Mon. Sep 16th, 2024

Madhyamik ABTA Test Papers 2024 : Life Science Page 656

Madhyamik ABTA Test Papers 2024 : Life Science Page 656

বিভাগ ‘ক’ 1. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ লেখো :

1.1 এককোশী শৈবাল ক্ল্যামাইডোমোনাসের আলোর অভিমুখে বা প্রখর আলোর বিপরীতে চলনকে বলে –
a) ফোটোট্রপিজম
b) ফোটোট্যাক্সিজম
c) ফোটোন্যাস্টিজম
d) কেমোট্যাক্সিজম।

1.2 প্রদত্ত কোনটি সঠিক নয় তা চিহ্নিত করো –
a) FSH, LH ও প্রোল্যাকটিন হল বিভিন্ন ধরনের GTH
b) ইনসুলিন কোশপর্দার মাধ্যমে কোশের ভিতরে গ্লুকোজের শোষণে সাহায্য করে।
c) অ্যাড্রিনালিন হার্দ উৎপাদ কমায়।
d) প্রোজেস্টেরন স্ত্রীদেহে প্লাসেন্টা গঠনে সাহায্য করে।

 

1.3 একটি আজ্ঞাবহ স্নায়ুর নাম হল –
a) অডিটরি
b) অলফ্যাক্টরি
c) অপটিক
d) অকিউলোমটর।

1.4 মিয়োসিস সংক্রান্ত কোন্ বক্তব্যটি সঠিক তা লেখো –
a) দেহের সার্বিক বৃদ্ধি ও পরিস্ফুটন ঘটায়
b) বংশগত প্রকরণবাহী হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন করে
c) জীবের জনন অঙ্গের ও ভ্রূণের বৃদ্ধি ঘটায়
d) কোন্ প্রাণীর দেহে অঙ্গহানি ঘটলে তা পুনরুৎপাদন করে।

1.5 একটি কোশে কতবার মাইটোসিস বিভাজন হলে 128টি অপত্য কোশ উৎপন্ন হবে? –
a) 7 বার
b) 14 বার
c) 16 বার
d) 32 বার।

1.6 যৌন জনন সম্পর্কিত কোন
a) যৌন জনন কেবলমাত্র মাইটোসিস নির্ভর
b) যৌন বক্তব্যটি সঠিক তা লেখো জননে একটিমাত্র জনিতৃ জীব থেকেই অপত্য জীব সৃষ্টি হতে পারে
c) যৌন জননের ফলে উৎপন্ন অপত্য জীব জিনগতভাবে হুবহু জনিতৃ জীবের মতো হয়
d) যৌন জননে হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন অপরিহার্য।

1.7 মটর গাছের প্রদত্ত বৈশিষ্ট্যগুলির মধ্যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হল –
a) কুঞ্চিত বীজ
b) হলুদ বীজ
c) বেগুনি বীজ
d) কাক্ষিক মুকুল।

1.8 মানুষের অটোজোমে থাকা জিন দ্বারা কোনটি নিয়ন্ত্রিত হয় না –
a) রোলার জিভ
b) থ্যালাসেমিয়া
c) হিমোফিলিয়া
d) কানের যুক্ত লতি।

আরও পড়ুনঃ 

Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution

Madhyamik ABTA Test Papers 2024 English Solution 

Madhyamik ABTA Test Papers 2024 History Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution

Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution

Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution 

1.9 হিমোফিলিয়ার বাহক মাতা ও স্বাভাবিক পিতার কন্যা সন্তানদের হিমোফিলিয়ায় আক্রান্ত হবার সম্ভবনা হল –
a) 75%
b) 100%
c) 50%
d) 0%

1.10 কোটি আন্তঃপ্রজাতি সংগ্রামকে নির্দেশ করে তা লেখো –
(a) মশার লার্ভা খাওয়ার জন্য গাপ্পি মাছেদের মধ্যে সংগ্রাম
(b) একই জায়গার ঘাস খাওয়ার জন্য একদল হরিণের মধ্যে সংগ্রাম
(c) ইঁদুর ধরে খাওয়ার জন্য সাপ ও পেঁচাদের মধ্যে সংগ্রাম
(d) হরিণ শিকারের জন্য একটি জঙ্গলের বাঘেদের

1.11 সমবৃত্তীয় অঙ্গগুলি সমর্থন করে
(a) অপসারি
(b) অভিসারি মধ্যে সংগ্রাম।
(c) স্থায়ী
(d) আংশিক বিবর্তন।

1.12 বাতাসে ওড়বার প্রয়োজনে পায়রার দেহে যে অঙ্গটি অবলুপ্ত –
(a) পিত্তথলি
(b) ফুসফুস
(c) ডান বৃক্ক
(d) বাম ডিম্বাশয়।

1.13 কোন্ নীলাভ সবুজ শৈবাল বায়ুর N2 কে নাইট্রেট যৌগে পরিণত করে –
(a) ভলভক্স
(b) স্পাইরোগাইরা
(c)ক্ল্যামাইডোমোনাস
(d) অ্যানাবিনা।

1.14 জৈব বিবর্ধনের সঙ্গে সম্পর্কযুক্ত হল-
(a) ফসফেট
(b) ডিটারজেন্ট
(c) DDT
(d) CFC

1.15 COPD হয় –
(a) শব্দ
(b) বায়ু
(c) জল
(d) তেজষ্ক্রিয় দূষণের ফলে।

 

 

বিভাগ-‘খ’ 2. নীচের 26টি প্রশ্ন থেকে 21টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো : শূন্যস্থান পূরণ করো : (যে কোনো পাঁচটি) :

2.1 টারপিনয়েড গোষ্ঠীভুক্ত একটি উদ্ভিদ হরমোন ______ 

উত্তরঃ GH

 

2.2 মিয়োসিসের প্রথম প্রোফেজে সমসংস্থ ক্রোমোজোম দ্বয়ের জোড় বাঁধার পদ্ধতিকে বলা হয় ______ ।

উত্তরঃ সাইন্যাপসিস 

 

2.3 AaBbRr জিনোটাইপ থেকে ______ প্রকার গ্যামেট উৎপন্ন হবে।

উত্তরঃ 8 (আট)

 

2.4 একটি উদ্ভিদ জীবন্ত জীবাশ্ম হল ______ 

উত্তরঃ গিনগোবাইলোবা 

 

2.5 স্থানীয় জীববৈচিত্র্যের ক্ষতি করে এমন একটি বহিরাগত প্রজাতি ______

উত্তরঃ কচুরিপানা 

 

2.6 জলদাপাড়া অভয়ারণ্য ______ প্রাণী সংরক্ষণের জন্য বিখ্যাত।

উত্তরঃ একশৃঙ্ঘ গন্ডার 

 

নীচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা লেখো : (যে কোনো পাঁচটি) :

2.7 সাইকেল চালানো সরল প্রতিবর্ত ক্রিয়া।

উত্তরঃ মিথ্যা

ব্যাখ্যাঃ সরল প্রতিবর্ত ক্রিয়া হল এমন একটি প্রতিক্রিয়া যা একটি নির্দিষ্ট উদ্দীপনার প্রতিক্রিয়ায় স্বয়ংক্রিয়ভাবে ঘটে। সাইকেল চালানো হল একটি জটিল ক্রিয়া যা দীর্ঘমেয়াদী অনুশীলন এবং প্রশিক্ষণের মাধ্যমে অর্জন করতে হয়। এটি একটি অর্জিত প্রতিবর্ত ক্রিয়া।

 

2.8 গ্রাফটিং এক ধরনের অঙ্গজ জনন।

উত্তরঃ সত্য

 

2.9 রক্ততঞ্চনকারী ফ্যাক্টর IX এর অভাবে খ্রিস্টমাস ডিজিজ হয়।

উত্তরঃ সত্য

 

2.10 Hot Dilute Soup তত্ত্বের প্রবক্তা Oparin।

উত্তরঃ মিথ্যা

ব্যাখ্যাঃ Hot Dilute Soup তত্ত্বের প্রবক্তা হল Haldane

 

2.11 গুজরাটের কানহা একটি জাতীয় উদ্যান।

উত্তরঃ মিথ্যা

ব্যাখ্যাঃ কানহা হল ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের একটি জাতীয় উদ্যান। গুজরাটের কানহা নয়।

 

2.12 ল্যাটিসিমাস ডরসি অ্যাবডাক্টর পেশি।

উত্তরঃ সত্য

ব্যাখ্যাঃ ল্যাটিসিমাস ডরসি হল একটি বড়, চওড়া পেশি যা পিঠের পিছনে অবস্থিত। এটি একটি অ্যাবডাক্টর পেশি, যার অর্থ এটি শরীরের অংশকে কেন্দ্র থেকে দূরে সরিয়ে দেয়। ল্যাটিসিমাস ডরসি হাত এবং কাঁধকে পিঠ থেকে দূরে সরাতে সাহায্য করে।

 

আরও পড়ুনঃ 

Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution

Madhyamik ABTA Test Papers 2024 English Solution 

Madhyamik ABTA Test Papers 2024 History Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution

Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution

Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution 

A স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে B স্তম্ভে সমতা বিধান করো : (যে কোনো পাঁচটি) : 

A স্তম্ভ B স্তম্ভ
2.13 নিউরোগ্লিয়া (a) লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোজোম
2.14 রাইবোজ (b) ইউট্রোফিকেশন
2.15 অ্যালোজোম (c) স্নায়ুতন্ত্রের ধারক কোশ
2.16 বায়োজেনেটিক সূত্র (d) লাল বর্ণান্ধতা
2.17 অ্যালগাল ব্লুম (e) সিকল সেল অ্যামিনিয়া
2.18 প্রোটানোপিয়া (f) RNA
(g) বিজ্ঞানী হেকেল

উত্তরঃ 

A স্তম্ভ B স্তম্ভ
2.13 নিউরোগ্লিয়া (c) স্নায়ুতন্ত্রের ধারক কোশ
2.14 রাইবোজ (f) RNA
2.15 অ্যালোজোম (a) লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোজোম
2.16 বায়োজেনেটিক সূত্র (g) বিজ্ঞানী হেকেল
2.17 অ্যালগাল ব্লুম (b) ইউট্রোফিকেশন
2.18 প্রোটানোপিয়া (d) লাল বর্ণান্ধতা

 

একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও : (যে কোনো 6টি) :

2.19 বিসদৃশ শব্দটি বেছে লেখো

অ্যালবিনিজম • থ্যালাসেমিয়া • সিকল সেল অ্যানিমিয়া • বর্ণান্ধতা।

উত্তরঃ বর্ণান্ধতা

ব্যাখ্যাঃ অ্যালবিনিজম, থ্যালাসেমিয়া এবং সিকল সেল অ্যানিমিয়া হল তিনটি রক্ত ​​জনিত রোগ। বর্ণান্ধতা হল একটি দৃষ্টি সমস্যা।

অ্যালবিনিজম হল একটি জেনেটিক অবস্থা যা মেলানিনের উৎপাদনকে হ্রাস করে। মেলানিন হল একটি রঞ্জক পদার্থ যা ত্বক, চুল এবং চোখের রঙ নির্ধারণ করে। অ্যালবিনিজমযুক্ত ব্যক্তিদের ত্বক, চুল এবং চোখ হালকা রঙের হয়।

থ্যালাসেমিয়া হল একটি জেনেটিক অবস্থা যা হিমোগ্লোবিন তৈরির ক্ষমতা হ্রাস করে। হিমোগ্লোবিন হল একটি প্রোটিন যা রক্ত ​​কণিকাগুলিতে অক্সিজেন বহন করে। থ্যালাসেমিয়াযুক্ত ব্যক্তিদের রক্তাল্পতা হয়, যার অর্থ তাদের রক্ত ​​কণিকাগুলিতে অক্সিজেনের পরিমাণ কম থাকে।

সিকল সেল অ্যানিমিয়া হল একটি জেনেটিক অবস্থা যা হিমোগ্লোবিন তৈরির ক্ষমতা পরিবর্তন করে। পরিবর্তিত হিমোগ্লোবিন সিকল কোষ তৈরি করে, যা শক্ত এবং অনিয়মিত হয়। সিকল কোষগুলি রক্ত ​​প্রবাহে সহজে চলাচল করতে পারে না, যা রক্তাল্পতা এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে।

বর্ণান্ধতা হল একটি দৃষ্টি সমস্যা যা রঙগুলিকে আলাদা করার ক্ষমতা হ্রাস করে। বর্ণান্ধতা বিভিন্ন ধরণের হতে পারে, তবে সবচেয়ে সাধারণ ধরন হল রেড-গ্রিন বর্ণান্ধতা। রেড-গ্রিন বর্ণান্ধতাযুক্ত ব্যক্তিরা লাল এবং সবুজ রঙগুলিকে আলাদা করতে পারে না।

সুতরাং, অ্যালবিনিজম, থ্যালাসেমিয়া এবং সিকল সেল অ্যানিমিয়া হল রক্ত ​​জনিত রোগ, অন্যদিকে বর্ণান্ধতা হল একটি দৃষ্টি সমস্যা। তাই, এই চারটি বিষয়ের মধ্যে বিসদৃশ শব্দ হল বর্ণান্ধতা

 

2.20 অক্ষিগোলকের লেন্স ও রেটিনার অন্তর্বর্তী প্রকোষ্ঠে যে তরল থাকে তার কাজ কী?

উত্তরঃ অক্ষিগোলকের লেন্স ও রেটিনার অন্তর্বর্তী প্রকোষ্ঠে যে তরল থাকে তার নাম ভিট্রিয়াস হিউমার। এটি একটি স্বচ্ছ, জেলির মতো তরল যা চোখের বেশিরভাগ অংশ পূর্ণ করে। এটি লেন্সকে সঠিক অবস্থানে রাখতে এবং রেটিনাকে সুরক্ষিত করতে সাহায্য করে।

 

2.21 কোন্ প্রক্রিয়ায় রানী মৌমাছির অনিষিক্ত ডিম্বাণু থেকে পুরুষ মৌমাছি হয়?

উত্তরঃ পার্থিনোজেনেসিস 

 

2.22 নীচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত সেটি লেখো

কোশপাত গঠন • ক্লিভেজ • সাইটোকাইনেসিস • গলগি বডি।

উত্তরঃ সাইটোকাইনেসিস

ব্যাখ্যাঃ কোশপাত গঠন, গলগি বডি এবং ক্লিভেজ হল সাইটোকাইনেসিস প্রক্রিয়ার অংশ।

 

2.23 সম্পর্ক স্থাপন করো –

লঘুমস্তিষ্ক : ভারমিস :: গুরুমস্তিষ্ক : ______

উত্তরঃ লঘুমস্তিষ্ক : ভারমিস :: গুরুমস্তিষ্ক : করপাস ক্যালোসাস 

 

2.24 ক্রায়োসংরক্ষণ কাকে বলে?

উত্তরঃ ক্রায়োসংরক্ষণ হল একটি প্রক্রিয়া যাতে জৈবিক নমুনা অত্যন্ত কম তাপমাত্রায় শীতল করা হয়, সাধারণত -196 ডিগ্রি সেলসিয়াস (-320 ডিগ্রি ফারেনহাইট)। এই তাপমাত্রায়, পদার্থের অণুগুলি স্থির হয়ে যায়, যা তাদের ক্ষতি থেকে রক্ষা করে।

 

2.25 পরাগনালিকার ডিম্বকের দিকে চলন। এটি কী প্রকার চলন?

উত্তরঃ কেমোন্যাস্টিক চলন।

 

2.26 উদ্ভিদের একটি নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখো ।

উত্তরঃ স্ট্যামিনোড। এটি কালকাসুন্দা গাছে অবস্থিত। 

 

আরও পড়ুনঃ 

Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution

Madhyamik ABTA Test Papers 2024 English Solution 

Madhyamik ABTA Test Papers 2024 History Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution

Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution

Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution 

Thank You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!