Thu. Mar 13th, 2025

    Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 289

    Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 289

    ABTA (All Bengal Teachers Association) পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ শিক্ষক সংগঠন। এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয় ১৯২১ সালে। এই সংগঠনে অনেক শিক্ষক ও অশিক্ষক কর্মী আছে যাদের নিবিড় প্রচেষ্টা মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক ছাত্র ছাত্রীদের সফল হতে অনেকটাই সাহায্য করে থাকে। পশ্চিমবঙ্গের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ে সদস্য সংখ্যা ১,৪০,০০০-এর বেশি এবং এটি রাজ্যের (অর্থাৎ পশ্চিমবঙ্গ) মোট শিক্ষকের 70 শতাংশ।

    Learning Science তোমাদের জন্য ABTA Test Papers 2022-23 এর সমস্ত বিষয়ের সমাধান করার চেষ্টা করছে। আশা রাখি এতে তোমরা উপকৃত হবে। নিচে দেওয়া Link এ click করে তোমরা তোমাদের প্রশ্নের উত্তর খুঁজে নিতে পারো। 

    বিভাগ-‘ক’

    ১। বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :

    ১.১ যেসব প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপর কাজ করে তাদের-

    () অন্তর্জাত

    () বহির্জাত

    () মহীভাবক

    () গিরিজনি প্রক্রিয়া বলে

    উত্তরঃ (খ) বহির্জাত

     

    ১.২ মহাদেশীয় হিমবাহের বরফমুক্ত পর্বত শৃঙ্গকে বলা হয়-

    () এরিটি

    () হর্ন

    (গ) নুনাটকস

    () ক্রেভাস

    উত্তরঃ (গ) নুনাটকস

     

    ১.৩ মরু অঞ্চলে ক্ষয়ের শেষসীমা হল-

    () প্লায়া

    () সমুদ্রপৃষ্ঠ

    () বাজাদা

    () গাসি

    উত্তরঃ (ক) প্লায়া

     

    ১.৪ দার্জিলিং শিলিগুড়ির তুলনায় শীতল হওয়ার প্রধান কারণ-

    () অক্ষাংশ

    () উচ্চতা

    () মৃত্তিকা

    () অরণ্যের পার্থক্য

    উত্তরঃ (খ) উচ্চতা

     

    ১.৫ পৃথিবী পৃষ্ঠের তাপের অনুভূমিক বণ্টন দেখানো হয়–

    () সমোন্নতিরেখা

    () সমোষ্ণ রেখা

    () সমপ্রেসরেখা

    () সমবর্ষণরেখা দ্বারা

    উত্তরঃ (খ) সমোষ্ণ রেখা

     

    ১.৬ ভারত মহাসাগরের একটি ঋতুভিত্তিক স্রোতের নাম-

    () মোজাম্বিক

    () মাদাগাস্কার

    () সোমালি

    () মৌসুমি স্রোত

    উত্তরঃ (ঘ) মৌসুমি স্রোত

     

    ১.৭ কম্পোস্টিং পদ্ধতিতে তৈরি হয়—

    () শিল্পজাত

    () জৈবসার

    () রাসায়নিক সার

    (উচ্চফলনশীল বীজ

    উত্তরঃ (খ) জৈবসার

     

    ১.৮ ভারতের একটি প্রবাল দ্বীপের উদাহরণ হলো—

    () ব্যারেন

    () আন্দামান

    () লাক্ষাদ্বীপ

    () সাগরদ্বীপ

    উত্তরঃ (গ) লাক্ষাদ্বীপ

     

    ১.৯ পার্বত্য অঞ্চলে মাটির প্রকৃতি হল মূলত-

    () পড়সল

    () সিরোজেম

    () চারনোজেম

    () লালমাটি

    উত্তরঃ (ক) পড়সল

     

    ১.১০ ভারতের যে রাজ্যে বনভূমির পরিমাণ সর্বাধিক তা হল-

    () ঝাড়খণ্ড

    () ছত্রিশগড়

    () মধ্যপ্রদেশ

    () বিহার

    উত্তরঃ (গ) মধ্যপ্রদেশ

     

    ১.১১ ভারতে গ্রীষ্মকালে উৎপন্ন শস্যকে বলা হয়-

    () রবিশস্য

    () খারিফ শস্য

    () জায়িদ শস্য

    () তন্তুজাতীয় শস্য

    উত্তরঃ (গ) জায়িদ শস্য

     

    ১.১২ ভারতের বৃহত্তম সরকারি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি হল-

    (ক) জামসেদপুর

    (খ) ভিলাই

    () দুর্গাপুর

    () বার্ণপুর

    উত্তরঃ (খ) ভিলাই

     

    ১.১৩ ২০১১ সালের আদমশুমারী অনুসারে ভারতে জনঘনত্ব ছিল-

    () ১১০২ জন

    () ৩৮২ জন

    () ১০২৯ জন

    () ১০৮৪ জন

    প্রতি বঃ কিঃ তে।

    উত্তরঃ (খ) ৩৮২ জন

     

    ১.১৪ ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের মিলিয়ন শিটের বিস্তার হল-

    (ক) ৩০×৩০

    () ১৫×১৫

    () °×°

    () °×°

    উত্তরঃ (ঘ) ৪°×৪°

     

    আরো পড়ুন :

    Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution

    মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান 

    মাধ্যমিক জীবন বিজ্ঞান নোট 

    Madhyamik Previous 5 Years Paper Solution 

    Subscribe my YouTube channel : Science Duniye in Bangla

    বিভাগ-‘খ’

    ২.১ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে ‘শু’ এবং অশুদ্ধ হলে ‘অ’ লেখো। (যে কোনো ছয়টি) :

    ২.১.১ জলপ্রপাতের তলদেশে মন্থকূপ তৈরি হয়

    উত্তরঃ 

     

    ২.১.২ মরু অঞ্চলের অবশিষ্ট পাহাড়গুলিকে ইনসেলবার্জ বলে

    উত্তরঃ শু

     

    ২.১.৩ প্রতীপ ঘূর্ণবাতের কেন্দ্রে উচ্চচাপ বিরাজ করে

    উত্তরঃ শু

     

    ২.১.৪ একটি বিষাক্ত জৈব বর্জ্যের উদাহরণ হল পারদ

    উত্তরঃ শু

     

    ২.১.৫ ভারতের বেশিরভাগ বৃষ্টিপাত হয় দক্ষিণপশ্চিম মৌসুমি বায়ুতে

    উত্তরঃ শু

     

    ২.১.৬ ভারতের বৃহত্তম মোটরগাড়ি নির্মাণ কেন্দ্রটি হল চেন্নাই

    উত্তরঃ 

     

    ২.১.৭ সূর্যসমলয় উপগ্রহ মেরুকক্ষপথে পৃথিবীকে পরিক্রম করে

    উত্তরঃ শু

     

    আরো পড়ুন :

    Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution

    মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান 

    মাধ্যমিক জীবন বিজ্ঞান নোট 

    Madhyamik Previous 5 Years Paper Solution 

    Subscribe my YouTube channel : Science Duniye in Bangla

    ২.২ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো (যে কোনো ছয়টি) :

    ২.২.১ আরোহণ অবরোহণএর যুগ্ম রূপ হল ______ ।

    উত্তরঃ পর্যায়ন 

     

    ২.২.২ রাজস্থানের সম্বর হ্রদটি ______ হ্রদের উদাহরণ।

    উত্তরঃ লবনাক্ত 

     

    ২.২৩ শিশিরাঙ্ক তাপমাত্রায় আপেক্ষিক আর্দ্রতা ______ % হয়

    উত্তরঃ ১০০%

     

    ২.২.৪ ভারতের ব্যস্ততম জাতীয় সড়ক পথটি হলো ______ ।

    উত্তরঃ NH – 2

     

    ২.২.৫ Radar হল এক ধরনের ______ সেন্সর

    উত্তরঃ সক্রিয় 

     

    ২.২.৬ নদীর মোহনা ‘______ ‘ আকৃতির হলে বানডাকা প্রবল হয়।

    উত্তরঃ ফানেল 

     

    ২.২.৭ ভারতের ______ রাজ্যে স্বাক্ষরতার হার সর্বাধিক। 

    উত্তরঃ কেরালা 

     

    আরো পড়ুন :

    Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution

    মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান 

    মাধ্যমিক জীবন বিজ্ঞান নোট 

    Madhyamik Previous 5 Years Paper Solution 

    Subscribe my YouTube channel : Science Duniye in Bangla

    ২.৩ একটি বা দুটি শব্দে উত্তর দাও। (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) :

    ২.৩.১ মরুস্থলি শব্দের অর্থ কি?

    উত্তরঃ মৃতের দেশ 

     

    ২.৩.২ হিমবাহ উপত্যকার আকৃতি দেখতে কেমন হয়

    উত্তরঃ ইংরেজি  ‘U’  আকৃতির 

     

    ২.৩.৩ ট্রপোস্ফিয়ারে উষ্ণতা হ্রাসের গড় কত?

    উত্তরঃ ৬.৪°C 

     

    ২.৩.৪ আকাশে মেঘের পরিমাণ কোন এককে মাপা হয়

    উত্তরঃ অক্টা (Okta)

     

    ২.৩.৫ শিল্পের বায়ুকে শোধনের জন্য প্রচলিত পদ্ধতিতে কে কি বলে?

    উত্তরঃ  স্ক্রাবার 

     

    ২.৩.৬ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?

    উত্তরঃ  স্যাডেল শৃঙ্গ 

     

    ২.৩.৭ কোন শিল্পকে সকল শিল্পের মেরুদণ্ড বলা হয়

    উত্তরঃ লৌহ-ইস্পাত 

     

    ২.৩.৮ কত সালে ভারতে প্রথম রেলপথ স্থাপিত হয়

    উত্তরঃ ১৮৫৩ সালে। 

     

    ২.৪ বামদিকের সাথে ডানদিকেরগুলি মিলিয়ে লেখো :

    বামদিকডানদিক
    ২.৪.১ নামচাবারোয়া ১। ব্ল্যাকফুট
    ২.৪.২ আর্সেনিক ২। কয়াল
    ২.৪.৩ রেলইঞ্জিন৩। পূর্ব হিমালয়
    ২.৪.৪ মালাবার৪। চিত্তরঞ্জন

    উত্তরঃ 

    বামদিকডানদিক
    ২.৪.১ নামচাবারোয়া ৩। পূর্ব হিমালয়
    ২.৪.২ আর্সেনিক ১। ব্ল্যাকফুট
    ২.৪.৩ রেলইঞ্জিন৪। চিত্তরঞ্জন
    ২.৪.৪ মালাবার২। কয়াল

    আরো পড়ুন :

    Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution

    মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান 

    মাধ্যমিক জীবন বিজ্ঞান নোট 

    Madhyamik Previous 5 Years Paper Solution 

    Subscribe my YouTube channel : Science Duniye in Bangla

    Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 289, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 289, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 289, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 289, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 289, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 289, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 289.

    Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 289, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 289, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 289, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 289, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 289, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 289, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 289.

    15 thoughts on “Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 289”
      1. অনেক ধন্যবাদ জানানোর জন্য। অনিচ্ছাকৃত ভুলের জন্য আমরা খুবই দুঃখিত।
        উত্তরটি সঠিক করে দেওয়া হয়েছে।
        ধন্যবাদ।

      2. কোথায় ভুল টা আছে শুনি! এটার উত্তর তো ঠিক ই আছে। আপনি বই খুলে নিজে আগে দেখুন।

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Insert math as
    Block
    Inline
    Additional settings
    Formula color
    Text color
    #333333
    Type math using LaTeX
    Preview
    \({}\)
    Nothing to preview
    Insert
    error: Content is protected !!