Class 10 L.Sc Chapter 1
Sunnosthan Puron
জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় (শূন্যস্থান পূরণ)
Class 10 L.Sc Chapter 1 Sunnosthan Puron
নিচের বাক্যগুলি শূন্যস্থান পূরণ করো :
Q. রেটিনার যে অংশে প্রতিবিম্ব গঠিত হয় না তা হল________
Ans : অন্ধবিন্দু
Q. আলোর দিকে________ চলন ঘটে ।
Ans : ফটোট্রপিক চলন
Q. অ্যামিবা : সিউডোপপাডিয়া :: ইউগ্লিনা : ________ ।
Ans : ফ্ল্যাজেলা
Q. _______ হল অ্যান্টি জিব্বেরেলিন হরমোন।
Ans : অ্যাবসিসিক অ্যাসিড
Q. বনচাঁড়ালের পাতার ত্রিফলকের পার্শ্ব পত্ৰক দুটির পর্যায়ক্রমে ওঠানামা হল এক প্রকার ______ চলন ।
Ans : প্রকরণ
Q. মাছের ______ ও _______ হল জোড় পাখনা ।
Ans : বক্ষ পাখনা ও শ্রোণিপাখনা
Q. পায়রার ডানার পালক গুলিকে বলে _________
Ans : রেমিজেস
Q. পাখির উড্ডয়ন দুপ্রকার ______ ও ______ ।
Ans : ফ্ল্যাপিং, গ্লাইডিং
Q. গমনে সক্ষম উদ্ভিদ হল ______ ।
Ans : ভলভক্স
Q. ভ্রূণমুকুলাবরণী : অক্সিন :: ডাবের জল : ________ ।
Ans : কাইনিন
Q. হাইপোথ্যালামাস থেকে ক্ষরিত একটি হরমোন হল _________
Ans : ADH
Q. থাইরক্সিন হরমোনের কম ক্ষরণে শিশুদের _______ রোগ হয়।
Ans : ক্রেটিনিজম
Q. প্রানী হরমোন _______ গ্রন্থি থেকে নিঃসৃত হয় ।
Ans : অনাল
Q. সূর্যের আলোর প্রভাবে ট্রপিক চলন হল ______ ।
Ans : হেলিওট্রপিজম
Q. স্পর্শ, আঘাত, ঘর্ষণ, বায়ুপ্রবাহ প্রভৃতি উদ্দীপকের তীব্রতার দ্বারা নিয়ন্ত্রিত ন্যাস্টিক চলনকে ____________ বলে।
Ans : সিসমোন্যাস্টি
Q. অ্যামিবার গমন পদ্ধতি হল ______ ।
Ans : অ্যামিবয়েড
Q. _______ হরমোন রক্তের লোহিত রক্তকণিকায় ক্রমপরিণতিতে সাহায্য করে।
Ans : থাইরক্সিন
Q. উদ্ভিদের নাইট্রোজেনবিহীন হরমোন হল ________ ।
Ans : জিব্বেরেলিন
Q. ______ হরমোন বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে।
Ans : জিব্বেরেলিন
Q. _______ হরমোন ক্লোরোফিল বিনষ্টিকরণ বিলম্বিত করে।
Ans : সাইটোকাইনিন
Q. _______ একটি গ্লাইকোপ্রোটিন হরমোন।
Ans : FSH (ফলিকল স্টিমুলেটিং হরমোন)
Q. কোশের প্রোটোপ্লাজমের সক্রিয়তার দ্বারা সংঘটিত চলন হলো________ .
Ans : জৈবিক চলন
Q. _______ একটি অ্যান্টিডায়াবেটিক হরমোন।
Ans : ইনসুলিন
Q. _______ একটি অ্যামাইনো হরমোন।
Ans : থাইরক্সিন
Q. ______ যন্ত্রের সাহায্যে জগদীশচন্দ্র বসু উদ্ভিদ দেহে প্রতিবর্ত ক্রিয়ার অস্তিত্ব প্রমাণ করেন।
Ans : রেজোন্যান্ট রেকোর্ডার
Q. _______ একটি প্রোটিন হরমোন।
Ans : ইনসুলিন
Q. ______ প্রাণী গমনে অক্ষম ।
Ans : স্পঞ্জ
Q. ক্ষুদ্রতম অন্তঃক্ষরাগ্রন্থি : পিটুইটারি :: বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থি : ________ ।
Ans : থাইরয়েড
Q. সল ও জেল মতবাদ : অ্যামিবয়েড গমন :: মেটাক্রোনাল ছন্দ ________ ।
Ans : সিলিয়ারী গমন
Q. ______ পেশার সংকোচনে গোড়ালি মাটি থেকে ওপরে উঠে আসে ।
Ans : গ্যাস্ট্রোকনেমিয়াম
Q. মিশ্র গ্রন্থি : শুক্রাশয় :: বহিক্ষরা গ্রন্থি : ________ ।
Ans : লালাগ্রন্থি
Q. ভলভক্স এর আলোর দিকে গমন চলনের ______ উদাহরণ ।
Ans : ফোটোট্যাকটিক
Q. বৃক্ক নিঃসৃত হরমোন : এরিথ্রোপোয়েটিন :: হৃৎপিণ্ড নিঃসৃত হরমোন : ________ ।
Ans : ANF
Q. ডাবের জল _______ হরমোন থাকে।
Ans : কাইনিন
Q. _______ হরমোন DNA রেপ্লিকেশন ত্বরান্বিত করে।
Ans : সাইটোকাইনিন
Q. মাছের মেরুদণ্ডের দুপাশের অস্থিসংলগ্ন পেশির নাম ______ |
Ans : মায়োটোম
Q. টিউলিপ ফুল : থার্মোন্যাস্টি :: পদ্ম ফুল : ________ ।
Ans : ফোটোন্যাস্টি
Q. উদ্ভিদ হরমোন _______ কলা থেকে উৎপন্ন হয় ।
Ans : ভাজক
Q. ক্ষণপদ ______ গমন অঙ্গ ।
Ans : অ্যামিবার
Q. _______ একটি ক্ষারীয় উদ্ভিদ হরমোন।
Ans : কাইনিন
Q. অক্সিন হরমোন _______ ঘনত্বে কাণ্ডের বৃদ্ধি ঘটায়।
Ans : বেশি
Q. প্রাকৃতিক হরমোন : অক্সিন : : প্রকল্পিত হরমোন : ________ ।
Ans : ফ্লোরিজেন
Q. বীজের দ্রুত অঙ্কুরোদ্গম ঘটায় _______ হরমোন।
Ans : জিব্বেরেলিন
Q. মাটিতে আবদ্ধ অবস্থায় উদ্ভিদের অঙ্গ সঞ্চালনকে বলে ____________।
Ans : বক্রচলন
Q. সূর্যশিশিরের পাতার কর্ষিকাগুলি পতঙ্গের (প্রােটিনের) সংস্পর্শে আসামাত্র বেঁকে গিরে পতঙ্গকে আবদ্ধ করে। এটি ____________ চলন।
Ans : কেমােন্যাস্টিক
Q. বাহ্যিক উত্তেজনায় জীবের সারা দেওয়ার ধর্মকে বলে ______________।
Ans : উত্তেজিতা
Q. রক্তে গ্লুকোজের মাত্রা সঠিক রাখতে সাহায্য করে _________ ।
Ans : ইনসুলিন
Class 10 L.Sc Chapter 1 Sunnosthan Puron
Subscribe my Youtube channel : Science Duniya in Bangla
and visit Our website : learningscience.co.in
গণিত প্রকাশ (দশম শ্রেণী) সম্পূর্ণ সমাধান
জীবন বিজ্ঞান (L.Sc) বহু বিকল্প উত্তরধর্মী (MCQs) Part 1 , Part 2
Class 10 L.Sc Chapter 1 Sunnosthan Puron,Class 10 L.Sc Chapter 1 Sunnosthan Puron,Class 10 L.Sc Chapter 1 Sunnosthan Puron,Class 10 L.Sc Chapter 1 Sunnosthan Puron,Class 10 L.Sc Chapter 1 Sunnosthan Puron,Class 10 L.Sc Chapter 1 Sunnosthan Puron,Class 10 L.Sc Chapter 1 Sunnosthan Puron,Class 10 L.Sc Chapter 1 Sunnosthan Puron,Class 10 L.Sc Chapter 1 Sunnosthan Puron,Class 10 L.Sc Chapter 1 Sunnosthan Puron,Class 10 L.Sc Chapter 1 Sunnosthan Puron