Madhyamik ABTA Test Papers 2024 : History Page 93
বিভাগ- ‘ক’ ১| সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো:
১.১ ভারতে নিম্নবর্গের ইহিহাসচর্চার প্রবক্তা হলেন –
(ক) রজনীপাম দত্ত
(খ) সুমিত সরকার
(গ) রমেশচন্দ্র মজুমদার
(গ) রণজিৎ গুহ।
১.২ ‘বাংলা চলচ্চিত্রের জনক’ বলা হয় –
(ক) সত্যজিৎ রায়কে
(খ) দাদাসাহেব ফালকেকে
(গ) হীরালাল সেনকে
(ঘ) জ্যোতিষ ব্যানার্জিকে।
১.৩ ‘ভারতের সংবাদপত্রের মুক্তিদাতা‘ বলা হয় —
(ক) লর্ড ওয়েলেসলিকে
(খ) চার্লস মেটকাফকে
(গ) উইলিয়াম বেন্টিঙ্ককে
(ঘ) লর্ড ডালহৌসিকে।
১.৪ কলকাতা মেডিক্যাল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন –
(ক) ডাঃ এম জে ব্রামলি
(খ) ডাঃ এইচ এইচ গুডিভ
(গ) ডাঃ এন ওয়ালিশ
(ঘ) ডাঃ জে গ্রান্ট।
১.৫ ‘অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন‘ প্রতিষ্ঠা করেন –
(ক) কেশবচন্দ্র সেন
(খ) প্যারীচাঁদ মিত্র
(গ) কৃষ্ণমোহন ব্যানার্জি
(ঘ) হেনরি ডিরোজিও।
১.৬ ‘উলগুলান’ শব্দটি যে বিদ্রোহের সঙ্গে সম্পর্কিত –
(ক) কোল বিদ্রোহ
(খ) সাঁওতাল বিদ্রোহ
(গ) মুণ্ডা বিদ্রোহ
(ঘ) চুয়াড় বিদ্রোহ।
১.৭ বাংলায় প্রথম ‘ফিল্ড জার্নালিস্ট‘ নামে পরিচিত ছিলেন –
(ক) হরিশচন্দ্র মুখোপাধ্যায়
(খ) শিশিরকুমার ঘোষ
(গ) উমেশচন্দ্ৰ দত্ত
(ঘ) অক্ষয়কুমার দত্ত।
১.৮ ‘এইটটিন ফিফটি সেভেন‘ গ্রন্থটির লেখক হলেন –
(ক) সুরেন্দ্রনাথ সেন
(খ) শশীভূষণ চৌধুরী
(গ) পি সি যোশি
(ঘ) বিপানচন্দ্ৰ।
১.৯ ‘দেশীয় ভাষায় সংবাদপত্র আইন‘ পাস করেন –
(ক) লর্ড কার্জন
(খ) লর্ড নর্থব্রুক
(গ) লর্ড রিপন
(ঘ) লর্ড লিটন।
১.১০ ‘বর্তমান ভারত’ গ্রন্থটি যে পত্রিকায় প্রকাশিত হয় –
(ক) প্রবাসীতে
(খ) দেশে
(গ) উদ্বোধন-এ
(ঘ) বঙ্গদর্শনে।
১.১১ ‘শিশু শিক্ষা’ (১৮৪৯ খ্রিস্টাব্দ) গ্রন্থটির রচয়িতা হলেন –
(ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(খ) মদনমোহন তর্কালঙ্কার
(গ) রবীন্দ্রনাথ ঠাকুর
(ঘ) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী।
১.১২ জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি ছিলেন –
(ক) রাসবিহারী ঘোষ
(খ) অরবিন্দ ঘোষ
(গ) সুবোধচন্দ্র মল্লিক
(ঘ) আশুতোষ চৌধুরী।
১.১৩ বঙ্গভঙ্গের প্রতিবাদে সর্বপ্রথম বয়কটের ডাক দিয়েছিলেন –
(ক) কৃষ্ণকুমার মিত্র
(খ) সুরেন্দ্রনাথ ব্যানার্জি
(গ) অশ্বিনীকুমার দত্ত
(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর।
১.১৪ তাম্রলিপ্ত জাতীয় সরকারের নেতৃত্ব গ্রহণ করেন –
(ক) বীরেন্দ্রনাথ শাসমল
(খ) সতীশচন্দ্র সামন্ত
(গ) রামচন্দ্র বেরা
(ঘ) অবনী মুখার্জি।
১.১৫ তাসখন্দে প্রথম ‘ভারতীয় কমিউনিস্ট পার্টি‘ প্রতিষ্ঠা করেন –
(ক) ভূপেন্দ্রনাথ দত্ত
(খ) সিঙ্গারাভেল চেট্টিয়ার
(গ) মানবেন্দ্রনাথ রায়
(ঘ) এস এ ডাঙ্গে।
আরও পড়ুনঃ
Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution
Madhyamik ABTA Test Papers 2024 English Solution
Madhyamik ABTA Test Papers 2024 History Solution
Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution
Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution
Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution
Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution
১.১৬ ‘ভারতীয় বিপ্লববাদের জননী‘ বলা হয় –
(ক) অ্যানিবেসান্তকে
(খ) ভগিনী নিবেদিতাকে
(গ) মাতঙ্গিনী হাজরাকে
(ঘ) ভিকাজি রুস্তমজি কামাকে।
১.১৭ চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে নেতৃত্ব দিয়েছিলেন –
(ক) সূর্য সেন
(খ) গণেশ ঘোষ
(গ) লোকনাথ বল
(ঘ) প্রীতিলতা ওয়াদ্দেদার।
১.১৮ ‘সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি‘ ঘোষণা করেন –
(ক) লর্ড আরউইন
(খ) র্যামসে ম্যাকডোনাল্ড
(গ) লর্ড লিনলিথগো
(ঘ) লর্ড ওয়াভেল।
১.১৯ ‘ভারতীয় স্বাধীনতা আইন‘ পাস হয়েছিল –
(ক) ২৬ জানুয়ারি ১৯৪৭ খ্রিস্টাব্দে
(খ) ১৮ জুলাই ১৯৪৭ খ্রিস্টাব্দে
(গ) ২৬ জানুয়ারি ১৯৫০ খ্রিস্টাব্দে
(ঘ) ১৫ আগস্ট ১৯৫০ খ্রিস্টাব্দে।
১.২০ ‘দ্য মার্জিন্যাল মেন‘ (প্রান্তিক মানব) গ্রন্থের রচয়িতা হলেন –
(ক) খুশবন্ত সিং
(খ) ভীষ্ম সাহানি
(গ) মণিকুন্তলা সেন
(ঘ) প্রফুল্ল চক্রবর্তী।
বিভাগ-‘খ’ ২ । যে কোনো ষোলোটি প্রশ্নের উত্তর দাও :
(প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি প্রশ্নের উত্তর দাও) :
উপবিভাগ : ২.১ একটি বাক্যে উত্তর দাও :
(২.১.১) ‘নতুন সামাজিক ইতিহাস‘-এর মুখপত্রের নাম কী?
উত্তরঃ সোশ্যাল সায়েন্স হিস্ট্রি।
(২.১.২) কাকে ‘মেদিনীপুরের লক্ষ্মীবাঈ‘ বলা হয়?
উত্তরঃ মেদিনীপুরের লক্ষীবাঈ রানী শিরোমণিকে বলা হয়।
(২.১.৩) ‘শৃঙ্খল-ঝঙ্কার” নামক আত্মজীবনীটি কার লেখা?
উত্তরঃ বীণা দাস।
(২.১.৪) ‘অপারেশন পোলো’ নেতৃত্বে কে ছিলেন?
উত্তরঃ জয়ন্তনাথ চৌধুরী।
আরও পড়ুনঃ
Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution
Madhyamik ABTA Test Papers 2024 English Solution
Madhyamik ABTA Test Papers 2024 History Solution
Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution
Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution
Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution
Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution
উপবিভাগ : ২.২ ঠিক বা ভুল নির্ণয় করো :
(২.২.১) রাজা রামমোহন রায় ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের জন্য লর্ড উইলিয়াম বেন্টিঙ্ককে চিঠি লিখেছিলেন।
উত্তরঃ ভুল।
ব্যাখ্যাঃ রাজা রামমোহন রায় ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের জন্য লর্ড আমহার্টকে চিঠি লিখেছিলেন।
(২.২.২) ১৮৫৮ খ্রিস্টাব্দের ১ নভেম্বর মহারানির ঘোষণা জারি করা হয়।
উত্তরঃ ঠিক।
(২.২.৩) হিকির ‘বেঙ্গল গেজেট‘ পত্রিকাটি একমাস অন্তর প্রকাশিত হত।
উত্তরঃ ভুল।
ব্যাখ্যাঃ
(২.২.৪) লবণ আইন ভঙ্গের মাধ্যমে ‘আইন অমান্য আন্দোলনে‘র সূচনা হয়।
উত্তরঃ ভুল।
ব্যাখ্যাঃ লবণ আইন ভঙ্গের মাধ্যমে ভারতে আইন অমান্য আন্দোলনের সূচনা হয়।
উপবিভাগ : ২.৩ ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও :
‘ক’ স্তম্ভ | ‘খ’ স্তম্ভ |
(২.৩.১) কেশবচন্দ্র সেন | (১) বাংলার নানাসাহেব |
(২.৩.২) রামরতন মল্লিক | (২) ভাইকম সত্যাগ্রহ |
(২.৩.৩) সুরেন্দ্রনাথ সেন | (৩) তিন আইন |
(২.৩.৪) শ্রীনারায়ণ গুরু | (৪) সামস্ততান্ত্রিক প্রতিক্রিয়া |
উত্তরঃ
‘ক’ স্তম্ভ | ‘খ’ স্তম্ভ |
(২.৩.১) ভারত সভার প্রাণপুরুষ | (২) ভাইকম সত্যাগ্রহ |
(২.৩.২) বঙ্গভাষা প্রকাশিকা সভার সভাপতি | (৪) সামস্ততান্ত্রিক প্রতিক্রিয়া |
(২.৩.৩) কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতক | (১) বাংলার নানাসাহেব |
(২.৩.৪) জমিদার সভার সভাপতি | (৩) তিন আইন |
উপবিভাগ : ২.৪ প্রদত্ত ভারতবর্ষের রেখামানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করো :
(২.৪.১) জাতীয় মহাফেজ খানা – দিল্লি।
(২.৪.২) সন্ন্যাসী ফকির বিদ্রোহের কেন্দ্র – ঢাকা।
(২.৪.৩) সিপাহী বিদ্রোহের কেন্দ্র – ব্যারাকপুর।
(২.৪.৪) বারদৌলি সত্যাগ্রহে অঞ্চল – বারদৌলি।
উপবিভাগ : ২.৫ নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক বাক্য নির্বাচন করো :
(২.৫.১) বিবৃতি: “হিন্দু প্যাট্রিয়ট‘ পত্রিকাটি বিশেষ গুরুত্বপূর্ণ ছিল কারণ –
ব্যাখ্যা-১: এর মাধ্যমে বাংলা তথা ভারতের ছাত্রসমাজকে ব্রিটিশ বিরোধী আন্দোলনে অনুপ্রাণিত করা হয়।
ব্যাখ্যা-২: এর মাধ্যমে ভারতবাসীর দাবি-দাওয়াগুলি তুলে ধরা হয়।
ব্যাখ্যা-৩: এই পত্রিকা নীলকর সাহেবদের অত্যাচারের সমালোচনা করে।
উত্তরঃ ব্যাখ্যা-৩: এই পত্রিকা নীলকর সাহেবদের অত্যাচারের সমালোচনা করে।
(২.৫.২) বিবৃতি: বিদ্যাসাগর রচিত বর্ণপরিচয় এক নতুন যুগের সূচনা করে।
ব্যাখ্যা- ১: বর্ণপরিচয় একটি আদর্শ শিশুপাঠ্য।
ব্যাখ্যা-২: বর্ণপরিচয় একটি নীতিবোধমূলক সাহিত্য গ্রন্থ।
ব্যাখ্যা-৩: বর্ণপরিচয়ে বাংলাভাষা নির্দিষ্ট রূপ লাভ করে।
উত্তরঃ ব্যাখ্যা- ১: বর্ণপরিচয় একটি আদর্শ শিশুপাঠ্য।
(২.৫.৩) বিবৃতি: ১৯২১-২২ খ্রিস্টাব্দে যুক্তপ্রদেশে ‘একা’ বা ‘একতা‘ আন্দোলন শুরু হয়।
ব্যাখ্যা-১: সামস্ততান্ত্রিক অনাচারের বিরুদ্ধে কৃষকরা ঐক্যবদ্ধ থাকার শপথ গ্রহণ করে।
ব্যাখ্যা-২: নেতা ছাড়াই কৃষকরা একা একাই আন্দোলন গড়ে তুলেছিল।
ব্যাখ্যা-৩: যুক্তপ্রদেশের একা নামক অঞ্চলে এই আন্দোলনের সূত্রপাত ঘটে।
উত্তরঃ ব্যাখ্যা-১: সামস্ততান্ত্রিক অনাচারের বিরুদ্ধে কৃষকরা ঐক্যবদ্ধ থাকার শপথ গ্রহণ করে।
(২.৫.৪) বিবৃতি: ভারত সরকার ১৯২৯ খ্রিস্টাব্দে মীরাট ষড়যন্ত্র মামলা শুরু করে।
ব্যাখ্যা-১: এর উদ্দেশ্য ছিল বিপ্লবীদের দমন করা।
ব্যাখ্যা-২: এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী আন্দোলন দমন করা।
ব্যাখ্যা-৩: এর উদ্দেশ্য ছিল আইন অমান্য আন্দোলন দমন করা।
উত্তরঃ ব্যাখ্যা-১: এর উদ্দেশ্য ছিল বিপ্লবীদের দমন করা।
আরও পড়ুনঃ
Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution
Madhyamik ABTA Test Papers 2024 English Solution
Madhyamik ABTA Test Papers 2024 History Solution
Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution
Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution
Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution
Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution