HS Economics Question Paper 2022
HS Economics Question paper 2022
PART – A
1. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দ্বা (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) ঃ
(ক) কোন্ ধরনের ক্ষমতা যুক্ত হলে দ্রব্য পাওয়ার আকাক্ষ্মা চাহিদায় রূপান্তরিত হয়?
অথবা,
দ্রব্যের ব্যক্তিগত চাহিদাকে প্রভাবিত করে এমন যে কোনো দুটি বিষয়ের উল্লেখ করো।
(খ) চাহিদা নিয়মটি লেখো।
অথবা,
দাম প্রভাবের দুটি অংশ কি কি?
(গ) কোন্ ধরনের দ্রব্যের চাহিদা স্থিতিস্থাপক হয়?
অথবা,
সম্পূর্ণ অস্থিতিস্থাপক চাহিদার অর্থ কি?
(ঘ) চাহিদার আয়গত স্থিতিস্থাপকতার সংজ্ঞা দাও।
অথবা,
চাহিদার দামগত স্থিতিস্থাপকতা অসীম হলে, চাহিদা রেখার আকৃতি কিরূপ হবে?
(ঙ) ফার্মের পরিবর্তনীয় উৎপাদন ব্যয়ের দুটি উদাহরণ দাও।
অথবা,
ফার্মের স্থির ব্যয় কাকে বলে?
(চ) ফার্মের গড় রেভিনিউ-এর সংজ্ঞা দাও।
অথবা,
ফার্মের প্রান্তিক রেভিনিউ কাকে বলে?
(ছ) ছদ্ম বেকারত্ব কাকে বলে?
অথবা,
দারিদ্র্য পরিমাপের মাথা-গোনা অনুপাত কি?
(জ) বিশ্ব বাণিজ্য সংস্থা ও গ্যাট-এর মধ্যে মূল পার্থক্য কি?
অথবা,
বিশ্ব বাণিজ্য সংস্থার যে কোনো দুটি প্রধান কাজের উল্লেখ করো।
(ঝ) ভারতবর্ষে আমদানী উদারীকরণ নীতির দুটি অসুবিধা উল্লেখ করো।
অথবা,
১৯৯৩ সালে মালহোত্রা কমিটির যে কোনো দুটি সুপারিশ উল্লেখ করো।
(ঞ) ভারতবর্ষে বাণিজ্য উদারীকরণের দুটি সুবিধা উল্লেখ করো।
অথবা,
ভারতবর্ষে বিশ্বায়নের দুটি অসুবিধা উল্লেখ করো।
HS Economics Question paper 2022
2. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) ঃ
(ক) চাহিদার দামগত স্থিতিস্থাপকতা নির্ধারণকারী কয়েকটি বিষয়ের উল্লেখ করো।
অথবা,
দেখাও কিভাবে চাহিদার আয়গত স্থিতিস্থাপকতার সাহায্যে দ্রব্যের শ্রেনীবিভাগ করা যায়।
(খ) গড় ও প্রান্তিক উৎপাদনে মধ্যে সম্পর্কিত সংক্ষেপে আলোচনা করো।
অথবা,
উৎপাদন প্রক্রিয়ায় স্বল্পকালীন পরিবর্তনীয় অনুপাতের বিধিটি ব্যাখ্যা করো।
(গ) বৃহদায়তন উৎপাদনের ফলে কি কি ধরনের অভ্যন্তরীণ ব্যয়সংকোচের উদ্ভব হয়?
(ঘ) পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো।
অথবা,
পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কিভাবে একটি ফার্মের স্বল্পকালীন ভারসাম্য অর্জিত হয় তা ব্যাখ্যা করো।
(ঙ) দেখাও কিভাবে পূর্ণ প্রতিযোগিতামূলক ফার্মের প্রান্তিক ব্যয় রেখা থেকে তার স্বল্পকালীন জোগান রেখা পাওয়া যায়।
অথবা,
পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দ্রব্যের মোট জোগান স্থির থেকে যদি মোট চাহিদা বৃদ্ধি পায়, তাহলে বাজারে দাম কিভাবে প্রভাবিত হয়, তা চিত্রের সাহায্যে দেখাও।
(চ) জাতীয় আয় পরিমাপের যে কোনো একটি পদ্ধতি সংক্ষেপে আলোচনা করো।
অথবা,
জাতীয় আয় পরিমাপের মূল অসুবিধাগুলি সংক্ষেপে আলোচনা করো।
(ছ) ঋণ প্রদানের মাধ্যমে ব্যাঙ্ক কিভাবে আমানত সৃষ্টি করে তা দেখাও।
অথবা,
কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী সংক্ষেপে আলোচনা করো।
(জ) ভারতবর্ষে দারিদ্র্য দূরীকরনে প্রধান কর্মসূচীগুলি সংক্ষেপে আলোচনা করো।
অথবা,
ভারতবর্ষে বিভিন্ন ধরনের বেকারত্বের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।