Sun. Sep 8th, 2024

Madhyamik ABTA Test Paper 2023 History Page 264

Madhyamik ABTA Test Paper 2023 History Page 264

বিভাগ-‘ক’

১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : 

১.১ নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয়—

() ১৯৪০এর দশকে

() ১৯৫০এর দশকে

() ১৯৬০এর দশকে

() ১৯৯০এর দশকে

উত্তরঃ () ১৯৬০এর দশকে

 

১.২ ভারতীয়রা আলু খাওয়া শেখে—

() ওলন্দাজদের কাছ থেকে

() পর্তুগীজদের কাছ থেকে

() ইংরেজদের কাছ থেকে

() স্কটল্যান্ডের কাছ থেকে

উত্তরঃ (খ) পর্তুগীজদের কাছ থেকে

 

১.৩ বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়-

() জুলাই

() মার্চ

() ১৫জানুয়ারি

() জুন

উত্তরঃ (ঘ) ৫ই জুন

 

১.৪ সোমপ্রকাশ পত্রিকার প্রকাশক ছিলেন–

() অক্ষয়কুমার মিত্র

() দীনবন্ধু মিত্র

() দ্বারকানাথ বিদ্যাভূষণ

(ঘ) গঙ্গাচরণ সরকার

উত্তরঃ (গ) দ্বারকানাথ বিদ্যাভূষণ

 

১.৫ গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকার সম্পাদক ছিলেন-

() উমেশচন্দ্র দত্ত

() যোগেশচন্দ্র বাগল

() হরিনাথ মজুমদার

() ঈশ্বরচন্দ্র গুপ্ত

উত্তরঃ (গ) হরিনাথ মজুমদার

 

আরো পড়ুন :

Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution

মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান 

মাধ্যমিক জীবন বিজ্ঞান নোট 

Madhyamik Previous 5 Years Paper Solution 

Subscribe my YouTube channel : Science Duniye in Bangla

 

১.৬ বাংলা ভাষায় লিখিত প্রথম ঐতিহাসিক উপন্যাস-

() দূর্গেশনন্দিনী

() আনন্দমঠ

() কপালকুণ্ডলা

() বিষবৃক্ষ

উত্তরঃ (ক) দূর্গেশনন্দিনী

 

১.৭ ফোর্ট উইলিয়াম কলেজপ্রতিষ্ঠা করেন-

() লর্ড কার্জন

(খ) লর্ড বেন্টিঙ্ক

(গ) লর্ড মেকলে

(ঘ) লর্ড ওয়েলেসলি।

উত্তরঃ (ঘ) লর্ড ওয়েলেসলি

 

১.৮ সতীদাহ প্রথা নিষিদ্ধ করে আইন পাশ হয়-

() ১৭২৯ খ্রিস্টাব্দে

() ১৮২৯ খ্রিস্টাব্দে

() ১৯২৯ খ্রিস্টাব্দে

() ১৮-৩৫ খ্রিস্টাব্দে

উত্তরঃ (খ) ১৮২৯ খ্রিস্টাব্দে

 

১.৯ ইংরেজ সরকার প্রথম ঔপনিবেশিক অরণ্য আইন পাশ করেন-

() ১৮৬৫ খ্রিস্টাব্দে

() ১৮৫৩ খ্রিস্টাব্দে

() ১৮৫৮ খ্রিস্টাব্দে

() ১৮২৫ খ্রিস্টাব্দে

উত্তরঃ (ক) ১৮৬৫ খ্রিস্টাব্দে

 

১.১০ রংপুর বিদ্রোহের একজন নেতা ছিলেন-

() মজনু শাহ

() দীগম্বর বিশ্বাস

() নুরুলউদ্দিন

() রামরতন মল্লিক

উত্তরঃ () নুরুলউদ্দিন

 

১.১১ খুৎকাটি প্রচলিত ছিল-

() মুণ্ডা সমাজে

() ভিল উপজাতি সমাজে

() সাঁওতাল সমাজে

() কোল সমাজে

উত্তরঃ (ক) মুণ্ডা সমাজে

 

১.১২ ভারতে প্রথম ওয়াহাবি আন্দোলনের সূচনা করেন-

() তিতুমির

() সৈয়দ আহমেদ

() দুদুমিঞা

() আব্দুল ওয়াহাব

উত্তরঃ (খ) সৈয়দ আহমেদ

 

১.১৩ ভারতের প্রথম ভাইসরয়ছিলেন-

() লর্ড লিটন

() লর্ড ক্যানিং

() লর্ড ময়রা

() লর্ড ডালহৌসি

উত্তরঃ (খ) লর্ড ক্যানিং

 

আরো পড়ুন :

Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution

মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান 

মাধ্যমিক জীবন বিজ্ঞান নোট 

Madhyamik Previous 5 Years Paper Solution 

Subscribe my YouTube channel : Science Duniye in Bangla

১.১৪ জমিদার সভাস্থাপিত হয়—

() ১৮৩৬ খ্রিস্টাব্দ

() ১৮৩৮ খ্রিস্টাব্দ

() ১৮৩৯ খ্রিস্টাব্দ

() ১৮৪০ খ্রিস্টাব্দে

উত্তরঃ (খ) ১৮৩৮ খ্রিস্টাব্দ

 

১.১৫ ভারতমাতাচিত্রটি আঁকেন-

() নন্দলাল বসু

() গগণেন্দ্রনাথ ঠাকুর

() অবনীন্দ্রনাথ ঠাকুর

() রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ (গ) অবনীন্দ্রনাথ ঠাকুর

 

১.১৬ বর্তমান ভারতগ্রন্থের রচয়িতা-

() স্বামী বিবেকানন্দ

() ডিরোজিও

() ডেভিড হেয়ার

() বিদ্যাসাগর

উত্তরঃ () স্বামী বিবেকানন্দ

 

১.১৭ আধুনিক বাংলা বই ব্যবসার পথ প্রদর্শক বলা হয়-

() রাধাকান্ত দেব

() রামমোহন রায়

() বিদ্যাসাগর

() স্বামী বিবেকানন্দ

উত্তরঃ (গ) বিদ্যাসাগর

 

১.১৮ শ্রীরামপুর ছাপাখানার প্রথম প্রতিষ্ঠাতা-

() উইলিয়াম কেরি

() জন অ্যান্ড্রুজ

() পঞ্চানন কর্মকার

() চার্লস উইলকিন্স

উত্তরঃ () উইলিয়াম কেরি

 

১.১৯ আধুনিক রসায়ন শাস্ত্রের জনক বলা হয়—

() জগদীশচন্দ্র বসুকে

() আচার্য প্রফুল্লচন্দ্র রায়কে

() মেঘনাদ সাহাকে

() রাসবিহারী ঘোষকে

উত্তরঃ () আচার্য প্রফুল্লচন্দ্র রায়কে

 

১.২০ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় হিসাবে সরকারি অনুমোদন পায়–

() ১৯২০ খ্রিস্টাব্দে

() ১৯২১ খ্রিস্টাব্দে

() ১৯১৩ খ্রিস্টাব্দে

() ১৮২১ খ্রিস্টাব্দে

উত্তরঃ (খ) ১৯২১ খ্রিস্টাব্দে

 

আরো পড়ুন :

Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution

মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান 

মাধ্যমিক জীবন বিজ্ঞান নোট 

Madhyamik Previous 5 Years Paper Solution 

Subscribe my YouTube channel : Science Duniye in Bangla

বিভাগ-‘খ’

২। নিচের প্রশ্নগুলির উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্ততঃ একটি করে মোট ১৬টি প্রশ্নের উত্তর দাও) : 

উপবিভাগ-২.১ একটি বাক্যে উত্তর দাও : 

২.১.১ ভারতের প্রথম স্বীকৃত ঐতিহাসিক গ্রন্থটিনাম লেখো

উত্তরঃ রাজতরঙ্গিনী 

 

২.১.২ ভারতের প্রথম জাতীয়তাবাদী পত্রিকার নাম লেখো

উত্তরঃ হিন্দু প্যাট্রিয়ট 

 

২.১.৩ ডিরোজিও কে ছিলেন?

উত্তরঃ হিন্দু কলেজের অধ্যাপক ডিরোজিও ছিলেন নব্যবঙ্গ আন্দোলনের প্রাণপুরুষ

 

২.১.৪ নীলবিদ্রোহের একজন নেতার নাম লেখো

উত্তরঃ বিশ্বচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাস। 

 

উপবিভাগ-২.২ ঠিক না ভুল নির্ণয় করো : 

২.২.১ কৌশিক বন্দ্যোপাধ্যায় খেলাধুলার ইতিহাস চর্চার সাথে যুক্ত

উত্তরঃ ঠিক

 

২.২.২ ব্রাহ্মসমাজের প্রতিষ্ঠাতা হলেন কেশবচন্দ্র সেন

উত্তরঃ ভুল

Note : ব্রাহ্মসমাজের প্রতিষ্ঠাতা হলেন রাজা রামমোহন রায়। 

 

২.২.৩ সর্ব ধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেন স্বামী বিবেকানন্দ

উত্তরঃ ভুল

Note : সর্ব ধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব। 

 

২.২.৪ কলকাতা বিশ্ববিদ্যায়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন আশুতোষ মুখোপাধ্যায়

উত্তরঃ ভুল

Note : কলকাতা বিশ্ববিদ্যায়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন আচার্য গৌড়দাস বন্দ্যোপাধ্যায়

 

উপবিভাগ-২.৩ ‘ক’ স্তম্ভের সাথে ‘খ’ স্তম্ভ মেলাও : 

‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ 
২.৩.১  বারাসত বিদ্রোহ ১. বাংলার মুদ্রণ শিল্পের জনক
২.৩.২ রানী লক্ষ্মীবাঈ     ২. ম্যালেরিয়া
২.৩.৩ রোনাল্ড রস  ৩. ১৮৫৭ খ্রিস্টাব্দে মহাবিদ্রোহ
২.৩.৪ চার্লস উইলকিন্স ৪. তিতুমির

উত্তরঃ

‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ 
২.৩.১ বারাসত বিদ্রোহ ৪. তিতুমির
২.৩.২ রানী লক্ষ্মীবাঈ ৩. ১৮৫৭ খ্রিস্টাব্দে মহাবিদ্রোহ
২.৩.৩ রোনাল্ড রস  ২. ম্যালেরিয়া
২.৩.৪ চার্লস উইলকিন্স ১. বাংলার মুদ্রণ শিল্পের জনক

 

উপবিভাগ-২.৪ প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করো। 

২.৪.১  কোল বিদ্রোহের একটি এলাকা।

২.৪.২ সাঁওতাল বিদ্রোহের একটি এলাকা

২.৪.৩ চুয়াড় বিদ্রোহের একটি এলাকা

২.৪.৪ মুণ্ডা বিদ্রোহের একটি এলাকা

উত্তরঃ

 

 

আরো পড়ুন :

Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution

মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান 

মাধ্যমিক জীবন বিজ্ঞান নোট 

Madhyamik Previous 5 Years Paper Solution 

Subscribe my YouTube channel : Science Duniye in Bangla

 

উপবিভাগ-২.৫ নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো:

২.৫.১ বিবৃতি : আত্মজীবনী ও স্মৃতিকথা হল এক ধরনের সাহিত্য।

ব্যাখ্যা-১ যেখানে লেখক তার জীবনের ঘটনার বিবরণ দিয়েছেন

ব্যাখ্যা-২ যেখানে লেখক শুধু সাহিত্য রচনা করেছেন

ব্যাখ্যা-৩ লেখকের বর্ণনায় সমকালীন সমাজচিত্র ফুটে উঠেছে

উত্তরঃ ব্যাখ্যা-৩ লেখকের বর্ণনায় সমকালীন সমাজচিত্র ফুটে উঠেছে

 

২.৫.২ বিবৃতি: কালীপ্রসন্ন সিংহ রচিত ‘হুতোম প্যাঁচার নকশা” একটি উৎকৃষ্ট রচনা

ব্যাখ্যা-১ এটি প্যাঁচার ওপর লেখা মূল্যবান গ্রন্থ

ব্যাখ্যা-২ এটি একটি উপন্যাস

ব্যাখ্যা-৩ সমসাময়িক কলকাতার সমাজ জীবনের সুস্পষ্ট প্রতিফলন এতে দেখা যায়

উত্তরঃ ব্যাখ্যা-৩ সমসাময়িক কলকাতার সমাজ জীবনের সুস্পষ্ট প্রতিফলন এতে দেখা যায়

 

২.৫.৩ বিবৃতি: উনিশ শতকের নারী জাগরণের বৈশিষ্ট্য ছিল

ব্যাখ্যা-১ নারীদের সামাজিক উন্নয়ন

ব্যাখ্যা-২ নারীশিক্ষার প্রচলন

ব্যাখ্যা-৩ নারীদের নৈতিক উন্নতি

উত্তরঃ ব্যাখ্যা-২ নারীশিক্ষার প্রচলন

 

২.৫.৪ বিবৃতি: ১৮৭৮ খ্রিস্টাব্দে ব্রিটিশ অরণ্য আইনকে জোরদার করা হয়

ব্যাখ্যা-১ ব্রিটিশ সরকার দমননীতির মাধ্যমে অরণ্যের উপর উপজাতিদের অধিকার খর্ব করতে চেয়েছিল

ব্যাখ্যা-২ ব্রিটিশ সরকার অরণ্যকে কৃষি জমিতে রূপান্তরিত করতে চেয়েছিল

ব্যাখ্যা-৩ সাম্রাজ্যবাদী স্বার্থে ব্রিটিশ সরকার বনজ সম্পদগুলিকে ব্যবহার করতে চেয়েছিল  

উত্তরঃ ব্যাখ্যা-১ ব্রিটিশ সরকার দমননীতির মাধ্যমে অরণ্যের উপর উপজাতিদের অধিকার খর্ব করতে চেয়েছিল

 

 

আরো পড়ুন :

Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution

মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান 

মাধ্যমিক জীবন বিজ্ঞান নোট 

Madhyamik Previous 5 Years Paper Solution 

Subscribe my YouTube channel : Science Duniye in Bangla

Madhyamik ABTA Test Paper 2023 History Page 264, Madhyamik ABTA Test Paper 2023 History Page 264, Madhyamik ABTA Test Paper 2023 History Page 264, Madhyamik ABTA Test Paper 2023 History Page 264, Madhyamik ABTA Test Paper 2023 History Page 264, Madhyamik ABTA Test Paper 2023 History Page 264, Madhyamik ABTA Test Paper 2023 History Page 264, Madhyamik ABTA Test Paper 2023 History Page 264, Madhyamik ABTA Test Paper 2023 History Page 264, Madhyamik ABTA Test Paper 2023 History Page 264, Madhyamik ABTA Test Paper 2023 History Page 264, Madhyamik ABTA Test Paper 2023 History Page 264, Madhyamik ABTA Test Paper 2023 History Page 264, Madhyamik ABTA Test Paper 2023 History Page 264

 

 

2 thoughts on “Madhyamik ABTA Test Paper 2023 History Page 264”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!