Wed. Dec 4th, 2024

Madhyamik ABTA Test Papers 2024 : Life Science Page 507

বিভাগ ‘ক’ 1. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ লেখো :

1.1 উদ্ভিদের একটি বহিঃস্থ উদ্দীপক হল –
(a) Ca2+
(b) অক্সিন
(c) জিব্বেরেলিন
(d) অভিকর্ষ বল।

1.2 ক্যালোরিজেনিক হরমোনটি হল-
(a) থাইরক্সিন
(b) ADH
(c) ইনসুলিন
(d) গ্লুকাগণ।

1.3 সঠিক প্রতিবর্ত পথটি হল-
(a) গ্রাহক → কারক → বহির্বাহীস্নায়ু → স্নায়ুকেন্দ্র → অন্তর্বাহীস্নায়ু।
(b) স্নায়ুকেন্দ্র → গ্ৰাহক → অন্তর্বাহীস্নায়ু → কারক → বহির্বাহীস্নায়ু।
(c) বহির্বাহীস্নায়ু → গ্রাহক → অন্তর্বাহীস্নায়ু → স্নায়ুকেন্দ্র → কারক।
(d) গ্রাহক → অন্তর্বাহীস্নায়ু → স্নায়ুকেন্দ্র → বহির্বাহীস্নায়ু → কারক।

1.4 একটি উদ্ভিদের মূলরোমের কোশে ক্রোমোজোম সংখ্যা 16 হলে ঐ উদ্ভিদের সস্য নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা হবে –
(a) 16টি
(b) 8টি
(c) 24টি
(d) 64টি।

1.5 মাইটোসিসের যে দশায় ক্রোমোজোম সংখ্যা সঠিকভাবে গণনা করা যায় সেই দশাটি হল –
(a) প্রোফেজ
(b) মেটাফেজ
(c) অ্যানাফেজ
(d) টেলোফেজ।

1.6 সঠিক জোড়টি নির্বাচন করে লেখো –
(a) বহু বিভাজন-হাইড্ৰা
(b) খণ্ডীভবন-স্পাইরোগাইরা
(c) পুনরুৎপাদন-অ্যামিবা
(d) কোরকোদগম-প্ল্যানেরিয়া ।

1.7 মটর গাছের ক্ষেত্রে কোনটি প্রচ্ছন্ন গুণ তা শণাক্ত করে। করো –
(a) বীজপত্রের বর্ণ-হলুদ
(b) ফুলের বর্ণ-সাদা
(c) ফলের আকৃতি-স্ফীত
(d) ফলের বর্ণ-সবুজ।

1.8 মানুষের ডিম্বাণুর ক্রোমোজোম বিন্যাসটি হল-
(a) 44A+XX
(b) 44A+XY
(c) 22A + X
(d) 22A+Y.

1.9 হিমোফিলিয়া-A বা রয়্যাল হিমোফিলিয়া হয় কোন্ ফ্যাক্টরটির অভাবে?
(a) ফ্যাক্টর-VII
(b) ফ্যাক্টর-VIII
(c) ফ্যাক্টর-IX
(d) ফ্যাক্টর-X

আরও পড়ুনঃ 

Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution

Madhyamik ABTA Test Papers 2024 English Solution 

Madhyamik ABTA Test Papers 2024 History Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution

Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution

Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution 

1.10 অমেরুদণ্ডী প্রাণীদের বিবর্তনে সব থেকে শেষে আবির্ভূত হয় যে পর্বটি সেটি হল-
(a) অ্যানেলিডা
(b) আর্থোপোডা
(c) একাইনোডার্মাটা
(d) মোলাস্কা।

1.11 ঘোড়ার বিবর্তনের সঠিক পর্যায়ক্রমটি হল-
(a) ইওহিপ্পাস → মেরিচিপ্পাস → মেসোহিপ্পাস → প্লায়োহিপ্পাস → ইক্যুয়াস।
(b) ইওহিপ্পাস → মেসোহিপ্পাস → মেরিচিপ্পাস → প্লায়োহিপ্পাস → ইক্যুয়াস।
(c) ইওহিপ্পাস → প্লায়োহিপ্পাস → ইক্যুয়াস → মেসোহিপ্পাস → মেরিচিপ্পাস।
(d) ইওহিপ্পাস → ইক্যুয়াস → মেরিচিপ্পাস → মেসোহিপ্পাস → প্লায়োহিপ্পাস।

1.12 নীচের কোনটি উদ্‌স্থৈতিক অঙ্গ?
(a) স্পর্শেন্দ্রিয় রেখা
(b) পটকা
(c) বহিঃকর্ণ
(d) লেজ।

1.13 ‘ব্ল্যাক লাং‘ ডিজিজ সৃষ্টি করে-
(a) গ্রীণ হাউস গ্যাস
(b) কৃষিক্ষেত্রের বর্জ্য।
(c) কারখানার উড়ন্ত ছাই
(d) অনুজীব।

1.14 পারদ দূষণের ফলে সৃষ্ট মানবদেহের রোগটি হল-
(a) কলেরা
(b) ডিসলেক্সিয়া
(c) মিনামাটা
(d) ব্রংকাইটিস।

1.15 ক্রায়োসংরক্ষণ পদ্ধতিতে ব্যবহার করা হয়-
(a) তরল হাইড্রোজেন
(b) তরল নাইট্রোজেন
(c) তরল কার্বন-ডাই-অক্সাইড
(d) তরল C.F.C.

 

 

বিভাগ-‘খ’2. নীচের 26টি প্রশ্ন থেকে যে কোনো 21টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো :

নীচের বাক্যগুলোর শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও : (যে কোনো পাঁচটি) :

2.1 নারকেলের তরল শস্যে ______ নামক ফাইটোহরমোন থাকে।

উত্তরঃ সাইটোকাইনিন 

 

2.2 DNA-তে গুয়ানিনের পরিপূরক ক্ষারটি হল ______।

উত্তরঃ সাইটোসিন 

 

2.3 পুরুষ মানুষের দু-প্রকার শুক্রাণু তৈরি হয় তাই এদের ______ বলে।

উত্তরঃ হেটেরোগ্যামেটিক 

 

2.4 কালকাসুন্দার ______ হল নিষ্ক্রিয় অঙ্গ।

উত্তরঃ স্ট্যামিনোড 

 

2.5 ভারতবর্ষে জীববৈচিত্র হটস্পটের সংখ্যা ______ টি।

উত্তরঃ ৪ (চার)

 

2.6 বোটানিক্যাল গার্ডেন হল ______ সংরক্ষণের উদাহরণ।

উত্তরঃ এক্স-সিটু 

 

নীচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরুপণ করো : (যে কোনো পাঁচটি) :

2.7 স্নায়ু যোগকলার আবরণে আবৃত থাকে।

উত্তরঃ সত্য। 

 

2.8 মিয়োসিসে নিউক্লিয়াস দুবার বিভাজিত হয়।

উত্তরঃ সত্য। 

 

2.9 পদ্ম একটি জলপরাগী ফুল।

উত্তরঃ মিথ্যা। 

ব্যাখ্যাঃ পদ্ম একটি পতঙ্গপরাগী ফুল।

 

2.10 কুমীরের হৃৎপিণ্ডে চারটি প্রকোষ্ঠ থাকে ।

উত্তরঃ সত্য। 

 

2.11 কলেরার জন্য দায়ী অণুজীবটি হল আদ্যপ্রাণী।

উত্তরঃ মিথ্যা। 

ব্যাখ্যাঃ কলেরার জন্য দায়ী অণুজীবটি হল ব্যাকটেরিয়া বা মনেরা (ভিব্রিও কলেরী)।

 

2.12 এশিয়াটিক সিংহ একটি বিপন্ন প্রজাতি ।

উত্তরঃ সত্য। 

 

আরও পড়ুনঃ 

Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution

Madhyamik ABTA Test Papers 2024 English Solution 

Madhyamik ABTA Test Papers 2024 History Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution

Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution

Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution 

‘A’ স্তম্ভে দেওয়া শব্দের সাথে ‘B’ স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নং উল্লেখসহ সঠিক জোড়টি পুনরায় লেখো : (যে কোনো পাঁচটি) :

A স্তম্ভ B স্তম্ভ
2.13 নাইট্রোজেনযুক্ত উদ্ভিদ হরমোন (a) ছত্রাক
2.14 বাইসেপস পেশি (b) রেডপাণ্ডা
2.15 পেরিয়ার অভয়ারণ্য (c) অক্সিন
2.16 সিঙ্ঘালীলা ন্যাশনাল পার্ক (d) জিব্বেরেলিন
2.17 জিন (e) কেরালা
2.18 চলরেণু (f) লোকাস
(g) ফ্লেক্সর

উত্তরঃ 

A স্তম্ভ B স্তম্ভ
2.13 নাইট্রোজেনযুক্ত উদ্ভিদ হরমোন (c) অক্সিন
2.14 বাইসেপস পেশি (g) ফ্লেক্সর
2.15 পেরিয়ার অভয়ারণ্য (e) কেরালা
2.16 সিঙ্ঘালীলা ন্যাশনাল পার্ক (b) রেডপাণ্ডা
2.17 জিন (f) লোকাস
2.18 চলরেণু  (a) ছত্রাক

 

একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও : (যে কোনো ছয়টি) :

2.19 বিসদৃশ শব্দটি বেছে নিয়ে লেখো – FSH, TSH, ICSH, LTH ।

উত্তরঃ TSH

ব্যাখ্যাঃ FSH, ICSH, LTH প্রভৃতি হরমোনগুলি জনন গ্রন্থি থেকে নিঃসৃত হয় কিন্তু TSH থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হয়। 

 

2.20 মেনিনজেস এর কাজ কী?

উত্তরঃ মস্তিষ্ককে বিভিন্ন ধরণের আঘাত থেকে রক্ষা করা। 

 

2.21 নীচের প্রথম শব্দ জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দ জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও :

মাইটোসিস : ভ্রূণমূল :: মিয়োসিস : ______।

উত্তরঃ মাইটোসিস : ভ্রূণমূল :: মিয়োসিস : বীজ 

 

2.22 অটজোমঘটিত একটি বংশগত রোগের নাম লেখো।

উত্তরঃ থ্যালাসেমিয়া 

 

2.23 প্রকরণ কাকে বলে?

উত্তরঃ যৌন জননের সময় জিন পরিবর্তন বা পরিবেশের প্রভাবে একই প্রজাতির জীবের মধ্যে যে পার্থক্য দেখা যায়, তাকে প্রকরণ বলে। 

 

2.24 প্লিকা সেমিলুনারিস কী?

উত্তরঃ প্লিকা সেমিলুনারিস হল চোখের মধ্যবর্তী ক্যান্থাসে বুলবার কনজাংটিভা- এর একটি ছোট ভাঁজ।

 

2.25 নীচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত। সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো

উদ্ভিদের মুকুল, ঊষাইট, ক্রায়োসংরক্ষণ, উদ্ভিদের কলা।

উত্তরঃ ক্রায়োসংরক্ষণ

ব্যাখ্যাঃ উদ্ভিদের মুকুল, ঊষাইট, উদ্ভিদের কলা প্রভৃতি অঙ্গগুলিকে ক্রায়োসংরক্ষণ পদ্ধতিতে সংরক্ষণ করা হয়। 

 

2.26 JFM পশ্চিমবঙ্গের কোন জেলায় প্রথম শুরু হয়?

উত্তরঃ JFM পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার আরাবাড়ি অরণ্যে প্রথম শুরু হয়।

 

আরও পড়ুনঃ 

Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution

Madhyamik ABTA Test Papers 2024 English Solution 

Madhyamik ABTA Test Papers 2024 History Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution

Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution

Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!