Sat. Dec 21st, 2024

HS History Question Paper 2022 

HS History Question paper 2022

(১) ভারতের নবজাগরণের অগ্রদূত হলেন –

(ক) বিদ্যাসাগর
(খ) দেবেন্দ্রনাথ ঠাকুর
(গ) রামমোহন রায়
(গ) ডিরোজিও
উত্তর : (গ) রামমোহন রায়

(২) ভারতের প্রথম ব্রিটিশ গভর্নর জেনারেল ছিলেন –

(ক) রবার্ট ক্লাইভ
(খ) ওয়ারেন হেস্টিংস
(গ) স্যার জন শোর
(ঘ) লর্ড কর্নওয়ালিস
উত্তর : (ক) রবার্ট ক্লাইভ

(৩) চীনে চৌঠা মে আন্দোলনের নেতৃত্ব দেন –

(ক) চেন-তু-সিউ
(খ) চিয়াং কাইশেক
(গ) সান ইয়াৎসেন
(ঘ) কোয়াংশু
উত্তর: (ক) চেন-তু-সিউ

(৪) ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন হলো –

(ক) নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস
(খ) মাদ্রাজ লেবার ইউনিয়ন
(গ) গিরনি কামগড় ইউনিয়ন
(ঘ) ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন ফেডারেশন
উত্তর : (খ) মাদ্রাজ লেবার ইউনিয়ন

(৫) ‘নবান্ন’ নাটকের রচয়িতা হলেন –

(ক) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
(খ) চিত্তপ্রসাদ চট্টোপাধ্যায়
(গ) বিজন ভট্টাচার্য
(ঘ) ভবানী ভট্টাচার্য
উত্তর : (গ) বিজন ভট্টাচার্য

(৬) ‘ভারত শ্রমজীবী’ পত্রিকার সম্পাদক ছিলেন –

(ক) শশীপদ ব্যানার্জি
(খ) মতিলাল শীল
(গ) গান্ধীজী
(ঘ) সরোজিনী নাইডু
উত্তর : (ক) শশীপদ ব্যানার্জি

(৭) ‘তুহাফৎ উল মুয়াহিদ্দিন’ কে রচনা করেন?

(ক) রামমোহন রায়
(খ) সৈয়দ আহমেদ খান
(গ) উইলিয়াম হান্টার
(ঘ) থিয়োডোর বেক
উত্তর : (খ) সৈয়দ আহমেদ খান

(৮) স্তম্ভ ১ এর সাথে স্তম্ভ 2 মেলাও :

স্তম্ভ ১
(i) এশিয়াটিক সোসাইটি
(ii) ফোর্ট উইলিয়াম কলেজ
(iii) স্কুল বুক সোসাইটি
(iv) সংস্কৃত কলেজ
স্তম্ভ ২
(A) এইচ এইচ উইলসন
(B) ডেভিড হেয়ার
(C) উইলিয়াম জোন্স
(D) লর্ড ওয়েলেসলি
বিকল্পসমূহ :
(ক) i – B, ii – D, iii – A, iv – C
(খ) i – C, ii – B, iii – D, iv – A
(গ) i – C, ii – D, iii – B, iv – A
(ঘ) i – D, ii – C, iii – B, iv – A
উত্তর : (গ) i – C, ii – D, iii – B, iv – A

(৯) “ইতিহাস একটি বিজ্ঞান, এর বেশিও নায়, কমও নয়” – উক্তিটি করেছেন –

(ক) র্যাঙ্কে
(খ) বিউরি
(গ) ই এইচ কার
(ঘ) জেমস মিল
উত্তর : (খ) বিউরি
HS History Question paper 2022

 

(১০) মিথ শব্দটি এসেছে ‘মিথোস’ থেকে যেটি একটি –

(ক) রোমান শব্দ
(খ) লাতিন শব্দ
(গ) গ্রিক শব্দ
(ঘ) জার্মান শব্দ
উত্তর : (গ) গ্রিক শব্দ

(১১) ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা হলেন

(ক) দয়া নন্দ সরস্বতী
(খ) গোবিন্দ রানাডে
(গ) জ্যোতিবা ফুলে
(ঘ) রামমোহন রায়
উত্তর : (ঘ) রামমোহন রায়

(১২) বোর্ড অফ রেভিনিউ গঠন করেন –

(ক) রবার্ট ক্লাইভ
(খ) ওয়ারেন হেস্টিংস
(গ) লর্ড কর্নওয়ালিস
(ঘ) লর্ড ওয়েলেসলি
উত্তর : (খ) ওয়ারেন হেস্টিংস
HS History Question paper 2022

 

(১৩) মুসলিম লীগের প্রতিষ্ঠাতা হলো –

(ক) আগা খান
(খ) সালিম উল্লাহ
(গ) মোহাম্মদ আলী জিন্নাহ
(ঘ) সৈয়দ আহমেদ খান
উত্তর : (খ) সালিম উল্লাহ

(১৪) গান্ধীজী খেদা সত্যাগ্রহ আন্দোলন সংঘটিত হয়েছিল –

(ক) ১৯১৭ খ্রিস্টাব্দে
(খ) ১৯১৮ খ্রিস্টাব্দে
(গ) ১৯১৯ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯২০ খ্রিস্টাব্দে
উত্তর : (খ) ১৯১৮ খ্রিস্টাব্দে
HS History Question paper 2022

 

(১৫) আজাদ হিন্দ বাহিনী সর্বপ্রথম ভারতের যে শহরটি দখল করেছিল সেটি হল –

(ক) আইজল
(খ) দিসপুর
(গ) ইম্ফল
(ঘ) কোহিমা
উত্তর : (ঘ) কোহিমা
HS History Question paper 2022

 

(১৬) মন্ত্রী মিশন ভারতে এসেছিল –

(ক) ১৯৪২ এ
(খ) ১৯৪৪ এ
(গ) ১৯৪৫ এ
(ঘ) ১৯৪৬ এ
উত্তর : (ঘ) ১৯৪৬ এ

(১৭) দক্ষিণারঞ্জন বসুর ‘ছেড়ে আসা গ্রাম’ একটি –

(ক) লোককথা
(খ) স্মৃতিকথা
(গ) কিংবদন্তি
(ঘ) পুরাণ বিষয়ক গ্রন্থ
উত্তর : (খ) স্মৃতিকথা

(১৮) পৃথিবীর প্রাচীনতম জাদুঘর হল –

(ক) ভারতীয় জাদুঘর
(খ) লুভার মিউজিয়াম
(গ) ব্রিটিশ মিউজিয়াম
(ঘ) এন্নাগালডি-নান্নার জাদুঘর
উত্তর : (ঘ) এন্নাগালডি-নান্নার জাদুঘর
HS History Question paper 2022

 

(১৯) নানকিং এর সন্ধি স্বাক্ষরিত হয় –

(ক) চীন ও ইংল্যান্ডের মধ্যে
(খ) চীন ও জাপানের মধ্যে
(গ) চীন ও ফ্রান্সের মধ্যে
(ঘ) চীন ও রাশিয়ার মধ্যে
উত্তর : (ক) চীন ও ইংল্যান্ডের মধ্যে

(২০) এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়

(ক) ১৭৭৪
(খ) ১৭৮৪
(গ) ১৭৯৪
(ঘ) ১৮০৪
উত্তর : (খ) ১৭৮৪
HS History Question paper 2022

 

(২১) ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন –

(ক) চক্রবর্তী রাজা গোপালাচারী
(খ) লর্ড মাউন্টব্যাটেন
(গ) জওহরলাল নেহেরু
(ঘ) বল্লভ ভাই প্যাটেল
উত্তর : (ক) চক্রবর্তী রাজা গোপালাচারী

(২২) স্তম্ভ-১ এর সাথে স্তম্ভ-২ মেলাও

স্তম্ভ-১
(i) ইন্দোনেশিয়া
(ii) জাপান
(iii) ইংল্যান্ড
(iv) ইউ এস এ
স্তম্ভ-২
(A) ক্লিমেন্ট এটলি
(B) রুজভেল্ট
(C) ডক্টর সুকর্ণ
(D) হিদেকি তোজো

বিকল্পসমূহ :
(ক) i – B, ii – C, iii – D, iv – A
(খ) i – C, ii – A, iii – D, iv – B
(গ) i – C, ii – A, iii – D, iv – B
(ঘ) i – A, ii – B, iii – C, iv – D
উত্তর : (গ) i – C, ii – A, iii – D, iv – B

(২৩) কুখ্যাত জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কোথায় সংঘটিত হয়েছিল?

(ক) দিল্লি
(খ) শ্রীনগর
(গ) সাহারানপুর
(ঘ) অমৃতসর
উত্তর : (ঘ) অমৃতসর

(২৪) দ্বিতীয় বিশ্ব যুদ্ধ শুরুর সময় ভারতের বড়লাট কে ছিলেন?

(ক) লিনলিথগো
(খ) এটলি
(গ) ক্রিপস
(ঘ) মাউন্টব্যাটেন
উত্তর : (ক) লিনলিথগো 

HS History Question paper 2022

(2) নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষ্যণীয়) :   

(১) ভিয়েতনামে কবে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল? 

উত্তর : ১৯৭৬ খ্রিস্টাব্দে   

অথবা 

ইন্দোনেশিয়া কবে স্বাধীনতা লাভ করে? 

উত্তর : ১৯৪৯ খ্রিস্টাব্দে   

(২) মাউন্টব্যাটেন প্রস্তাব কবে ঘোষিত হয়েছিল? 

উত্তর : ১৯৪৭ খ্রিস্টাব্দের ৩রা জুন   

(৩) ১৯৪২ সালের অল ইন্ডিয়া সিডিউল কাস্ট ফেডারেশন কে প্রতিষ্ঠা করেন? 

উত্তর :   

(৪) তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রতিষ্ঠাতা কে ছিলেন? 

উত্তর : সতীশচন্দ্র সামন্ত   

অথবা 

রশিদ আলী দিবস কবে পালিত হয়েছিল? 

উত্তর : ১৯৪৬ খ্রিস্টাব্দের 12 ই ফেব্রুয়ারি   

(৫) শত দিবসের সংস্কার কি? 

উত্তর :   

(৬) সাম্প্রদায়িক বাটোয়ারা কে ঘোষণা করেছিলেন? 

উত্তর : রামসে ম্যাকডোনাল্ড   

(৭) ভারতীয়রা সাইমন কমিশন বর্জন করেছিলেন কেন? 

উত্তর :   

অথবা 

স্বরাজ্য দল কে প্রতিষ্ঠা করেন? 

উত্তর : মতিলাল নেহেরু   

(৮) বারদৌলি সত্যাগ্রহ সূচনা করেন কে? 

উত্তর : সরদার বল্লভ ভাই প্যাটেল   

(৯) পিকিং কনভেনশন কবে আহূত হয়েছিল? 

উত্তর :   

(১০) স্বামী বিবেকানন্দের লেখা যেকোনো একটি গ্রন্থের নাম লেখ। 

উত্তর : বর্তমান ভারত   

অথবা 

চুইয়ে পড়া নীতি কি? 

উত্তর :   

(১১) অবশিল্পায়ন কি? 

উত্তর : শিল্প উন্নতির বিপরীত অবস্থাকে অবশিল্পায়ন বলে।   

অথবা 

কোন চার্টার আইন দ্বারা ভারতের ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকার হারায়? 

উত্তর :   

(১২) গ্যারান্টি প্রথা কোন বিষয়ের সাথে যুক্ত? 

উত্তর :   

অথবা 

আলিনগরের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? 

উত্তর :   

(১৩) কুয়ো-মিন-টাং দলের প্রতিষ্ঠাতা কে? 

উত্তর : সান ইয়াৎ সেন   

(১৪) ভাইকম সত্যাগ্রহ কে শুরু করেন? 

উত্তর : শ্রী নারায়ণ গুরু   

অথবা 

পাশ্চাত্য বাদী নামে কারা পরিচিত? 

উত্তর :   

(১৫) কর্নওয়ালিস কোড কি? 

উত্তর :   

অথবা 

সূর্যাস্ত আইন কি? 

উত্তর : ১৭৯৩ খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত অনুযায়ী বছরের একটা নির্দিষ্ট দিনে সূর্যাস্তের আগে ইংরেজ কর্তৃপক্ষের কাছে সমস্ত রাজস্ব মিটিয়ে দেওয়ার নিয়ম হলো সূর্যাস্ত আইন।  

 (১৬) রেগুলেটিং অ্যাক্ট কবে পাস হয়েছিল? 

উত্তর : ১৭৭৩ খ্রিস্টাব্দে

HS History Question Paper 2022

Thank You

HS History Question paper 2022

One thought on “HS History Question Paper 2022”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!