Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 267
Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 267
ABTA (All Bengal Teachers Association) পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ শিক্ষক সংগঠন। এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয় ১৯২১ সালে। এই সংগঠনে অনেক শিক্ষক ও অশিক্ষক কর্মী আছে যাদের নিবিড় প্রচেষ্টা মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক ছাত্র ছাত্রীদের সফল হতে অনেকটাই সাহায্য করে থাকে। পশ্চিমবঙ্গের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ে সদস্য সংখ্যা ১,৪০,০০০-এর বেশি এবং এটি রাজ্যের (অর্থাৎ পশ্চিমবঙ্গ) মোট শিক্ষকের 70 শতাংশ।
Learning Science তোমাদের জন্য ABTA Test Papers 2022-23 এর সমস্ত বিষয়ের সমাধান করার চেষ্টা করছে। আশা রাখি এতে তোমরা উপকৃত হবে। নিচে দেওয়া Link এ click করে তোমরা তোমাদের প্রশ্নের উত্তর খুঁজে নিতে পারো।
বিভাগ-‘ক’
১। বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :
১.১ যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতি শক্তি ভূপৃষ্ঠের উপরিভাগের পরিবর্তন ঘটায় তাকে বলে-
(ক) বহির্জাত প্রক্রিয়া
(খ) অন্তর্জাত প্রক্রিয়া
(গ) গিরিজনি আলোড়ন
(ঘ) মহীভাবক আলোড়ন।
উত্তরঃ (ক) বহির্জাত প্রক্রিয়া
১.২ লবণযুক্ত শিলাস্তরের উপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হল-
(ক) অবঘর্ষ
(খ) ঘর্ষণ
(গ) জলপ্রবাহ
(ঘ) দ্রবণ।
উত্তরঃ (ঘ) দ্রবণ
১.৩ হেটেরোস্ফিয়ার (বিসম মণ্ডল)-এর উচ্চতম স্তরটি হল-
(ক) হাইড্রোজেন স্তর
(খ) হিলিয়াম স্তর
(গ) পারমাণবিক অক্সিজেন স্তর
(ঘ) পারমাণবিক নাইট্রোজেন স্তর।
উত্তরঃ (ক) হাইড্রোজেন স্তর
১.৪ যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয়-
(ক) থার্মোমিটার
(খ) ব্যারোমিটার
(গ) হাইগ্রোমিটার
(ঘ) অ্যানিমোমিটার
উত্তরঃ (গ) হাইগ্রোমিটার
১.৫ এল–নিনোর প্রভাব কোন মহাসাগরে হয়-
(ক) আটলান্টিক
(খ) প্রশান্ত
(গ) ভারত
(ঘ) সুমেরু
উত্তরঃ (খ) প্রশান্ত
১.৬ পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন কম তখন কোন জোয়ারের সৃষ্টি হয়-
(ক) ভরা কোটাল
(খ) মরা কোটাল
(গ) পেরিজি জোয়ার
(ঘ) অ্যাপোজি জোয়ার।
উত্তরঃ (গ) পেরিজি জোয়ার
১.৭ বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতিগুলি হল-
(ক) বর্জ্যের পুনর্ব্যবহার
(খ) বর্জ্যের পুনর্নবীকরণ
(গ) বর্জ্যের পরিমাণগত হ্রাস
(ঘ) সবগুলিই প্রযোজ্য।
উত্তরঃ (ঘ) সবগুলিই প্রযোজ্য
১.৮ ভারতের নবীনতম রাজ্যটি হল-
(ক) উত্তরাখণ্ড
(খ) তেলেঙ্গানা
(গ) ছত্তিশগড়
(ঘ) গোয়া।
উত্তরঃ (খ) তেলেঙ্গানা
১.৯ ভারতে মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদক্ষেপ হল-
(ক) জলসেচ
(খ) ঝুমচাষ
(গ) ফালিচাষ
(ঘ) পশুচারণ।
উত্তরঃ (গ) ফালিচাষ
১.১০ উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধূলিঝড় দেখা যায় তা হল-
(ক) কালবৈশাখী
(খ) আঁধি
(গ) পশ্চিমী ঝঞ্ঝা
(ঘ) লু।
উত্তরঃ (খ) আঁধি
১.১১ ভারতে জোয়ার উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্যটি হল-
(ক) মহারাষ্ট্র
(খ) উত্তর প্রদেশ
(গ) বিহার
(ঘ) পশ্চিমবঙ্গ।
উত্তরঃ (ক) মহারাষ্ট্র
১.১২ ভারতের সিলিকন ভ্যালি বলা হয়-
(ক) চেন্নাই
(খ) বেঙ্গালুরু
(গ) কোলকাতা
(ঘ) দিল্লিকে।
উত্তরঃ (খ) বেঙ্গালুরু
১.১৩ ভারতের দীর্ঘতম জাতীয় সড়কটি হল-
(ক) ১নং
(খ) ২ নং
(গ) ৬নং
(ঘ) ৪৪ নং।
উত্তরঃ (ঘ) ৪৪ নং
১.১৪ ১৫‘×১৫‘ অক্ষাংশ দ্রাঘিমাংশ বিস্তারের ভূবোচত্র সূচক মানচিত্রের সংখ্যা সূচক স্কেল (RF) হল-
(ক) ১ : ২৫০০০০
(খ) ১ : ১০০০০০
(গ) ১ : ৫০০০০
(ঘ) ১:২৫০০০।
উত্তরঃ (গ) ১ : ৫০০০০
আরো পড়ুন :
Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution
মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান
Madhyamik Previous 5 Years Paper Solution
Subscribe my YouTube channel : Science Duniye in Bangla
বিভাগ-‘খ’
২.১ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে ‘শু’ এবং অশুদ্ধ হলে ‘অ’ লেখো। (যে কোনো ছয়টি) :
২.১.১ বার্খান বালিয়াড়ি থেকে সিফ বালিয়াড়ির সৃষ্টি হয়।
উত্তরঃ অ
২.১.২ সূর্য, চাঁদ ও পৃথিবীর সরলরৈখিক অবস্থানকে সিজিগি বলে।
উত্তরঃ শু
২.১.৩ ওজোন স্তরকে প্রাকৃতিক সৌর পর্দা বলা হয়।
উত্তরঃ শু
২.১.৪ ভূমধ্যসাগরীয় অঞ্চলে সাধারণত গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়।
উত্তরঃ অ
২.১.৫ ভারতের অধিকাংশ ধান শীতকালে রবিশস্য হিসাবে চাষ করা হয়।
উত্তরঃ অ
২.১.৬ ভারতের সর্বাধিক ঘনবসতিপূর্ণ রাজ্য হল পশ্চিমবঙ্গ।
উত্তরঃ অ
২.১.৭ মহাকাশে কৃত্রিম উপগ্রহগুলি যেখানে রাখা হয় তাকে বলে প্ল্যাটফর্ম।
উত্তরঃ শু
আরো পড়ুন :
Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution
মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান
Madhyamik Previous 5 Years Paper Solution
Subscribe my YouTube channel : Science Duniye in Bangla
২.২ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো (যে কোনো ছয়টি) :
২.২.১ বিভিন্ন ধরনের বহির্জাত শক্তির দ্বারা ভূমিভাগের সমতলীকরণ ঘটলে তাকে _______ বলে।
উত্তরঃ পর্যায়ন
২.২.২ হিমবাহ ও জলধারা বাহিত নুড়ি বালি কাঁকড় ইত্যাদি সঞ্চিত হয়ে দীর্ঘ সংকীর্ণ আঁকাবাঁকা শৈলশিরার মতো ভূমিরূপকে ______ বলে।
উত্তরঃ এস্কার
২.২.৩ পৃথিবীর ______ বলের প্রভাবে গৌণ জোয়ার সৃষ্টি হয়।
উত্তরঃ কেন্দ্রাতিগ
২.২.৪ পারমাণবিক জ্বালানির ফলে যে বর্জ্যের সৃষ্টি হয় তাকে _______ বর্জ্য বলে।
উত্তরঃ তেজস্ক্রিয়
২.২.৫ দেবপ্রয়াগে ভাগিরথী ও ______ নদীর মিলনে গঙ্গার সৃষ্টি হয়েছে।
উত্তরঃ অলকানন্দা
২.২.৬ ______ শহরকে দক্ষিণ ভারতের ম্যাঞ্চেস্টার বলা হয়।
উত্তরঃ কোয়েম্বাটুর
২.২.৭ কোনো স্থানের উষ্ণতা বৃষ্টিপাত লেখোচিত্রে উষ্ণতার রেখাটি বৎসরের মধ্যভাগে নিম্নমুখী হলে স্থানটি ______ গোলার্ধে অবস্থিত।
উত্তরঃ দক্ষিণ
আরো পড়ুন :
Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution
মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান
Madhyamik Previous 5 Years Paper Solution
Subscribe my YouTube channel : Science Duniye in Bangla
২.৩ একটি বা দুটি শব্দে উত্তর দাও। (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) :
২.৩.১ যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তার নাম লেখো।
উত্তরঃ জলবিভাজিকা
২.৩.২ ক্রান্তীয় অঞ্চলের সমুদ্রে কোন ধরনের সমুদ্রস্রোত সৃষ্টি হয়?
উত্তরঃ উষ্ণ
২.৩.৩ সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত?
উত্তরঃ ১০০%
২.৩.৪ প্লাস্টিক কোন ধরনের বর্জ্য?
উত্তরঃ জৈব অভঙ্গুর
২.৩.৫ ভারতের সর্বোচ্চ গিরিপথ কোনটি?
উত্তরঃ ডংবিলা বা মানা
২.৩.৬ পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোথায় অবস্থিত?
উত্তরঃ সুন্দরবন
২.৩.৭ কোন সড়ক পথের মাধ্যমে দিল্লি, মুম্বাই, চেন্নাই ও কোলকাতা যুক্ত হয়েছে?
উত্তরঃ সোনালি চতুর্ভুজ
২.৩.৮ কোনো উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম অংশকে কি বলে?
উত্তরঃ পিক্সেল
২.৪ বামদিকের সাথে ডানদিকেরগুলি মিলিয়ে লেখো :
বামদিক | ডানদিক |
২.৪.১ রাজস্থান | ১। কান্ডালা |
২.৪.২ ভারতের রকেট উৎক্ষেপণ সংস্থা | ২। ভেম্বানাদ |
২.৪.৩ কেরল | ৩। ইসরো |
২.৪.৪ ভারতের শুল্কমুক্ত বন্দর | ৪। আঁধি |
উত্তরঃ
বামদিক | ডানদিক |
২.৪.১ রাজস্থান | ৪। আঁধি |
২.৪.২ ভারতের রকেট উৎক্ষেপণ সংস্থা | ৩। ইসরো |
২.৪.৩ কেরল | ২। ভেম্বানাদ |
২.৪.৪ ভারতের শুল্কমুক্ত বন্দর | ১। কান্ডালা |
আরো পড়ুন :
Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution
মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান
Madhyamik Previous 5 Years Paper Solution
Subscribe my YouTube channel : Science Duniye in Bangla
Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 267, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 267, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 267, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 267, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 267, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 267, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 267.
Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 267, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 267, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 267, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 267, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 267, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 267, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 267.
I need long questions’ Answer
বাল?????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????
Hi??????????¿¿¿¿¿¿¿¿¿¿¿‽‽‽‽‽‽‽‽‽‽‽‽‽‽
বাল‽‽‽‽
Hàppy ñêw yèãr
Hahahajjaj
Ho
Amar mone hoi ২.১.১ e uttor vul ache. Uttor hobe শু।