Sat. Oct 5th, 2024

Madhyamik ABTA Test Papers 2024 : Life Science Page 790

বিভাগ ‘ক’ 1. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ লেখো :

1.1 দেহের ভারসাম্য নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মস্তিষ্কের অংশ হল-
(a) সুষুম্নাশীর্ষক
(b) থ্যালামাস
(c) লঘুমস্তিষ্ক
(d) গুরুমস্তিষ্ক।

1.2 লজ্জাবতীর পাতা স্পর্শ করলে নুইয়ে পড়ে। এটি হল—
(a) কোমোন্যাস্টি
(b) সিসমোন্যাস্টি
(c) ফটোট্রপিজম
(d) ফটোট্যাকটিক চলন।

1.3 ভয় পেলে মানুষের কোন হরমোন ক্ষরণ বৃদ্ধি পায়–
(a) GH
(b) GTH
(c) থাইরক্সিন
(d) অ্যাড্রেনালিন।

1.4 তুমি একটি কোশ বিভাজনের সময় কোন্ বেমতন্তু দেখলে না। এই ধরনের কোশ বিভাজনকে বলা হয়-
(a) অ্যামাইটোসিস
(b) প্রথম মিয়োটিক বিভাজন
(c) দ্বিতীয় মিয়োটিক বিভাজন
(d) মাইটোসিস।

আরও পড়ুনঃ 

Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution

Madhyamik ABTA Test Papers 2024 English Solution 

Madhyamik ABTA Test Papers 2024 History Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution

Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution

Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution 

1.5 দীর্ঘ সুপ্তদশা আছে এমন বীজযুক্ত উদ্ভিদের কম সময়ে বংশ বিস্তার করতে তুমি নীচের কোন্ পদ্ধতির সাহায্য নেবে—
(a) যৌনজনন
(b) খণ্ডীভবন
(c) পুনরুৎপাদন
(d) মাইকো প্রোপাগেশন।

1.6 প্রজনন পরীক্ষা ব্যবহার করে কোন্ বিজ্ঞানী বংশগতির সূত্র আবিষ্কার করেন—
(a) জাঁ ব্যাপটিস্ট দ্যা ল্যামার্ক
(b) গ্রেগর জোহান মেন্ডেল
(c) চার্লস ডারউইন
(d) স্ট্যানলি মিলার।

1.7 একটি সংকর দীর্ঘ (Tt) এবং বিশুদ্ধ খর্ব (tt) মটর গাছের পরাগমিলনে যে বীজ পাওয়া যায়, তার থেকে উৎপন্ন মটর গাছগুলি হবে—
(a) সকল গাছ দীর্ঘ
(b) সকলে খর্ব
(c) 50% খর্ব, 50% লম্বা
(d) 75% দীর্ঘ, 25% খর্ব।

1.8 Bbrr জেনোটাইপ যুক্ত গিনিপিগ কত ধরনের গ্যামেট উৎপন্ন হয়—
(a) 2
(b) 3
(c) 1
(d) 4

1.9 পিতা ও মাতা উভয় থ্যালাসেমিয়ার বাহক হলে ঐ দম্পতির যে সন্তান জন্মগ্রহণ করবে তার ক্ষেত্রে থ্যালাসেমিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত—
(a) 100%
(b) 25%
(c) 75%
(d) 50%

1.10 ঘোড়ার অভিব্যক্ততিতে নীচের কোন্ সজ্জাক্রমটি সঠিক—
(a) ইওহিপ্পাস → মেসোহিপ্পাস → মেরিচিপ্পাস → প্লায়োহিপ্পাস → ইক্যুয়াস।
(b) ইওহিপ্পাস → মেরিচিপ্পাস → ইক্যুয়াস → প্লায়োহিপ্পাস → মেসোসিপ্পাস।
(c) ইক্যুয়াস → প্লায়োহিপ্পাস → মেরিচিপ্পাস → মেসোহিপ্পাস → ইওহিপ্পাস।
(d) মেরিচিপ্পাস মেসোহিপ্পাস → ইওহিপ্পাস → ইক্যুয়াস → প্লায়োহিপ্পাস।

1.11 নীচের কোনটি সমসংস্থ অঙ্গের বৈশিষ্ট্য –
(a) উৎপত্তিগতভাবে ভিন্ন
(b) গঠনগত দিক থেকে সম্পূর্ণ আলাদা
(c) কাজ আলাদা কিন্তু উৎপত্তিগতভাবে এক
(d) অভিসারি বিবর্তনকে নির্দেশ করে।

1.12 উটের অতিরিক্ত জলক্ষয় সহনের ক্ষমতার কারণ হল-
(a) তাদের লোহিত রক্তকণিকা লম্বাটে
(b) এদের মল-মূত্রে জলের পরিমাণ খুব কম থাকে।
(c) এদের দেহে প্রচুর ঘর্মগ্রন্থি থাকে।
(d) এদের কুঁজে জল সঞ্চিত থাকে।

1.13 নাইট্রোজেন চক্রের নাইট্রিফিকেশন নামক ধাপটির শণাক্তকারী বৈশিষ্ট্য হল—
(a) মৃতজীবের প্রোটিন বিয়োজিত হয়ে অ্যামোনিয়া গঠন।
(b) অ্যামোনিয়া থেকে প্রথমে নাইট্রাইট ও নাইট্রেট গঠন।
(c) নাইট্রেট থেকে নাইট্রোজেন গঠন
(d) নাইট্রোজেন থেকে অ্যামোনিয়া গঠন।

1.14 সর্পগন্ধা গাছের বিপন্নতার কারণ হল-
(a) বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তন
(b) বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ
(c) অতিব্যবহার
(d) দূষণ।

1.15 সুন্দাল্যান্ড জীববৈচিত্র্য হটস্পটের অবস্থা হল-
(a) উত্তর-পূর্ব ভারতের মেঘালয় ও অরুণাচল প্রদেশ।
(b) আন্দামান-নিকোবর, সুমাত্রা এবং জাভা প্রভৃতি দ্বীপ অঞ্চল।
(c) ভারতের পশ্চিম উপকূল বরাবর ঘন অরণ্য ঢাকা পাহাড়ি অঞ্চল।
(d) সিকিম, দার্জিলিঙ এবং তরাই অঞ্চল।

আরও পড়ুনঃ 

Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution

Madhyamik ABTA Test Papers 2024 English Solution 

Madhyamik ABTA Test Papers 2024 History Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution

Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution

Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution 

বিভাগ-‘খ’ 2. নীচের 26টি প্রশ্ন থেকে যে কোন 21টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো : নীচের বাক্যগুলিতে শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও : (যে কোনো পাঁচটি) :

2.1 ______ হরমোনের প্রভাবে বংশগতভাবে খর্ব উদ্ভিদের পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি পায়।

উত্তরঃ জিব্বেরেলিন 

 

2.2 পিরিমিডিন জাতীয় নাইট্রোজেনযুক্ত ক্ষারকের উদাহরণ হল ______

উত্তরঃ সাইটোসিন 

 

2.3 একই জিনের বিভিন্নরূপকে ______ বলে।

উত্তরঃ অ্যালিল 

2.4 জীবের পপুলেশনে ______ থাকলে তবেই অভিব্যক্তি ঘটে।

উত্তরঃ প্রকরণ 

 

2.5 জীববৈচিত্র্যের সর্বাধিক প্রাচুর্যযুক্ত অঞ্চলকে বলা হয় ______ । 

উত্তরঃ হটস্পট 

 

2.6 জলাশয় পুষ্টি বস্তুর অতিবৃদ্ধিকে ______ বলে।

উত্তরঃ ইউট্রোফিকেশান 

 

নীচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো : (যে কোনো পাঁচটি) :

2.7 স্নায়ুকোশের নিউরিলেম্মা স্থানে বিচ্ছিন্ন হয়ে র‍্যানভিয়ারের পর্ব গঠন করে।

উত্তরঃ মিথ্যা। 

ব্যাখ্যাঃ স্নায়ুকোষের নিউরিলেম্মা একক, অবিচ্ছিন্ন আবরণ। এটি কখনই স্থানে বিচ্ছিন্ন হয় না। তাই, “স্নায়ুকোশের নিউরিলেম্মা স্থানে বিচ্ছিন্ন হয়ে র‍্যানভিয়ারের পর্ব গঠন করে” এই বিবৃতিটি মিথ্যা

 

2.8 প্রাণীকোশ বিভাজনের সময় অ্যাস্ট্রাল রশ্মি থেকে বেমতন্তু গঠিত হয়।

উত্তরঃ সত্য। 

 

2.9 T ও t গ্যামেটদ্বয়ের মিলনের ফলে হোমোজাইগোট উৎপন্ন হয়।

উত্তরঃ মিথ্যা।

ব্যাখ্যাঃ T ও t গ্যামেটদ্বয়ের মিলনের ফলে হেটেরোজাইগোট উৎপন্ন হয়। 

 

2.10 জীবনের জৈব রাসায়নিক উৎপত্তি সংক্রান্ত মিলার ও উরের পরীক্ষায় মিথেন, অ্যামোনিয়া ও হাইড্রোজেন গ্যাস ব্যবহার করা হয়েছিল।

উত্তরঃ সত্য। 

 

2.11 SO2 ও NH3 হল গ্রিনহাউস গ্যাস।

উত্তরঃ মিথ্যা।

ব্যাখ্যাঃ গ্রিনহাউস গ্যাস হল এমন গ্যাস যা পৃথিবীর বায়ুমণ্ডলে তাপ ধরে রাখতে সাহায্য করে। গ্রিনহাউস গ্যাসগুলির মধ্যে রয়েছে কার্বন ডাই অক্সাইড (CO2), মিথেন (CH4), নাইট্রাস অক্সাইড (N2O), ওজোন (O3) এবং CFC।

SO2 এবং NH3 হল গ্রিনহাউস গ্যাস নয়। SO2 হল সালফার ডাই অক্সাইড, যা একটি বিষাক্ত গ্যাস যা বায়ুমণ্ডলে সালফার অ্যাসিড তৈরি করে। NH3 হল অ্যামোনিয়া, যা একটি গন্ধযুক্ত গ্যাস যা বায়ুমণ্ডলে নাইট্রোজেন অক্সাইড তৈরি করে।

SO2 এবং NH3 উভয়ই বায়ুমণ্ডলের তাপমাত্রাকে প্রভাবিত করতে পারে, কিন্তু তারা গ্রিনহাউস গ্যাস হিসাবে বিবেচিত হয় না।

 

2.12 ফ্লেক্সর পেশি পরপর অবস্থিত দুটি অস্থিকে কাছাকাছি আসতে সাহায্য করে।

উত্তরঃ সত্য। 

আরও পড়ুনঃ 

Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution

Madhyamik ABTA Test Papers 2024 English Solution 

Madhyamik ABTA Test Papers 2024 History Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution

Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution

Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution 

A-স্তম্ভ ও B-স্তম্ভের শব্দের সমতা বিধান করো: (যে কোনো পাঁচটি) :

A স্তম্ভ B স্তম্ভ
2.13 দ্বিনেত্র দৃষ্টি (a) এক দল হরিণ ও বাঘের মধ্যে সংগ্রাম
2.14 মাইক্রোটিউবিউল (b) ব্রংকাইটিস
2.15 অসম্পূর্ণ প্রকটতা (c) পরাগ বাহকের প্রয়োজন হয়
2.16 আন্তঃপ্রজাতি সংগ্রাম (d) দুটি চোখ দিয়ে একই বস্তু দেখা যায়
2.17 বায়ুদূষণ (e) কোশ বিভাজনের সময় বেমতন্তু গঠন করে।
2.18 ইতরপরাগযোগ (f) 1:2:1

উত্তরঃ 

A স্তম্ভ B স্তম্ভ
2.13 দ্বিনেত্র দৃষ্টি (d) দুটি চোখ দিয়ে একই বস্তু দেখা যায়
2.14 মাইক্রোটিউবিউল (e) কোশ বিভাজনের সময় বেমতন্তু গঠন করে।
2.15 অসম্পূর্ণ প্রকটতা (f) 1:2:1
2.16 আন্তঃপ্রজাতি সংগ্রাম (a) এক দল হরিণ ও বাঘের মধ্যে সংগ্রাম
2.17 বায়ুদূষণ (b) ব্রংকাইটিস
2.18 ইতরপরাগযোগ (c) পরাগ বাহকের প্রয়োজন হয়

 

একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও : (যে কোনো 6টি) :

2.19 বিসদৃশ শব্দটি লেখো :

ADH • গ্লুকোজ বিপাক • রক্তবাহ সংকোচন • বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষণ।

উত্তরঃ গ্লুকোজ বিপাক

ব্যাখ্যাঃ ADH হল অ্যান্টিডিউরেটিক হরমোন, যা বৃক্কীয় নালিকাগুলিতে জলের পুনঃশোষণকে নিয়ন্ত্রণ করে। রক্তবাহ সংকোচন বৃক্কের রক্তপ্রবাহকে নিয়ন্ত্রণ করে। বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষণ বৃক্কের কার্যকারিতা নিয়ন্ত্রণ করে।

গ্লুকোজ বিপাক একটি বিস্তৃত বিষয় যা শরীরের বিভিন্ন অঙ্গ এবং সিস্টেমের সাথে জড়িত। বৃক্ক এবং রক্ত সংবহনতন্ত্রের সাথে এর সরাসরি সম্পর্ক নেই। তাই, গ্লুকোজ বিপাক হল বিসদৃশ শব্দ।

 

2.20 মায়োপিয়ার ক্ষেত্রে কোন্ ধরনের লেন্সের ব্যবহারে ত্রুটি দূর হয়?

উত্তরঃ অবতল লেন্স। 

 

2.21 নীচের সম্পর্কযুক্ত শব্দ জোড় দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও :

পাথরকুচি : পত্রজমুকুল :: কচুরিপানা : _______।

উত্তরঃ খর্বধাবক 

2.22 স্ত্রীলোককে হেমোগ্যামেটিক লিঙ্গ বলা হয় কেন?

উত্তরঃ স্ত্রীলোককে হেমোগ্যামেটিক বলা হয় কারণ তাদের ডিম্বাণুতে শুধুমাত্র একটি X ক্রোমোজোম থাকে।

 

2.23 ফিনোটাইপ ও জিনোটাইপের মধ্যে সম্পর্ক কী?

উত্তরঃ ফিনোটাইপ হল একটি জীবের দৃশ্যমান বৈশিষ্ট্য, যেমন রঙ, আকার, আকৃতি, আচরণ ইত্যাদি। জিনোটাইপ হল একটি জীবের জিনগত তথ্য, যা ডিএনএতে কোড করা থাকে।

ফিনোটাইপ জিনোটাইপের উপর নির্ভর করে। জিনোটাইপ নির্ধারণ করে যে একটি জীবের কী কী বৈশিষ্ট্য থাকবে। তবে, পরিবেশও ফিনোটাইপকে প্রভাবিত করতে পারে।

 

2.24 পায়রার খেচর অভিযোজনে বায়ুথলির যে কোন একটির ভূমিকা লেখো।

উত্তরঃ পায়রার খেচর অভিযোজনে বায়ুথলির একটি গুরুত্বপূর্ণ ভূমিকা হল দেহের আপেক্ষিক গুরুত্ব কমানো। পাখির দেহের আপেক্ষিক গুরুত্ব কম হলে উড়তে কম শক্তি প্রয়োজন হয়। পায়রার শরীরে নয়টি বায়ুথলি থাকে, যা দেহের বিভিন্ন অংশে অবস্থিত। এই বায়ুথলিগুলি দেহের আয়তন বৃদ্ধি করে দেহের আপেক্ষিক গুরুত্ব কমায়।

বায়ুথলিগুলির কারণে পায়রার দেহের আপেক্ষিক গুরুত্ব কমে যাওয়ার ফলে পায়রা দীর্ঘ সময় ধরে উড়তে পারে। এছাড়াও, বায়ুথলিগুলির কারণে পায়রা উড়তে গিয়ে ভারসাম্য বজায় রাখতে পারে।

 

2.25 নীচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত। সে বিষয়টি খুঁজে বার করে নাম লেখো :

অভায়ারণ্য • ইন সিটু সংরক্ষণ • জাতীয় উদ্যান • বায়োস্ফিয়ার রিজার্ভ।

উত্তরঃ ইন সিটু সংরক্ষণ

ব্যাখ্যাঃ ইন সিটু সংরক্ষণ হল জীবিত প্রজাতিগুলিকে তাদের প্রাকৃতিক আবাসস্থলে সংরক্ষণ করার পদ্ধতি। অভায়ারণ্য, জাতীয় উদ্যান এবং বায়োস্ফিয়ার রিজার্ভ সবই ইন সিটু সংরক্ষণের উদাহরণ।

অভায়ারণ্য হল একটি সংরক্ষিত এলাকা যেখানে বন্যপ্রাণীকে তাদের প্রাকৃতিক পরিবেশে বাস করার অনুমতি দেওয়া হয়। জাতীয় উদ্যান হল একটি বড় এলাকা যেখানে জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। বায়োস্ফিয়ার রিজার্ভ হল একটি বড় এলাকা যেখানে জীববৈচিত্র্য সংরক্ষণের পাশাপাশি সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক উন্নয়নের জন্যও ব্যবস্থা নেওয়া হয়।

সুতরাং, নীচের চারটি বিষয়ের মধ্যে তিনটি হল ইন সিটু সংরক্ষণের উদাহরণ। সে বিষয়টি হল ইন সিটু সংরক্ষণ

 

2.26 একটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার নাম লেখো।

উত্তরঃ সিউডোমোনাস। 

আরও পড়ুনঃ 

Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution

Madhyamik ABTA Test Papers 2024 English Solution 

Madhyamik ABTA Test Papers 2024 History Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution

Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution

Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!