Wed. Dec 4th, 2024

Madhyamik ABTA Test Paper 2023 History Page 477

Madhyamik ABTA Test Paper 2023 History Page 477

বিভাগ-‘ক’

১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : 

১.১  ভারতে ফুটবল খেলা প্রবর্তন করে-

(ক) ইংরেজরা

(খ) ওলন্দাজরা

(গ) ফরাসিরা

(ঘ) পর্তুগীজরা।

উত্তরঃ (ক) ইংরেজরা

 

১.২ ‘জীবনের ঝরাপাতা’ গ্রন্থটি হল একটি—

(ক) উপন্যাস

(খ) কাব্যগ্রন্থ

(গ) জীবনীগ্রন্থ

(ঘ) আত্মজীবনী গ্রন্থ।

উত্তরঃ (ঘ) আত্মজীবনী গ্রন্থ

 

১.৩  সোমপ্রকাশ ছিল একটি—

(ক) দৈনিক পত্রিকা

(খ) সাপ্তাহিক পত্রিকা

(গ) পাক্ষিক পত্রিকা

(ঘ) মাসিক পত্রিকা।

উত্তরঃ (খ) সাপ্তাহিক পত্রিকা

 

১.৪ ‘রাজতরঙ্গিনী’ রচনা করেন—

(ক) বিল্হন

(খ) কলহন 

(গ) আলবেরুণী

(ঘ) ফা-হিয়েন।

উত্তরঃ (খ) কলহন 

 

১.৫ বিপিনচন্দ্র পালের লেখা আত্মজীবনী-

(ক) সত্তর বৎসর

(খ) জীবনস্মৃতি

(গ) বর্তমান ভারত

(ঘ) আনন্দমঠ।

উত্তরঃ (ক) সত্তর বৎসর

 

১.৬ সুই মুণ্ডা নেতৃত্ব দিয়েছিলেন—

(ক) চুয়ার বিদ্রোহ

(খ) কোল বিদ্রোহ

(গ) সাঁওতাল বিদ্রোহ

(ঘ) মুণ্ডা বিদ্রোহ।

উত্তরঃ (খ) কোল বিদ্রোহ

 

১.৭ ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল—

(ক) ভারত সভা

(খ) ভারতের জাতীয় কংগ্রেস

(গ) বঙ্গভাষা প্রকাশিকা সভা

(ঘ) কমিউনিস্ট দল।

উত্তরঃ (গ) বঙ্গভাষা প্রকাশিকা সভা

 

১.৮ একা আন্দোলনের নেতা ছিলেন–

(ক) মাদারি পাসি

(খ) ড. আম্বেদকর

(গ) মহাত্মা গান্ধী

(ঘ) বাবা রামচন্দ্র।

উত্তরঃ (ক) মাদারি পাসি

 

১.৯ এশিয়াটিক সোসাইটি স্থাপিত হয়—

(ক) ১৭৮১ খ্রিস্টাব্দে

(খ) ১৭৮৪ খ্রিস্টাব্দে

(গ) ১৭৮৮ খ্রিস্টাব্দে

(ঘ) ১৭৯৩ খ্রিস্টাব্দে।

উত্তরঃ (খ) ১৭৮৪ খ্রিস্টাব্দে

 

১.১০ ‘হুতোম প্যাঁচার নকসা’-র রচয়িতা ছিলেন—

(ক) গিরীশচন্দ্র ঘোষ

(খ) প্যারীচাঁদ মিত্র

(গ) ঈশ্বরচন্দ্র গুপ্ত

(ঘ) কালীপ্রসন্ন সিংহ।

উত্তরঃ (ঘ) কালীপ্রসন্ন সিংহ

 

১.১১ অরণ্য আইন চালু হয়—

(ক) ১৮৬৫ খ্রিস্টাব্দে

(খ) ১৮৬০ খ্রিস্টাব্দে

(গ) ১৮৬৭ খ্রিস্টাব্দে

(ঘ) ১৮৭০ খ্রিস্টাব্দে।

উত্তরঃ (ক) ১৮৬৫ খ্রিস্টাব্দে

 

১.১২ সতীদাহ প্রথা রদ হয়—

(ক) ১৮২৮ খ্রিস্টাব্দে

(খ) ১৮২৯ খ্রিস্টাব্দে

(গ) ১৯৩০ খ্রিস্টাব্দে

(ঘ) ১৮৫৬ খ্রিস্টাব্দে।

উত্তরঃ (খ) ১৮২৯ খ্রিস্টাব্দে

 

১.১৩ ‘সর্বধর্মের সমন্বয়’ আদর্শ প্রচার করেন-

(ক) বিজয়কৃষ্ণ গোস্বামী

(খ) স্বামী বিবেকানন্দ

(গ) শ্রীরামকৃষ্ণ

(ঘ) কেশবচন্দ্র সেন।

উত্তরঃ (গ) শ্রীরামকৃষ্ণ

 

১.১৪ কোল বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল–

(ক) মেদিনীপুর

(খ) ঝাড়গ্রামে

(গ) ছোটনাগপুরে

(ঘ) রাঁচিতে।

উত্তরঃ (গ) ছোটনাগপুরে

 

১.১৫  ১৮৫৭ খ্রিস্টাব্দ বিদ্রোহকে ‘ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ’ বলে বর্ণনা করেছেন—

(ক) রমেশচন্দ্র মজুমদার

(খ) সুরেন্দ্রনাথ সেন

(গ) বিনায়ক দামোদর সাভারকার

(ঘ) দাদাভাই নৌরজি।

উত্তরঃ (গ) বিনায়ক দামোদর সাভারকার

 

১.১৬ ভারত সভা প্রতিষ্ঠা করেন-

(ক) শিবনাথ শাস্ত্ৰী

(খ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

(গ) রামগোপাল ঘোষ

(ঘ) শিশিরকুমার ঘোষ।

উত্তরঃ (খ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

 

১.১৭ ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে—

(ক) ১৮৫৭ খ্রিস্টাব্দে

(খ) ১৮৫৮ খ্রিস্টাব্দে

(গ) ১৯১৯ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯৪৭ খ্রিস্টাব্দে।

উত্তরঃ (খ) ১৮৫৮ খ্রিস্টাব্দে

 

১.১৮ বাংলা ভাষার প্রথম ছাপা বই হল-

(ক) বর্ণপরিচয়

(খ) অন্নদামঙ্গল

(গ) এ গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গোয়েজ

(ঘ) মঙ্গল সমাচার।

উত্তরঃ (গ) এ গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গোয়েজ

 

১.১৯ সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম ছিল-

(ক) অনুশীলন সমিতি

(খ) গদর দল

(গ) ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি

(ঘ) বেঙ্গল ভলেন্টিয়ার্স।

উত্তরঃ (গ) ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি

 

১.২০ গোয়া ভারতভুক্ত হয়-

(ক) ১৯৪৭ খ্রিস্টাব্দে

(খ) ১৯৫৬ খ্রিস্টাব্দে

(গ) ১৯৬১ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯৭১ খ্রিস্টাব্দে।

উত্তরঃ (গ) ১৯৬১ খ্রিস্টাব্দে

 

আরো পড়ুন :

Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution

মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান 

মাধ্যমিক জীবন বিজ্ঞান নোট 

Madhyamik Previous 5 Years Paper Solution 

Subscribe my YouTube channel : Science Duniye in Bangla

বিভাগ-‘খ’

২। নিচের প্রশ্নগুলির উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্ততঃ একটি করে মোট ১৬টি প্রশ্নের উত্তর দাও) : 

উপবিভাগ-২.১ একটি বাক্যে উত্তর দাও : 

২.১.১  ‘গোরা’ উপন্যাসটি কে রচনা করেন?

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

 

২.১.২ ‘উলগুলান’ কী?

উত্তরঃ মুন্ডা বিদ্রোহ ছিলো ব্রিটিশ শাসনাধীন ভারতে উনিশ শতকের প্রথমাংশে সংঘটিত একটি আদিবাসী কৃষক বিদ্রোহ। বিরসা মুন্ডার নেতৃত্বে ১৮৯৯-১৯০০ সালে এই বিদ্রোহ সংগঠিত হয়। রাঁচির দক্ষিণাঞ্চলে সৃষ্ট এই বিদ্রোহকে মুন্ডারি ভাষায় বলা হয় ‘উলগুলান‘; যার অর্থ ‘প্রবল বিক্ষোভ’।

 

২.১.৩ বাংলার কোন শতককে ‘নবজাগরণের শতক’ বলা হয়?

উত্তরঃ উনিশ শতকের প্রথম ছয় দশক

 

২.১.৪ ভারতের লৌহমানব কাকে বলা হয়?

উত্তরঃ সর্দার বল্লভভাই প্যাটেল

 

উপবিভাগ-২.২ ঠিক না ভুল নির্ণয় করো : 

২.২.১ শ্রীরামকৃষ্ণ ‘রামকৃষ্ণ মিশন’ প্রতিষ্ঠা করেন।

উত্তরঃ ভুল

Note: স্বামী বিবেকানন্দ ‘রামকৃষ্ণ মিশন’ প্রতিষ্ঠা করেন।

 

২.২.২হাফটোন ব্লক‘ চালু করেন সুকুমার রায়।

উত্তরঃ ভুল

Note: হাফটোন ব্লক‘ চালু করেন উপেন্দ্রকিশোর রায়চৌধুরী

 

২.২.৩ ‘ভারতমাতা’ চিত্রটি অঙ্কন করেন গগণেন্দ্রনাথ ঠাকুর।

উত্তরঃ ভুল

Note: ভারতমাতা হল বিশিষ্ট ভারতীয় চিত্রকর। অবনীন্দ্রনাথ ঠাকুর ১৯০৫ সালে বঙ্গমাতা ছবিটি আঁকেন। সেটাই পরবর্তীকালে ভারতমাতা ছবি হিসাবে বিবেচিত হতে থাকে। এই ছবিতে অবনীন্দ্রনাথ বঙ্গমাতা কে হিন্দু সম্পদের দেবী লক্ষ্মীর রূপে বৈষ্ণব সন্ন্যাসিনীর বেশভূষায় চিত্রিত করেছেন।

 

২.২.৪ ‘নীলদর্পণ” নাটকটির রচয়িতা দীনবন্ধু মিত্র।

উত্তরঃ ঠিক

 

উপবিভাগ-২.৩ ‘ক’ স্তম্ভের সাথে ‘খ’ স্তম্ভ মেলাও : 

‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ 
২.৩.১ বঙ্কিমচন্দ্ৰ চট্টোপাধ্যায় ১. হিন্দু বালিকা বিদ্যালয়
২.৩.২  নবগোপাল মিত্ৰ ২. কৃষক আন্দোলন
২.৩.৩ বীরেন্দ্রনাথ শাসমল ৩. হিন্দুমেলা
২.৩.৪  ড্রিংক ওয়াটার বেথুন ৪. বঙ্গদর্শন

উত্তরঃ

‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ 
২.৩.১ বঙ্কিমচন্দ্ৰ চট্টোপাধ্যায় ৪. বঙ্গদর্শন
২.৩.২  নবগোপাল মিত্ৰ ৩. হিন্দুমেলা
২.৩.৩ বীরেন্দ্রনাথ শাসমল ২. কৃষক আন্দোলন
২.৩.৪  ড্রিংক ওয়াটার বেথুন ১. হিন্দু বালিকা বিদ্যালয়

 

উপবিভাগ-২.৪ প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করো। 

২.৪.১  ছাপাখানার বিকাশের কেন্দ্র – শ্রীরামপুর।

২.৪.২  ভারত ছাড়ো আন্দোলনের কেন্দ্র – তমলুক।

২.৪.৩ মহাবিদ্রোহের অন্যতম কেন্দ্র – মিরাট।

২.৪.৪ সাঁওতাল বিদ্রোহের এলাকা।

উত্তরঃ

 

আরো পড়ুন :

Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution

মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান 

মাধ্যমিক জীবন বিজ্ঞান নোট 

Madhyamik Previous 5 Years Paper Solution 

Subscribe my YouTube channel : Science Duniye in Bangla

 

উপবিভাগ-২.৫ নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো:

২.৫.১ বিবৃতি : সরলদেবী চৌধুরানী ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রতিষ্ঠা করেছিলেন।

ব্যাখ্যা-১ বিদেশি পণ্য বিক্রির জন্য

ব্যাখ্যা-২ আন্দোলনকারী মহিলাদের সাহায্যের জন্য

ব্যাখ্যা-৩ স্বদেশি পণ্য বিক্রির জন্য

উত্তরঃ ব্যাখ্যা-২ আন্দোলনকারী মহিলাদের সাহায্যের জন্য

 

২.৫.২ বিবৃতি: রবীন্দ্রনাথ ঠাকুর ঔপনিবেশিক শিক্ষা পছন্দ করতেন না।

ব্যাখ্যা-১ এই শিক্ষা ব্যবস্থা ব্যয়বহুল ছিল

ব্যাখ্যা-২ এই শিক্ষা ব্যবস্থার মাধ্যম ছিল মাতৃভাষা

ব্যাখ্যা-৩ এই শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটত না

উত্তরঃ ব্যাখ্যা-৩ এই শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটত না

 

২.৫.৩ বিবৃতি: সাঁওতাল বিদ্রোহ ছিল শোষণের বিরুদ্ধে প্রতিরোধ।

ব্যাখ্যা-১ জমিদার, মহাজন ব্রিটিশ কর্মচারীদের শোষণের বিরুদ্ধে

ব্যাখ্যা-২ সাঁওতালরা অন্যদের উপর নিজেদের বিধিব্যবস্থা বলবৎ করতে চেয়েছিল

ব্যাখ্যা-৩ বিদেশি মিশনারীদের উৎখাত করা

উত্তরঃ ব্যাখ্যা-১ জমিদার, মহাজন ব্রিটিশ কর্মচারীদের শোষণের বিরুদ্ধে

 

২.৫.৪ বিবৃতি: ১৯৯৬ খ্রিস্টাব্দ জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়।

ব্যাখ্যা-১ বৈজ্ঞানিক গবেষণার উন্নতির জন্য

ব্যাখ্যা-২ কারিগরি শিক্ষার উন্নতির জন্য

ব্যাখ্যা-৩ জাতীয় শিক্ষা প্রদানের জন্য

উত্তরঃ ব্যাখ্যা-৩ জাতীয় শিক্ষা প্রদানের জন্য

 

আরো পড়ুন :

Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution

মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান 

মাধ্যমিক জীবন বিজ্ঞান নোট 

Madhyamik Previous 5 Years Paper Solution 

Subscribe my YouTube channel : Science Duniye in Bangla

Madhyamik ABTA Test Paper 2023 History Page 477, Madhyamik ABTA Test Paper 2023 History Page 477, Madhyamik ABTA Test Paper 2023 History Page 477, Madhyamik ABTA Test Paper 2023 History Page 477, Madhyamik ABTA Test Paper 2023 History Page 477.

Madhyamik ABTA Test Paper 2023 History Page 477, Madhyamik ABTA Test Paper 2023 History Page 477, Madhyamik ABTA Test Paper 2023 History Page 477, Madhyamik ABTA Test Paper 2023 History Page 477, Madhyamik ABTA Test Paper 2023 History Page 477.

Madhyamik ABTA Test Paper 2023 History Page 477, Madhyamik ABTA Test Paper 2023 History Page 477, Madhyamik ABTA Test Paper 2023 History Page 477, Madhyamik ABTA Test Paper 2023 History Page 477

 

3 thoughts on “Madhyamik ABTA Test Paper 2023 History Page 477”
  1. 2.2.3. ভারত মাতা চিত্রটি অঙ্কন করেন গগনেন্দ্রনাথ ঠাকুর।
    =অশুদ্ধ

    *ওটা অশুদ্ধ হবে । কারণ ভারত মাতা চিত্র টি অবনীন্দ্রনাথ ঠাকুর অঙ্কন করেন।*

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!