Mon. Sep 16th, 2024

Madhyamik ABTA Test Papers 2024 : History Page 599

বিভাগ- ‘ক’ ১| সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো:

১.১ পণ্ডিত ‘উদয়শঙ্কর’ যুক্ত ছিলেন–
ক) নাট্য শিল্পে
খ) চিত্র শিল্পে
গ) নৃত্য শিল্পে
ঘ) চলচ্চিত্র শিল্পে।

১.২ কলিকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর করা হয় –
ক) ১৯১১ খ্রিস্টাব্দে
খ) ১৯১২ খ্রিস্টাব্দে
গ) ১৯১০ খ্রিস্টাব্দে
ঘ) ১৯০৯ খ্রিস্টাব্দে।

১.৩ ‘ন্যাশনাল থিয়েটারে’ প্রতিষ্ঠা হয়—
ক) ১৮৩২ খ্রিস্টাব্দে
খ) ১৮৫২ খ্রিস্টাব্দে
গ) ১৮৭২ খ্রিস্টাব্দে
ঘ) ১৮৯২ খ্রিস্টাব্দে।

১.৪ এশিয়ার কোন্ মেডিকেল কলেজে প্রথম ইউরোপীয় চিকিৎসা বিদ্যা শেখানো শুরু হয় –
ক) কলকাতা
খ) বোম্বাই
গ) পণ্ডিচেরি
ঘ) মাদ্রাজ।

১.৫ ‘বাঁশের কেল্লায়’ কামান আক্রমণের নির্দেশ দিয়েছিলেন–
ক) লর্ড কর্নওয়ালিশ
খ) লর্ড বেন্টিঙ্ক
গ) লর্ড ডালহৌসি
ঘ) লর্ড ক্যানিং।

আরও পড়ুনঃ 

Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution

Madhyamik ABTA Test Papers 2024 English Solution 

Madhyamik ABTA Test Papers 2024 History Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution

Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution

Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution 

১.৬ নীচের যে বিদ্রোহটি ইংরেজ কোম্পানির শাসনকালে সংঘটিত হয়—
ক) চুয়াড় বিদ্রোহ
খ) সাঁওতাল বিদ্রোহ
গ) মুণ্ডা বিদ্রোহ
ঘ) উল্লেখিত সবক’টি বিদ্রোহ।

১.৭ সন্ন্যাসী ফকির বিদ্রোহ প্রথম শুরু হয়—
ক) ঢাকায়
খ) রংপুরে
গ) ময়মনসিংহে
ঘ) ফরিদপুরে।

১.৮ ভারতীয় উপমহাদেশের ‘প্রথম মহিলা কলেজ‘ হল–
ক) বিদ্যাসাগর কলেজ
খ) বেথুন কলেজ
গ) হিন্দু কলেজ
ঘ) স্কটিশ চার্চ কলেজ।

১.৯ আধুনিক ভারতে প্রথম ব্যঙ্গচিত্র প্রকাশিত হয়েছিল-
ক) সোমপ্রকাশ পত্রিকায়
খ) বামাবোধিনী পত্রিকায়
গ) হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায়
ঘ) অমৃতবাজার পত্রিকায়।

১.১০ “বন্দমাতরম” সঙ্গীতটি রচিত হয়—
ক) ১৮৭০ খ্রিস্টাব্দে
খ) ১৮৭২ খ্রিস্টাব্দে
গ) ১৮৭৫ খ্রিস্টাব্দে
ঘ) ১৮৭৬ খ্রিস্টাব্দে।

১.১১ ‘শিশুশিক্ষা” গ্রন্থটি রচনা করেন—
ক) মদনমোহন তর্কালঙ্কার
খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
গ) রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ) রামসুন্দর বসাক।

১.১২ প্রথম ‘জাতীয় শিক্ষা‘ কথাটি ব্যবহার করেন-
ক) প্রসন্নকুমার ঠাকুর
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
গ) অবনীন্দ্রনাথ ঠাকুর
ঘ) সত্যেন্দ্রনাথ ঠাকুর।

১.১৩ ভারতে প্রথম ‘মে দিবস‘ পালিত হয়—
ক) লালা লাজপত রায়-এর নেতৃত্বে
খ) সিঙ্গারাভেল্লু চেট্টিয়ার নেতৃত্বে
গ) মানবেন্দ্রনাথ রায়-এর নেতৃত্বে
ঘ) মুজাফ্ফর আহমেদ-এর নেতৃত্বে।

১.১৪ ‘গণবাণী পত্রিকা’র সম্পাদক ছিলেন-
ক) কাজি নজরুল ইসলাম
খ) মুজাফ্ফর আহমেদ
গ) এস এস মিরজাফর
ঘ) অরবিন্দ ঘোষ।

১.১৫ ‘সারা ভারত কিষাণ সভা’ গঠিত হয়—
ক) ১৯৩৪ খ্রিস্টাব্দে
খ) ১৯৩৫ খ্রিস্টাব্দে
গ) ১৯৩৬ খ্রিস্টাব্দে
ঘ) ১৯৩৭ খ্রিস্টাব্দে।

১.১৬ ‘অ্যান্টি সার্কুলার সোসাইটি‘ প্রতিষ্ঠা করেন-
ক) পুলিনবিহারী বসু
খ) কৃষ্ণকুমার মিত্র
গ) সতীশচন্দ্র মুখোপাধ্যায়
ঘ) শচীন্দ্রপ্রসাদ বসু।

১.১৭ রাষ্ট্রীয় ‘স্ত্রী সংঘ’ প্রতিষ্ঠা করেছিলেন–
ক) বাসন্তী দেবী
খ) নেলী সেনগুপ্তা
গ) লীলা নাগ
ঘ) সরোজিনী নাইডু।

১.১৮ নমঃশূদ্র আন্দোলনের শুরু করেন-
ক) হরিচাঁদ ঠাকুর
খ) যোগেন মণ্ডল
গ) গুরুচাঁদ ঠাকুর
ঘ) প্রমথরঞ্জন ঠাকুর।

১.১৯ ‘সরকারি ভাষা আইন‘ পাস হয় –
ক) ১৯৬০ খ্রিস্টাব্দে
খ) ১৯৬১ খ্রিস্টাব্দে
গ) ১৯৬৩ খ্রিস্টাব্দে
ঘ) ১৯৬৫ খ্রিস্টাব্দে।

১.২০ সিকিম ভারতের সঙ্গে যুক্ত হয়—
ক) ১৯৬১ খ্রিস্টাব্দে
(খ) ১৯৭৫ খ্রিস্টাব্দে
(গ) ১৯৫৬ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৭৩ খ্রিস্টাব্দে।

 

আরও পড়ুনঃ 

Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution

Madhyamik ABTA Test Papers 2024 English Solution 

Madhyamik ABTA Test Papers 2024 History Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution

Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution

Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution 

বিভাগ-‘খ’ ২। যে কোনো ষোলোটি প্রশ্নের উত্তর দাও : (প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে প্রশ্নের উত্তর দিতে হবে) : 

উপবিভাগ : ২.১ একটি বাক্যে উত্তর দাও :

(২.১.১) ভারতের প্রথম স্বীকৃত ঐতিহাসিক গ্রন্থের নাম কী?

উত্তরঃ রাজতরঙ্গিনী। 

Note: রাজতরঙ্গিনী হল ভারতের প্রথম স্বীকৃত ঐতিহাসিক গ্রন্থ। এটি ১২শ শতকে কলহন রচিত একটি ঐতিহাসিক গ্রন্থ। এই গ্রন্থে কাশ্মীরের ইতিহাস বর্ণিত হয়েছে।

রাজতরঙ্গিনী একটি কবিতামূলক গ্রন্থ। এটিতে কাশ্মীরের রাজা তৃতীয় সূর্যমল্লের শাসনকাল থেকে শুরু করে ১২শ শতকের শেষ পর্যন্ত কাশ্মীরের ইতিহাস বর্ণিত হয়েছে।

রাজতরঙ্গিনী একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক গ্রন্থ। এটি কাশ্মীরের ইতিহাস সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে। এটি ভারতীয় সাহিত্যেও একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে।

 

(২.১.২) হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন?

উত্তরঃ গিরিশচন্দ্র ঘোষ। 

Note: হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা ১৮৭১ সালে কলকাতা থেকে প্রকাশিত হয়। এটি ভারতের প্রথম বাংলা ভাষার জাতীয়তাবাদী পত্রিকা।

হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন গিরিশচন্দ্র ঘোষ। তিনি ছিলেন একজন বিশিষ্ট আইনজীবী ও সাংবাদিক।

হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা ভারতীয় জাতীয়তাবাদের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই পত্রিকা ভারতীয়দের মধ্যে জাতীয়তাবাদী চেতনা জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

 

(২.১.৩) ভারতের প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ গড়ে ওঠে কোথায়?

উত্তরঃ খড়গপুরে। 

Note: ভারতের প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ হল খড়গপুর ইঞ্জিনিয়ারিং কলেজ। এই কলেজ ১৮৪৭ সালে প্রতিষ্ঠিত হয়।

খড়গপুর ইঞ্জিনিয়ারিং কলেজ ভারতের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী ইঞ্জিনিয়ারিং কলেজ। এই কলেজ থেকে অনেক বিশিষ্ট ইঞ্জিনিয়ার ও বিজ্ঞানী উঠে এসেছেন।

 

(২.১.৪) ‘সত্যশোধক সমাজ’ প্রতিষ্ঠা করেন কে?

উত্তরঃ জ্যোতিবা ফুলে। 

Note: সত্যশোধক সমাজ ১৮৭৩ সালে জ্যোতিবা ফুলে প্রতিষ্ঠা করেন। এই সমাজ হিন্দু সমাজে নারী ও দলিতদের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করত।

সত্যশোধক সমাজ হিন্দু সমাজে নারী ও দলিতদের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই সমাজ হিন্দু সমাজে নারী ও দলিতদের মধ্যে শিক্ষা ও সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

 

 

উপবিভাগ : ২.২ ঠিক বা ভুল নির্ণয় করো :

(২.২.১) গ্রিসে প্রথম নাট্যচর্চার উদ্ভব ঘটেছিল।

উত্তরঃ ঠিক। 

ব্যাখ্যাঃ নাট্যচর্চার উদ্ভব ঘটেছিল প্রাচীন গ্রিসে। খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতাব্দীতে গ্রিসে প্রথম নাট্যচর্চার উদ্ভব ঘটে। গ্রিক নাটকগুলি সাধারণত তিনটি অংশে বিভক্ত ছিল: প্রোলোগোস (prologue), পর্ব (episodes), এবং এপিলোগোস (epilogue)। গ্রিক নাটকগুলির প্রধান বিষয়বস্তু ছিল ট্র্যাজেডি ও কমেডি।

গ্রিক নাটকচর্চা বিশ্বের নাট্যচর্চার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গ্রিক নাটকগুলির নাট্যকৌশল ও বিষয়বস্তু পরবর্তীকালের নাট্যকারদেরকে অনুপ্রাণিত করে।

 

(২.২.২) লর্ড বেন্টিঙ্কের শিক্ষা সচিব ছিলেন স্যার টমাস ব্যারিংটন মেকলে।

উত্তরঃ ঠিক।

ব্যাখ্যাঃ লর্ড বেন্টিঙ্ক ছিলেন ভারতের তৃতীয় গভর্নর-জেনারেল। তিনি ১৮৩৩ সালে ভারতে শিক্ষার জন্য একটি নীতিমালা প্রণয়ন করেন। এই নীতিমালায় তিনি উল্লেখ করেন যে, ভারতে শিক্ষার লক্ষ্য হবে ভারতীয়দের মধ্যে ব্রিটিশ রীতিনীতি ও জ্ঞানের প্রসার ঘটানো।

লর্ড বেন্টিঙ্কের শিক্ষা নীতিমালার প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তাঁর শিক্ষা সচিব স্যার টমাস ব্যারিংটন মেকলে। মেকলে ছিলেন একজন ব্রিটিশ ইতিহাসবিদ ও শিক্ষাবিদ। তিনি বিশ্বাস করতেন যে, ভারতীয়দের মধ্যে ব্রিটিশ শিক্ষার প্রসার ঘটানোর মাধ্যমে ভারতকে ব্রিটিশ সাম্রাজ্যের একটি অংশে পরিণত করা সম্ভব।

 

(২.২.৩) ‘বিশে ডাকাত’ নামে পরিচিত ছিলেন বিষ্ণুচরণ বিশ্বাস।

উত্তরঃ ভুল। 

ব্যাখ্যাঃ বিশ্বনাথ সর্দার ছিলেন বাংলার নীল বিদ্রোহের অন্যতম প্রধান নেতা। তিনি ছিলেন একজন সাহসী ও বুদ্ধিমান কৃষক। তিনি নীলচাষিদেরকে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংগ্রামে ঐক্যবদ্ধ করতে সক্ষম হন।

ইংরেজ ঐতিহাসিকরা বিশ্বনাথ সর্দারকে তার রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য ‘বিশে ডাকাত’ নামে আখ্যায়িত করেছেন। এই আখ্যায়টি ছিল ব্রিটিশ সরকারের একটি প্রচারণা। তারা বিশ্বনাথ সর্দারকে একটি ডাকাত হিসেবে চিত্রিত করে নীলচাষিদের মধ্যে তার প্রভাবকে ছোট করার চেষ্টা করেছিল।

কিন্তু বিশ্বনাথ সর্দার ছিলেন একজন ন্যায়নিষ্ঠ ও দেশপ্রেমিক মানুষ। তিনি নীলচাষিদের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছিলেন। তিনি নীলচাষিদের মধ্যে একজন আদর্শ নেতা হিসেবে পরিচিত ছিলেন।

বিশ্বনাথ সর্দার ১৮৫৭ সালের নীল বিদ্রোহে নেতৃত্ব দেন। এই বিদ্রোহটি বাংলার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এই বিদ্রোহের মাধ্যমে নীলচাষিরা তাদের অধিকারের জন্য ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংগ্রাম করেছিল।

বিশ্বনাথ সর্দার নীল বিদ্রোহের নেতৃত্বে থাকার কারণে ব্রিটিশ সরকারের হাতে ধরা পড়েন এবং ফাঁসি দেওয়া হয়। কিন্তু তার মৃত্যুর পরও নীলচাষিদের মধ্যে তার প্রভাব বিদ্যমান ছিল।

 

(২.২.৪) বিশ্বভারতীর প্রথম উপাচার্য ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর।

উত্তরঃ ভুল।

ব্যাখ্যাঃ রবীন্দ্রনাথ ঠাকুর ১৯০১ সালে বোলপুরের নিকটস্থ শান্তিনিকেতন আশ্রমে “ব্রহ্মচর্যাশ্রম” নামে একটি বিদ্যালয় স্থাপন করেন। ১৯২১ সালে তিনি এই বিদ্যালয়টিকে “বিশ্বভারতী” নামকরণ করেন। বিশ্বভারতীর লক্ষ্য ছিল ভারতীয় ও বিশ্ব সংস্কৃতির সমন্বয়সাধন করে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা।

১৯৫১ সালে ভারত সরকার বিশ্বভারতীকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা প্রদান করে। ১৯৫১ সালের ১৯ মে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু বিশ্বভারতীর প্রথম আচার্য হিসেবে নিযুক্ত হন। কবিপুত্র রথীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বিশ্বভারতীর প্রথম উপাচার্য।

বিশ্বভারতী একটি বিশ্বখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান। এখানে বিভিন্ন বিষয়ে উচ্চতর শিক্ষা দেওয়া হয়। বিশ্বভারতীর প্রাক্তনীদের মধ্যে রয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন, অস্কারবিজয়ী চিত্র-পরিচালক সত্যজিৎ রায়, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী প্রমুখ।

 

উপবিভাগ : ২.৩ ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও :

‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ
(২.৩.১) জয়প্রকাশ নারায়ণ (১) ভাইকম সত্যাগ্রহ
(২.৩.২) শিবনাথ শাস্ত্রী (২) দলিত আন্দোলন
(২.৩.৩) শ্রীনারায়ণ গুরু (৩) সমাজতান্ত্রিক আন্দোলন
(২.৩.৪) বাবাসাহেব আম্বেদকর (৪) ব্রাহ্মসমাজ আন্দোলন

উত্তরঃ 

‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ
(২.৩.১) জয়প্রকাশ নারায়ণ (৩) সমাজতান্ত্রিক আন্দোলন
(২.৩.২) শিবনাথ শাস্ত্রী (৪) ব্রাহ্মসমাজ আন্দোলন
(২.৩.৩) শ্রীনারায়ণ গুরু (১) ভাইকম সত্যাগ্রহ
(২.৩.৪) বাবাসাহেব আম্বেদকর (২) দলিত আন্দোলন

 

উপবিভাগ : ২.৪ প্রদত্ত ভারতবর্ষের রেখামানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো ও নাম লেখো:
(২.৪.১) মহাবিদ্রোহের (১৮৫৭) একটি কেন্দ্ৰ – ঝাঁসি।
(২.৪.২) নীলবিদ্রোহের অন্যতম কেন্দ্র – যশোহর নদীয়া।
(২.৪.৩) মুণ্ডা বিদ্রোহের এলাকা।
(২.৪.৪) দেশীয় রাজ্য জুনাগড়।

 

 

উপবিভাগ : ২.৫ নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো :

(২.৫.১) বিবৃতি: ১৯২৯ খ্রিস্টাব্দে ভারত সরকার মীরাট ষড়যন্ত্র মামলা শুরু করে।
ব্যাখ্যা-১: এর উদ্দেশ্য ছিল শ্রমিক আন্দোলন দমন করা।
ব্যাখ্যা-২: এর উদ্দেশ্য ছিল বিপ্লবী কার্যকলাপ বন্ধ করা।
ব্যাখ্যা-৩: এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী বিস্তৃত সাম্যবাদী কার্যকলাপ দমন করা।

উত্তরঃ ব্যাখ্যা-৩: এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী বিস্তৃত সাম্যবাদী কার্যকলাপ দমন করা।

 

(২.৫.২) বিবৃতি : স্বাধীনতা আন্দোলনে প্রীতিলতা ওয়াদ্দেদার স্মরণীয় হয়ে আছেন।
ব্যাখ্যা-১: তিনি চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠনে সাহায্য করেছিলেন।
ব্যাখ্যা-২: তিনি চট্টগ্রামের পাহাড়তলির ইউরোপীয়ান ক্লাব আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
ব্যাখ্যা-৩: তিনি বিপ্লবীদের সাহায্য করেছিলেন।

উত্তরঃ ব্যাখ্যা-২: তিনি চট্টগ্রামের পাহাড়তলির ইউরোপীয়ান ক্লাব আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

 

(২.৫.৩) বিবৃতি: নমঃশূদ্ররা দলিত আন্দোলনে শামিল হয়েছিলেন।
ব্যাখ্যা-১: তাঁরা সামাজিক অবস্থানের উন্নয়ন চেয়েছিলেন।
ব্যাখ্যা-২: তাঁরা ব্রাহ্মণত্বের দাবি আদায় করতে চেয়েছিলেন।
ব্যাখ্যা-৩: রাজনৈতিক ক্ষমতা অর্জন ও সরকারি চাকরি ক্ষেত্রে সুবিধা চেয়েছিলেন।

উত্তরঃ ব্যাখ্যা-৩: রাজনৈতিক ক্ষমতা অর্জন ও সরকারি চাকরি ক্ষেত্রে সুবিধা চেয়েছিলেন।

 

(২.৫.৪) বিবৃতি: ১৯৫০ খ্রিস্টাব্দের দিল্লি চুক্তি সাক্ষরিত হয়।
ব্যাখ্যা-১: এই চুক্তিতে ভারত পাকিস্তান সাম্প্রদায়িক সমস্যা সমাধানের কথা বলা হয়।
ব্যাখ্যা-২: এই চুক্তিতে উদ্বাস্তু সমস্যা সমাধানের কথা বলা হয়।
ব্যাখ্যা-৩: এই চুক্তিতে ভাষাগত সমস্যা সমাধানের কথা বলা হয় ।

উত্তরঃ ব্যাখ্যা-২: এই চুক্তিতে উদ্বাস্তু সমস্যা সমাধানের কথা বলা হয়।

আরও পড়ুনঃ 

Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution

Madhyamik ABTA Test Papers 2024 English Solution 

Madhyamik ABTA Test Papers 2024 History Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution

Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution

Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!