Sat. Oct 5th, 2024

Madhyamik ABTA Test Papers 2024 : History Page 220

বিভাগ- ‘ক’ ১| সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো:

১.১ ‘পথের পাঁচালী‘ ছবির পরিচালক কে?
ক) সত্যজিৎ রায
খ) মৃণাল সেন
গ) বুদ্ধদেব দাশগুপ্ত
ঘ) ঋত্বিক ঘটক

১.২ বিপিনচন্দ্র পালের আত্মজীবনী “সত্তর বৎসর” কোথায় প্রকাশিত হয়েছিল?
ক) দেশ পত্রিকায়
খ) সন্দেশ পত্রিকায়
গ) প্রবাসী পত্রিকায়
ঘ) বঙ্গদর্শন পত্রিকায়

১.৩ বঙ্গভঙ্গের সিদ্ধান্তের প্রতিবাদে বাংলার নারীরা কোন উৎসব পালন করেছিলেন?
ক) অরন্ধন উৎসব
খ) বহ্নি উৎসব
গ) রাখী বন্ধন উৎসব
ঘ) দোল উৎসব

১.৪ ভারতের প্রথম মহিলা চিকিৎসক কে?
ক) সরলা দেবী চৌধুরানি
খ) কাদম্বিনী গাঙ্গুলি
গ) চন্দ্রমুখী বসু
ঘ) বিধুমুখী বসু

আরও পড়ুনঃ 

Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution

Madhyamik ABTA Test Papers 2024 English Solution 

Madhyamik ABTA Test Papers 2024 History Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution

Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution

Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution 

১.৫ ‘দলিত মিশন সোসাইটি‘ প্রতিষ্ঠা করেছিলেন?
ক) বি. আর আম্বেদকর
খ) শ্রী হরিচাঁদ ঠাকুর
গ) শ্রী নারায়ণ গুরু
ঘ) ভি আর শিন্ডে

১.৬ সাঁওতাল বিদ্রোহ (১৮৫৫-৫৬ খ্রিঃ)-এর সময় গভর্নর জেনারেল কে ছিলেন?
ক) লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
খ) লর্ড ডালহৌসি
গ) লর্ড ক্যানিং
ঘ) লর্ড হার্ডিঞ্জ

১.৭ ‘খুঁৎকাঠি‘ প্রথাটি কোন সমাজে প্রচলিত ছিল?
ক) মুণ্ডা সমাজে
খ) কোল সমাজে
গ) চুয়াড় সমাজে
ঘ) ভিল সমাজে

১.৮ মহাবিদ্রোহ (১৮৫৭ খ্রিঃ)-এর সময় ‘হিন্দুস্থানের সম্রাট‘ ঘোষণা করা হয়েছিল?
ক) নানা সাহেব
খ) দ্বিতীয় বাহাদুর শাহ
গ) দ্বিতীয় শাহ আলম
ঘ) তাঁতিয়া তোপি

১.৯ ‘নিজ খামারে ধান তোলো‘ শ্লোগানটি কোন আন্দোলনে তৈরি হয়েছিল?
ক) তেভাগা আন্দোলন
খ) ফরাজি আন্দোলন
গ) ওয়াহাবি আন্দোলন
ঘ) তেলেঙ্গানা আন্দোলন

১.১০ ‘বঙ্গমাতা‘ চিত্রটি অঙ্কন করেছিলেন?
ক) যামিনী রায়
খ) গগনেন্দ্রনাথ ঠাকুর
গ) রামকিংকর বেজ
ঘ) অবনীন্দ্রনাথ ঠাকুর

১.১১ বাংলা অক্ষরের টাইপ প্রথম তৈরি করেছিলেন?
ক) চার্লস উইলকিন্স
খ) উইলিয়াম কেরি
গ) পঞ্চানন্দ কর্মকার
ঘ) গৌর দাশ

১.১২ আধুনিক ‘ভারতীয় রসায়ন শাস্ত্রের জনক‘ কে বলা হয়?
ক) আচার্য প্রফুল্লচন্দ্র রায়
খ) হরগোবিন্দ খোরানা
গ) জগদীশচন্দ্ৰ বোস
ঘ) ঊষারঞ্জন ঘটক

১.১৩ ‘হালি প্রথা‘ কোথায় প্রচলিত ছিল?
ক) খেদায়
খ) বারদৌলিতে
গ) চম্পারনে
ঘ) অযোধ্যায়

১.১৪ A.I.T.U.C-র প্রথম সভাপতি কে?
ক) লালা লাজপত রায়
খ) শিবনাথ বন্দ্যোপাধ্যায়
গ) বলাগঙ্গাধর তিলক
ঘ) এ কে ফজলুল হক

১.১৫ ভারতসভার প্রথম সভাপতি কে?
ক) আনন্দমোহন বসু
খ) কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়
গ) শিশিরকুমার ঘোষ
ঘ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

১.১৬ ‘ব্রাহ্মধর্মের অনুষ্ঠান পদ্ধতি‘ গ্রন্থ রচনা করেছিলেন?
ক) দেবেন্দ্রনাথ ঠাকুর
খ) কেশবচন্দ্র সেন
গ) নন্দকিশোর বসু
ঘ) রামচন্দ্র বিদ্যাবাগীশ

১.১৭ ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়েছিল কোন তারিখে?
ক) ১৬ অক্টোবর ১৯০৫ খ্রিস্টাব্দে
খ) ৩ ডিসেম্বর ১৯০৯ খ্রিস্টাব্দে
গ) ৯ আগস্ট ১৯০৮ খ্রিস্টাব্দে
ঘ) ১১ আগস্ট ১৯০৮ খ্রিস্টাব্দে

১.১৮ ‘নববিধান ব্রাহ্ম সমাজ‘ কে প্রতিষ্ঠা করেছিলেন?
ক) দেবেন্দ্রনাথ ঠাকুর
খ) শিবনাথ শাস্ত্রী
গ) স্বামী বিবেকানন্দ
ঘ) কেশবচন্দ্র সেন

১.১৯ ‘ভারতের লৌহমানব‘ কে বলা হয়?
ক) সুভাষচন্দ্র বসুকে
খ) মৌলানা আবুল কালাম আজাদকে
গ) ড. রাজেন্দ্রপ্রসাদকে
ঘ) সর্দার বল্লভভাই প্যাটেলকে

১.২০ স্বাধীনতা লাভের সময় ভারতের জম্মু-কাশ্মীরের মহারাজা ছিলেন–
(ক) শেখ আবদুল্লা
(খ) করণ সিং
(গ) হরি সিং
(ঘ) ওমর আবদুল্লা। 

 

আরও পড়ুনঃ 

Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution

Madhyamik ABTA Test Papers 2024 English Solution 

Madhyamik ABTA Test Papers 2024 History Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution

Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution

Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution 

বিভাগ-‘খ’ ২ । যে কোনো ষোলোটি প্রশ্নের উত্তর দাও : (প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি প্রশ্নের উত্তর দাও) :

উপবিভাগ : ২.১ একটি বাক্যে উত্তর দাও :

(২.১.১) ‘বঙ্গীয় নাট্যশালার ইতিহাস‘ কার লেখা?

উত্তরঃ  

 

(২.১.২) সরকারি নথিপত্র কোথায় সংরক্ষিত থাকে?

উত্তরঃ সরকারি নথিপত্র সাধারণত মহাফেজখানায় সংরক্ষিত থাকে।

জাতীয় আরকাইভসে সংরক্ষিত গুরুত্বপূর্ণ রেকর্ডপত্রের মধ্যে অন্যতম হচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগের রেকর্ডপত্র।

 

(২.১.৩) ‘তত্ত্ববোধিনী সভা‘-র প্রতিষ্ঠাতা কে?

উত্তরঃ দেবেন্দ্রনাথ ঠাকুর। 

 

(২.১.৪) কোন বিদ্রোহের পর ‘দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি‘ গঠিত হয়?

উত্তরঃ কোলবিদ্রোহের পর। 

ব্যাখ্যা: ১৮৩২ সালে কোলবিদ্রোহের পর ১৮৩৩ সালে ভারতের উত্তর-পশ্চিম সীমান্ত অঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষার জন্য ‘দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি’ গঠিত হয়। এই এজেন্সির অধীনে বর্তমানে ভারতের পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর, উত্তরাখণ্ড, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, গুজরাট, রাজস্থান, মধ্যাঞ্চল প্রদেশ, অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড় ও অরুণাচল প্রদেশের কিছু অংশ রয়েছে।

১৮৩২ সালে কোলবিদ্রোহের ফলে ভারতের উত্তর-পশ্চিম সীমান্ত অঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। এই বিদ্রোহের নেতৃত্ব দেন কোল উপজাতিরা। তারা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করেন। এই বিদ্রোহকে দমনে ব্রিটিশ সরকারের সেনাবাহিনীকে কঠোর ব্যবস্থা নিতে হয়।

কোলবিদ্রোহের পর ব্রিটিশ সরকার সিদ্ধান্ত নেয় যে, উত্তর-পশ্চিম সীমান্ত অঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষার জন্য একটি বিশেষ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। এই উদ্দেশ্যে ১৮৩৩ সালে ‘দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি’ গঠিত হয়। এই এজেন্সির নেতৃত্বে ছিলেন একজন কমিশনার। তিনি এজেন্সির প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিলেন।

দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি গঠনের ফলে উত্তর-পশ্চিম সীমান্ত অঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটে।

 

উপবিভাগ : ২.২ ঠিক বা ভুল নির্ণয় করো :

(২.২.১) আলেকজান্ডার ডাফ ছিলেন একজন প্রাচ্যবাদী।

উত্তর: ভুল

ব্যাখ্যা: আলেকজান্ডার ডাফ ছিলেন একজন ব্রিটিশ ঔপনিবেশিক কর্মকর্তা। তিনি ১৮০৮ থেকে ১৮৩৪ সাল পর্যন্ত ভারতের গভর্নর-জেনারেল ছিলেন। তিনি ভারতের প্রাচীন সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে আগ্রহী ছিলেন। তিনি ভারতীয় ভাষা ও সাহিত্যের উপর গবেষণা করেছেন। তিনি ভারতীয়দের শিক্ষা ও উন্নয়নের জন্য কাজ করেছেন।

ডাফ প্রাচ্যবাদী ছিলেন না। প্রাচ্যবাদীরা মনে করতেন যে, ইউরোপীয় সংস্কৃতি ও ঐতিহ্যই শ্রেষ্ঠ। তারা ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে অবহেলা করতেন। কিন্তু ডাফ ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের গুরুত্ব স্বীকার করতেন। তিনি ভারতীয়দের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষার জন্য কাজ করেছেন।

(২.২.২) প্রথম ভারতীয় অরণ্য আইন পাশ হয় ১৮৬৫ খ্রিস্টাব্দে।

উত্তর: ঠিক

ব্যাখ্যা: ভারতের প্রথম অরণ্য আইন ১৮৬৫ সালের ২৯ মার্চ পাশ হয়। এই আইনের নাম ছিল “Indian Forest Act, 1865”। এই আইনের মাধ্যমে ভারতের অরণ্যগুলির সংরক্ষণ ও নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয়।

এই আইনের মূল বৈশিষ্ট্যগুলি হল:

  • অরণ্যগুলিকে সরকারের সম্পত্তি ঘোষণা করা হয়।
  • অরণ্যগুলিকে বিভিন্ন শ্রেণিতে ভাগ করা হয়।
  • অরণ্যগুলির ব্যবহারের জন্য অনুমতি প্রয়োজন হয়।
  • অরণ্যগুলির ক্ষতিসাধনকারীদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করা হয়।

(২.২.৩) স্বামী সহজানন্দ সরস্বতী ছিলেন কৃষক আন্দোলনের একজন নেতা।

উত্তর: ঠিক

ব্যাখ্যা: স্বামী সহজানন্দ সরস্বতী ছিলেন একজন ব্রাহ্মণ সন্ন্যাসী। তিনি ১৯ শতকের শেষার্ধে কৃষক আন্দোলনের একজন নেতা হিসেবে আবির্ভূত হন। তিনি কৃষকদের অধিকারের জন্য আন্দোলন করেন। তিনি কৃষকদের শিক্ষা ও ঋণমুক্ত করার জন্য কাজ করেন।

সহজানন্দ সরস্বতী ১৮৮১ সালে “বঙ্গীয় কৃষক সমিতি” প্রতিষ্ঠা করেন। এই সমিতি কৃষকদের অধিকারের জন্য আন্দোলন চালায়। সমিতির উদ্যোগে কৃষকদের জন্য ঋণদান ও শিক্ষার ব্যবস্থা করা হয়।

(২.২.৪) মানিকতলায় বোমা তৈরির কারখানা স্থাপন করেন হেমচন্দ্র কানুনগো।

উত্তর: ঠিক

ব্যাখ্যা: হেমচন্দ্র কানুনগো ছিলেন একজন বাঙালি বিপ্লবী। তিনি ১৮৯৭ সালের চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠন ও বোমা হামলার পরিকল্পনাকারীদের অন্যতম ছিলেন। তিনি মানিকতলায় একটি গোপন বোমা তৈরির কারখানা স্থাপন করেন। এই কারখানায় বিপ্লবীরা বোমা তৈরি করেছিলেন।

কানুনগো ১৮৯৭ সালের চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠনের সময় গ্রেফতার হন। তিনি ১৮৯৮ সালে মৃত্যুদণ্ড প্রাপ্ত হন।

উপবিভাগ : ২.৩ ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও :

‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ
(২.৩.১) লোকহিতবাদী (১) প্রথমনাথ মিত্র
(২.৩.২) অনুশীলন সমিতি (২) গোপাল হরি দেশমুখ
(২.৩.৩) দি ইন্ডিয়ান স্ট্রাগল (৩) শ্রী নারায়ণ গুরু
(২.৩.৪) ভাইকম সত্যাগ্রহ (৪) সুভাষচন্দ্র বোস

উত্তরঃ 

‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ
(২.৩.১) লোকহিতবাদী (২) গোপাল হরি দেশমুখ
(২.৩.২) অনুশীলন সমিতি (১) প্রথমনাথ মিত্র
(২.৩.৩) দি ইন্ডিয়ান স্ট্রাগল (৪) সুভাষচন্দ্র বোস
(২.৩.৪) ভাইকম সত্যাগ্রহ (৩) শ্রী নারায়ণ গুরু

 

 

উপবিভাগ : ২.৪ প্রদত্ত ভারতবর্ষের রেখমানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো ও নাম লেখো :
(২.৪.১) নীল বিদ্রোহের কেন্দ্র নদীয়া।
(২.৪.২) রবীন্দ্রনাথের শান্তিনিকেতন।
(২.৪.৩) আইন অমান্য আন্দোলনের সূচনাস্থল-ডাণ্ডি
(২.৪.৪) দেশীয় রাজ্য জুনাগড়।

 

 

উপবিভাগ : ২.৫ নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো :

(২.৫.১) বিবৃতি: লক্ষ্মীর ভাণ্ডার স্থাপন করেন সরলাদেবী চৌধুরানি।
ব্যাখ্যা-১: বাংলার ঘরে ঘরে মহিলারা যাতে লক্ষ্মীপূজার আয়োজন করেন।
ব্যাখ্যা-২: বাংলার দরিদ্র মানুষদের কিছু অর্থ সাহায্য করার জন্য।
ব্যাখ্যা-৩: বাংলায় স্বদেশী পণ্যের ব্যবহার বৃদ্ধির জন্য।

উত্তরঃ ব্যাখ্যা-২: বাংলার দরিদ্র মানুষদের কিছু অর্থ সাহায্য করার জন্য।

 

(২.৫.২) বিবৃতি: ব্রিটিশ সেনাবাহিনীর ভারতীয় সিপাহীরা এনফিল্ড রাইফেলের ব্যবহারে আপত্তি করে।
ব্যাখ্যা-১: এই রাইফেল ব্যবহারের সময় গুলি বের হত না।
ব্যাখ্যা-২: সেই সময় গুজব রটেছিল যে রাইফেলের টোটার খোলসে গরু ও শুকরের চর্বি মেশানো আছে।
ব্যাখ্যা-৩: ভারতীয় সিপাহীরা বর্শা ও তরোয়ালের সাহায্যে ভালো যুদ্ধ করত।

উত্তরঃ ব্যাখ্যা-২: সেই সময় গুজব রটেছিল যে রাইফেলের টোটার খোলসে গরু ও শুকরের চর্বি মেশানো আছে।

 

(২.৫.৩) বিবৃতি: গান্ধীজি ‘সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি’ মেনে নেন নি।
ব্যাখ্যা-১: এই নীতি মেনে নিলে ভারতে সাম্প্রয়িক দাঙ্গা শুরু হতে পারত।
ব্যাখ্যা-২: এই নীতি মেনে নিলে গান্ধীজির ভাবমূর্তি নষ্ট হত।
ব্যাখ্যা-৩: এই নীতি মেনে নিলে ভারতীয় সমাজ জাত-ধর্ম-বর্ণের ভিত্তিতে বিভক্ত হয়ে যেত।

উত্তরঃ ব্যাখ্যা-৩: এই নীতি মেনে নিলে ভারতীয় সমাজ জাত-ধর্ম-বর্ণের ভিত্তিতে বিভক্ত হয়ে যেত।

 

(২.৫.৪) বিবৃতি: গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নিয়েছিলেন।
ব্যাখ্যা- ১: চৌরিচৌরার হত্যাকাণ্ড ছিল গান্ধীজির সত্যাগ্রহ আদর্শের পরিপন্থী।
ব্যাখ্যা-২: ব্রিটিশ সরকার অসহযোগ আন্দোলন বন্ধ করতে চরম দমননীতি গ্রহণ করেছিল।
ব্যাখ্যা-৩: অসহযোগ আন্দোলন পরিচালনার জন্যে যোগ্য নেতার অভাব দেখা দিয়েছিল।

উত্তরঃ ব্যাখ্যা-২: ব্রিটিশ সরকার অসহযোগ আন্দোলন বন্ধ করতে চরম দমননীতি গ্রহণ করেছিল।

আরও পড়ুনঃ 

Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution

Madhyamik ABTA Test Papers 2024 English Solution 

Madhyamik ABTA Test Papers 2024 History Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution

Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution

Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!