Madhyamik ABTA Test Paper 2022-23 Bangla Page 9
Madhyamik ABTA Test Paper 2022-23 Bangla Page 9
ABTA (All Bengal Teachers Association) পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ শিক্ষক সংগঠন। এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয় ১৯২১ সালে। এই সংগঠনে অনেক শিক্ষক ও অশিক্ষক কর্মী আছে যাদের নিবিড় প্রচেষ্টা মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক ছাত্র ছাত্রীদের সফল হতে অনেকটাই সাহায্য করে থাকে। পশ্চিমবঙ্গের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ে সদস্য সংখ্যা ১,৪০,০০০-এর বেশি এবং এটি রাজ্যের (অর্থাৎ পশ্চিমবঙ্গ) মোট শিক্ষকের 70 শতাংশ।
Learning Science তোমাদের জন্য ABTA Test Papers 2022-23 এর সমস্ত বিষয়ের সমাধান করার চেষ্টা করছে। আশা রাখি এতে তোমরা উপকৃত হবে। নিচে দেওয়া Link এ click করে তোমরা তোমাদের প্রশ্নের উত্তর খুঁজে নিতে পারো।
১। সঠিক উত্তরটি নির্বাচন করো :
১.১ ‘পথের দাবী’ যে শ্রেণির রচনা –
(ক) সামাজিক
(খ) অর্থনৈতিক
(গ) রাজনৈতিক
(ঘ) নীতিমূলক।
উত্তরঃ (গ) রাজনৈতিক
১.২ পান্নালাল প্যাটেল যে ভাষার লেখক –
(ক) মারাঠি
(খ) বাংলা
(গ) গুজরাটি
(ঘ) অসমীয়া।
উত্তরঃ (গ) গুজরাটি
১.৩ বিরাগীর ছদ্মবেশে হরিদার ঝোলার মধ্যে যে ধর্মগ্রন্থ ছিল তা হ’ল-
(ক) গীতা
(খ) রামায়ণ
(গ) বাইবেল
(ঘ) মঙ্গলকাব্য।
উত্তরঃ (ক) গীতা
১.৪ ‘খণ্ড খণ্ড করিয়া কাটিনু’–
(ক) দাশরথিকে
(খ) বৈরি দলকে
(গ) শত্রু দলকে
(ঘ) লক্ষ্মণকে।
উত্তরঃ (খ) বৈরি দলকে
১.৫ ‘অস্ত্রের বিরুদ্ধে গান’ কবিতাটি যে কাব্যগ্রন্থের-
(ক) পাতার পোশাক
(খ) পাগলী তোমার সঙ্গে
(গ) ভালোটি বাসিব
(ঘ) গরাদ! গরাদ!
উত্তরঃ (ক) পাতার পোশাক
Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution
মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান
Madhyamik Previous 5 Years Paper Solution
১.৬ ‘তাহাতে বিচিত্র টঙ্গি’– ‘টঙ্গি’ শব্দের অর্থ –
(ক) মাচা
(খ) দোলনা
(গ) উঁচু বিলাসগৃহ
(ঘ) চালাঘর।
উত্তরঃ (গ) উঁচু বিলাসগৃহ
১.৭ ‘কালি নেই, কলম নেই, বলে আমি….’
(ক) মুনশি
(খ) লেখক
(গ) পেয়াদা
(ঘ) বর্গি।
উত্তরঃ (ক) মুনশি
১.৮ অনেক ধরে ধরে টাইপ–রাইটারে লিখে গেছেন-
(ক) অন্নদাশঙ্কর রায়
(খ) সত্যজিৎ রায়
(গ) লীলা রায়
(ঘ) তারাপদ রায়।
উত্তরঃ (ক) অন্নদাশঙ্কর রায়
১.৯ ‘হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড‘ – কালিদাসের এই উক্তিটি উপযুক্ত হ’ল –
(ক) কাব্যের
(খ) ভূগোলের
(গ) বিজ্ঞানের
(ঘ) দর্শনের।
উত্তরঃ (ক) কাব্যের
Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution
মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান
Madhyamik Previous 5 Years Paper Solution
১.১০ অনুসর্গ হ’ল একপ্রকার-
(ক) অব্যয়
(খ) বিভক্তি
(গ) সমাস
(ঘ) কারক।
উত্তরঃ (ক) অব্যয়
১.১১ বহুবচন নির্দেশকের উদাহরণ হ’ল –
(ক) ছেলেগুলো
(খ) ছেলেটা
(গ) ছেলেটি
(ঘ) ছেলে।
উত্তরঃ (ক) ছেলেগুলো
১.১২ ‘দ্বন্দ্ব সমাসের ব্যুৎপত্তি হ’ল –
(ক) যুগ্ম
(খ) মিলন
(গ) সংঘাত
(ঘ) কলহ।
উত্তরঃ (ক) যুগ্ম
১.১৩ প্রাণ রূপ পাখি = প্রাণপাখি – যে সমাসের উদাহরণ –
(ক) রূপক কর্মধারয়
(খ) উপমান কর্মধারয়
(গ) উপমিত কর্মধারয়
(ঘ) সাধারণ কর্মধারয়।
উত্তরঃ (ক) রূপক কর্মধারয়
১.১৪ ‘ছাগলে বাঘ খেয়েছে’– বাক্যটিতে যে শর্ত লঙ্ঘিত হয়েছে –
(ক) আকাঙ্ক্ষা
(খ) যোগ্যতা
(গ) আসত্তি
(ঘ) আসক্তি।
উত্তরঃ (খ) যোগ্যতা
১.১৫ ‘যাঁরা ওস্তাদ কলমবাজ তাঁদের বলা হ’ত ক্যালিগ্রাফিস্ট’– বাক্যটি হ’ল –
(ক) সরলবাক্য
(খ) জটিলবাক্য
(গ) যৌগিকবাক্য
(ঘ) মিশ্রবাক্য।
উত্তরঃ (খ) জটিলবাক্য
১.১৬ ‘তার সূচনা হাতে লেখা পাণ্ডুলিপির পাতায়’– চিহ্নিত পদটির কারক ও বিভক্তি হ’ল –
(ক) কর্তৃকারকে ‘য়’ বিভক্তি
(খ) অধিকরণে ‘য়’ বিভক্তি
(গ) কর্মে ‘য়’ বিভক্তি
(ঘ) করণে ‘য়’ বিভক্তি।
উত্তরঃ (খ) অধিকরণে ‘য়’ বিভক্তি
১.১৭ কর্মকর্তৃবাচ্যের উদাহরণ হ’ল –
(ক) ঘণ্টা বাজে
(খ) ছেলেরা দৌড়ায়
(গ) পাখিটি পেঁপে খায়
(ঘ) সে অঙ্ক কষে।
উত্তরঃ (ক) ঘণ্টা বাজে
আরো পড়ুন
Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution
মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান
Madhyamik Previous 5 Years Paper Solution
Subscribe my Youtube channel : Science Duniya in Bangla
and Learning Science
Madhyamik ABTA Test Paper 2022-23 Bangla Page 9,Madhyamik ABTA Test Paper 2022-23 Bangla Page 9, Madhyamik ABTA Test Paper 2022-23 Bangla Page 9, Madhyamik ABTA Test Paper 2022-23 Bangla Page 9, Madhyamik ABTA Test Paper 2022-23 Bangla Page 9, Madhyamik ABTA Test Paper 2022-23 Bangla Page 9
Hi
Keep visiting our website.
Thanks and Regards.
Thanks for saport sir
God Bless you 🙂
Thank you so much.
Sir amake shudhu pass korar motho common suggestions all subject er kore dyen sir amar whatapp number 7865065437 pathya diyen
Hi i am a student of class 10. thank you for the answer.
Most welcome
solve shorts question
Do the physical and life science test paper 2022-23 questions quickly
yes ofcourse
Shuvo hallo
Thanks sir
most welcome
Bengali subject er ।
Shirt and broth gulo dao sir
Besi din nai porikhar
Suggestions solve
আমি আরো লং কোশ্চেন চাই
আমরা চেষ্টা করবো long question এর উত্তর করে যাতে তোমাদের দেওয়া যায়।
ধন্যবাদ।
Yuuu
Thank you so much sir ..
You are always welcome here.
Thanks and Regards.
Sir, other subjects left pages of ABTA Solve 2023 when will be handed
Sir, other subjects left pages of ABTA Solve 2023 when will be handed
We are trying our level best to unlock all the remaining pages.
Thanks and Regards.
স্যার SAQ answer করে দিলে ভালো হত
Sir thank you for make the answer 😊
Thank you for your compliment.
Please visits our website and requested to share the link of our website.
Thanks and Regards.
Very very very nice
thank you
It’s is very useful website for class 10
Thank you🥰🥰🥰
You are welcome.
Please share with your friends and keep visiting.
Thanks and Regards
Sir, could you please give [Publish] the answers of the broad questions along with bengali grammars.
Thanks you so much sir
most welcome