের রূপায়ন করা
(২৩) আন্তর্জাতিক সম্পর্কের পথচলা শুরু হয় কবে থেকে? –
(ক) ১৬৪৮ খ্রীঃ
(খ) ১৭৪৯ খ্রীঃ
(গ) ১৯১৯ খ্রীঃ
(ঘ) ১৯৩৯ খ্রীঃ
উত্তরঃ (গ) ১৯১৯ খ্রীঃ
(২৪) ‘Globalization’ ধারনার প্রথম প্রবর্তন –
(ক) মরগেনথাউ
(খ) রোল্যান্ড রবার্টসন
(গ) হার্টম্যান
(ঘ) অর্গানস্কি
উত্তরঃ (খ) রোল্যান্ড রবার্টসন