Koshe dekhi 7.2 class 9
Koshe dekhi 7.2 class 9
1. যদি f (x) = x2 + 9x − 6 হয়, তাহলে f (0), f (1) ও f (3) -এর মান হিসাব করে লিখি। সমাধানঃ f (x) = x2 + 9x − 6 ∴ f (0)-এর মান
= 0 + 0 − 6 = − 6 (উত্তর) f (1) -এর মান = 1 + 9 − 6 = 4 (উত্তর) ও f (3) -এর মান = 9 + 27 − 6 = 30 (উত্তর)
2. নীচের বহুপদী সংখ্যামালা f (x) -এর f (1) ও f (−1) -এর মান হিসাব করে লিখি: (i) f (x) = 2x3 + x2 + x + 4 সমাধানঃ f (x) = 2x3 + x2 + x + 4 ∴ f (1) -এর মান = 2 + 1 + 5 = 8 (উত্তর) ও f (−1) -এর মান = − 2 + 1 − 1 + 4 = 2 (উত্তর)
2. নীচের বহুপদী সংখ্যামালা f (x) -এর f (1) ও f (−1) -এর মান হিসাব করে লিখি: (ii) f (x) = 3x4 − 5x3 + x2 + 8 সমাধানঃ f (x) = 3x4 − 5x3 + x2 + 8 ∴ f (1) -এর মান
= 3 − 5 + 1 + 8 = 7 (উত্তর) ও f (−1) -এর মান = 3 + 5 + 1 + 8 = 17 (উত্তর)
2. নীচের বহুপদী সংখ্যামালা f (x) -এর f (1) ও f (−1) -এর মান হিসাব করে লিখি: (iii) f (x) = 4 + 3x − x3 + 5x6 সমাধানঃ f (x) = 4 + 3x − x3 + 5x6 ∴ f (1) -এর মান = 4 + 3 − 1 + 5 = 11 (উত্তর) ও f (−1) -এর মান = 4 − 3 + 1 + 5 = 7 (উত্তর)
2. নীচের বহুপদী সংখ্যামালা f (x) -এর f (1) ও f (−1) -এর মান হিসাব করে লিখি: (iv) f (x) = 6 + 10x − 7x2 সমাধানঃ f (x) = 6 + 10x − 7x2 ∴ f (1) -এর মান = 6 + 10 − 7 = 9 (উত্তর) ও f (−1) -এর মান = 6 − 10 − 7 = 6 − 17 = −11 (উত্তর)
3. নীচের বিবৃতিগুলি যাচাই করি : (i) P (x) = x − 1 বহুপদী সংখ্যামালার শূন্য 1 সমাধানঃ P (x) = x − 1 এখন, P (1) = 1 − 1 = 0 উত্তরঃ প্রদত্ত বিবৃতিটি সত্য।
3. নীচের বিবৃতিগুলি যাচাই করি : (ii) P (x) = 3 − x বহুপদী সংখ্যামালার শূন্য 3 সমাধানঃ P (x) = 3 − x এখন, P (3) = 3 − 3 = 0 উত্তরঃ প্রদত্ত বিবৃতিটি সত্য।
Koshe dekhi 7.2 class 9
3. নীচের বিবৃতিগুলি যাচাই করি : (iii) P (x) = 5x + 1 বহুপদী সংখ্যামালার শূন্য সমাধানঃ P (x) = 5x + 1 এখন, P
= − 1 + 1 = 0 উত্তরঃ প্রদত্ত বিবৃতিটি সত্য।
Koshe dekhi 7.2 class 9
3. নীচের বিবৃতিগুলি যাচাই করি : (iv) P (x) = x2 − 9 বহুপদী সংখ্যামালার শূন্যদ্বয় 3 ও (− 3) সমাধানঃ P (x) = x2 − 9 এখন, P (3)
= 9 − 9 = 0 আবার, P (−3) = 9 − 9 = 0 উত্তরঃ প্রদত্ত বিবৃতিটি সত্য।
Koshe dekhi 7.2 class 9
3. নীচের বিবৃতিগুলি যাচাই করি : (v) P (x) = x2 − 5x বহুপদী সংখ্যামালার শূন্যদ্বয় 0 ও 5 সমাধানঃ P (x) = x2 − 5x এখন, P (0)
= 0 আবার, P (5)
= 25 − 25 = 0 উত্তরঃ প্রদত্ত বিবৃতিটি সত্য।
Koshe dekhi 7.2 class 9
3. নীচের বিবৃতিগুলি যাচাই করি : (vi) P (x) = x2 − 2x − 8 বহুপদী সংখ্যামালার শূন্যদ্বয় 4 ও (− 2) সমাধানঃ P (x) = x2 − 2x − 8 এখন, P (4)
= 16 − 8 − 8 = 16 − 16 = 0 আবার, P (−2)
= 4 + 4 − 8 = 8 − 8 = 0 উত্তরঃ প্রদত্ত বিবৃতিটি সত্য।
Koshe dekhi 7.2 class 9
4. নীচের বহুপদী সংখ্যামালাগুলির শূন্য নির্ণয় করি : (i) f (x) = 2 − x সমাধানঃ f (x) = 2 − x এখন, 2 − x = 0 বা, − x = − 2 ∴ x = 2 উত্তরঃ প্রদত্ত বহুপদী সংখ্যামালাটির শূন্য 2
Koshe dekhi 7.2 class 9
4. নীচের বহুপদী সংখ্যামালাগুলির শূন্য নির্ণয় করি : (ii) f (x) = 7x + 2 সমাধানঃ f (x) = 7x + 2 এখন, 7x + 2 = 0 বা, 7x = − 2
উত্তরঃ প্রদত্ত বহুপদী সংখ্যামালাটির শূন্য
Koshe dekhi 7.2 class 9
4. নীচের বহুপদী সংখ্যামালাগুলির শূন্য নির্ণয় করি : (iii) f (x) = x + 9 সমাধানঃ f (x) = x + 9 এখন, x + 9 = 0 ∴ x = − 9 উত্তরঃ প্রদত্ত বহুপদী সংখ্যামালাটির শূন্য − 9
Koshe dekhi 7.2 class 9
4. নীচের বহুপদী সংখ্যামালাগুলির শূন্য নির্ণয় করি : (iv) f (x) = 6 − 2x সমাধানঃ f (x) = 6 − 2x এখন, 6 − 2x = 0 বা, − 2x = − 6 বা, ∴ x = 3 উত্তরঃ প্রদত্ত বহুপদী সংখ্যামালাটির শূন্য 3
Koshe dekhi 7.2 class 9
4. নীচের বহুপদী সংখ্যামালাগুলির শূন্য নির্ণয় করি : (v) f (x) = 2x সমাধানঃ f (x) = 2x এখন, 2x = 0 বা, ∴ x = ০ উত্তরঃ প্রদত্ত বহুপদী সংখ্যামালাটির শূন্য ০
Koshe dekhi 7.2 class 9
4. নীচের বহুপদী সংখ্যামালাগুলির শূন্য নির্ণয় করি : (vi) f (x) = ax + b, (a ≠ 0) সমাধানঃ f (x) = ax + b, (a ≠ 0) এখন, ax + b = 0 বা, ax = − b
উত্তরঃ প্রদত্ত বহুপদী সংখ্যামালাটির শূন্য
Koshe dekhi 7.2 class 9
Support Me
If you like my work then you can Support me by contributing a small amount which will help me a lot to grow my Website. It’s a request to all of you. You can donate me through phone pay / Paytm/ Gpay on this number 7980608289 or by the link below :
and visit Our website : learningscience.co.in
গণিত প্রকাশ (দশম শ্রেণী) সম্পূর্ণ সমাধান
গণিত প্রকাশ (নবম শ্রেণী) সম্পূর্ণ সমাধান
গণিত প্রভা (ষষ্ঠ শ্রেণী) সম্পূর্ণ সমাধান
জীবন বিজ্ঞান (দশম শ্রেণী) (Life Science)