Madhyamik ABTA Test Paper 2022-23 Bangla Page 682
Madhyamik ABTA Test Paper 2022-23 Bangla Page 682
ABTA (All Bengal Teachers Association) পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ শিক্ষক সংগঠন। এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয় ১৯২১ সালে। এই সংগঠনে অনেক শিক্ষক ও অশিক্ষক কর্মী আছে যাদের নিবিড় প্রচেষ্টা মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক ছাত্র ছাত্রীদের সফল হতে অনেকটাই সাহায্য করে থাকে। পশ্চিমবঙ্গের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ে সদস্য সংখ্যা ১,৪০,০০০-এর বেশি এবং এটি রাজ্যের (অর্থাৎ পশ্চিমবঙ্গ) মোট শিক্ষকের 70 শতাংশ।
Learning Science তোমাদের জন্য ABTA Test Papers 2022-23 এর সমস্ত বিষয়ের সমাধান করার চেষ্টা করছে। আশা রাখি এতে তোমরা উপকৃত হবে। নিচে দেওয়া Link এ click করে তোমরা তোমাদের প্রশ্নের উত্তর খুঁজে নিতে পারো।
১। সঠিক উত্তরটি নির্বাচন করো :
১.১ নদেরচাঁদ কতদিন নদীকে দেখেনি-
(ক) তিনদিন
(খ) চারদিন
(গ) পাঁচদিন
(ঘ) সাতদিন।
উত্তরঃ (গ) পাঁচদিন
১.২ ‘অদল-বদল’ গল্পটি বাংলায় অনুবাদ করেন-
(ক) অর্ঘ্যকুসুম দাশগুপ্ত
(খ) অর্ঘ্যকমল দাশগুপ্ত
(গ) অর্ঘ্যকুসুম দত্তগুপ্ত
(ঘ) অর্ঘ্যকুসুম দত্ত।
উত্তরঃ (গ) অর্ঘ্যকুসুম দত্তগুপ্ত
১.৩ ছোটোমাসি তপনের চেয়ে বড়ো –
(ক) বছর সাতেকের
(খ) বছর দশেকের
(গ) বছর আটেকের
(ঘ) বছর পাঁচেকের।
উত্তরঃ (গ) বছর আটেকের
আরও পড়ুন
Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution
মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান
Madhyamik Previous 5 Years Paper Solution
Subscribe my YouTube channel : Science Duniye in Bangla
১.৪ ‘প্রলয়োল্লাস’ কবিতাটি নজরুলের যে কাব্যগ্রন্থের কবিতা –
(ক) অগ্নিবীণা
(খ) সর্বহারা
(গ) বিষের বাঁশি
(ঘ) সাম্যবাদী।
উত্তরঃ (ক) অগ্নিবীণা
১.৫ ‘হায়, বিধি বাম মম প্রতি‘ – বক্তা হলেন –
(ক) রাবণ
(খ) মেঘনাদ
(গ) প্রমীলা
(ঘ) ধাত্রীমাতা।
উত্তরঃ (ক) রাবণ
১.৬ ‘সিন্ধুতীরে’ কবিতার কবি –
(ক) সৈয়দ আলাওল
(খ) দৌলত কাজী
(গ) নজরুল ইসলাম
(ঘ) মুজতবা সিরাজ।
উত্তরঃ (ক) সৈয়দ আলাওল
১.৭ কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি গঠন করেছিল –
(ক) ১৯৬৩ সালে
(খ) ১৯৬৬ সালে
(গ) ১৯৩৬ সালে
(ঘ) ১৯৩৭ সালে।
উত্তরঃ (গ) ১৯৩৬ সালে
আরও পড়ুন
Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution
মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান
Madhyamik Previous 5 Years Paper Solution
Subscribe my YouTube channel : Science Duniye in Bangla
১.৮ বাঙালি সাংবাদিকদের ‘বাবুকুইল ড্রাইভারস’ বলেছিলেন –
(ক) লর্ড কার্জন
(খ) লর্ড আমহার্স্ট
(গ) লর্ড লিটন
(ঘ) লর্ড রিপন।
উত্তরঃ (ক) লর্ড কার্জন
১.৯ সোনার দোয়াত কলমের কথা জানা যায় যার কাছ থেকে তিনি হলেন –
(ক) সুভো ঠাকুর
(খ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
(গ) প্রেমেন্দ্র মিত্র
(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর।
উত্তরঃ (ক) সুভো ঠাকুর
১.১০ ছোটোমাসি, একটা গল্প লিখেছি – চিহ্নিত পদটি হ’ল –
(ক) সম্বন্ধপদ
(খ) সম্বোধনপদ
(গ) নামপদ
(ঘ) কর্মপদ।
উত্তরঃ (খ) সম্বোধনপদ
১.১১ অনুসর্গের অপর নাম হ’ল –
(ক) পরসর্গ
(খ) অনুপ্রাস
(গ) উৎপ্রেক্ষা
(ঘ) তির্যক বিভক্তি।
উত্তরঃ (ক) পরসর্গ
আরও পড়ুন
Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution
মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান
Madhyamik Previous 5 Years Paper Solution
Subscribe my YouTube channel : Science Duniye in Bangla
১.১২ তোমাদের থাকা হয় কোথায়? – যে বাচ্যের উদাহরণ –
(ক) কর্মবাচ্য
(খ) ভাববাচ্য
(গ) কর্তৃবাচ্য
(ঘ) কর্মকর্তৃবাচ্য।
উত্তরঃ (খ) ভাববাচ্য
১.১৩ ‘বাবুটির স্বাস্থ্য গেছে‘ – বাক্যটিকে জটিলবাক্যে রূপান্তর করলে হয় –
(ক) বাবুটির স্বাস্থ্য যা ছিল তা গেছে
(খ) বাবুটির যে স্বাস্থ্য তা গেছে
(গ) বাবুটির যা গেছে তা স্বাস্থ্য
(ঘ) যে স্বাস্থ্য ছিল তা গেছে বাবুটির
উত্তরঃ (গ) বাবুটির যা গেছে তা স্বাস্থ্য
১.১৪ আকাশে গোরু ওড়ে – যে শর্ত লঙ্ঘিত হয়েছে–
(ক) যোগ্যতা
(খ) আসত্তি
(গ) আকাঙ্ক্ষা
(ঘ) আসক্তি।
উত্তরঃ (ক) যোগ্যতা
১.১৫ ইসাবের সঙ্গে কুস্তি লড়তে তো একেবারেই গররাজি। চিহ্নিত পদটি যে সমাসের উদাহরণ –
(ক) অব্যয়ীভাব
(খ) বহুব্রীহি
(গ) কর্মধারয়
(ঘ) নঞ তৎপুরুষ।
উত্তরঃ (ঘ) নঞ তৎপুরুষ
১.১৬ গীতায় পড়া আছে — গীতায় পড়েছি। — পরিবর্তিত বাচ্যটি হ’ল –
(ক) কর্তৃবাচ্য
(খ) কর্মবাচ্য
(গ) ভাববাচ্য
(ঘ) কর্মকর্তৃবাচ্য।
উত্তরঃ (ক) কর্তৃবাচ্য
১.১৭ ‘বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা’- চিহ্নিত পদটির কারক ও বিভক্তি হ’ল –
(ক) অধিকরণে ‘এ‘ বিভক্তি
(খ) কর্মকারকে ‘এ‘ বিভক্তি
(গ) কর্তৃকারকে ‘এ’ বিভক্তি
(ঘ) করণকারকে ‘এ’ বিভক্তি।
উত্তরঃ (ক) অধিকরণে ‘এ‘ বিভক্তি
আরও পড়ুন
Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution
মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান
Madhyamik Previous 5 Years Paper Solution
Subscribe my YouTube channel : Science Duniye in Bangla
Madhyamik ABTA Test Paper 2022-23 Bangla Page 682,Madhyamik ABTA Test Paper 2022-23 Bangla Page 682,Madhyamik ABTA Test Paper 2022-23 Bangla Page 682, Madhyamik ABTA Test Paper 2022-23 Bangla Page 682, Madhyamik ABTA Test Paper 2022-23 Bangla Page 682, Madhyamik ABTA Test Paper 2022-23 Bangla Page 682, Madhyamik ABTA Test Paper 2022-23 Bangla Page 682, Madhyamik ABTA Test Paper 2022-23 Bangla Page 682
This good
Sir 2024 er testpaper beriye geche pls oguloroo khub taratari solution din protyek subject 1tA kore page ontoto publish Korun …… Please sir khub helpful hobooow