Sat. Oct 5th, 2024

Madhyamik ABTA Test Papers 2024 : Physical Science Page 182

বিভাগ-ক’। বহু বিকল্পভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের নীচে চারটি করে বিকল্প উত্তর দেওয়া আছে। যেটি ঠিক সেটি লেখো :

1.1 মেরুজ্যোতি দেখা যায় যে বায়ুস্তরে তা হল –
(a) ট্রপোস্ফিয়ার
(b) স্ট্র্যাটোস্ফিয়ার
(c) আয়নোস্ফিয়ার
(d) এক্সোস্ফিয়ার।

1.2 বাস্তবগ্যাসগুলি আদর্শ গ্যাসের মতো আচরণ করে-
(a) উচ্চউষ্ণতা ও নিম্নচাপে
(b) উচ্চচাপ ও নিম্নউষ্ণতা
(c) উচ্চউষ্ণতা ও উচ্চচাপে
(d) নিম্নউষ্ণতা ও নিম্নচাপে।

1.3 STP-তে 8 গ্রাম SO2 -এর আয়তন
(a) 2.8L
(b) 2.6L
(c) 3.2L
(d) 3.0L

ব্যাখ্যাঃ STP-তে, আদর্শ গ্যাসের এক মোলের আয়তন 22.4 লিটার। SO2-এর আণবিক ভর হল = 32 + 2×16 = 64 গ্রাম। সুতরাং, 8 গ্রাম SO2 হল 8/64 = 0.125 মোল।

সুতরাং, STP-তে 8 গ্রাম SO2-এর আয়তন হবে 22.4 × 0.125 = 2.8 লিটার

 

1.4 তাপ পরিবাহিতার মাত্রীয় সংকেত হল
(a) MLT−2Q−1
(b) ML2T−2Q−1
(c) ML2T−3Q−1
(d) MLT−3Q−1 

1.5 লেন্সের আলোককেন্দ্রগামী কোনো আলোকরশ্মির চ্যুতি হয় –
(a) 45°
(b) 90°
(c) 0°
(d) 180°

ব্যাখ্যাঃ লেন্সের আলোককেন্দ্রগামী কোনো আলোকরশ্মি লেন্সের মধ্য দিয়ে অপরিবর্তিতভাবে অতিক্রম করে। অর্থাৎ, এর দিক পরিবর্তন হয় না। সুতরাং, এর চ্যুতি হবে

 

1.6 রাস্তায় বৈদ্যুতিক বাতির প্রতিফলক রূপে ব্যবহৃত হয় –
(a)সমতল দর্পণ
(b) অবতল দর্পণ
(c) উত্তল দর্পণ
(d) কোনটিই নয়।

1.7 ফ্লেমিং এর বামহস্ত নিয়মে তর্জনী নির্দেশ করে –
(a) তড়িৎ প্রবাহের অভিমুখ
(b) চৌম্বক ক্ষেত্রের অভিমুখ
(c) পরিবাহীর গতিমুখ
(d) আবিষ্ট emf এর অভিমুখ।

1.8 তড়িৎ প্রবাহের সময় ও প্রবাহমাত্রা অর্ধেক হয়ে গেলে উৎপন্ন তাপ –
(a) দ্বিগুণ
(b) অর্ধেক
(c) 4 গুণ
(d) 1/4 গুণ হয়।

ব্যাখ্যাঃ 

তড়িৎ প্রবাহের সময় ও প্রবাহমাত্রা অর্ধেক হয়ে গেলে, উৎপন্ন তাপের পরিমাণ হবে:

 Q = I2Rt

যেখানে,

  • Q হল উৎপন্ন তাপের পরিমাণ (জুল)
  • I হল তড়িৎ প্রবাহের প্রবাহমাত্রা (অ্যাম্পিয়ার)
  • R হল রোধ (ওহম)
  • t হল সময় (সেকেন্ড)

সুতরাং,

 Q’ = (I/2)2 R (t/2) = (I2Rt)/4 = Q/4

অর্থাৎ, তড়িৎ প্রবাহের সময় ও প্রবাহমাত্রা অর্ধেক হয়ে গেলে, উৎপন্ন তাপের পরিমাণ 1/4 গুন্ হয়ে যায়।

 

1.9 সর্বাধিক ভেদনক্ষমতা যুক্ত তেজস্ক্রিয় রশ্মিটি হল –
(a) α
(b) β
(c) ϒ
(d) এদের কোনটিই নয়।

1.10 প্রদত্ত হ্যালোজেনগুলির মধ্যে সব থেকে বিজারণধর্মী হল—
(a) F
(b) I
(c) Br
(d) Cl

আরও পড়ুনঃ 

1.11 কোন্ যৌগটির গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি?
(a) CH4
(b) CO2
(c) H2O
(d) NaCl

1.12 প্রদত্ত কোন্ যৌগটি তড়িৎ পরিবহণ করতে পারে?
(a) গলিত NaCl
(b) তরল HCl
(c) কঠিন NaCl
(d) গ্লুকোজের জলীয় দ্রবণ।

1.13 বাতাসে কোন্ গ্যাসটির উপস্থিতির জন্য রূপোর চকচকে বাসন কালো হয়?—
(a) CO2
(b) H2
(c) H2S
(d) NH3

1.14 ক্যালামাইন কোন্ ধাতুর আকরিক?-
(a) Al
(b) Cu
(c) Zn
(d) আয়রন।

ব্যাখ্যাঃ ক্যালামাইন হল জিঙ্কের একটি আকরিক। এর রাসায়নিক সংকেত হল ZnCO₃। এটি সাধারণত সাদা বা হালকা হলুদ রঙের হয় এবং এটি একটি নরম খনিজ। ক্যালামাইন জিঙ্কের একটি গুরুত্বপূর্ণ উৎস এবং এটি বিভিন্ন শিল্পে ব্যবহৃত হয়।

 

1.15 ইথাইল অ্যালকোহলের আইসোমার হল –
(a) ইথেন
(b) ইথিন
(c) ডাইমিথাইল ইথার
(d) অ্যাসিট্যাল ডিহাইড।

ব্যাখ্যাঃ ইথাইল অ্যালকোহল এবং ডাইমিথাইল ইথার উভয়ই C₂H₆O রাসায়নিক সংকেতযুক্ত যৌগ। তবে, তাদের অণুগুলির গঠন ভিন্ন। ইথাইল অ্যালকোহলের কার্যকরী মূলক হলো ‘হাইড্রক্সিল (-OH)’, যেখানে ডাইমিথাইল ইথারের কার্যকরী মূলক হলো ‘ইথার (-O-)।

 

বিভাগ-‘খ’ 2. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) :

2.1 জ্বালানীর তাপনমূল্য কাকে বলে?

উত্তরঃ কঠিন ও তরল জ্বালানির ক্ষেত্রে একক ভর এবং গ্যাসীয় জ্বালানীর ক্ষেত্রে একক আয়তন কোন জ্বালানীর বাতাসের সম্পূর্ণ দহনের ফলে যে পরিমান তাপ উৎপন্ন হয়, তাকে জ্বালানীর তাপনমূল্য বলে। 

 

অথবা,

পাওয়ার অ্যালকোহলের উপাদান কী কী?

উত্তরঃ 80% পেট্রোল এবং 20% ইথানল। 

 

2.2 বায়ুমণ্ডলের শীতলতম স্থানটির নাম লেখো।

উত্তরঃ মেসোপজ

Note: মেসোপজ হল বায়ুমণ্ডলের মেসোস্ফিয়ার স্তরের উপরের অংশ, যা পৃথিবীর পৃষ্ঠ থেকে 80 থেকে 100 কিলোমিটার (50 থেকে 62 মাইল) এর মধ্যে অবস্থিত। এটি বায়ুমণ্ডলের সবচেয়ে শীতল স্তর, যার গড় তাপমাত্রা প্রায় −85 ডিগ্রি সেলসিয়াস (−121 ডিগ্রি ফারেনহাইট)। 

 

2.3 সর্বজনীন গ্যাস ধ্রুবক (R) এর S.I একক লেখো।

উত্তরঃ সর্বজনীন গ্যাস ধ্রুবক (R) এর S.I একক হল জুল/মোল/কেলভিন (J/mol/K)

 

2.4 কী শর্তে বাস্তব গ্যাস, আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করবে?

উত্তরঃ উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপে, বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে।

 

2.5 কঠিন পদার্থে তাপ কোন্ পদ্ধতিতে সঞ্চালিত হয়?

উত্তরঃ কঠিন পদার্থে তাপ পরিবহন পদ্ধতিতে সঞ্চালিত হয়। 

 

2.6 পরম প্রতিসরাঙ্কের মান সর্বদা ‘1’ অপেক্ষা বেশি হয় কেন?

উত্তরঃ পরম প্রতিসরাঙ্কের মান (μ) সর্বদা 1 অপেক্ষা বেশি হয় কারণ শূন্য মাধ্যমে আলোর গতিবেগ সর্বাপেক্ষা বেশি হয়। কোন মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক বলতে বোঝায়, শূন্য মাধ্যমে আলোর গতিবেগ (C) এবং ওই মাধ্যমের ভিতর দিয়ে আলোর গতিবেগের (V) অনুপাত।

যেহেতু শূন্য মাধ্যমে আলোর গতিবেগ সর্বাপেক্ষা বেশি হয়, তাই C সর্বদা V এর থেকে বেশি। সেজন্য C/V > 1.

তাই প্রতিসরাঙ্ক কখনো 1 থেকে কম হতে পারে না।

আরও পড়ুনঃ 

অথবা,

কাচের পরম প্রতিসারঙ্ক 3/2 হলে কাচ মাধ্যমে আলোর বেগ কত?

উত্তরঃ কাচের পরম প্রতিসারঙ্ক 3/2 হলে কাচ মাধ্যমে আলোর বেগ হবে = 2×108 m/s

ব্যাখ্যাঃ পরম প্রতিসরাঙ্ক হল শূন্য মাধ্যমে আলোর বেগ এবং ওই মাধ্যমের ভিতর দিয়ে আলোর গতিবেগের অনুপাত।

অর্থাৎ, μ = C/V

কাচের পরম প্রতিসরাঙ্ক (μ) = 3/2

শূন্য মাধ্যমে আলোর বেগ (C) = 3×108 m/s

কাচ মাধ্যমে আলোর বেগ = V 

μ = C/V

বা, V = C/μ

বা, V=\frac{3\times 10^8}{\left (\frac{3}{2} \right )}=2\times 10^8

2.7 অবতল দর্পণে অসদবিবর্ধিত প্রতিবিম্ব সৃষ্টির একটি উদাহরণ দাও।

উত্তরঃ কোনো বস্তুকে অবতল দর্পনের মেরু ও ফোকাসের মধ্যে রাখলে বস্তুটির একটি অসদ ও বিবর্ধিত প্রতিবিম্ব আমরা দেখতে পাবো। 

 

2.8 তড়িৎ বর্তনীতে হিটারের তার ও ফিউজ তারকে কোন্ সমবায়ে যুক্ত কর হয়?

উত্তরঃ তড়িৎ বর্তনীতে হিটারের তারকে সমান্তরাল সমবায়ে এবং ফিউজ তারকে লাইভ তারের সঙ্গে শ্রেণি সমবায়ে যুক্ত করা হয়। 

 

2.9 কোনো পরিবাহীর মধ্য দিয়ে 2 অ্যাম্পিয়ার প্রবাহ কত সময় ধরে গেলে প্রবাহিত তড়িতাধান 1200 কুলম্ব হবে?

উত্তরঃ 600 সেকেন্ড

ব্যাখ্যাঃ 

প্রবাহিত তড়িতাধান, Q = I×t

যেখানে,

  • Q হল তড়িতাধানের পরিমাণ (কুলম্ব)
  • I হল বিদ্যুৎ প্রবাহের মান (অ্যাম্পিয়ার)
  • t হল সময় (সেকেন্ড)

প্রশ্নানুসারে,

  • Q = 1200 কুলম্ব
  • I = 2 অ্যাম্পিয়ার

Q = I×t

বা, t = Q / I

বা, t = 1200 কুলম্ব / 2 অ্যাম্পিয়ার

∴ t = 600 সেকেন্ড

অর্থাৎ, কোনো পরিবাহীর মধ্য দিয়ে 2 অ্যাম্পিয়ার প্রবাহ 600 সেকেন্ড ধরে গেলে প্রবাহিত তড়িতাধান 1200 কুলম্ব হবে।

উত্তর: 600 সেকেন্ড

 

2.10 নিউক্লিয়াসের ভর ত্রুটি কাকে বলে?

উত্তরঃ একটি নিউক্লিয়াসের ভর ত্রুটি হল নিউক্লিয়াসের ভর এবং এর গঠনকারী প্রোটন এবং নিউট্রনগুলির ভরের সমষ্টির মধ্যে পার্থক্যকে বোঝায়। 

অথবা,

কুলম্ব এককে আলফা কণার আধান কত?

উত্তরঃ +3.204×10−19 কুলম্ব।

 

ব্যাখ্যাঃ 

আলফা কণা হল একটি হিলিয়াম নিউক্লিয়াস, যা দুটি প্রোটন এবং দুটি নিউট্রন দিয়ে গঠিত। প্রোটনের আধান +1.602×10−19 কুলম্ব এবং নিউট্রনের আধান শূন্য।

∴ আলফা কণার আধান = 2×(+1.602×10−19 কুলম্ব)= +3.204×10−19 কুলম্ব।

 

2.11 জলীয় দ্রবণে আয়নিত হয়ে অর্থাৎ পরিবহণ করতে পারে এমন একটি সমযোজী পদার্থের নাম লেখো।

উত্তরঃ জলীয় দ্রবণে আয়নিত হয়ে অর্থাৎ পরিবহণ করতে পারে এমন একটি সমযোজী পদার্থের নাম হল হাইড্রোক্লোরিক অ্যাসিড (HCl)

Note: HCl অ্যাসিড একটি পোলার সমযোজী যৌগ। এটি জলীয় দ্রবণে আয়নিত হয়ে হাইড্রোজেন আয়ন (H+) এবং ক্লোরাইড আয়ন (Cl) তৈরি করে। এই আয়নগুলি জলীয় দ্রবণে তড়িৎ পরিবহণ করে।

 

2.12 একটি চ্যালকোজেন মৌল হল ______।

উত্তরঃ একটি চ্যালকোজেন মৌল হল সালফার (S)

Note: পর্যায় সারণির গ্রুপ-১৬ এর মৌলগুলিকে চ্যালকোজেন বলা হয়। 

 

2.13 সরলতম কিটোনের IUPAC নাম কী?

উত্তরঃ 2-propanone (2-প্রোপানোন) [CH3-CO-CH3]

 

2.14 অ্যাসিটিলিনের হাইড্রোজেনেশনে ইথিলিন প্রস্তুতিতে ব্যবহৃত অণুঘটকটির নাম লেখো।

উত্তরঃ অ্যাসিটিলিনের হাইড্রোজেনেশনে ইথিলিন প্রস্তুতিতে ব্যবহৃত অণুঘটক হল প্যালেডিয়াম (Pd)। 

 

2.15 কোন্ অজৈব অ্যাসিড প্রস্তুতিতে সোরা ব্যবহৃত হয়?

উত্তরঃ সোরা ব্যবহৃত হয় সালফিউরিক অ্যাসিড (H2SO4) প্রস্তুতিতে। 

Note: সোরা হল সালফার ডাইঅক্সাইড (SO2) এবং অক্সিজেন (O2) দ্বারা গঠিত একটি মিশ্রণ। এটি সাধারণত খনিজ আকরিক থেকে পাওয়া যায়। সোরা থেকে সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করার প্রক্রিয়াটিকে হেবার-বোস (Haber-Bosch) প্রক্রিয়া বলা হয়। এই প্রক্রিয়াটি নিম্নলিখিত হিসাবে ঘটে:

SO2 + O2 → SO3
SO3 + H2O → H2SO4

এই প্রক্রিয়াতে, সোরা প্রথমে সালফার ট্রাইঅক্সাইড (SO3) তে জারিত হয়। তারপরে, সালফার ট্রাইঅক্সাইড জল দিয়ে বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিড গঠন করে।

অথবা,

একটি অজারক অ্যাসিডের নাম লেখো।

উত্তরঃ একটি অজারক অ্যাসিডের উদাহরণ হল হাইড্রোক্লোরিক অ্যাসিড (HCl)

 

2.16 উত্তপ্ত কিউপ্রিক অক্সাইডের উপর দিয়ে অ্যামোনিয়া গ্যাস চালনা করলে কোন্ গ্যাস উৎপন্ন হয়?

উত্তরঃ উত্তপ্ত কিউপ্রিক অক্সাইডের উপর দিয়ে অ্যামোনিয়া গ্যাস চালনা করলে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হয়।

Note: উত্তপ্ত কিউপ্রিক অক্সাইডের উপর দিয়ে অ্যামোনিয়া গ্যাস চালনা করলে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হয়। এই বিক্রিয়াটিকে হেবার প্রক্রিয়া বলা হয়। এই প্রক্রিয়াটি নিম্নলিখিত হিসাবে ঘটে:

CuO + NH3 → Cu + N2 + H2O

 

2.17 সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোডে কোন্ গ্যাস উৎপন্ন হয়?

উত্তরঃ সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণের প্ল্যাটিনাম তড়িৎদ্বার দ্বারা তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোডে অক্সিজেন (O2) গ্যাস উৎপন্ন হয়?

 

2.18 পর্যায় সারণিতে ষষ্ঠ পর্যায়ে Ce থেকে Lu পর্যন্ত মৌলগুলি কী নামে অবিহিত করা হয়?

উত্তরঃ পর্যায় সারণিতে ষষ্ঠ পর্যায়ে Ce থেকে Lu পর্যন্ত মৌলগুলি ল্যান্থানাইড নামে অবিহিত করা হয়।

 

অথবা,

পর্যায় সারণির কোন্ পর্যায়ের বামদিকের থেকে ডানদিকে গেলে অধাতব ধর্মের কী পরিবর্তন ঘটে?

উত্তরঃ পর্যায় সারণির একই পর্যায়ের বাম থেকে ডানদিকে গেলে অধাতম ধর্ম বৃদ্ধি পায়

ব্যাখ্যাঃ পর্যায় সারণির একই পর্যায়ের বাম থেকে ডানদিকে গেলে অধাতম ধর্ম বৃদ্ধি পায়। এর কারণ হল, একই পর্যায়ের বাম থেকে ডানদিকে গেলে পরমাণুর পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায়। পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন সংখ্যাও বৃদ্ধি পায়। প্রোটন সংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে নিউক্লিয়াসের আকর্ষণ শক্তি বৃদ্ধি পায়। এই আকর্ষণ শক্তির কারণে বহিস্থ কক্ষপথে থাকা ইলেকট্রনগুলি নিউক্লিয়াসের কাছাকাছি চলে আসে।

বহিস্থ কক্ষপথে থাকা ইলেকট্রনগুলি নিউক্লিয়াসের কাছাকাছি চলে আসার ফলে এগুলি অন্য পরমাণুর ইলেকট্রনগুলির সাথে সহজেই বন্ধন গঠন করতে পারে। বন্ধন গঠনের ফলে অধাতম ধর্ম বৃদ্ধি পায়।

 

2.19 জলের তড়িৎ বিশ্লেষণে তড়িদ্বার হিসেবে ব্যবহৃত হয় গ্রাফাইট দণ্ড (ঠিক না ভুল)

উত্তরঃ বিবৃতিটি ঠিক। 

 

2.20 দার্শনিকের উল কাকে বলে?

উত্তরঃ দার্শনিকের উল হল জিঙ্ক অক্সাইড (ZnO) যৌগের একটি কোমল, সাদা, তন্তুযুক্ত রূপ। 

 

2.21 ডুরালুমিন শংকর ধাতুর উপাদানগুলি কী কী?

উত্তরঃ অ্যালুমিনিয়াম (91-95%) + তামা (3.8-4.9%) + ম্যাঙ্গানিজ (0.3-0.9%) + ম্যাগনেসিয়াম (1.2-1.8%)

 

অথবা,

ব্রোঞ্জ ও কাঁসার প্রধান উপাদানটি কী?

উত্তরঃ তামা (Cu)

 

আরও পড়ুনঃ 
One thought on “Madhyamik ABTA Test Papers 2024 : Physical Science Page 182”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!