Madhyamik ABTA Test Paper 2022-23 Bangla Page 502
Madhyamik ABTA Test Paper 2022-23 Bangla Page 502
ABTA (All Bengal Teachers Association) পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ শিক্ষক সংগঠন। এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয় ১৯২১ সালে। এই সংগঠনে অনেক শিক্ষক ও অশিক্ষক কর্মী আছে যাদের নিবিড় প্রচেষ্টা মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক ছাত্র ছাত্রীদের সফল হতে অনেকটাই সাহায্য করে থাকে। পশ্চিমবঙ্গের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ে সদস্য সংখ্যা ১,৪০,০০০-এর বেশি এবং এটি রাজ্যের (অর্থাৎ পশ্চিমবঙ্গ) মোট শিক্ষকের 70 শতাংশ।
Learning Science তোমাদের জন্য ABTA Test Papers 2022-23 এর সমস্ত বিষয়ের সমাধান করার চেষ্টা করছে। আশা রাখি এতে তোমরা উপকৃত হবে। নিচে দেওয়া Link এ click করে তোমরা তোমাদের প্রশ্নের উত্তর খুঁজে নিতে পারো।
১। সঠিক উত্তরটি নির্বাচন করো :
১.১ ‘তপন, তোমার গল্প তো দিব্যি হয়েছে’ একথা ছোটমেসো কেন বলেছেন-
(ক) সত্যি সত্যি তপন ভালো গল্প লিখেছে
(খ) তপনের মন রাখার জন্য
(গ) শ্বশুর বাড়ির ছেলেকে খুশি করতে
(ঘ) তপনের গল্প দেখে খুশি হয়ে।
উত্তরঃ (গ) শ্বশুর বাড়ির ছেলেকে খুশি করতে
১.২ “দুর্বল আত্মীয়ার মতোই তার মমতা পাইয়াছিল”- ‘দুর্বল আত্মীয়া” বলতে যাকে বোঝানো হয়েছে–
(ক) নদীকে
(খ) অসুস্থ মামাকে
(গ) মাকে
(ঘ) সেতুকে।
উত্তরঃ (ক) নদীকে
১.৩ জগদীশবাবুর সম্পত্তির মূল্য-
(ক) দশ লক্ষ টাকা
(খ) এগারো লক্ষ টাকা
(গ) বারো লক্ষ টাকা
(ঘ) তেরো লক্ষ টাকা।
উত্তরঃ (খ) এগারো লক্ষ টাকা
আরও পড়ুন
Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution
মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান
Madhyamik Previous 5 Years Paper Solution
Subscribe my YouTube channel : Science Duniye in Bangla
১.৪ “গুপ্ত গহ্বর থেকে _____ বেরিয়ে এল”–
(ক) সাম্রাজ্যবাদীরা
(খ) ইংরেজ
(গ) পার্শিরা
(ঘ) পশুরা
উত্তরঃ (ঘ) পশুরা
১.৫ “কাঁপিল লঙ্কা, কাঁপিল জলধি”– ‘জলধি’ শব্দটির অর্থ-
(ক) নদী
(খ) সমুদ্র
(গ) মেঘ
(ঘ) বাতাস।
উত্তরঃ (খ) সমুদ্র
১.৬ “ক্ষুরের দাপট তারায় লেগে উল্কা ছুটায়”-
(ক) মেঘের মাঝে
(খ) নীল খিলানে
(গ) জটায়
(ঘ) অন্ধকূপে।
উত্তরঃ (খ) নীল খিলানে
১.৭ ‘সিজার’ কলম দিয়ে আঘাত করেছিল—
(ক) কাসকাকে
(খ) সুমেরিয়ানকে
(গ) শরৎচন্দ্রকে
(ঘ) সিরাজকে।
উত্তরঃ (ক) কাসকাকে
আরও পড়ুন
Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution
মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান
Madhyamik Previous 5 Years Paper Solution
Subscribe my YouTube channel : Science Duniye in Bangla
১.৮ শৈলজানন্দের সংগ্রহে ফাউন্টেন পেন ছিল-
(ক) ডজন চারেক
(খ) ডজন তিনেক
(গ) ডজন দু’এক
(ঘ) ডজন পাঁচেক।
উত্তরঃ (গ) ডজন দু’এক
১.৯ কলিকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেছিল-
(ক) ১৯৩৪
(খ) ১৯৩৫
(গ) ১৯৩৬
(ঘ) ১৯৩৭
উত্তরঃ (গ) ১৯৩৬
১.১০ ‘দ্বন্দ্ব’ সমাসে ‘দ্বন্দ্ব’ শব্দটির অর্থ-
(ক) ঝগড়া
(খ) মিলন
(গ) এক হওয়া
(ঘ) জোড়া।
উত্তরঃ (খ) মিলন
১.১১ “আনিস ভালো ফুটবল খেলে” এই বাক্যে উদ্দেশ্য হ’ল-
(ক) ফুটবল
(খ) আনিস
(গ) ভালো
(ঘ) খেলে
উত্তরঃ (খ) আনিস
আরও পড়ুন
Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution
মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান
Madhyamik Previous 5 Years Paper Solution
Subscribe my YouTube channel : Science Duniye in Bangla
১.১২ “কানাকানি” যে প্রকারের সমাস-
(ক) ব্যতিহার বহুব্রীহি
(খ) ব্যধিকরণ বহুব্রীহি
(গ) সহার্থক বহুব্রীহি
(ঘ) নঞ্চৰ্থক বহুব্রীহি।
উত্তরঃ (ক) ব্যতিহার বহুব্রীহি
১.১৩ “মা শিশুকে চাঁদ দেখান” বাক্যে প্রযোজ্য কর্তা হ’ল-
(ক) মা
(খ) শিশুকে
(গ) চাঁদ
(ঘ) দেখান
উত্তরঃ (খ) শিশুকে
১.১৪ নিচের যেটি তদ্ভব অনুসর্গ—
(ক) দ্বারা
(খ) পানে
(গ) দরুণ
(ঘ) মধ্যে।
উত্তরঃ (খ) পানে
১.১৫ নিত্য সমাসের উদাহরণ হ’ল-
(ক) মুখেভাত
(খ) অনাদি
(গ) চিরশত্রু
(ঘ) কথান্তর।
উত্তরঃ (ঘ) কথান্তর
১.১৬‘নির্মেঘ আকাশে বৃষ্টি হচ্ছে? বাক্যটি যে প্রকারের-
(ক) সরল বাক্য
(খ) যৌগিক বাক্য
(গ) জটিল বাক্য
(ঘ) মিশ্র বাক্য
উত্তরঃ (ক) সরল বাক্য
১.১৭ ‘দ্বিগু’ সমাস–এ ‘গু’ শব্দটির অর্থ হ’ল-
(ক) খারাপ
(খ) গোরু
(গ) সমাহার
(ঘ) মিষ্টি
উত্তরঃ (খ) গোরু
আরও পড়ুন
Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution
মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান
Madhyamik Previous 5 Years Paper Solution
Subscribe my YouTube channel : Science Duniye in Bangla
Madhyamik ABTA Test Paper 2022-23 Bangla Page 502,Madhyamik ABTA Test Paper 2022-23 Bangla Page 502,Madhyamik ABTA Test Paper 2022-23 Bangla Page 502, Madhyamik ABTA Test Paper 2022-23 Bangla Page 502, Madhyamik ABTA Test Paper 2022-23 Bangla Page 502.
Madhyamik ABTA Test Paper 2022-23 Bangla Page 502, Madhyamik ABTA Test Paper 2022-23 Bangla Page 502, Madhyamik ABTA Test Paper 2022-23 Bangla Page 502.
Very nice
Very nice I am very helpful
Hello
1.10 ) ans : ঝগড়া
‘দ্বন্দ্ব’ শব্দটির অর্থ ‘মিলন’ উত্তরটি ঠিক আছে। দ্বন্দ্ব শব্দের বানানটি লক্ষ করে দেখ।