Sat. Oct 5th, 2024

Class 10 Life Science Chapter 1 True False

জীবজগতে নিয়ন্ত্রণ সমন্বয় (সত্য/মিথ্যা)

Class 10 Life Science Chapter 1 True False

 

নিচের বাক্যগুলি সত্য বা মিথ্যা নির্বাচন করো :

Q. কেমোন্যাস্টিক চলনে উদ্দীপক হল রাসায়নিক পদার্থ। 

Ans : সত্য

Q. কুমড়ো গাছের কাণ্ডের রোমে প্রচলন বা সংবহন দেখা যায় ।

Ans : সত্য

Q. ট্যাকটিক চলন একপ্রকার আবিষ্ট বা সামগ্রিক চলন।   

Ans : সত্য

Q. লজ্জাবতী উদ্ভিদে প্রকরণ চলন দেখা যায় ।

Ans : মিথ্যা

Q. প্রাণী হরমোন হল প্রোটিনধর্মী ও স্টেরয়েডধর্মী। 

Ans : সত্য

Q. ইনসুলিন হরমোন গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ার হারকে বাড়িয়ে দেয়। 

Ans : সত্য

Q. এক্সটেনশন পেশি পাশাপাশি থাকা দুটি অস্থিকে দূরে সরে যেতে সাহায্য করে। 

Ans : সত্য

Q. অঙ্গবহ স্নায়ুর একটি উদাহরণ হল অপটিক স্নায়ু। 

Ans : মিথ্যা

Q. লঘু মস্তিষ্ক দর্শন ও শ্রবনে সাহায্য করে। 

Ans : মিথ্যা

Q. জগদীশ চন্দ্র বসু বনচাঁড়াল উদ্ভিদ নিয়ে কাজ করেছিলেন।  

Ans : সত্য

Q. ট্যাকটিক, ন্যাস্টিক ও ট্রপিক চলন – এই সবগুলিই আলোর প্রভাবে ঘটে।  

Ans : সত্য

Q. জিব্বেরেলিন পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায়।

Ans : সত্য

Q. ক্রেসকোগ্রাফ দিয়ে উদ্ভিদের চলন পরিমাপ করা হয়।   

Ans : সত্য

Q. ইউগ্লিনা সিলিয়ার সাহায্যে গমন করে।

Ans : মিথ্যা

Q.  ইনসুলিন উপধমনি এবং রক্ত জালকের সংকোচন ঘটিয়ে রক্তচাপ বৃদ্ধি করে। 

Ans : মিথ্যা

Q. কাণ্ডে প্রতিকূল আলোকবর্তী চলন দেখা যায়।

Ans : মিথ্যা

Q.  ইনসুলিন হরমোনের অভাবে ডায়াবেটিস মেলিটাস রোগ হয়। 

Ans : সত্য

Q. অক্সিন ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে। 

Ans : সত্য

Q. পিটুইটারি গ্রন্থিটির ওজন 0.6g 

Ans : মিথ্যা

Q. রসস্ফীতি জনিত চলনকে বৃদ্ধিজ চলন বলে।  

Ans : মিথ্যা

Q. লজ্জাবতীর পাতা স্পর্শ করলে পাতাগুলি মুড়ে যায়।

Ans : সত্য

Q. হরমোন হল জৈব রাসায়নিক পদার্থ। 

Ans : সত্য

Q. থাইরক্সিন হরমোনকে অ্যানাবলিক হরমোন বলে না। 

Ans : মিথ্যা

Q. থাইরক্সিনের প্রভাবে BMR বৃদ্ধি পায়।

Ans : সত্য

Q. সুপ্রারেনাল গ্রন্থির অপর নাম অ্যাড্রিনাল গ্রন্থি। 

Ans : সত্য

Q. মানুষের রেটিনার রড কোশের সংখ্যা বেশি। 

Ans : মিথ্যা

Class 10 Life Science Chapter 1 True False

Q. শুক্রাশয় থেকে নিঃসৃত হয় টেস্টোস্টেরন। 

Ans : সত্য

Q. ট্রপিক চলন অক্সিন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়।

Ans : সত্য 

Q. ডিম্বাশয় হল প্রধান স্ত্রীজনন গ্রন্থি। 

Ans : সত্য

Q. পাখিদের ডানা দুটিকে প্রসারিত করে বাতাসে ভেসে থাকাকে গ্লাইডিং বলে।

Ans : সত্য

Q. অ্যামিবার গমন অঙ্গ হল সিলিয়া। 

Ans : মিথ্যা ( অ্যামিবার গমন অঙ্গ ক্ষণপদ)

Q. মাছের বক্ষ পাখনা জোড় পাখনা।

Ans : সত্য 

Q. ন্যাস্টিক চলন উদ্দীপকের তীব্রতা অনুযায়ী ঘটে। 

Ans : সত্য 

Q. IAA (ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড) একটি প্রাকৃতিক হরমোন। 

Ans : সত্য 

Q. সাইটোকাইন হলো একটি উদ্ভিদের কৃত্রিম হরমোন। 

Ans : মিথ্যা

Q. সাইটোকাইনিনের অপর নাম ফাইটোকাইনিন।

Ans : সত্য 

Q. রক্তে Fs শর্করার মান হল 120130mg/100ml

Ans : মিথ্যা

Q. FSH হল পেপটাইডধর্মী হরমোন। 

Ans : মিথ্যা

Q. ইনসুলিন অ্যান্টিকিটোজেনিক হরমোন।

Ans : সত্য 

Class 10 Life Science Chapter 1 True False

Subscribe my Youtube channel : Science Duniya in Bangla

and visit Our website : learningscience.co.in 

গণিত প্রকাশ (দশম শ্রেণী) সম্পূর্ণ সমাধান

জীবন বিজ্ঞান (Life Science)

জীবন বিজ্ঞান (Life Science) বহু বিকল্প উত্তরধর্মী (MCQs) Part 1 , Part 2

সত্য/মিথ্যা (True/False)

Thank You

Class 10 Life Science Chapter 1 True False

Class 10 Life Science Chapter 1 True False,Class 10 Life Science Chapter 1 True False,Class 10 Life Science Chapter 1 True False,Class 10 Life Science Chapter 1 True False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!