Wed. Dec 4th, 2024

Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 354

Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 354

বিভাগ-‘ক’

১। বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :

১.১ যে প্রক্রিয়ায় ভূপৃষ্টের উচ্চতা বৃদ্ধি পায়, তাকে বলে—

() অবরোহণ

() আরোহণ

(গ) আবহবিকার

() নগ্নিভবন

উত্তরঃ (খ) আরোহণ

 

১.২ ম্যাটারহর্ন হলো একটি-

() এরিটি

() কার

() পিরামিড চূড়া

() ফিয়র্ডের উদাহরণ

উত্তরঃ (গ) পিরামিড চূড়া

 

১.৩ সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা—

() ৫০

() ৭৫

() ১০০

() ২৫০ শতাংশ

উত্তরঃ (গ) ১০০ শতাংশ

 

১.৪ একটি শীতল স্থানীয় বায়ু হল-

() লু

() চিনুক

() মিস্ট্রাল

() ফন

উত্তরঃ (গ) মিস্ট্রাল

 

১.৫ মরা কোটাল সৃষ্টি হয়—

() পূর্ণিমাতে

() অমাবস্যাতে

() একাদশীতে

() কৃষ্ণ শুক্লপক্ষের অষ্টমীতে

উত্তরঃ (ঘ) কৃষ্ণ ও শুক্লপক্ষের অষ্টমীতে

 

১.৬ গ্র্যান্ড ব্যাঙ্ক যে জন্য বিখ্যাত তা হল-

() শৈবাল

() মৎস্য

() আগাছা

() সামুদ্রিক প্রাণী আহরণের জন্য

উত্তরঃ (খ) মৎস্য

 

১.৭ জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজন হল-

() কম্পোস্টিং

() ল্যান্ডফিলিং

() ওভারফিলিং

() কম্পাউন্ডিং

উত্তরঃ (ক) কম্পোস্টিং

 

১.৮ ভারতের সর্বাধিক ভগ্ন উপকূল হল-

() করমন্ডল

() মালাবার

() কোঙ্কন

() উত্তর সরকার

উত্তরঃ (গ) কোঙ্কন

 

১.৯ ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্যটির নাম-

() সিকিম

() ত্রিপুরা  

() গোয়া

() মিজোরাম

উত্তরঃ (গ) গোয়া

 

১.১০ শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখন্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয়েছে তাকে বলে-

(ক) খাদার

(খ) ভাবর

() ভাঙ্গার

() বেট

উত্তরঃ (খ) ভাবর

 

১.১১ ভারতের বৃহত্তম সরকারি লৌহ ইস্পাত কারখানা গড়ে উঠেছে-

() সালেম

() জামসেদপুর

() দুর্গাপুর

() ভিলাই

উত্তরঃ (ঘ) ভিলাই এ

 

১.১২ বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্পটি হল—

() লৌহইস্পাত শিল্প

() বস্ত্রবয়ন শিল্প

() পেট্রোরসায়ন শিল্প

() ইঞ্জিনিয়ারিং শিল্প

উত্তরঃ (খ) বস্ত্রবয়ন শিল্প

 

১.১৩ উত্তরপূর্ব ভারতের প্রবেশদ্বার নামে পরিচিত—

() জলপাইগুড়ি

() শিলিগুড়ি

() কলকাতা

() গুয়াহাটি

উত্তরঃ (খ) শিলিগুড়ি

 

১.১৪ ডিগ্রি শিট টপোম্যাপের RF হল-

() : ২৫০০০০

() : ১০০০০০

() : ৫০০০০

() : ২৫০০০

উত্তরঃ (ক) ১ : ২৫০০০০

 

আরো পড়ুন :

Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution

মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান 

মাধ্যমিক জীবন বিজ্ঞান নোট 

Madhyamik Previous 5 Years Paper Solution 

Subscribe my YouTube channel : Science Duniye in Bangla

বিভাগ-‘খ’

২.১ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে ‘শু’ এবং অশুদ্ধ হলে ‘অ’ লেখো। (যে কোনো ছয়টি) :

২.১.১ মরুঅঞ্চলের অবশিষ্ট পাহাড়গুলিকে মোনাডনক বলে

উত্তরঃ

Note: মরুঅঞ্চলের অবশিষ্ট পাহাড়গুলিকে ইনসেলবার্জ বলে

 

২.১.২ স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায়

উত্তরঃ

Note: ট্রপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার প্রভৃতি বায়ুর স্তরের তাপমাত্রা উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে হ্রাস পেতে থাকে। 

 

২.১.৩ পূর্ণিমা তিথিতে পৃথিবী সূর্যের মাঝে চাঁদ থাকে

উত্তরঃ

Note : অমাবস্যা তিথিতে পৃথিবী সূর্যের মাঝে চাঁদ থাকে

 

২.১.৪ আর্সেনিক দূষণ হল এক প্রকার জল দূষণ

উত্তরঃ শু

 

২.১.৫ দাক্ষিণাত্য মালভূমি লাভা মালভূমির উদাহরণ

উত্তরঃ শু

 

২.১.৬ ভারতের ডেট্রয়েট বলা হয়- ব্যাঙ্গালুরুকে

উত্তরঃ

Note : ভারতের ডেট্রয়েট বলা হয় চেন্নাই শহরকে।

 

২.১.৭ ভারতের NATMO সংস্থা বিষয়ভিত্তিক মানচিত্র প্রস্তুত করে

উত্তরঃ শু

 

আরো পড়ুন :

Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution

মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান 

মাধ্যমিক জীবন বিজ্ঞান নোট 

Madhyamik Previous 5 Years Paper Solution 

Subscribe my YouTube channel : Science Duniye in Bangla

২.২ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো (যে কোনো ছয়টি) :

২.২.১ পৃথিবীর বৃহত্তম উপত্যকা ______ হিমবাহ

উত্তরঃ আলাস্কার হুবার্ড 

 

২.২.২ মরুভূমি অঞ্চলে শুষ্ক নদীখাতকে ______ বলে।

উত্তরঃ ওয়াদি

 

২.২.৩ বায়ুর চাপ মাপক যন্ত্রটি হল ______ ।

উত্তরঃ ব্যারোমিটার 

 

২.২.৪ ______ জলবায়ুতে শীতকালে বৃষ্টিপাত হয়

উত্তরঃ ভূমধ্যসাগরীয় 

 

২.২.৫ বৃষ্টির জল সংরক্ষণে ______ রাজ্য অগ্রণী ভূমিকা পালন করে

উত্তরঃ তামিলনাড়ু 

 

২.২.৬ ভারতে সবুজ বিপ্লবের জনক বলা হয় _______ ।

উত্তরঃ ডঃ এমএস স্বামীনাথন

 

২.২.৭ সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর ______ অবস্থিত। 

উত্তরঃ দেরাদুন 

 

আরো পড়ুন :

Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution

মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান 

মাধ্যমিক জীবন বিজ্ঞান নোট 

Madhyamik Previous 5 Years Paper Solution 

Subscribe my YouTube channel : Science Duniye in Bangla

২.৩ একটি বা দুটি শব্দে উত্তর দাও। (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) :

২.৩.১ বায়ুর সমান্তরালে গঠিত বালিয়াড়িকে কি বলে?

উত্তরঃ বায়ুর সমান্তরালে গঠিত বালিয়াড়িকে অনুদৈর্ঘ্য বা সিফ বালিয়াড়ি বলা হয়।

 

২.৩.২ পাহাড়ের ঢাল বেয়ে নিম্নগামী শীতল বায়ুকে কি বলে?

উত্তরঃ পাহাড়ের ঢাল বেয়ে নিম্নগামী শীতল বায়ুকে ক্যাটাবেটিক বায়ু বলে। 

 

২.৩.৩ আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?

উত্তরঃ গুরুশিখর (১৭২২ মিটার)।

 

২.৩.৪ কালবৈশাখী আসামে কি নামে পরিচিত?

উত্তরঃ আসামে কালবৈশাখী বরদৈছলা নামে পরিচিত।

 

২.৩.৫ ময়লা বা বর্জ্য পদার্থ ধোয়া জলকে কি বলে?

উত্তরঃ লিচেড। 

 

২.৩.৬ ভারতের চা গবেষণাগারটি কোথায় অবস্থিত?

উত্তরঃ ভারতের চা গবেষণা কেন্দ্র অসমের টোকলাই ও জোরহাটে অবস্থিত।

 

২.৩.৭ কোন শিল্পকে উদীয়মান শিল্প বলে?

উত্তরঃ পেট্রোরসায়ন শিল্পকে উদীয়মান শিল্প বা সূর্যোদয় শিল্প (Sunrise Industry) বলে।

 

২.৩.৮ উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একক কী?

উত্তরঃ পিক্সেল। 

 

২.৪ বামদিকের সাথে ডানদিকেরগুলি মিলিয়ে লেখো :

বামদিক ডানদিক
২.৪.১ ইনস্যাট  () হ্রদ 
২.৪.২ ক্রেভাস () মৃত্তিকা ক্ষয় প্রতিরোধ 
২.৪.৩ ফালিচাষ  () কৃত্রিম উপগ্রহ 
২.৪.৪ তাল () হিমবাহের ফাটল

উত্তরঃ 

বামদিক ডানদিক
২.৪.১ ইনস্যাট  (৩) কৃত্রিম উপগ্রহ 
২.৪.২ ক্রেভাস (৪) হিমবাহের ফাটল
২.৪.৩ ফালিচাষ  (২) মৃত্তিকা ক্ষয় প্রতিরোধ 
২.৪.৪ তাল (১) হ্রদ 

 


আরো পড়ুন :

Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution

মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান 

মাধ্যমিক জীবন বিজ্ঞান নোট 

Madhyamik Previous 5 Years Paper Solution 

Subscribe my YouTube channel : Science Duniye in Bangla

Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 354, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 354, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 354, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 354, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 354, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 354, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 354.

Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 354, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 354, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 354, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 354, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 354, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 354, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 354.

3 thoughts on “Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 354”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!