Thu. Oct 3rd, 2024

WBBSE Bengali Question Paper 2022 with Answer

 

WBBSE Bengali Question Paper 2022 with Answer

১। যেকোনো সতেরোটি প্রশ্নের সঠিক উত্তর নির্বাচন করো:

১.১ পত্রিকায় প্রকাশ পাওয়া তপনের গল্পটির নাম –

(ক) স্কুলের গল্প

(খ) একদিন

(গ) প্রথম দিন

(ঘ) রাজার কথা

উত্তর:(গ) প্রথম দিন

 

১.২ গিরীশ মহাপাত্রের বয়স –

(ক) চল্লিশ -বিয়াল্লিশ

(খ) ত্রিশ-বত্রিশের অধিক নয়

(গ) পঞ্চাশ-পঞ্চান্ন

(ঘ) পঞ্চাশের কাছাকাছি

উত্তর:(খ) ত্রিশ-বত্রিশের অধিক নয়

 

১.৩ জগদীশবাবু বিরাগী কে প্রনামী দিতে চেয়েছিলেন –

(ক) এক হাজার টাকা

(খ) পাঁচশো টাকা

(গ)একশো এক টাকা

(ঘ) একশো টাকা

উত্তর:(ঘ) একশো টাকা

 

১.৪ “কাল ঘোমটার নিচে অপরিচিত ছিল” -কি অপরিচিত ছিল?

(ক) তোমার চেতনাতীত রূপ

(খ) তোমার রহস্যময় রূপ

(গ) তোমার আরণ্যক রূপ

(ঘ) তোমার মানব রূপ

উত্তর: (ঘ) তোমার মানব রূপ

 

১.৫”আমাদের ডান পাশে” –

(ক) টাকা

(খ) বাঁধ

(গ) ধ্বস

(ঘ) পথ

উত্তর:(গ) ধ্বস

 

১.৬ “অট্টরোলের হট্টগোলে স্তব্ধ” –

(ক) চরাচর

(খ) মহাকাল

(গ) গগনতল

(ঘ) গিরিশিখর

উত্তর:(ক) চরাচর

WBBSE Bengali Question Paper 2022 with Answer

 

১.৭ লেখক শ্রীপান্থের ছেলেবেলায় দেখা দারোগা বাবুর কলম থাকতো –

(ক) কলারের ভাজে আটা

(খ) কোমরের বেল্টে আটকানো

(গ) কাদের ছোট পকেটে সাজানো

(ঘ) পায়ের মোজা গোঁজা

উত্তর: (ঘ) পায়ের মোজা গোঁজা

 

১.৮ উনিশ শতকে বত্রিশ হাজার অক্ষর লেখানো যেতো –

(ক) পনেরো আনায়

(খ) বারো আনায়

(গ) ষোলো আনায়

(ঘ) দশ আনায়

উত্তর: (খ) বারো আনায়

 

১.৯ ‘কঙ্কাবতী’ ও ‘ডমরুধর’ এর স্বনামধন্য লেখকের নাম –

(ক) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

(খ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

(গ) ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়

(ঘ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

উত্তর:(গ) ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়

 

১.১০ বিভক্তি শব্দের অর্থ কি?

(ক) বিভাজন

(খ) সংকোচন

(গ) প্রসারণ

(ঘ) সংযোজন

উত্তর:(ক) বিভাজন

 

১.১১ কলমে কায়স্থ চিনি-নিম্নরেখ পদটি –

(ক) অপাদান কারক

(খ) কর্তৃ কারক

(গ) করণ কারক

(ঘ) কর্মকারক

উত্তর:(গ) করণ কারক

 

১.১২ পেশি কি খোলাই না খেললো-কি জাতীয় কর্ম?

(ক) উহ্য কর্ম

(খ) সমধাতুজ কর্ম

(গ) কর্মের বীপ্সা

(ঘ) উপবাক্যীয় কর্ম

উত্তর:(খ) সমধাতুজ কর্ম

WBBSE Bengali Question Paper 2022 with Answer

 

১.১৩ আর কাউকে পায়ের ধুলো নিতে দেননি সন্ন্যাসী-নিম্নরেখ পদটি –

(ক) ক্রিয়া বাচক পদ

(খ) সম্মোধন পদ

(গ) কর্মকারক

(ঘ) সম্বন্ধ পদ

উত্তর: (খ) সম্মোধন পদ

 

১.১৪ সমাসের মূল অর্থ –

(ক) বর্ণের সাথে বর্ণের মিলন

(খ) নাম পদের সাথে ক্রিয়াপদের মিলন

(গ) একাধিক পদের একটি পদে পরিণতি লাভ

(ঘ) ক্রিয়াপদের সাথে ক্রিয়াপদের মিলন

উত্তর: (গ) একাধিক পদের একটি পদে পরিণতি লাভ

 

১.১৫ বুড়োমানুষের কথটা শুনো – নিম্নলিখিত পদটি যে সমাসের উদাহরণ সেটি হল –

(ক) বহুব্রীহি সমাস

(খ) কর্মধারয় সমাস

(গ) তৎপুরুষ সমাস

(ঘ) অব্যয়ীভাব

উত্তরঃ (গ) তৎপুরুষ সমাস

 

১.১৬ ‘দশানন’ -এর সমাস হল –

(ক) দ্বিগু

(খ) বহুব্রীহি

(গ) অব্যয়ীভাব

(ঘ) কর্মধারয়

উত্তরঃ (খ) বহুব্রীহি

 

১.১৭ পূর্বপদের বিভক্তি লুপ্ত হয়ে পরপদের অর্থ প্রাধান্য পায় যে সমাসে সেটি হল –

(ক) বহুব্রীহি সমাস

(খ) অব্যয়ীভাব সমাস

(গ) তৎপুরুষ সমাস

(ঘ) নিত্য সমাস

উত্তরঃ (গ) তৎপুরুষ সমাস

WBBSE Bengali Question Paper 2022 with Answer

 

২। কম-বেশি ২০টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও ঃ

২.১ যে – কোনো চারটি প্রশ্নের উত্তর দাও ঃ

২.১.১ তপন মামার বাড়িতে কেন এসেছিল?

উত্তরঃ ছোটো মাসির বিয়েতে এসেছিল

২.১.২ “শুধু এই দুঃখের মুহুর্তে গভীরভাবে সংকল্প করে তপন,” – সংকল্পটি কী?

উত্তরঃ যদি কখনো লেখা ছাপাতে দেয় তো সে নিজে গিয়ে দেবে, যদিও তার কাঁচা হাতে লেখা হোক।

২.১.৩ “আর যাই হোক, যাঁকে খুজছেন তাঁর কালচারের কথাটা একবার ভেবে দেখুন।” – তার খোঁজার কারণ কী?

উত্তরঃ পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিক

২.১.৪ “মাস্টারমশাই একটুও রাগ করেননি। বরং একটু তারিফই করলেন” – ‘তারিফ’ করার কারণ কী?

উত্তরঃ হরিদার পুলিশের সাজাটা মাস্টারমশায়ও ধরতে পারেন নি তাই খুশি হয়ে তাঁকে একটু তারিফ করলেন।

২.১.৫ “কিন্তু ওই ধরণের কাজ হরিদার জীবনের পছন্দই নয়।” – কী ধরনের কাজ হরিদার অপছন্দ?

উত্তরঃ একঘেয়ে সময় বেঁধে চলা কাজ

WBBSE Bengali Question Paper 2022 with Answer

 

২.২ যে-কোনো চারটি প্রশ্নের উত্তর দাও ঃ

২.২.১ “সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী।” – ‘সভ্যতার শেষ পুণ্যবাণী’ -টি কী?

উত্তরঃ ক্ষমা কর

২.২.২ “আয় আরো বেঁধে বেঁধে থাকি” – কবিতাটির রচয়িতা কে?

উত্তরঃ শঙ্ক ঘোষ

২.২.৩ “তারপর যুদ্ধ এলো” – যুদ্ধ কেমনভাবে এলো?

উত্তরঃ রক্তের এক আগ্নেয় পাহাড়ের মত

২.২.৪ “এবার মহানিশার শেষে” – কে আসবে?

উত্তরঃ আসবে উষা

২.২.৫ “এ কলঙ্ক, পিতাঃ, ঘুষিবে জগতে।” – বক্তা কোন্‌ কলঙ্কের কথা বলেছেন?

উত্তরঃ মেঘনাথ থাকতে তার বাবা অর্থাৎ রাবন যুদ্ধে যাবে এটাই কলঙ্ক

WBBSE Bengali Question Paper 2022 with Answer

 

২.৩ যে-কোনো তিনটি প্রশ্নের উত্তর দাওঃ

২.৩.১ “এই নেশা পেয়েছি আমি শরৎদার কাছ থেকে।” – কোন্‌ নেশার কথা বলা হয়েছে?

উত্তরঃ ফাউন্টেন পেনে লেখা

২.৩.২ “অনেক ধরে ধরে টাইপ-রাইটারে লিখে গেছেন মাত্র একজন।” – কার কথা বলা হয়েছে?

উত্তরঃ অন্নদাশঙ্কর রায়

২.৩.৩ “কলম তাদের কাছে আজ অস্পৃশ্য।” – কাদের কাছে অস্পৃশ্য?

উত্তরঃ পকেট মারদের কাছে

২.৩.৪ “সোনার দোয়াত কলম যে সত্যই হতো;” – বক্তা সোনার দোয়াত কলমের কথা কীভাবে জেনেছিলেন?

উত্তরঃ সুভো ঠাকুরের কাছে থেকে

WBBSE Bengali Question Paper 2022 with Answer

 

২.৪ যে-কোনো আটটি প্রশ্নের উত্তর দাও ঃ

২.৪.১ সমাস কাকে বলে?

উত্তরঃ পরস্পর অর্থ সম্পর্কিত দুই বা তার চেয়ে বেশি পদের একপদে রূপান্তরিত হওয়াই হল সমাস।

২.৪.২ রত্নাকর – শব্দটির ব্যাসবাক্যসহ সমাসের নাম লেখো।

উত্তরঃ রত্নাকর = রত্নের আকর (সম্বন্ধ তৎপুরুষ)

২.৪.৩ ক্ষুদ্র গ্রহ – ব্যাসবাক্যটিকে সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো।

উত্তরঃ ক্ষুদ্র গ্রহ = উপগ্রহ অব্যয়ীভাব

২.৪.৪ একটি নিত্য সমাসের উদাহরণ দাও।

উত্তরঃ দেশান্তর = অন্য দেশ

২.৪.৫ উপপদ তৎপুরুষ সমাস কাকে বলে?

উত্তরঃ উপপদের সাথে কৃদন্ত পদের সমাসকে উপপদ তৎপুরুষ বলে।

২.৪.৬ প্রযোজ্য কর্তার একটি উদাহরণ দাও।

উত্তরঃ বিকাশ রামকে অঙ্ক করাচ্ছে।

২.৪.৭ শূন্য বিভক্তি কাকে বলে?

উত্তরঃ যে শব্দ বিভক্তি চিহ্ন শব্দে যুক্ত হয়ে নিজে অপ্রকাশিত থাকে এবং শব্দতে পরিণত করে তাকে শূন্য বিভক্তি বলে।

২.৪.৮ সম্বন্ধ পদের বিভক্তি কী কী?

উত্তরঃ ‘র’ বা ‘এর’

২.৪.৯ একটি যৌগ কর্মের উদাহরণ দাও।

উত্তরঃ সুরেশ কমলকে ভাত দিচ্ছে।

২.৪.১০ নিম্নরেখ পদটির কারক ও বিভক্তি নির্ণয় করো ঃ

চিঠি পকেটে ছিল।

উত্তরঃ অধিকরণ কারকের ‘এ’ বিভক্তি

WBBSE Bengali Question Paper 2022 with Answer

 

৩। প্রসঙ্গ নির্দেশসহ কম-বেশি ৬০টি শব্দে উত্তর দাও ঃ

৩.১ যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও ঃ

৩.১.১ “পত্রিকাটি সকলের হাতে হাতে ঘোরে,” – কোন্‌ পত্রিকা, কেন সকলের হাতে হাতে ঘুরছিল?

৩.১.২ “তার লাঞ্ছনা এই কালো চামড়ার নীচে কম জ্বলে না” – বক্তা কে? তার কোন্‌ লাঞ্ছনার কথা বলা হয়েছে?

 

৩.২ যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও ঃ

৩.২.১ “তারা আর স্বপ্ন দেখতে পারল না।” – ‘তারা’ কারা? কেন স্বপ্ন দেখতে পারল না?

৩.২.২ “কে কবে শুনেছে পুত্র, ভাসে শিলা জলে” – বক্তা কে? তাঁর একথা বলার কারণ কী?

WBBSE Bengali Question Paper 2022 with Answer

 

৪। কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও ঃ

৪.১ “বাবুটির স্বাস্থ্য গেছে। কিন্তু শখ ষোলোয়ানাই বজায় আছে।” – বাবুটি কে? তাঁর স্বাস্থ্য ও শখের পরিচয় দাও।

৪.২ “অথচ আপনি একেবারে খাঁটি  সন্ন্যাসীর মতো সব তুচ্ছ করে সরে পড়লেন?” – কার কথা বলা হয়েছে? তিনি কীভাবে ‘খাঁটি সন্ন্যাসীর মতো’ ব্যবহার করেছিলেন সংক্ষেপে আলোচনা করো।

WBBSE Bengali Question Paper 2022 with Answer

 

৫। কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও ঃ

৫.১ “এল মানুষ-ধরার দল” – কোথায় এল? ‘মানুষ-ধরার দল’ এসে কী করেছিল?

৫.২ “তোরা সব জয়ধ্বনি কর।” – কবির এই কথা বলার কারণ সংক্ষেপে লেখো।

WBBSE Bengali Question Paper 2022 with Answer

 

৬। কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও ঃ

৬.১ “আশ্চর্য, সবই আজ অবলুপ্তির পথে।” – ‘সবই’ -র পরিচয় দাও। উল্লিখিত বিষয়টি কীভাবে আজ ‘অবলুপ্তির পথে’ আলোচনা করো।

৬.২ “তাই কেটে কাগজের মতো সাইজ করে নিয়ে আমরা তাতে ‘হোম-টাস্ক’ করতাম।” – কিসে ‘হোম-টাস্ক” করা হতো? ‘হোম-টাস্ক’ করার সম্পূর্ণ বিবরণ দাও।

 

৭। কম-বেশি ১২৫ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও ঃ

৭.১ “বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা, তার শ্যামল প্রান্তরে আজ রক্তের আলপানা” – বক্তা কে? কোন্‌ দুর্যোগের কথা বলা হয়েছে?

৭.২ “ওকে ওর প্রাসাদে পাঠিয়ে দিন জঁহাপনা। ওর সঙ্গে থাকতে আমার ভয় হয়।” – বক্তা কে? তার এরকম ভয় হওয়ার কারণ কী?

 

৮। কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও ঃ

৮.১ ‘ইচ্ছে থাকলেও ওকে সাঁতার শেখাবার সামর্থ্য আমার নেই।” – কে বলেছিল? তার পরিচয় সংক্ষেপে উল্লেখ করো।

৮.২ “বিষ্টু ধরের বিরক্তির কারণ হাত পনেরো দূরের একটা লোক।” – বিষ্টু ধরের সংক্ষিপ্ত পরিচয় দিয়ে তার বিরক্তির কারণ উল্লেখ করো।

৮.৩ চিড়িয়াখানায় কোনিকে নিয়ে বেড়াতে গিয়ে কী ঘটেছিল? এই ঘটনা থেকে ক্ষিতীশের কী মনে হয়েছিল?

 

৯। চলিত গদ্যে বঙ্গানুবাদ করো ঃ

Newspaper reading has become an essential part of our life. As we get up in the morning we wait eagerly for a daily paper. Twentieth Century was an age of newspaper. Though Newspapers we gather infomation about different countries of the world.

WBBSE Bengali Question Paper 2022 with Answer

 

১০। কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও ঃ

১০.১ অতিমারীর পরিবেশে মাস্ক পরা ও হাত ধোয়ার প্রয়োজনীয়তা বিষয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো।

১০.২ তোমাদের পাড়ায় একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল? এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো।

WBBSE Bengali Question Paper 2022 with Answer

 

১১। কম-বেশি ৪০০ শব্দের যে-কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো ঃ

১১.১ বর্তমান জীবনে বিজ্ঞান

১১.২ পরিবেশ ও মানুষ

১১.৩ তোমার দেখা একটি মেলা

১১.৪ একটি নদীর আত্মকথা

 

WBBSE Bengali Question Paper 2022 with Answer

Thank You

WBBSE Bengali Question Paper 2022 with Answer

One thought on “WBBSE Bengali Question Paper 2022 with Answer”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!