Sat. Jul 27th, 2024

Madhyamik ABTA Test Papers 2024 : Life Science Page 85

বিভাগ ‘ক’ 1. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ লেখো :

1.1 কিছু ফুল সূর্যোদয়ের পরে ফোটে, কিন্তু সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বুজে যায়। এটি হল –

(a) ফোটোন্যাস্টি

(b) সিসমোন্যাস্টি

(c) কেমোন্যাস্টি

(d) থার্মোন্যাস্টি।

 

1.2 বীজের সুপ্তদশা ভঙ্গ করে অঙ্কুরোদগম ঘটায় –

(a) অক্সিন

(b) জিব্বারেলিন

(c) সাইটোকাইনিন

(d) ইথিলিন।

 

1.3 নীচের কোন সজ্জাক্রমটি স্নায়ুবিক পথের সঠিক ক্রমকে নির্দেশ করে –

(a) উদ্দীপনা → কারক → স্নায়ুকেন্দ্র → গ্রাহক সাড়া প্রদান

(b) উদ্দীপনা → কারক → গ্রাহক → স্নায়ুতন্ত্র সাড়া প্রদান

(c) উদ্দীপনা → গ্রাহক → স্নায়ুকেন্দ্র → কারক → সাড়া প্রদান

(d) উদ্দীপনা → গ্রাহক → কারক → স্নায়ুকেন্দ্র → সাড়া প্রদান।

 

1.4 কোরকোদগমের মাধ্যমে জনন সম্পন্ন করে যে জীব সেটি হল –

(a) স্পাইরোগাইরা

(b) প্লাসমোডিয়াম

(c) প্ল্যানেরিয়া

(d) হাইড্রা।

1.5 যে ক্ষার মূলকটি DNA-তে থাকে না, কিন্তু RNA-তে থাকে তা হল –

(a) অ্যাডিনিন

(b) ইউরাসিল

(c) থাইমিন

(d) সাইটোসিন।

 

1.6 জননাঙ্গ ও জনন গ্রন্থির পরিপূর্ণতা ঘটে মানব পরিস্ফুরণের –

(a) শৈশব দশায়

(b) বার্ধক্য দশায়

(c) বয়ঃসন্ধি দশায়

(d) সদ্যোজাত দশায়।

 

1.7 দুটি সংকর লম্বা (Tt) গাছের মধ্যে সংকরায়ন ঘটালে F1 জনুতে কয় প্রকার জিনোটাইযুক্ত গাছ পাওয়া যাবে?

(a) এক প্রকার

(b) দুই প্রকার

(c) তিন প্রকার

(d) চার প্রকার।

 

1.8 হিমোফিলিয়ার বাহক মাতা ও স্বাভাবিক পিতার কন্যা সন্তানদের হিমোফিলিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা হবে –

(a) 75%

(b) 50%

(c) 100%

(d) 0%।

আরও পড়ুনঃ 

Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution

Madhyamik ABTA Test Papers 2024 English Solution 

Madhyamik ABTA Test Papers 2024 History Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution

Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution

Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution 

1.9 YyRr জিনোটাইপযুক্ত মটর গাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয়?

(a) 1

(b) 4

(c) 2

(d) 3।

ব্যাখ্যাঃ YyRr জিনোটাইপযুক্ত মটর গাছ থেকে যে চার ধরনের গ্যামেট উৎপন্ন হয় সেগুলি হলো – YR, Yr, yR এবং yr.

 

1.10 নীচের কোনটি আন্তঃপ্রজাতি সংগ্রামকে নির্দেশ করে তা শনাক্ত করো –

(a) মশার লার্ভা খাওয়ার জন্য গাপ্পি মাছেদের মধ্যে সংগ্রাম

(b) ইঁদুর ধরে খাওয়ার জন্য সাপ ও প্যাঁচার মধ্যে সংগ্রাম

(c) একই জায়গায় ঘাস খাওয়ার জন্য একদল হরিণীদের মধ্যে সংগ্রাম

(d) হরিণ শিকারের জন্য একটি জঙ্গলে বাঘদের মধ্যে সংগ্রাম।

 

1.11 নীচের কোন্ প্রাণীটি বিশেষ নৃত্য ভঙ্গি দ্বারা নিজ দলের অন্য সদস্যদের সাথে খাদ্যের উৎস সংক্রান্ত তথ্য আদান-প্রদান করে তা শনাক্ত করো –

(a) শিম্পাঞ্জি

(b) আরশোলা

(c) ময়ূর

(d) মৌমাছি।

1.12 বাদুরের ডানা আর তিমির ফ্লিপার যার উদাহরণ নির্দেশ করে সেটি হল –

(a) নিষ্ক্রিয় অঙ্গ

(b) সমসংস্থ অঙ্গ

(c) সমবৃত্তীয় অঙ্গ

(d) সৃদশ অঙ্গ।

 

1.13 সিউডোমোনাস জীবাণুটি নাইট্রোজেন চক্রের নীচের কোন ধাপের সঙ্গে যুক্ত? –

(a) নাইট্রোজেন আবদ্ধকরণ

(b) নাইট্রিফিকেশন

(c) ডিনাইট্রিফিকেশন

(d) অ্যামোনিফিকেশন।

 

1.14 পূর্ব হিমালয় হটস্পটের একটি বিপন্ন প্রজাতি হল –

(a) লায়ন টেলড ম্যাকক

(b) ওরাং ওটাং

(c) রেড পান্ডা

(d) নীলগিরি থর।

 

1.15 বায়ুদূষণের সঙ্গে সংশ্লিষ্ট রোগগুলি হল –

(a) ডায়েরিয়া, টাইফয়েড, হেপাটাইটিস

(b) হেপাটাইটিস, ব্রংকাইটিস বধিরতা

(c) ব্রংকাইটিস, হাঁপানি, ফুসফুসের ক্যানসার

(d) ফুসফুসের ক্যানসার, পোলিও, ম্যালেরিয়া।

আরও পড়ুনঃ 

Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution

Madhyamik ABTA Test Papers 2024 English Solution 

Madhyamik ABTA Test Papers 2024 History Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution

Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution

Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution 

বিভাগ-‘খ’ 2. নীচের ২৬টি প্রশ্ন থেকে ২১টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো :

নীচের বাক্যগুলোর শূন্যস্থানগুলোতে উপযুক্ত শব্দ বসাও (যে কোনো পাঁচটি) :

2.1 মানুষের চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য প্রয়োজন মতো পরিমার্জন করার পদ্ধতিকে ______ বলে।

উত্তরঃ মানুষের চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য প্রয়োজন মতো পরিমার্জন করার পদ্ধতিকে উপযোজন বলে।

 

2.2 কোশ বিভাজনের ______ দশায় ক্রোমোজোম কোশের বিষুব অঞ্চলে বিন্যস্ত থাকে।

উত্তরঃ কোশ বিভাজনের মেটাফেজ দশায় ক্রোমোজোম কোশের বিষুব অঞ্চলে বিন্যস্ত থাকে।

 

2.3 ______ হল একটি লিঙ্গ-সংযোজিত জিন দ্বারা সৃষ্ট রোগ।

উত্তরঃ বর্ণান্ধতা হল একটি লিঙ্গ-সংযোজিত জিন দ্বারা সৃষ্ট রোগ।

 

2.4 মানুষের মেরুদণ্ডের শেষ প্রান্তে অবস্থিত ______ অঙ্গটি একটি নিষ্ক্রিয় অঙ্গ।

উত্তরঃ মানুষের মেরুদণ্ডের শেষ প্রান্তে অবস্থিত কক্সিস অঙ্গটি একটি নিষ্ক্রিয় অঙ্গ।

 

2.5 জৈব বৈচিত্রের সর্বাধিক প্রাচুর্যযুক্ত অঞ্চলকে বলা হয় ______

উত্তরঃ জৈব বৈচিত্রের সর্বাধিক প্রাচুর্যযুক্ত অঞ্চলকে বলা হয় হটস্পট

 

2.6 নমুনা বীজকে 196°C তাপমাত্রায় তরল নাইট্রোজেনের মধ্যে রেখে এক্স-সিটু সংরক্ষণকে ______ বলে।

উত্তরঃ নমুনা বীজকে 196°C তাপমাত্রায় তরল নাইট্রোজেনের মধ্যে রেখে এক্স-সিটু সংরক্ষণকে ক্রায়োসংরক্ষন বলে।

 

নীচের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা নিরূপণ করো : (যে কোনো পাঁচটি) :

2.7 মানুষের রেটিনায় রড কোশের সংখ্যা বেশি।

উত্তরঃ সত্য। 

 

2.8 ডিম্বাণু শুধুমাত্র মাইটোসিসের ফলে উৎপন্ন হয়।

উত্তরঃ মিথ্যা। 

ব্যাখ্যাঃ শুক্রাণু ও ডিম্বাণু মাইটোসিসের ফলে উৎপন্ন হয়।

 

2.9 মটর গাছের ফুলে প্রয়োজন অনুসারে স্বপরাগযোগ ও ইতর পরাগযোগ ঘটানো যায়। 

উত্তরঃ সত্য।

2.10 জলক্ষয় রোধের জন্য ক্যাকটাসের পাতা কণ্টকে রূপান্তরিত হয়।

উত্তরঃ সত্য।

 

2.11 একটি গ্রীণ হাউস গ্যাসের উদাহরণ হল CO2

উত্তরঃ সত্য।

 

2.12 বহুমূত্র রোগে আক্রান্ত কোনো ব্যক্তির অত্যধিক পরিমাণ লঘু মূত্র নির্গত হয়।

উত্তরঃ সত্য।

 

‘A’ স্তম্ভে দেওয়া শব্দগুচ্ছের সঙ্গে ‘B’ স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটি সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নং উল্লেখসহ সঠিক জোড়াটি পুনরায় লেখো: (যে কোনো পাঁচটি) :

A স্তম্ভ B-স্তম্ভ
2.13 অন্ধ বিন্দু (a) পরাগরেণু
2.14 সাইটোকাইনেসিস (b) জলবায়ু পরিবর্তন ও বিশ্ব উষ্ণায়ন
2.15 প্রাকৃতিক নির্বাচনবাদ (c) রেটিনা ও অপটি স্নায়ুর সংযোগস্থল
2.16 অরণ্য ধ্বংস ও বাস্তুতন্ত্রের ক্ষয় (d) জঙ্গল পুনরুদ্ধারের জন্য স্থানীয় বাসিন্দাদের সক্রিয় অংশগ্রহণ
2.17 গর্ভমুণ্ডে স্থানাস্তরণ (e) কোশপাত গঠন
2.18 JFM (f) ডারউইন
(g) ভূ-গর্ভস্থ জল দূষণ

উত্তরঃ 

A স্তম্ভ B-স্তম্ভ
2.13 অন্ধ বিন্দু (c) রেটিনা ও অপটি স্নায়ুর সংযোগস্থল
2.14 সাইটোকাইনেসিস (e) কোশপাত গঠন
2.15 প্রাকৃতিক নির্বাচনবাদ (f) ডারউইন
2.16 অরণ্য ধ্বংস ও বাস্তুতন্ত্রের ক্ষয় (b) জলবায়ু পরিবর্তন ও বিশ্ব উষ্ণায়ন
2.17 গর্ভমুণ্ডে স্থানাস্তরণ (a) পরাগরেণু
2.18 JFM (d) জঙ্গল পুনরুদ্ধারের জন্য স্থানীয় বাসিন্দাদের সক্রিয় অংশগ্রহণ

 

একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও : (যে কোনো ছয়টি) :
2.19 বিসদৃশটি বেছে লেখো : TSH, ACTH, GTH, CSF।

উত্তরঃ CSF

ব্যাখ্যাঃ CSF ছাড়া বাকি সবগুলি প্রাণি হরমোন। 

 

2.20 অক্ষিগোলকের লেন্স ও রেটিনার অন্তবর্তী প্রকোষ্ঠে অবস্থিত তরলটির কাজ কী?

উত্তরঃ অক্ষিগোলকের লেন্স ও রেটিনার অন্তবর্তী প্রকোষ্ঠে অবস্থিত তরলটি (ভিট্রিয়াস হিউমার) প্রতিসারক মাধ্যম হিসাবে কাজ করে। এছাড়াও এটি লেন্সকে সঠিক অবস্থানে রাখতে এবং রেটিনাকে সুরক্ষিত করতে সাহায্য করে।

 

2.21 নীচের সম্পর্কযুক্ত একটি শব্দজোড় দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও :

প্রোফেজ : নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাসের অবলুপ্তি :: _______ : নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাসের পুনরাবির্ভাব। 

উত্তরঃ প্রোফেজ : নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাসের অবলুপ্তি :: টেলোফেজ : নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাসের পুনরাবির্ভাব। 

 

2.22 মেন্ডেলের এক সংকর জননের পরীক্ষায় প্রাপ্ত দ্বিতীয় অপত্য জনুর জিনোটাইপ অনুপাতটি লেখো।

উত্তরঃ ১ : ২ : ১

 

2.23 থ্যালাসেমিয়া রোগের জন্য দায়ী জিন মানুষের কোন্ ধরনের ক্রোমোজোম বহন করে?

উত্তরঃ X ক্রোমোজোম বিশিষ্ট্য প্রচ্ছন্ন জিন। 

 

2.24 সমসংস্থ অঙ্গ কোন্ ধরনের বিবর্তনকে নির্দেশ করে?

উত্তরঃ সমসংস্থ অঙ্গ অপসারী বিবর্তনকে নির্দেশ করে?

 

2.25 নীচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ে অন্তর্গত। সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো –

ভ্রূণ, ভাজক কলা, ক্রায়োসংরক্ষণ, বীজ।

উত্তরঃ ক্রায়োসংরক্ষণ। 

ব্যাখ্যাঃ ক্রায়োসংরক্ষণ পদ্ধতিতে উদ্ভিদের ভ্রূণ, ভাজক কলা, বীজ প্রভৃতি সংরক্ষণ করা হয়। 

 

2.26 সুন্দরবনের পরিবেশ সংক্রান্ত সাম্প্রতিকতম উদ্বেগের কারণটির নাম লেখো।

উত্তরঃ সুন্দরবনে লবণাম্বু উদ্ভিদগুলির দ্রুত গতিতে বিনাশ ঘটছে। 

Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution

Madhyamik ABTA Test Papers 2024 English Solution 

Madhyamik ABTA Test Papers 2024 History Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution

Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution

Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution 

7 thoughts on “Madhyamik ABTA Test Papers 2024 : Life Science Page 85”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!