Sat. Jul 27th, 2024

Madhyamik ABTA Test Papers 2024 : History Page 50

বিভাগ- ‘ক’ ১| সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো:

১.১ ‘রাজতরঙ্গিনী‘ গ্রন্থটির বিষয়বস্তু হল
(ক) রাজনীতি বিষয়ক
(খ) ভ্রমণবৃত্তান্ত
(গ) স্থানীয় ইতিহাস
(ঘ) শিল্পকলা

১.২ ভারতীয় ‘আধুনিক নৃত্যশৈলীর জনক‘ বলা হয়
(ক) উদয়শঙ্করকে
(খ) মমতাশঙ্করকে
(গ) প্রেমচন্দ্রকে
(ঘ) অন্নদাশঙ্করকে।

১.৩ ‘জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন‘-এর সভাপতি ছিলেন
(ক) আলেকজান্ডার ভাফ
(খ) উইলিয়াম কেরি
(গ) টমাস ব্যাবিংটন মেকলে
(ঘ) ড্রিঙ্ককওয়াটার বেথুন।

১.৪ ভারতে ইংরেজি ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক সংবাদপত্র হল –
(ক) ইন্ডিয়া গেজেট
(খ) বেঙ্গল গেজেট
(গ) দি ক্যালকাটা গেজেট
(ঘ) সমাচার দর্পণ।

১.৫ কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে উদ্যোগী ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি –
(ক) স্যার চার্লস উড
(খ) আলেকজান্ডার ডাফ
(গ) ডেভিড হেয়ার
(ঘ) স্যার এডওয়ার্ড হাইড ইস্ট।

১.৬ ইংরেজবিরোধী প্রথম সশস্ত্র প্রতিরোধ বিদ্রোহ হল –
(ক) ভিল বিদ্রোহ
(খ) সন্ন্যাসী-ফকির বিদ্রোহ
(গ) কোল বিদ্রোহ
(ঘ) মুণ্ডা বিদ্রোহ।

১.৭ ‘সিং বোঙা” নামে পরিচিত ছিলেন –
(ক) ডোমন মাঝি
(খ) কানহু
(গ) বিরশা মুণ্ডা
(ঘ) সিধু।

১.৮ ‘গাও ভারতের জয়‘ গানটি রচনা করেছেন –
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর
(খ) সত্যেন্দ্রনাথ ঠাকুর
(গ) অবনীন্দ্রনাথ ঠাকুর
(ঘ) গগনেন্দ্রনাথ ঠাকুর।

১.৯ ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল –
(ক) ভারতসভা
(খ) ভারতের জাতীয় কংগ্রেস
(গ) বঙ্গভাষা প্রকাশিকা সভা
(ঘ) জমিদার সভা।

১.১০ ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রথম সম্পাদক ছিলেন –
(ক) রাজা রামমোহন রায়
(খ) দ্বারকানাথ ঠাকুর
(গ) রাজনারায়ণ বসু
(ঘ) রাধাকান্ত দেব।

১.১১ হ্যালহেডের বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় –
(ক) ১৭৭০ খ্রিস্টাব্দে
(খ) ১৭৭৬ খ্রিস্টাব্দে
(গ) ১৭৭৮ খ্রিস্টাব্দে
(ঘ) ১৭৭৯ খ্রিস্টাব্দে।

১.১২ ‘বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট‘-এর প্রথম অধ্যক্ষ ছিলেন –
(ক) তারকনাথ পালিত
(খ) জগদীশচন্দ্র বসু
(গ) প্রমথনাথ বসু
(ঘ) মহেন্দ্রলাল সরকার।

১.১৩ কংগ্রেস সমাজতন্ত্রী দল গঠন করেন –
(ক) সুভাষচন্দ্ৰ বসু
(খ) জওহরলাল নেহেরু
(গ) বিপিনচন্দ্র পাল
(ঘ) জয়প্রকাশ নারায়ণ।

১.১৪ ‘ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন ফেডারেশন‘ গঠিত হয় –
(ক) ১৯২৯ খ্রিস্টাব্দে
(খ) ১৯২৮ খ্রিস্টাব্দে
(গ) ১৯৩১ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৩০ খ্রিস্টাব্দে।

১.১৫ ‘সর্বভারতীয় কিষাণ সভা‘র প্রথম সম্পাদক ছিলেন –
(ক) ইন্দুলাল যাজ্ঞিক
(খ) বাবা রামচন্দ্র
(গ) স্বামী সহজানন্দ সরস্বতী
(ঘ) জয়প্রকাশ নারায়ণ।

১.১৬ ‘ভারত স্ত্রী মহামণ্ডল’ প্রতিষ্ঠা করেন –
(ক) বাসন্তী দেবী
(খ) সরলাদেবী চৌধুরানী
(গ) ঊর্মিলা দেবী
(ঘ) সুনীতি দেবী।

১.১৭ ‘অ্যান্টি-সার্কুলার সোসাইটি‘ প্রতিষ্ঠা করেন –
(ক) সতীশচন্দ্র বসু
(খ) কৃষ্ণকুমার মিত্র
(গ) শচীন্দ্রপ্রসাদ বসু
(ঘ) অরবিন্দ ঘোষ।

১.১৮ ‘দলিত’- এর বিকল্প হিসেবে ‘হরিজন‘ শব্দটি ব্যবহার করেছিলেন –
(ক) বি আর আম্বেদকর
(খ) মহাত্মা গান্ধী
(গ) যোগেন্দ্রনাথ মণ্ডল
(ঘ) শ্রী নারায়ণ গুরু।

১.১৯ ভারতের ‘লৌহমানব‘ নামে পরিচিত ছিলেন –
(ক) সর্দার বল্লভভাই প্যাটেল
(খ) বি আর আম্বেদকর
(গ) জওহরলাল নেহেরু
(ঘ) সুভাষচন্দ্র বসু।

১.২০ ‘ছেড়ে আসা গ্রাম‘ গ্রন্থটি রচনা করেন –
(ক) সুনীল গঙ্গোপাধ্যায়
(খ) দক্ষিণারঞ্জন বসু
(গ) প্রফুল্ল রায়
(ঘ) সন্দীপ বন্দ্যোপাধ্যায়।

বিভাগ-‘খ’ ২ । যে কোনো ষোলোটি প্রশ্নের উত্তর দাও :

(প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি প্রশ্নের উত্তর দাও) :

উপবিভাগ : ২.১ একটি বাক্যে উত্তর দাও :

(২.১.১) কোন্ পত্রিকায় ‘সত্তর বৎসর’ ধারাবাহিকভাবে প্রকাশিত হত?

উত্তরঃ প্রবাসী পত্রিকায়। 

 

(২.১.২) কত খ্রিস্টাব্দে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়?

উত্তরঃ ১৭৮১ খ্রিষ্টব্দে। 

 

(২.১.৩) ‘শিক্ষার হেরফের‘ নামক প্রবন্ধটি কে রচনা করেন?

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর। 

 

(২.১.৪) ‘র‍্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি‘ কে প্রতিষ্ঠা করেন?

উত্তরঃ মানবেন্দ্রনাথ রায়। 

 

উপৰিভাগ : ২.২ ঠিক বা ভুল নির্ণয় করো :

(২.২.১) খেলার ইতিহাস নিয়ে গবেষণা করেছেন কৌশিক রায়।

উত্তরঃ ভুল। 

ব্যাখ্যাঃ জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের ছাত্র সৌমেন মিত্র ১৯৮৮ খ্রিস্টাব্দে ভারতে খেলার ইতিহাস নিয়ে প্রথম গবেষণা করেন। 

(২.২.২) কলকাতা মেডিকেল কলেজের জন্য জমিদান করেন মতিলাল শীল।

উত্তরঃ ভুল।

ব্যাখ্যা: কলকাতা মেডিকেল কলেজের জন্য জমিদান করেন রাজা রাধাকান্ত দেব। মতিলাল শীল ছিলেন একজন বিখ্যাত ব্যবসায়ী এবং সমাজসেবক।

 

(২.২.৩) সাঁওতাল বিদ্রোহ ‘উলগুলান’ নামে পরিচিত।

উত্তরঃ ভুল। 

ব্যাখ্যাঃ মুন্ডা বিদ্রোহউলগুলান’ নামে পরিচিত।

 

(২.২.৪) কলকাতা বিজ্ঞান কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন তারকনাথ পালিত।

উত্তরঃ ভুল। 

ব্যাখ্যাঃ কলকাতা বিজ্ঞান কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন আশুতোষ মুখোপাধ্যায়। 

 

উপবিভাগ : ২.৩ ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও :

‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ
(২.৩.১) ভারত সভার প্রাণপুরুষ (ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(২.৩.২) বঙ্গভাষা প্রকাশিকা সভার সভাপতি (খ) রাধাকান্ত দেব
(২.৩.৩) কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতক (গ) গৌরীশঙ্কর তর্কবাগীশ
(২.৩.৪) জমিদার সভার সভাপতি (ঘ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

উত্তরঃ 

‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ
(২.৩.১) ভারত সভার প্রাণপুরুষ (ঘ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
(২.৩.২) বঙ্গভাষা প্রকাশিকা সভার সভাপতি (গ) গৌরীশঙ্কর তর্কবাগীশ
(২.৩.৩) কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতক (ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(২.৩.৪) জমিদার সভার সভাপতি (খ) রাধাকান্ত দেব

উপবিভাগ : ২.৪ প্রদত্ত ভারতবর্ষের রেখামানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করো :

(২.৪.১) সন্ন্যাসী ফকির বিদ্রোহের একটি কেন্দ্র মেদিনীপুর।

(২.৪.২) বাংলায় ফরাজি আন্দোলনের একটি কেন্দ্র – ময়মনসিংহ।

(২.৪.৩) দেশীয় রাজ্য জুনাগড়।

(২.৪.৪) বারদৌলি আন্দোলনের কেন্দ্র।

 

উপবিভাগ : ২.৫ নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক বাক্য নির্বাচন করো :

(২.৫.১) বিবৃতি: ভারত সরকার ১৯২৯ খ্রিস্টাব্দে মীরাট ষড়যন্ত্র মামলা শুরু করেছিল।
ব্যাখ্যা-১: এর উদ্দেশ্য ছিল আইন অমান্য আন্দোলন দমন করা।
ব্যাখ্যা-২: এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা।
ব্যাখ্যা-৩: এর উদ্দেশ্য ছিল বিপ্লবীদের দমন করা।

উত্তরঃ ব্যাখ্যা-৩: এর উদ্দেশ্য ছিল বিপ্লবীদের দমন করা।

 

(২.৫.২) বিবৃতি: ভারতীয়রা সাইমন কমিশন বর্জন করেছিল।
ব্যাখ্যা-১: কারণ স্যার সাইমন ছিলেন ভারত বিরোধী।
ব্যাখ্যা-২: কারণ ভারতীয়রা স্যার জন সাইমনকে পছন্দ করত না।
ব্যাখ্যা-৩: কারণ সাইমন কমিশনের কোনো ভারতীয় প্রতিনিধি ছিল না।

উত্তরঃ ব্যাখ্যা-৩: কারণ সাইমন কমিশনের কোনো ভারতীয় প্রতিনিধি ছিল না।

(২.৫.৩) বিবৃতি: বাংলায় নমঃশূদ্ররা আন্দোলন শুরু করেছিল।
ব্যাখ্যা-১: নমঃশূদ্ররা ব্রিটিশ শাসনের অবসান চেয়েছিল।
ব্যাখ্যা-২: বর্ণহিন্দুদের একাধিপত্য ও সামাজিক অত্যাচারের বিরুদ্ধে বিশেষ অধিকার অর্জন করে নিজেদের সামাজিক ও রাজনৈতিক অবস্থানকে মজবুত করতে চেয়েছিল।
ব্যাখ্যা-৩: নমঃশূদ্ররা চাকরির দাবি করেছিল।

উত্তরঃ ব্যাখ্যা-২: বর্ণহিন্দুদের একাধিপত্য ও সামাজিক অত্যাচারের বিরুদ্ধে বিশেষ অধিকার অর্জন করে নিজেদের সামাজিক ও রাজনৈতিক অবস্থানকে মজবুত করতে চেয়েছিল।

 

(২.৫.৪) বিবৃতি: অসহযোগ আন্দোলনে যোগ দিয়ে ছাত্ররা স্কুল কলেজ বর্জন করেন।
ব্যাখ্যা-১: তখন স্কুল কলেজে পড়াশোনা ভালোভাবে হত না।
ব্যাখ্যা-২: তখন ছাত্রদের পড়াশোনা ভালো লাগছিল না।
ব্যাখ্যা- ৩: ছাত্ররা ইংরেজদের শিক্ষাব্যবস্থা বর্জন করতে চেয়েছিল।

উত্তরঃ ব্যাখ্যা- ৩: ছাত্ররা ইংরেজদের শিক্ষাব্যবস্থা বর্জন করতে চেয়েছিল।

 

6 thoughts on “Madhyamik ABTA Test Papers 2024 : History Page 50”
    1. Please answer all hindi english version for hindi medium student and English medium student I hope all abta members help me
      .
      Thank you🙏

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!