Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 396
Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 396
বিভাগ-‘ক’
১। বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :
১.১ যে প্রক্রিয়ায় উচ্চভূমির ঢাল বরাবর শিলাস্তর নেমে আসে তাকে বলে—
(ক) ক্ষয়ীভবন
(খ) নগ্নীভবন
(গ) পুঞ্জিত ক্ষয়
(ঘ) আবহবিকার।
উত্তরঃ (গ) পুঞ্জিত ক্ষয়
১.২ অবরোহন প্রক্রিয়ায় ক্ষয়কাজের শেষসীমা হল—
(ক) সমুদ্রপৃষ্ঠ
(খ) সমভূমি
(গ) পর্বত
(ঘ) মালভূমি।
উত্তরঃ (ক) সমুদ্রপৃষ্ঠ
১.৩ শিবসমুদ্রম জলপ্রপাতটি—
(ক) কাবেরী নদীতে
(খ) কৃষ্ণা নদীতে
(গ) মাহী নদীতে
(ঘ) নর্মদা নদীতে অবস্থিত।
উত্তরঃ (ক) কাবেরী নদীতে
১.৪ উষ্ণতা বাড়লে বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা—
(ক) একই থাকে
(খ) কমে যায়
(গ) বেড়ে যায়
(ঘ) ১০০% বেড়ে যায়।
উত্তরঃ (খ) কমে যায়
১.৫ হিমবাহ ও পর্বগাত্রের মধ্যে সৃষ্ট সংকীর্ণ ফাঁক কে বলা হয়-
(ক) বার্গক্রন্ড
(খ) ক্রেভাস
(গ) এরিটি
(ঘ) নব।
উত্তরঃ (খ) ক্রেভাস
১.৬ মরু অঞ্চলে শুষ্ক নদী খাতকে—
(ক) বাজাদা
(খ) ওয়াদি
(গ) প্লায়া
(ঘ) পেডিমেন্ট বলে।
উত্তরঃ (খ) ওয়াদি
১.৭ যে সকল বর্জ্য প্রাকৃতিকভাবে বিয়োজিত হয়, তাদের বলা হয়—
(ক) জৈব ভঙ্গুর
(খ) জৈব অভঙ্গুর
(গ) কম্পোস্টিং
(ঘ) ল্যান্ডফিল।
উত্তরঃ (ক) জৈব ভঙ্গুর
১.৮ ভারতের উচ্চতম মালভূমি হল—
(ক) পামীর
(খ) লাদাখ
(গ) তিব্বত
(ঘ) ছোটনাগপুর মালভূমি।
উত্তরঃ (খ) লাদাখ
১.৯ ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
(ক) মাউন্ট এভারেস্ট
(খ) কাঞ্চনজঙ্ঘা
(গ) গডউইন অস্টিন
(ঘ) অমরকন্টক।
উত্তরঃ (খ) কাঞ্চনজঙ্ঘা
১.১০ পাঞ্জাবের নবীন পলি গঠিত অঞ্চলকে কি বলা হয়?
(ক) বেট
(খ) দোয়াব
(গ) তরাই
(ঘ) ধায়া।
উত্তরঃ (ক) বেট
১.১১ কেরালা রাজ্যে যে হ্রদটি অবস্থিত-
(ক) কোলেরু
(খ) পুলিকট
(গ) অষ্টমুদী
(ঘ) সম্বর।
উত্তরঃ (গ) অষ্টমুদী
১.১২ ভারতের কফির পাত্র বলা হয়
(ক) তামিলনাডু
(খ) কর্ণাটক
(গ) দার্জিলিং
(ঘ) কেরালাকে।
উত্তরঃ (খ) কর্ণাটক
১.১৩ ভারতের টেকসিটি বলা হয়—
(ক) নাগপুরকে
(খ) পুনেকে
(গ) আমেদাবাদকে
(ঘ) ব্যাঙ্গালোরকে।
উত্তরঃ (ঘ) ব্যাঙ্গালোরকে
১.১৪ যে ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে অক্ষাংশের বিস্তৃতি 4°×4° সেই মানচিত্রে সূচক সংখ্যা—
(ক) 65
(খ)
(গ)
(ঘ)
উত্তরঃ (ক) 65
আরো পড়ুন :
Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution
মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান
Madhyamik Previous 5 Years Paper Solution
Subscribe my YouTube channel : Science Duniye in Bangla
বিভাগ-‘খ’
২.১ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে ‘শু’ এবং অশুদ্ধ হলে ‘অ’ লেখো। (যে কোনো ছয়টি) :
২.১.১ সূর্য থেকে পৃথিবীতে যে আলো আসে তা ক্ষুদ্রতরঙ্গ।
উত্তরঃ শু
২.১.২ মাজুলী নদী দ্বীপটি গঙ্গানদীতে অবস্থিত।
উত্তরঃ অ
Note : দক্ষিণে ব্রহ্মপুত্র নদী ও উত্তরে শোবনশিরি নদীর মিলন হয়ে মাজুলী নদী দ্বীপটি সৃষ্টি হয়েছে।
২.১.৩ ভারতের দীর্ঘতম হিমবাহ সিয়াচেন।
উত্তরঃ শু
২.১.৪ থলঘাট গ্যাপ পূর্বঘাট পর্বতে অবস্থিত।
উত্তরঃ অ
Note : থলঘাট গ্যাপ/গিরিখাত পশ্চিমঘাট পর্বতে অবস্থিত।
২.১.৫ ভারতের একটি জীবন্ত আগ্নেয়গিরি হল এটনা।
উত্তরঃ অ
Note : ভারতের একটি জীবন্ত আগ্নেয়গিরি হল ব্যারেন দ্বীপ।
২.১.৬ ল্যাটেরাইট মৃত্তিকায় তুলা চাষ ভাল হয়।
উত্তরঃ অ
Note : ল্যাটেরাইট মৃত্তিকায় চা, কফি, বাদাম প্রভৃতি চাষ করা হয়।
কালো মাটিতে তুলা চাষ ভাল হয়।
২.১.৭ আকাশ থেকে তোলা সব চিত্রই উপগ্রহ চিত্র।
উত্তরঃ অ
Note : মহাকাশে কৃত্রিম উপগ্রহ থেকে পৃথিবীর কোন নির্দিষ্ট স্থানের চিত্র তোলা হয় তাকে উপগ্রহ চিত্র বলা হয়।
আরো পড়ুন :
Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution
মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান
Madhyamik Previous 5 Years Paper Solution
Subscribe my YouTube channel : Science Duniye in Bangla
২.২ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো (যে কোনো ছয়টি) :
২.২.১ হিমবাহ থেকে নিঃসৃত জলস্রোতের মাধ্যমে হিমবাহ উপত্যকায় যে সমস্ত পলি সঞ্চিত হয় তাকে বলে ______ ।
উত্তরঃ বহিঃবিধৌত সমভূমি
২.২.২ জেট বায়ু প্রবাহ দেখা যায় ______ স্তরে।
উত্তরঃ ট্রপোস্ফিয়ার
২.২.৩ মরু অঞ্চলে বায়ুর ______ কার্যের ফলে মরুদ্যান সৃষ্টি হয়।
উত্তরঃ ক্ষয় বা অপসারণ
২.২.৪ ফ্রিজ থেকে ______ গ্যাস বেরোয়।
উত্তরঃ CFC (ক্লোরোফ্লুরোকার্বন)
২.২.৫ SAARC-এর সদর দপ্তর ______ শহরে অবস্থিত।
উত্তরঃ কাঠমান্ডু
২.২.৬ একটি শিকড় আলগা শিল্প ______।
উত্তরঃ কার্পাস বয়ন শিল্প
২.২.৭ ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ ______।
উত্তরঃ আর্যভট্ট
আরো পড়ুন :
Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution
মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান
Madhyamik Previous 5 Years Paper Solution
Subscribe my YouTube channel : Science Duniye in Bangla
২.৩ একটি বা দুটি শব্দে উত্তর দাও। (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) :
২.৩.১ নদীর জলপ্রবাহ পরিমাপ করা হয় কোন এককে?
উত্তরঃ কিউসেক এবং কেউমেক এককে।
২.৩.২ ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি?
উত্তরঃ সিয়াচেন।
২.৩.৩ দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
উত্তরঃ আনাইমুদি
২.৩.৪ SEZ-এর অর্থ কি?
উত্তরঃ SEZ -এর সম্পূর্ণ নাম হলো A special economic zone.
SEZ এমন একটি ভৌগোলিক অঞ্চল যার অর্থনৈতিক আইনকানুন দেশের সকল অঞ্চলের অর্থনৈতিক আইনকানুনের চেয়ে অনেক বেশি উদার । এই অর্থনৈতিক অঞ্চল হল একটি বিশেষভাবে চিহ্নিত এলাকা যা অর্থনৈতিক উদ্দেশ্যে পরিচালিত হবে এবং ব্যবসা , কর ও শুল্ক ছাড়ের ব্যাপারে বিশেষ সুবিধা পাবে ।
২.৩.৫ ভারতের উচ্চতম স্থানটির নাম কি?
উত্তরঃ গডউইন অস্টিন বা K2
২.৩.৬ ভারতের আধুনিক বন্দরটির নাম কি?
উত্তরঃ জওহরলাল নেহেরু বন্দর বা নভসেবা বন্দর।
২.৩.৭ সোনালী তন্তু কাকে বলে?
উত্তরঃ পাট‘কে সোনালী তন্তু বলা হয়।
২.৩.৮ ডিগ্রি শিটের মেট্রিক স্কেল কত?
উত্তরঃ ১ : ২৫০০০০
২.৪ বামদিকের সাথে ডানদিকেরগুলি মিলিয়ে লেখো :
বামদিক | ডানদিক |
২.৪.১ দোদাবেতা | ১। রেল ইঞ্জিন |
২.৪.২ চিত্তরঞ্জন | ২। প্ল্যাংটন |
২.৪.৩ মগ্নচড়া | ৩। জলপ্রপাত |
২.৪.৪ নিকপয়েন্ট | ৪। নীলগিরি |
উত্তরঃ
বামদিক | ডানদিক |
২.৪.১ দোদাবেতা | ৪। নীলগিরি |
২.৪.২ চিত্তরঞ্জন | ১। রেল ইঞ্জিন |
২.৪.৩ মগ্নচড়া | ২। প্ল্যাংটন |
২.৪.৪ নিকপয়েন্ট | ৩। জলপ্রপাত |
আরো পড়ুন :
Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution
মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান
Madhyamik Previous 5 Years Paper Solution
Subscribe my YouTube channel : Science Duniye in Bangla
Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 396, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 396, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 396, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 396, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 396, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 396, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 396.
Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 396, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 396, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 396, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 396, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 396, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 396, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 396.
Plase brught qusren ansar ok sane plase today at not go that school exam to not that ms doni so pipule see at comment to it is so longer that for plase ansar