Sat. Jul 27th, 2024

Madhyamik ABTA Test Papers 2024 : History Page 421

বিভাগ- ‘ক’ ১| সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো:

১.১ নতুন সামাজিক ইতিহাসের বিষয়বস্তু হল –
ক) বুদ্ধিজীবি
খ) চাকুরিজীবি
গ) সাধারণ মানুষ
ঘ) অভিজাত সম্প্রদায়

১.২ সমাজ বিজ্ঞানের চর্চায় নারী ইতিহাস ১৯৬০-এর দশকে প্রথম শুরু হয় –
ক) ফ্রান্সে
খ) ইংল্যান্ডে
গ) মার্কিন যুক্তরাষ্ট্রে
ঘ) জার্মানিতে

১.৩ বাংলার নবজাগরণ ছিল –
ক) ব্যক্তি কেন্দ্রিক
খ) প্রতিষ্ঠান কেন্দ্রিক
গ) কলকাতা কেন্দ্রিক
ঘ) গ্রাম কেন্দ্রিক

১.৪ ‘কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনের’ সভাপতি ছিলেন –
ক) জোনাথান ডানকান
খ) লর্ড মেকলে
গ) চার্লস উড
ঘ) হন্ট ম্যাকেনজি

১.৫ ‘নব্য বেদান্তবাদ‘ প্রচার করেন –
ক) শ্রীরামকৃষ্ণদেব
খ) রাজা রামমোহন রায়
গ) স্বামী বিবেকানন্দ
ঘ) বিজয়কৃষ্ণ গোস্বামী

১.৬ ‘হুল’ কথাটির অর্থ হল-
ক) ঈশ্বর
খ) স্বাধীনতা
গ) অস্ত্র
ঘ) বিদ্রোহ

১.৭ সন্ন্যাসী বিদ্রোহের একজন নেতা হলেন
ক) দেবী সিংহ
খ) ভাস্কর পত্তিত
গ) ভবানী পাঠক 
ঘ) বিজয়কৃষ্ণ গোস্বামী

১.৮ মহারানির ঘোষণাপত্রের (১৮৫৮) প্রধান উদ্দেশ্য ছিল-
ক) ভারতবাসীর আনুগত্য অর্জন
খ) ভারতীয় প্রজাদের স্বায়ত্তশাসনের অধিকার প্রদান
গ) ভারতের ব্রিটিশদের একচেটিয়া ব্যবসার অধিকার লাভ
ঘ) মহাবিদ্রোহের (১৮৫৭) বন্দি ভারতীয়দের মুক্তিদান।

আরও পড়ুনঃ 

Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution

Madhyamik ABTA Test Papers 2024 English Solution 

Madhyamik ABTA Test Papers 2024 History Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution

Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution

Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution 

১.৯ ‘গোরা’ উপন্যাসটি রবীন্দ্রনাথ ঠাকুর উৎসর্গ করেন
ক) অবনীন্দ্রনাথ ঠাকুরকে
খ) স্বামী বিবেকানন্দকে
গ) রথীন্দ্রনাথ ঠাকুরকে
ঘ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে

১.১০ জমিদার সভা স্থাপিত হয় –
ক) ১৮৩৮ খ্রিস্টাব্দে
খ) ১৮৫৭ খ্রিস্টাব্দে
গ) ১৮৬৭ খ্রিস্টাব্দে
ঘ) ১৮৭৭ খ্রিস্টাব্দে

১.১১ পঞ্চানন কর্মকার ছিলেন একজন—
ক) বাংলা হরফ নির্মাণ বিশেষজ্ঞ
খ) পদার্থ বিজ্ঞানী
গ) শিশু সাহিত্যিক
ঘ) সাংবাদিক

১.১২ কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয়—
ক) ১৮৫৭ খ্রিস্টাব্দে
খ) ১৯০৪ খ্রিস্টাব্দে
গ) ১৯১৪ খ্রিস্টাব্দে
ঘ) ১৯৫৭ খ্রিস্টাব্দ

১.১৩ বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন—
ক) বিহারে
খ) যুক্তপ্রদেশে
গ) রাজস্থানে
ঘ) মহারাষ্ট্রে

১.১৪ বঙ্গভঙ্গ সিদ্ধান্তকে “গভীর জাতীয় বিপর্যয়” অ্যাখ্যা দেন –
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) বিপিনচন্দ্র পাল
গ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
ঘ) সুমিত সরকার

১.১৫ নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল-
ক) ১৯১৭ খ্রিস্টাব্দে
খ) ১৯২০ খ্রিস্টাব্দে
গ) ১৯২৭ খ্রিস্টাব্দে
ঘ) ১৯২৯ খ্রিস্টাব্দে

১.১৬ ‘সখী সমিতি’ গঠন করেন –
ক) স্বর্ণকুমারী দেবী
খ) সরলা দেবী
গ) রাধারানী দেবী
ঘ) আশাপূর্ণা দেবী

১.১৭ সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম ছিল –
ক) অনুশীলন সমিতি
খ) গদর দল
গ) ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি
ঘ) বেঙ্গল ভলান্টিয়ার্স

১.১৮ গান্ধীজি দলিতদের নামকরণ করেন
ক) হরিজন
খ) চুয়াড়
গ) চন্ডাল
ঘ) মতুয়া

১.১৯ ‘ট্রেন টু পাকিস্তান‘ গ্রন্থটির লেখক হলেন
ক) ভি পি মেনন
খ) সলমন রুশদি
গ) খুশবন্ত সিং
ঘ) সুনীল গঙ্গোপাধ্যায়

১.২০ রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ছিলেন
ক) বল্লভভাই প্যাটেল
খ) জওহরলাল নেহেরু
গ) কে এম পানিক্কর
ঘ) ফজল আলি৷

 

 

আরও পড়ুনঃ 

Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution

Madhyamik ABTA Test Papers 2024 English Solution 

Madhyamik ABTA Test Papers 2024 History Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution

Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution

Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution 

বিভাগ-‘খ’ ২। যে কোনো ষোলোটি প্রশ্নের উত্তর দাও : (প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি প্রশ্নের উত্তর দিতে হবে) :

উপবিভাগ : ২.১ একটি বাক্যে উত্তর দাও :

(২.১.১) বাংলায় কীর্তনের প্রবক্তা কে ছিলেন?

উত্তরঃ পরমহংস যোগানন্দ। 

 

(২.১.২) মধুসূদন গুপ্ত কে ছিলেন?

উত্তরঃ পণ্ডিত মধুসূদন গুপ্ত ছিলেন একজন বাঙালি ব্রাহ্মণ (বৈদ্য) অনুবাদক এবং আয়ুর্বেদিক চিকিৎসক। তিনি পাশ্চাত্য চিকিৎসায়ও প্রশিক্ষিত ছিলেন এবং ১৮৩৬ সালে কলকাতা মেডিকেল কলেজে (সিএমসি) ভারতে প্রথম মানব ব্যবচ্ছেদ করার কৃতিত্ব অর্জন করেন। সুশ্রুতের প্রায় 3,000 বছর পরে তিনিই পুনরায় শব ব্যবচ্ছেদে এগিয়ে আসেন।
উনিশ শতকের বাংলায় তিনিই প্রথম বাঙালি শব ব্যবচ্ছেদকারী ডাক্তার যার হাত দিয়ে এক নতুন যুগের সূচনা হয়েছিল ভারতীয় চিকিৎসা বিজ্ঞানে।

 

(২.১.৩) কত খ্রিস্টাব্দে চম্পারন কৃষি বিল পাস হয়?

উত্তরঃ ১৯১৭ খ্রিস্টাব্দে।

 

(২.১.৪) কার্লাইল সার্কুলার কী?

উত্তরঃ কার্লাইল সার্কুলার হল একটি পরিপত্র যা ১৯০৫ সালের ২২শে অক্টোবর বাংলার মুখ্য সচিব টমাস কার্লাইল জারি করেন। এই পরিপত্রে বলা হয় যে, “কোন কলেজ সরকারি আদেশ অমান্য করলে এবং শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠান ছেড়ে দিলে ওই প্রতিষ্ঠানকে সরকারের পক্ষ থেকে কোনো সহায়তা দেওয়া হবে না।”

Note: কার্লাইল সার্কুলার বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের বিরুদ্ধে জারি করা হয়েছিল। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে অনেক ছাত্র অংশগ্রহণ করেছিল। তারা স্কুল-কলেজ বর্জন করে আন্দোলনে যোগদান করেছিল। এই পরিপত্রের ফলে বহু ছাত্রকে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বহিষ্কার করা হয়।

এই পরিপত্রটিকে “দাসত্ব ঘোষণা” বলা হয়। কারণ এই পরিপত্রটি ছাত্রদের শিক্ষার অধিকারকে হরণ করেছিল। এই পরিপত্রের ফলে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন আরও জোরদার হয়।

কার্লাইল সার্কুলারের কিছু উল্লেখযোগ্য প্রভাব ছিল:

  • বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন আরও জোরদার হয়।
  • স্বদেশী আন্দোলনের জন্ম হয়।
  • বাংলায় নতুন জাতীয়তাবাদী চেতনার উদ্ভব হয়।

কার্লাইল সার্কুলার ঔপনিবেশিক ভারতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এই ঘটনাটি ভারতীয় জাতীয়তাবাদের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।

 

উপবিভাগ : ২.২ ঠিক বা ভুল নির্ণয় করো :

(২.২.১) মতুয়া ধর্মের প্রবর্তন করেন বীণাপানি ঠাকুর।

উত্তরঃ ভুল। 

ব্যাখ্যাঃ মতুয়া ধর্মের প্রবর্তক হরিচাঁদ ঠাকুর। বীণাপানি ঠাকুর ছিলেন হিন্দু ধর্মের একজন সাধক। তিনি মতুয়া ধর্মের একজন প্রচারক ছিলেন। সুতরাং, মতুয়া ধর্মের প্রবর্তন করেন বীণাপানি ঠাকুর- এই উক্তিটি ভুল।

 

(২.২.২) গুজরাটের খেদা জেলার ধনী কৃষকদের ‘কুনবি’ পতিদার বলা হয়।

উত্তরঃ ঠিক।

ব্যাখ্যাঃ গুজরাটের খেদা জেলার ধনী কৃষকদের ‘কুনবি’ পতিদার বলা হয়। গুজরাটের খেদা জেলার ধনী কৃষকদের ‘কুনবি’ পতিদার বলা হয়। কারণ, তারা ‘কুনবি’ জাতিভুক্ত এবং তারা ‘পতিদার’ পদবী ধারণ করেন। সুতরাং, “গুজরাটের খেদা জেলার ধনী কৃষকদের ‘কুনবি’ পতিদার বলা হয়”- এই উক্তিটি ঠিক।

 

(২.২.৩) “দিগ্‌দর্শন” পত্রিকাটি সাপ্তাহিক পত্রিকা হিসাবে প্রকাশিত হয়।

উত্তরঃ ভুল।

ব্যাখ্যাঃ “দিগ্‌দর্শন” পত্রিকাটি মাসিক পত্রিকা হিসাবে প্রকাশিত হয়। “দিগ্‌দর্শন” পত্রিকাটি ১৯১৩ সালের নভেম্বর মাসে প্রথম প্রকাশিত হয়। এটি একটি মাসিক পত্রিকা। সুতরাং, “দিগ্‌দর্শন” পত্রিকাটি সাপ্তাহিক পত্রিকা হিসাবে প্রকাশিত হয়- এই উক্তিটি ভুল।

 

(২.২.৪) দীপালি সংঘের মুখপত্রের নাম জয়শ্রী।

উত্তরঃ ঠিক। 

ব্যাখ্যাঃ দীপালি সংঘের মুখপত্রের নাম জয়শ্রী। দীপালি সংঘ একটি বাঙালি সাংস্কৃতিক সংগঠন। সংগঠনের মুখপত্রের নাম জয়শ্রী। সুতরাং, “দীপালি সংঘের মুখপত্রের নাম জয়শ্রী”- এই উক্তিটি ঠিক।

 

আরও পড়ুনঃ 

Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution

Madhyamik ABTA Test Papers 2024 English Solution 

Madhyamik ABTA Test Papers 2024 History Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution

Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution

Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution 

উপবিভাগ : ২.৩ ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও :

‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ
(২.৩.১) শ্রীরামপুর মিশন (১) জগদীশচন্দ্র বসু
(২.৩.২) চৈত্রমেলা (২) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
(২.৩.৩) ভারত সভা (৩) উইলিয়াম কেরি
(২.৩.৪) বসুবিজ্ঞান মন্দির (৪) নবগোপাল মিত্র

উত্তরঃ 

‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ
(২.৩.১) শ্রীরামপুর মিশন (৩) উইলিয়াম কেরি
(২.৩.২) চৈত্রমেলা (৪) নবগোপাল মিত্র
(২.৩.৩) ভারত সভা (২) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
(২.৩.৪) বসুবিজ্ঞান মন্দির (১) জগদীশচন্দ্র বসু

 

উপবিভাগ : ২.৪ প্রদত্ত ভারতবর্ষের রেখামানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নাম লেখো :
(২.৪.১) মুণ্ডা বিদ্রোহের এলাকা।
(২.৪.২) মহাবিদ্রোহের একটি কেন্দ্র ঝাঁসি।
(২.৪.৩) বাংলার ভারত ছাড়ো আন্দোলনের কেন্দ্র – মেদিনীপুর।
(২.৪.৪ ) পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যের যুগ্ম রাজধানী-চণ্ডীগড়।

 

 

উপবিভাগ : ২.৫ নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো :

(২.৫.১) বিবৃতি: শিক্ষিত মধ্যবিত্ত বাঙালিরা মহাবিদ্রোহ থেকে দূরে ছিল –
ব্যাখ্যা-১: বাঙালিরা ভীরু ও দুর্বল ছিল বলে বিদ্রোহে যোগ দেয়নি।
ব্যাখ্যা-২: বাঙালিরা দ্বিতীয় বাহাদুর শাহকে নেতা হিসেবে মেনে নিতে চায়নি।
ব্যাখ্যা-৩: তারা ইংরেজ শাসনের সুফলগুলি ভোগ করছিল বলে।

উত্তরঃ ব্যাখ্যা-৩: তারা ইংরেজ শাসনের সুফলগুলি ভোগ করছিল বলে।

 

(২.৫.২) বিবৃতি: সরলাদেবী চৌধুরানী লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেছিলেন –
ব্যাখ্যা- ১: বিদেশি পণ্য বিক্রির জন্য।
ব্যাখ্যা-২: আন্দোলনকারী মহিলাদের সাহায্যের জন্য।
ব্যাখ্যা-৩: স্বদেশী পণ্য বিক্রির জন্য।

উত্তরঃ ব্যাখ্যা-২: আন্দোলনকারী মহিলাদের সাহায্যের জন্য।

 

(২.৫.৩) বিবৃতি: বঙ্কিমচন্দ্র ‘আনন্দমঠ’ উপন্যাস লিখেছিলেন।
ব্যাখ্যা-১: দেশাত্মবোধ জাগ্রত করতে।
ব্যাখ্যা-২: তৎকালীন সমাজকে তুলে ধরতে।
ব্যাখ্যা-৩: মানুষের কাছে জনপ্রিয় হতে।

উত্তরঃ ব্যাখ্যা-১: দেশাত্মবোধ জাগ্রত করতে।

 

(২.৫.৪) বিবৃতি: রামমোহন রায় সতীদাহ প্রথা নিবারণে উদ্যোগ নেন।
ব্যাখ্যা-১: এটি ছিল একটি মধ্যযুগীয় পাশবিক প্রথা।
ব্যাখ্যা-২: এটি হিন্দু সমাজকে কলুষিত করেছিল।
ব্যাখ্যা-৩: নারীর অধিকার প্রতিষ্ঠা রামমোহনের লক্ষ্য ছিল।

উত্তরঃ ব্যাখ্যা-৩: নারীর অধিকার প্রতিষ্ঠা রামমোহনের লক্ষ্য ছিল।

আরও পড়ুনঃ 

Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution

Madhyamik ABTA Test Papers 2024 English Solution 

Madhyamik ABTA Test Papers 2024 History Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution

Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution

Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution 

One thought on “Madhyamik ABTA Test Papers 2024 : History Page 421”
  1. sir বই ই লেখা আছে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয় 1920 তে কিন্তু এখানে দেওয়া আছে 1927

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!