Fri. Mar 29th, 2024

Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 520

Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 520

বিভাগ-‘ক’

১। বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :

১.১ বিভিন্ন ক্ষয়কারী শক্তির মাধ্যমে ভূপৃষ্ঠের উপরিস্তরের পদার্থের অপসরণ এবং নীচের শিলার উন্মুক্তকরণকে বলে-

() আবহবিকার

() ক্ষয়ীভবন 

() পর্যায়ন

() নগ্নীভবন

উত্তরঃ (ঘ) নগ্নীভবন

 

১.২ নর্মদা তাপ্তি অববাহিকার জল বিভাজিকা-

() পশ্চিমঘাট পর্বত

() বিন্ধ্যপর্বত

() সাতপুরা

() হিমালয়

উত্তরঃ (গ) সাতপুরা

 

১.৩ মরু প্রসারণ রোধে গ্রেট গ্রিনওয়াল নির্মিত হয়েছে-

() কালাহারি

() থর

() সাহারা

() আটাকামা মরুভূমিতে

উত্তরঃ (গ) সাহারা

 

১.৪ মেরু অঞ্চলের তুষারক্ষেত্রের বরফমুক্ত পর্বতশৃঙ্গকে বলা হয়-

() কেটল

() ড্রামলিন

() নব

() নুনাটকস 

উত্তরঃ (ঘ) নুনাটকস 

 

১.৫ আন্টার্কটিকায় শীতকালে মৌক্তিক মেঘ দেখা যায়-

() ট্রোপোস্ফিয়ার

() স্ট্র্যাটোস্ফিয়ার

() মেসোস্ফিয়ার

() আয়নোস্ফিয়ার স্তরে

উত্তরঃ (খ) স্ট্র্যাটোস্ফিয়ার

 

১.৬ মরা কোটালে চন্দ্র সূর্যের পারস্পরিক অবস্থান থাকে-

() সরলরেখায়

() সমকোণে

() সমান্তরালে

() কোনোটাই নয়

উত্তরঃ (খ) সমকোণে

 

১.৭ গ্যাসীয় ব্যবস্থপনার একটি বর্জ্য হল-

() স্ক্র্যাবার

() কম্পোটিং

() ভরাটকরণ

() সবকটি

উত্তরঃ (ক) স্ক্র্যাবার

 

১.৮ গঙ্গার ডানতীরের উপনদী হল—

() গোমতী

() যমুনা

() ঘর্ঘরা

() রামগঙ্গা।

উত্তরঃ (খ) যমুনা

 

১.৯ ভারতের উত্তর পূর্বাঞ্চলের পেট্রোরাসায়নিক শিল্প কেন্দ্র হল-

() বারাউনি

() হলদিয়া

() ম্যাঙ্গালোর

() বঙ্গাইগাঁও

উত্তরঃ (ঘ) বঙ্গাইগাঁও

 

১.১০ ভারতের দীর্ঘতম খাল হল-

() ইডেন খাল

() দামোদর খাল

() ইন্দিরা গান্ধী খাল

() উচ্চ গঙ্গা খাল

উত্তরঃ (গ) ইন্দিরা গান্ধী খাল

 

১.১১ বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালন করা হয়-

() রা জুন

() জুন

() ১৪জুন

(২৫শে জুন

উত্তরঃ (খ) ৫ই জুন

 

১.১২ রেটুনযে চাষের সঙ্গে সম্পর্ক রয়েছে-

() কার্পাস চাষে

() পাট চাষে

() ইক্ষু চাষে

() চা চাষে

উত্তরঃ (গ) ইক্ষু চাষে

 

১.১৩ ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে

() আমেদাবাদে

() কোলকাতাতে

() গুয়াহাটিতে

() দিল্লিতে

উত্তরঃ (ঘ) দিল্লিতে

 

১.১৪ টোপোগ্রাফিকাল মানচিত্রে শস্যক্ষেত্রের বণ্টন দেখানো হয়–

() গাঢ় সবুজ

() হালকা সবুজ

() ধূসর

() নীল রঙে

উত্তরঃ (খ) হালকা সবুজ

 

 

আরো পড়ুন :

Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution

মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান 

মাধ্যমিক জীবন বিজ্ঞান নোট 

Madhyamik Previous 5 Years Paper Solution 

Subscribe my YouTube channel : Science Duniye in Bangla

বিভাগ-‘খ’

২.১ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে ‘শু’ এবং অশুদ্ধ হলে ‘অ’ লেখো। (যে কোনো ছয়টি) :

২.১.১ অধঃক্ষেপণের একটি উদাহরণ হল শিশির

উত্তরঃ

Note : শিশির অধঃক্ষেপণ না হওয়ার কারণ: অধঃক্ষেপণে জলীয় বাষ্পপূর্ণ ঊধ্বগামী বায়ু অতিরিক্ত শীতলতার কারণে ঘনীভূত হয়ে জলকণা বা তুষারকণায় পরিণত হয়ে ভারী হলে মাধ্যাকর্ষণ শক্তির টানে জল বা তুষার বিন্দুরূপে ভূপৃষ্ঠে নেমে আসে। কিন্তু, শিশির কোনোপ্রকার ঊর্ধ্বগামী বায়ু থেকে সৃষ্টি হয় না। সারারাত ভূপৃষ্ঠ তাপ বিকিরণ করে ঠান্ডা হলে বাতাসের জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ঘাসের ওপর, গাছের পাতায় জলবিন্দুর আকারে জমা হয়। তাই এটি অধঃক্ষেপণ নয়।

 

২.১.২ বেঙ্গুয়েলা একটি উষ্ণস্রোত

উত্তরঃ

Note : বেঙ্গুয়েলা একটি শীতল স্রোত।

 

২.১.৩ কঠিন বর্জ্য পদার্থগুলি ফেলার জন্য পরিকল্পিত স্থান হল ল্যান্ডফিল

উত্তরঃ শু

 

২.১.৪ দক্ষিণ ভারতের বৃহত্তম দীর্ঘতম নদী গোদাবরী

উত্তরঃ শু

 

২.১.৫ কফিকে সোনালী পানীয় বলা হয়

উত্তরঃ

Note : চা কে সোনালী পানীয় বলা হয়।

 

২.১.৬ TISCO ভারতের দ্বিতীয় বৃহত্তম বেসরকারি ইস্পাত কারখানা

উত্তরঃ

Note : বোকারো ভারতের দ্বিতীয় বৃহত্তম বেসরকারি ইস্পাত কারখানা

TISCO ভারতের প্রথম বৃহত্তম বেসরকারি ইস্পাত কারখানা

 

২.১.৭ ভারতে প্রথম মেট্রো রেল চালু হয় দিল্লিতে

উত্তরঃ

Note : ভারতে প্রথম মেট্রো রেল চালু হয় কলকাতায় (১৯৮৪ সালে)

 

আরো পড়ুন :

Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution

মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান 

মাধ্যমিক জীবন বিজ্ঞান নোট 

Madhyamik Previous 5 Years Paper Solution 

Subscribe my YouTube channel : Science Duniye in Bangla

২.২ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো (যে কোনো ছয়টি) :

২.২.১ শুষ্ক অঞ্চলে গঠিত গিরিখাতকে ______ বলে।

উত্তরঃ ক্যানিয়ন (Canyon)

 

২.২.২ বায়ুমণ্ডলে উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা দ্রুত হারে বৃদ্ধি পায় ______ মণ্ডলে।

উত্তরঃ থার্মোস্ফিয়ার 

 

২.২.৩ চাঁদ, সূর্য ও  পৃথিবীর সরলরৈখিক অবস্থানকে জ্যোতির্বিজ্ঞানে ______ বলে।

উত্তরঃ সিজিগি (Syzygy)

 

২.২.৪ কচ্ছ শব্দের অর্থ ______ দেশ।

উত্তরঃ জলময় 

 

২.২.৫ কৃষ্ণ মৃত্তিকা দক্ষিণ ভারতে _______ নামে পরিচিত।

উত্তরঃ রেগুর মৃত্তিকা

 

২.২.৬ ______ ভারতের বাণিজ্যিক নগরী। 

উত্তরঃ মুম্বাই 

 

 ২.২.৭ সমুদ্রে জাহাজ চলাচলের নির্দিষ্ট পথকে ______ বলে

উত্তরঃ শিপিং লেন

 

আরো পড়ুন :

Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution

মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান 

মাধ্যমিক জীবন বিজ্ঞান নোট 

Madhyamik Previous 5 Years Paper Solution 

Subscribe my YouTube channel : Science Duniye in Bangla

২.৩ একটি বা দুটি শব্দে উত্তর দাও। (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) :

২.৩.১ পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকার নাম কী?

উত্তরঃ আমাজনের অববাহিকা।

 

২.৩.২ ভারতের বৃহত্তম হিমবাহের নাম কী?

উত্তরঃ সিয়াচেন হিমবাহ। 

 

২.৩.৩ মহাকাশ থেকে আগত উল্কা বায়ুমণ্ডলের কোন স্তরে পুড়ে ছাই হয়ে যায়?

উত্তরঃ মেসোস্ফিয়ার স্তরে। 

 

২.৩.৪ বায়ুর গতিবেগ মাপার যন্ত্রের নাম কী?

উত্তরঃ অ্যানিমোমিটার

 

২.৩.৫ তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপন্ন ছাইকে কী বলা হয়?

উত্তরঃ ফ্লাই অ্যাশ (Fly Ash)

 

২.৩.৬ ভারতে কোন বায়ুকে ভিত্তি করে শস্যবর্ষ তৈরি হয়েছে?

উত্তরঃ মৌসুমী বায়ু। 

 

২.৩.৭ ভারতে মরু গবেষণা কেন্দ্রটির নাম কী?

উত্তরঃ ICAR-Central Arid Zone Research Institute

 

২.৩.৮ উপগ্রহ চিত্র তোলার ক্ষেত্রে নিষ্ক্রিয় পদ্ধতিতে শক্তির উৎস কি

উত্তরঃ সূর্য

 

২.৪ বামদিকের সাথে ডানদিকেরগুলি মিলিয়ে লেখো :

বামদিক ডানদিক
২.৪.১ লেগুন () জোরহাট 
২.৪.২ রেল ইঞ্জিন  () আসাম 
২.৪.৩ বরদৈচ্ছিলা  () চিল্কা 
২.৪.৪ চা গবেষণাগার  () বারাণসী 

উত্তরঃ 

বামদিক ডানদিক
২.৪.১ লেগুন (৩) চিল্কা  
২.৪.২ রেল ইঞ্জিন  (৪) বারাণসী 
২.৪.৩ বরদৈচ্ছিলা  (২) আসাম 
২.৪.৪ চা গবেষণাগার  (১) জোরহাট 

 


আরো পড়ুন :

Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution

মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান 

মাধ্যমিক জীবন বিজ্ঞান নোট 

Madhyamik Previous 5 Years Paper Solution 

Subscribe my YouTube channel : Science Duniye in Bangla

Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 520, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 520, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 520, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 520, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 520, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 520, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 520.

Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 520, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 520, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 520, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 520, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 520, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 520, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 520.

3 thoughts on “Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 520”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!