Mon. Mar 25th, 2024

Class 10 Life Science Chapter 1 MCQ part 1


জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় (M.C.Q.)

Class 10 Life Science Chapter 1 MCQ part 1


উদ্ভিদ চলন : উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান 

Question 
নিচের যে জীবটিতে সামগ্রিক চলন দেখা যায়
ⓐ মিউকর
ⓑ ভলভক্স
ⓒ মিক্সোমাইসিটিস
ⓓ বনচাঁড়াল

উত্তর

ⓑ ভলভক্স
Note: ভলভক্স, স্পাইরোগাইরা প্রভৃতিতে সামগ্রিক চলন অর্থাৎ ট্যাকটিক চলন দেখা যায়। 

 

Question 
বনচাঁড়ালের পার্শ্ব পত্রকের চলন একপ্রকার
ⓐ বৃদ্ধিজ চলন
ⓑ রসস্ফীতি চলন
ⓒ ট্যাকটিক চলন
ⓓ ন্যাস্টিক চলন

উত্তর

ⓑ রসস্ফীতি চলন

 

Question 
সুন্দরী গাছের শ্বাসমূল মাটির উপরে উঠে আসে, এটি হলো
ⓐ আলোক অনুকূলবর্তী চলন
ⓑ অভিকর্ষ প্রতিকূলবর্তী চলন
ⓒ জল প্রতিকূলবর্তী চলন
ⓓ উপরের সবগুলি

উত্তর

ⓓ উপরের সবগুলি

 

Question 
উদ্ভিদের মূলের চলন সাধারণত কোন দিকে হয়?
ⓐ আলাের দিকে
ⓑ অভিকর্ষের অনুকূলে 
ⓒ অভিকর্ষের প্রতিকূলে
ⓓ জলের প্রতিকূলে

উত্তর

ⓑ অভিকর্ষের অনুকূলে

 

Question 
উদ্ভিদের কোন অঙ্গের চলন জলের অনুকূলে ঘটে ?
ⓐ কাণ্ড
ⓑ মূল
ⓒ পাতা
ⓒ আকর্ষ

উত্তর

ⓑ মূল

 

Question 
উত্তেজনায় জীবের সাড়া দেওয়ার ধর্মকে বলে
ⓐ উদ্দীপনা
ⓑ সংবেদনশীলতা
ⓒ উত্তেজিতা
ⓓ সহনশীলতা

উত্তর

ⓒ উত্তেজিতা

 

Question 
সূর্যমুখী ফুল আলােকের তীব্রতায় ফোটে, এটি কী প্রকারের চলন?
ⓐ ফোটোট্রপিক
ⓑ ফোটোন্যাস্টিক
ⓒ থার্মোন্যাস্টিক
ⓓ নিকটিন্যাস্টিক

উত্তর

ⓑ ফোটোন্যাস্টিক

 

Question 
আচার্য জগদীশচন্দ্র বসু যে যন্ত্রের সাহায্যে উদ্ভিদের সংবেদনশীলতা প্রমাণ করেন তা হল
ⓐ ক্রোমাটোগ্রাফি
ⓑ ক্রেস্কোগ্রাফ
ⓒ অক্সানােমিটার
ⓓ ফোটোগ্রাফ

উত্তর

ⓑ ক্রেস্কোগ্রাফ

 

Question 
সূর্যশিশির উদ্ভিদের পাতার রোম পতঙ্গের সংস্পর্শে আসামাত্র বেঁকে যায় বেঁকে যাওয়া
ⓐ কেমোন্যাস্টিক চলন
ⓑ থার্মোন্যাস্টিক চলন
ⓒ ফটোন্যাস্টিক চলন
ⓓ কেমোট্যাকটিক চলন

উত্তর

ⓐ কেমোন্যাস্টিক চলন

 

Question 
কিছু ফুল সূর্যোদয়ের পরে ফোটে, কিছু ফুল সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বুঝে যায়, এটি হলো
ⓐ ফটোন্যাস্টিক
ⓑ সিসমোন্যাস্টিক
ⓒ কেমোন্যাস্টিক
ⓒ থার্মোন্যাস্টিক

উত্তর

ⓐ ফটোন্যাস্টিক

 

Question 
টিউলিপ ফুল বেশি উষ্ণতায় ফোটে এবং কম উষ্ণতায় বুঝে যায়, এটি একপ্রকার
ⓐ ফটোন্যাস্টিক চলন
ⓑ থার্মোন্যাস্টিক চলন
ⓒ নিকটিন্যাস্টিক চলন
ⓓ কেমোন্যাস্টিক চলন

উত্তর

ⓑ থার্মোন্যাস্টিক চলন

 

Question 
ভলভক্স, ক্ল্যামাইডোমোনাস প্রভৃতি শৈবাল মৃদু আলোর দিকে অগ্রসর হয় আবার তীব্র আলোক উৎস থেকে দূরে সরে যায়, এটি কি ধরনের চলন?
ⓐ ফটোট্যাকটিক
ⓑ ফটোট্রপিক
ⓒ ফটোন্যাস্টিক
ⓓ থার্মোন্যাস্টিক

উত্তর

ⓐ ফটোট্যাকটিক

 

Question 
পদ্মফুল দিনের বেলায় ফোটে এবং রাতের বেলায় বুঝে যায়, এটি হলো
ⓐ নিকটিন্যাস্টিক
ⓑ হাইপোন্যাস্টিক
ⓒ সিসমোন্যাস্টিক
ⓓ ফটোন্যাস্টিক

উত্তর

ⓓ ফটোন্যাস্টিক

 

Question 
সূর্যশিশির নামক পতঙ্গভুক উদ্ভিদের পাতার কর্ষিকাগুলি পতঙ্গদের দেহের সংস্পর্শে আসামাত্র বেঁকে গিয়ে পতঙ্গকে চেপে ধরে, এটি হলো
ⓐ সিসমোন্যাস্টি
ⓑ থার্মোন্যাস্টি
ⓒ ফটোন্যাস্টি
ⓓ কেমোন্যাস্টি

উত্তর

ⓓ কেমোন্যাস্টি

 

Question 
বনচাঁড়াল উদ্ভিদের পাতার দুটি পত্রফলকের সঞ্চালনের কারণ হলাে রসস্ফীতি জনিত চাপের পরিবর্ত। এই প্রকার চলন কে বলে
ⓐ নিদ্ৰাচলন
ⓑ প্রকরণ চলন
ⓒ রােটেশন
ⓓ অভিকর্ষ বর্তি চলন

উত্তর

ⓑ প্রকরণ চলন

 

Question 
ট্যাকটিক চলন সম্পর্কিত প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক নয়
ⓐ উদ্ভিদের সামগ্রিক স্থান পরিবর্তন ঘটে
ⓑ আবিষ্ট সামগ্রিক চলন
ⓒ রসস্ফীতি তারতম্যজনিত বক্রচলন
ⓓ ক্ল্যামাইডােমােনাস নামক শৈবাল এর বেশি উষ্ণতা দিকে গমন

উত্তর

ⓒ রসস্ফীতি তারতম্যজনিত বক্রচলন

 

Question 
কিছু ফুল (যেমন সূর্যমুখী,পদ্ম) সূর্যোদয়ের পরে ফোটে, কিন্তু সূর্যাস্তের সঙ্গে মুদে যায়। এটি হলাে [MP – 17]
ⓐ ফোটোনাস্টি
ⓑ সিসমােন্যাস্টি
ⓒ কেমােনাষ্টি
ⓓ থার্মোন্যাস্টি

উত্তর

ⓐ ফোটোনাস্টি

 

Question 
সূর্যশিশির নামক পতঙ্গ ভুক্ত উদ্ভিদের পাতায় কর্ষিকা গুলি পতঙ্গের সংস্পর্শে আসামাত্র বেঁকে গিয়ে পতঙ্গ কে চেপে ধরে। এটি হলাে [MP – 18]
ⓐ কেমোন্যাস্টি 
ⓑ সিসমােন্যাস্টি
ⓒ থার্মোন্যাস্টি
ⓓ ফটোন্যাস্টি 

উত্তর

ⓐ কেমোন্যাস্টি

 

Question 
লজ্জাবতীর পাতা স্পর্শ করলে নুয়ে পড়ে। এটি হলাে
ⓐ কেমোন্যাস্টি 
ⓑ সিসমােন্যাস্টি
ⓒ ফটোট্রপিজম
ⓓ ফটোট্যাকটিক চলন

উত্তর

ⓑ সিসমােন্যাস্টি

 

Question 
প্রতিকূল অভিকর্ষবর্তি চলন পরিলক্ষিত হয়
ⓐ ক্যাকটাসের পর্নোকান্ড
ⓑ টিউলিপ ফুল
ⓒ পাতাশ্যাওলার পত্রকোষে
ⓓ সুন্দরীর শ্বাসমূলে

উত্তর

ⓓ সুন্দরীর শ্বাসমূলে

 


উদ্ভিদ হরমোন : উদ্ভিদের সাড়াপ্রদান এবং রাসায়নিক সমন্বয়

Question 
প্রদত্ত কোনটি নাইট্রোজেন বিহীন উদ্ভিদ হরমোন
ⓐ থাইরক্সিন
ⓑ অক্সিন
ⓒ জিব্বেরেলিন
ⓓ কাইনিন

উত্তর

ⓒ জিব্বেরেলিন

 

Question 
উদ্ভিদের অগ্রস্থ ভাজক কলায় উৎপন্ন হয়
ⓐ অক্সিন
ⓑ সাইটোকাইনিন
ⓒ ফ্লোরিজেন
ⓓ জিব্বেরেলিন

উত্তর

ⓐ অক্সিন

 

Question 
উদ্ভিদ হরমােনের প্রধান কাজ হল
ⓐ কোশে কোশে রাসায়নিক সমন্বয় সাধন করা
ⓑ কাণ্ডের বৃদ্ধি ঘটানাে
ⓒ মূলের বৃদ্ধি ঘটানাে
ⓓ ফলের বিকাশ ঘটানাে

উত্তর

ⓐ কোশে কোশে রাসায়নিক সমন্বয় সাধন করা

 

Question 
ফুল ফোটাতে সাহায্য করে কোন প্রকল্পিত হরমােন ?
ⓐ ইথিলিন
ⓑ ফ্লোরিজেন
ⓒ কাইনিন
ⓓ অক্সিন

উত্তর

ⓑ ফ্লোরিজেন

 

Question 
উদ্ভিদের কোন অঙ্গ কম ঘনত্বের অক্সিনে অনুভূতিশীল ?
ⓐ মূল
ⓑ পাতা
ⓒ কাণ্ড
ⓓ ফল

উত্তর

ⓐ মূল

 

Question 
উদ্ভিদের পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায় কোন হরমােন ?
ⓐ কাইনিন
ⓑ অক্সিন
ⓒ জিব্বেরেলিন
ⓓ ইথিলিন

উত্তর

ⓒ জিব্বেরেলিন

 

Question 
উদ্ভিদের জরা রােগ এবং ক্লোরােফিল বিনষ্টকরণ প্রতিহত করে কোন্ হরমােন ?
ⓐ সাইটোকাইনিন
ⓑ জিব্বেরেলিন
ⓒ কৃত্রিম অক্সিন
ⓓ কৃত্রিম জিব্বেরেলিন

উত্তর

ⓐ সাইটোকাইনিন

 

Question 
পত্রমােচন বিলম্বিত করে কোন্ হরমােন ?
ⓐ অক্সিন
ⓑ জিব্বেরেলিন
ⓒ কাইনিন
ⓓ ইথিলিন

উত্তর

ⓒ কাইনিন

 

Question 
অক্সিন কি? [MP – 6]
ⓐ প্রাণী হরমােন
ⓑ উৎসেচক
ⓒ উদ্ভিদ হরমােন
ⓓ রেচন পদার্থ

উত্তর

ⓒ উদ্ভিদ হরমােন

 

Question 
যে উদ্ভিদ হরমােন উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে তা হল [MP – 16, 14, 12, 7]
ⓐ অক্সিন
ⓑ GA
ⓒ MCPA
ⓓ সাইটোকাইনিন

উত্তর

ⓐ অক্সিন

 

Question 
অক্সিন হরমােনের রাসায়নিক সংকেত হলাে
ⓐ C10H9O2Mg
ⓑ C12H10O
ⓒ C10H10O2N
ⓓ C10H9O2N

উত্তর

ⓓ C10H9O2N

 

Question 
একটি কৃত্রিম হরমােন হল [MP – 12]
ⓐ ইন্ডােল অ্যাসিটিক অ্যাসিড
ⓑ ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড
ⓒ জিব্বেরেলিক অ্যাসিড
ⓓ জিয়াটিন

উত্তর

ⓑ ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড (NAA)

 

Question 
আগাছা বিনাশকারী কৃত্রিম উদ্ভিদ হরমােন টি হল
ⓐ IPA
ⓑ IBA
ⓒ 2,4-D
ⓓ IAA

উত্তর

ⓒ 2,4-D

 

Question 
উদ্ভিদের পার্শ্বীয় মুকুলের বৃদ্ধিতে সাহায্য করে
ⓐ জিব্বেরেলিন
ⓑ ইথিলিন
ⓒ সাইটোকাইনিন
ⓓ অক্সিন

উত্তর

ⓒ সাইটোকাইনিন

 

Question 
নিষেকের পর ফুলের ডিম্বাশয়ে যে হরমোনের আধিক্য দেখা যায়, সেটি হলো
ⓐ সাইটোকাইনিন
ⓑ জিব্বেরেলিন
ⓒ IAA
ⓓ ইথিলিন

উত্তর

ⓓ ইথিলিন

 

Question 
বীজবিহীন ফল উৎপাদনে সাহায্য করে
ⓐ IAA
ⓑ GH
ⓒ কাইনিন
ⓓ ফ্লোরিজেন

উত্তর

ⓐ IAA

 

Question 
কোন তথ্যটি জিব্বেরেলিন এর ক্ষেত্রে সঠিক নয়
ⓐ টারপিনয়েড গােষ্ঠীভুক্ত নাইট্রোজেন বিহীন জৈব অ্যাসিড
ⓑ নারিকেলের তরল শস্য পাওয়া যায়
ⓒ পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটিয়ে বংশগত খর্বতা রােধ
ⓓ বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে অঙ্কুরােদগম ত্বরান্বিত করে

উত্তর

ⓑ নারিকেলের তরল শস্য পাওয়া যায়
Note : নারিকেলের তরল শস্যে সাইটোকাইনিন হরমোন পাওয়া যায়। 

 

Question 
নাইট্রোজেন ধর্মী একটি আম্লীক উদ্ভিদ হরমােন হল
ⓐ জিব্বেরেলিন
ⓑ সাইটোকাইনিন
ⓒ অক্সিন
ⓓ ইথিলিন

উত্তর

ⓒ অক্সিন

 

Question 
উদ্ভিদের সাইটোকাইনেসিস সহায়ক হরমােনটি হল
ⓐ অক্সিন
ⓑ জিব্বেরেলিন
ⓒ সাইটোকাইনিন
ⓓ অ্যাবসাইসিক অ্যাসিড

উত্তর

ⓒ সাইটোকাইনিন


প্রাণী হরমোন : প্রাণীদের সাড়াপ্রদান এবং রাসায়নিক সমন্বয়

Question 
মাতৃদুগ্ধ ক্ষরণে সহায়তা করে কোন্ হরমােন
ⓐ LTH
ⓑ STH
ⓒ ACTH
ⓓ GTH

উত্তর

ⓐ LTH

 

Question 
তারারন্ধ্রকে বিস্ফারিত করে কোন হরমােন ?
ⓐ অ্যাড্রিনালিন
ⓑ নর-অ্যাড্রিনালিন
ⓒ ইনসুলিন
ⓓ থাইরক্সিন

উত্তর

ⓐ অ্যাড্রিনালিন

 

Question 
স্ত্রীলােকদের স্তনগ্রন্থির বিকাশ ঘটায় কোন হৱমােন?
ⓐ STH
ⓑ থাইরক্সিন
ⓒ ইস্ট্রোজেন
ⓓ প্রােজেস্টেরন

উত্তর

ⓓ প্রােজেস্টেরন

 

Question 
গলগণ্ড বা গয়টার রােগ হয় কোন হরমােনের অধিক ক্ষরণে?
ⓐ STH
ⓑ TSH
ⓒ থাইরক্সিন
ⓓ অ্যাড্রিনালিন

উত্তর

ⓑ TSH

 

Question 

একটি স্টেরয়েডধর্মী হরমােন হল –
ⓐ থাইরক্সিন
ⓑ ইনসুলিন
ⓒ টেস্টোস্টেরন
ⓓ অ্যাড্যিনালিন

উত্তর

ⓒ টেস্টোস্টেরন

 

Question 
কোন গ্রন্থিকে মাস্টার গ্র্যান্ড বা প্রভুগ্রন্থি বলে
ⓐ অগ্ন্যাশয়
ⓑ থাইরয়েড
ⓒ পিটুইটারি
ⓓ পিনিয়াল বডি

উত্তর

ⓒ পিটুইটারি

 

Question 
নিম্নলিখিত কোন হরমােন কম নিঃসৃত হলে ডায়বেটিস ইনসিপিডাস রােগ হয় ?
ⓐ ACTH
ⓑ STH
ⓒ ADH
ⓓ GTH

উত্তর

ⓒ ADH

 

Question 
একটি লােকাল হরমােন হল
ⓐ থাইরক্সিন
ⓑ অ্যাড্রিনালিন
ⓒ টেস্টোস্টেরন
ⓓ ইনসুলিন

উত্তর

ⓒ টেস্টোস্টেরন

 

Question 
প্রদত্ত গ্রন্থি গুলির ভিতরে কোনটি অন্তঃক্ষরা গ্রন্থি [MP-2000]
ⓐ লালাগ্রন্থি
ⓑ যকৃত
ⓒ অশ্রুগ্রন্থি
ⓓ থাইরয়েড

উত্তর

ⓓ থাইরয়েড

 

Question 
নিম্নলিখিত হরমােন গুলির মধ্যে কোনটি পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয় [MP-4]
ⓐ থাইরক্সিন
ⓑ ইনসুলিন
ⓒ অ্যাড্রিনালিন
ⓓ STH

উত্তর

ⓓ STH

 

Question 
অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় না [MP-11]
ⓐ ইনসুলিন
ⓑ থাইরক্সিন
ⓒ পেপসিন
ⓓ অ্যাড্রিনালিন

উত্তর

ⓒ পেপসিন

 

Question 
পশ্চাৎ পিটুইটারি ক্ষরিত নিউরাে হরমােনটি হল
ⓐ ACTH
ⓑ TSH
ⓒ ADH
ⓓ ARH

উত্তর

ⓒ ADH

 

Question 
ডায়াবেটিস ইনসিপিডাস-এ আক্রান্ত ব্যক্তির নিচের কোন হরমোনটি কম ক্ষরিত হয়
ⓐ ইনসুলিন
ⓑ ভেসোপ্রেসিন
ⓒ থাইরক্সিন
ⓓ ইস্ট্রোজেন

উত্তর

ⓐ ইনসুলিন

 

Question 
হাইপোথ্যালামাসের উৎপন্ন হরমোনটি হল
ⓐ TSH
ⓑ ADH
ⓒ FSH
ⓓ STH

উত্তর

ⓑ ADH

 

Question 
নিচের কোনটি সংকটকালীন হরমোন
ⓐ অ্যাক্সন
ⓑ থাইরক্সিন
ⓒ অ্যাড্রিনালিন
ⓓ ইনসুলিন

উত্তর

ⓒ অ্যাড্রিনালিন

 

Question 
গয়টার বা গলগন্ড রোগের কারণ থাইরক্সিন হরমোনের
ⓐ কম ক্ষরণ
ⓑ বেশি ক্ষরণ
ⓒ সঠিক মাত্রায় ক্ষরণ
ⓓ কোনটাই নয়

উত্তর

ⓑ বেশি ক্ষরণ
Note : গয়টার রোগের অপর নাম গ্রেভস বর্ণিত রোগ

Question 
মূত্রে জলের পরিমাণ নিয়ন্ত্রণকারী হরমোনটি হল
ⓐ ACTH
ⓑ ADH
ⓒ ইনসুলিন
ⓓ গ্লুকাগন

উত্তর

ⓑ ADH

 

Question 
জোরে দৌড়ানোর সময় যে হরমোনটির ক্ষরণ তাৎক্ষণিকভাবে বৃদ্ধি পায়
ⓐ অক্সিটোসিন
ⓑ থাইরক্সিন
ⓒ ইনসুলিন
ⓓ অ্যাড্রিনালিন

উত্তর

ⓓ অ্যাড্রিনালিন

 

Question 
টেস্টোস্টেরন ক্ষরিত হয়
ⓐ শুক্রাশয় থেকে
ⓑ ডিম্বাশয় থেকে
ⓒ অ্যাড্রিনাল গ্রন্থি থেকে
ⓓ অগ্ন্যাশয় থেকে

উত্তর

ⓐ শুক্রাশয় থেকে

 

Question 
ইনসুলিন ক্ষরিত হয়
ⓐ পিটুইটারি থেকে
ⓑ থাইরয়েড থেকে
ⓒ বৃক্ক থেকে
ⓓ অগ্ন্যাশয় থেকে

উত্তর

ⓓ অগ্ন্যাশয় থেকে

 

Question 
একটি লোকাল হরমোন হল
ⓐ থাইরক্সিন
ⓑ অ্যাড্রিনালিন
ⓒ টেস্টোস্টেরন
ⓓ ইনসুলিন

উত্তর

ⓒ টেস্টোস্টেরন

 

Question 
ইনসুলিন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক নয় তা শনাক্ত করো
ⓐ রক্ত থেকে অধিকাংশ দেহকোষে গ্লুকোজ শোষণে সাহায্য করে।
ⓑ যকৃত ও পেশিকোষের ভিতরে গ্লুকোজকে গ্লাইকোজেনে রূপান্তরিত করে।
ⓒ ফ্যাট ও প্রোটিনকে গ্লুকোজে রূপান্তরে সাহায্য করে।
ⓓ প্রোটিন ও ফ্যাটের গ্লুকোজে রুপান্তরে বাধা দেয়।

উত্তর

ⓒ ফ্যাট ও প্রোটিনকে গ্লুকোজে রূপান্তরে সাহায্য করে।

 

Question 
অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় না
ⓐ ইনসুলিন
ⓑ থাইরক্সিন
ⓒ পেপসিন
ⓓ অ্যাড্রিনালিন

উত্তর

ⓒ পেপসিন

 

Question 
হাইপোথ্যালামাসে কোন পিটুইটারি নিঃসৃত হরমোন সংরক্ষিত থাকে?
ⓐ TSH
ⓑ STH
ⓒ ADH
ⓓ থাইরক্সিন

উত্তর

ⓒ ADH

 

Question 
নিম্নলিখিত কোন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে TSH নিঃসৃত হয় [MP – 15, 13, 9]
ⓐ থাইরয়েড
ⓑ শুক্রাশয়
ⓒ অ্যাড্রিনাল
ⓓ পিটুইটারি

উত্তর

ⓐ থাইরয়েড

 

Question 
থাইরক্সিন হরমােন ক্ষরণকারি অন্তঃক্ষরা গ্রন্থি হল [MP – 16, 9, 3]
ⓐ অ্যাড্রিনাল
ⓑ শুক্রাশয়
ⓒ থাইরয়েড 
ⓓ অগ্ন্যাশয়

উত্তর

ⓒ থাইরয়েড 

 

Question 
ডায়াবেটিস মেলিটাস আক্রান্ত একজন ব্যক্তি নিচের কোন হরমােনটি যথেষ্ট মাত্রায় ক্ষরণ করতে অক্ষম [MP – 17]
ⓐ অ্যাড্রিনালিন
ⓑ ইনসুলিন
ⓒ থাইরক্সিন
ⓓ টেস্টোস্টেরন

উত্তর

ⓑ ইনসুলিন

 

Question 
ক্যালরিজেনিক হরমােন হল
ⓐ STH
ⓑ থাইরক্সিন
ⓒ ACTH
ⓓ GTH

উত্তর

ⓑ থাইরক্সিন

 

Question 
অ্যান্টি-কিটোজেনিক হরমােন বলা হয়
ⓐ ইনসুলিনকে
ⓑ গ্লুকাগনকে
ⓒ STH
ⓓ প্রােল্যাকটিনকে

উত্তর

ⓐ ইনসুলিনকে

 

Question 
অ্যান্টি ডায়াবেটিস হরমােন নামে কোনটি পরিচিত
ⓐ থাইরক্সিন
ⓑ অ্যাড্রিনালিন
ⓒ ইনসুলিন
ⓓ টেস্টোস্টেরন

উত্তর

ⓒ ইনসুলিন

 

Question 
সারাদিন উপবাসের ফলে দেহে গ্লুকোজের মাত্রা হ্রাস পায় এই অবস্থায় রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিক করে কোন হরমােন
ⓐ ইনসুলিন
ⓑ অ্যাড্রিনালিন
ⓒ গ্লুকাগন
ⓓ টেস্টোস্টেরন

উত্তর

ⓒ গ্লুকাগন

 

Question 
যে হরমােন কম মাত্রায় ক্ষরিত হলে রক্তে শর্করার পরিমাণ বাড়ে সেটি হল
ⓐ থাইরক্সিন
ⓑ অ্যাড্রিনালিন
ⓒ ইনসুলিন
ⓓ ইস্ট্রোজেন

উত্তর

ⓒ ইনসুলিন

 

Question 
কোন জোড়টি সঠিক নয়?
ⓐ টেস্টোস্টেরন – শুক্রাণু উৎপাদন
ⓑ LH – ডিম্বাণু নিঃসরণ
ⓒ প্রােজেস্টেরন – অমরা বা প্লাসেটা গঠন
ⓓ TSH – দেহের উষ্ণতা বৃদ্ধি

উত্তর

ⓓ TSH – দেহের উষ্ণতা বৃদ্ধি

 

Question 
মহিলাদের ক্ষেত্রে ফলিকল স্টিমুলেটিং হরমােন ডিম্বাশয় গ্রাফিয়ান ফলিকল থেকে যে হরমােন ক্ষরণে উদ্দীপনা যােগায় সেটি হল [MP – 18]
ⓐ TSH
ⓑ ADH
ⓒ ইস্ট্রোজেন
ⓓ ACTH

উত্তর

ⓒ ইস্ট্রোজেন

 

Question 
ব্যাঙাচির রূপান্তরে সাহায্য করে
ⓐ থাইরক্সিন
ⓑ ইনসুলিন
ⓒ অ্যাড্রিনালিন
ⓓ STH

উত্তর

ⓐ থাইরক্সিন

 

Question 
বামনত্ব ও অতিকায়ত্ব রােগে যে হরমােনের অস্বাভাবিকতা দেখা যায় তা হল
ⓐ GH
ⓑ TSH
ⓒ ACTH
ⓓ ADH

উত্তর

ⓐ GH


স্নায়ুতন্ত্র : প্রাণীদের সাড়াপ্রদান ও ভৌত সমন্বয় 

Question 
নিউরোনের যে অংশে মায়োলিন সিদ থাকে তা হলো
ⓐ অ্যাক্সন
ⓑ ডেনড্রন
ⓒ কোষদেহ
ⓓ মেনিনজেস

উত্তর

ⓐ অ্যাক্সন

 

Question 
প্রদত্ত কোনটি মোটর বা আজ্ঞাবহ বা বহির্বাহী স্নায়ু
ⓐ অপটিক
ⓑ অকিউলোমোটর
ⓒ ভেগাস
ⓓ অডিটরি

উত্তর

ⓑ অকিউলোমোটর

 

Question 
গমনের সময় মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে
ⓐ গুরুমস্তিষ্ক
ⓑ লঘুমস্তিষ্ক
ⓒ থ্যালামাস
ⓓ হাইপোথ্যালামাস

উত্তর

ⓑ লঘুমস্তিষ্ক

 

Question 
নীচের কোনটি নিউরােট্রান্সমিটার নয় ?
ⓐ অ্যাড্রিনালিন
ⓑ নর-অ্যাড্রিনালিন
ⓒ অ্যাসিটাইলকোলিন
ⓓ STH

উত্তর

ⓓ STH

 

Question 
যে নিউরােন দিয়ে গ্রাহক থেকে উদ্দীপনা কেন্দ্রে যায় তাকে কী বলে?
ⓐ সংজ্ঞাবহ নিউরােন
ⓑ আজ্ঞাবহ নিউরােন
ⓒ সহযােগী নিউরােন।
ⓓ কোনােটিই ঠিক নয়

উত্তর

ⓐ সংজ্ঞাবহ নিউরােন

 

Question 
স্নায়ুকোশের কোন অংশকে নিউরােসাইটন বলে ?
ⓐ অ্যাক্সনকে
ⓑ ডেনড্রনকে
ⓒ কোশদেহকে
ⓓ সমগ্র স্নায়ুকোশকে

উত্তর

ⓒ কোশদেহকে

 

Question 
একটি আজ্ঞাবহ স্নায়ুর নাম হল
ⓐ অপটিক
ⓑ অকিউলােমােটর
ⓒ ভেগাস
ⓓ অলফ্যাক্টরি

উত্তর

ⓑ অকিউলােমােটর

 

Question 
আমাদের হাসি-কান্না, ক্ষুধা-তৃষ্ণা ইত্যাদি মানসিক আবেগ নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন্ অংশ?
ⓐ থ্যালামাস
ⓑ হাইপােথ্যালামাস
ⓒ গুরুমস্তিষ্ক
ⓓ লঘুমস্তিষ্ক

উত্তর

ⓑ হাইপােথ্যালামাস

 

Question 
দূরের বস্তু দেখার সময় লেন্স
ⓐ মােটা হয়
ⓑ পুরু হয়
ⓒ পাতলা হয়
ⓓ কোনােটিই ঠিক নয়

উত্তর

ⓒ পাতলা হয়

 

Question 
মানুষের দৃষ্টি হল
ⓐ একনেত্র
ⓑ দ্বিনেত্র
ⓒ উভয়
ⓓ কোনােটিই নয়

উত্তর

ⓑ দ্বিনেত্র

 

Question 
ব্যাং এর দৃষ্টি হল
ⓐ একনেত্র
ⓑ দ্বিনেত্র
ⓒ উভয়
ⓓ কোনােটিই নয়

উত্তর

ⓐ একনেত্র

 

Question 
অর্জিত প্রতিবর্তের ব্যাখ্যা দিয়েছেন কোন্ বিজ্ঞানী?
ⓐ স্যার নিউটন
ⓑ আইভ্যান প্যাভলভ
ⓒ ড.খােরানা
ⓓ জগদীশ চন্দ্র বােস

উত্তর

ⓑ আইভ্যান প্যাভলভ

 

Question 
ক্রোধ ও লজ্জা নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ ?
ⓐ লঘুমস্তিষ্ক
ⓑ গুরুমস্তিষ্ক
ⓒ থ্যালামাস
ⓓ হাইপােথ্যালামাস

উত্তর

ⓒ থ্যালামাস

 

Question 
লােভনীয় খাদ্যের দর্শনে লালা ক্ষরণ হয়, এটি নিয়ন্ত্রণ করে
ⓐ গুরুমস্তিষ্ক
ⓑ লঘুমস্তিষ্ক
ⓒ সুষুম্নশীর্ষক
ⓓ সুষুম্নাকাণ্ড

উত্তর

ⓓ সুষুম্নাকাণ্ড

 

Question 
নিচের কোনটি সহজাত প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ
ⓐ খাবার দেখলে লালাক্ষরণ
ⓑ হারমোনিয়াম বাজানো
ⓒ চোখে আলো পড়লে চোখের পাতা বন্ধ হয়ে যাওয়া 
ⓓ জন্মের পরেই শিশুর স্তনপান করা

উত্তর

ⓒ চোখে আলো পড়লে চোখের পাতা বন্ধ হয়ে যাওয়া
ⓓ জন্মের পরেই শিশুর স্তনপান করা

 

Question 
নিউরােসিলের মধ্যে যে তরল থাকে তাকে বলে
ⓐ হিমােলিম্ফ
ⓑ লসিকা
ⓒ সেরিব্রোস্পাইনাল তরল
ⓓ নিউরােহিউমর

উত্তর

ⓒ সেরিব্রোস্পাইনাল তরল (CSF)

 

Question 
চক্ষুর বাইরের দিকের স্বচ্ছ স্তরটি হল
ⓐ ক্লেরা
ⓑ কোরয়েড
ⓒ রেটিনা
ⓓ কর্নিয়া

উত্তর

ⓐ ক্লেরা

 

Question 
মানুষের অক্ষিগােলকের যে অংশটি আলােকসুবেদী
ⓐ কোরয়েড
ⓑ ক্লেরা
ⓒ কর্নিয়া
ⓓ রেটিনা

উত্তর

ⓓ রেটিনা

 

Question 
প্রতিবর্তী প্রধানত নিয়ন্ত্রিত হয়
ⓐ লঘুমস্তিষ্ক দ্বারা
ⓑ গুরুমস্তিষ্ক দ্বারা
ⓒ সুষুম্নাকাণ্ড দ্বারা
ⓓ হাইপােথ্যালামাস দ্বারা

উত্তর

ⓒ সুষুম্নাকাণ্ড দ্বারা

 

Question 
প্রতিবর্তী কেন্দ্র বা রিলেশনটার হিসেবে কাজ করে
ⓐ থ্যালামাস
ⓑ হাইপােথ্যালামাস
ⓒ মেটাথ্যালামাস
ⓓ এপি থ্যালামাস

উত্তর

ⓐ থ্যালামাস

 

Question 
সাইকেল চালানাে যে ধরনের প্রতিবর্ত ক্রিয়া তা হল
ⓐ সহজাত
ⓑ অর্জিত
ⓒ সহজাত ও অভ্যাসগত উভয়ই
ⓓ কোনােটিই নয়

উত্তর

ⓑ অর্জিত

 

Question 
হাঁটুর ঝাঁকুনি এক প্রকার
ⓐ গভীর প্রতিবর্ত
ⓑ জটিল প্রতিবর্ত
ⓒ উপযুক্ত প্রতিবর্ত
ⓓ অর্জিত প্রতিবর্ত

উত্তর

ⓐ গভীর প্রতিবর্ত

 

Question 
মানুষের অক্ষিগােলকের যে অংশটি আলােক সুবেদী তা হল- [MP – 16, 11]
ⓐ কোরয়েড
ⓑ ক্লেরা
ⓒ কর্নিয়া
ⓓ রেটিনা

উত্তর

ⓓ রেটিনা

 

Question 
মৃদু আলােতে বা অন্ধকারে দেখতে সাহায্য করে যে কোশ তা হল
ⓐ কোন কোশ
ⓑ দেহ কোশ
ⓒ জনন কোশ
ⓓ রড কোশ

উত্তর

ⓓ রড কোশ

 

Question 
মানব চোখের কোথায় বস্তুর প্রতিবিম্ব সৃষ্টি
ⓐ কোরয়েড
ⓑ ক্লেরা
ⓒ কর্নিয়া
ⓓ রেটিনা

উত্তর

ⓓ রেটিনা

 

Question 
চোখের পীতবিন্দু বর্তমান
ⓐ রেটিনা
ⓑ কোরয়েড
ⓒ ক্লেরা
ⓓ রেটিনা

উত্তর

ⓐ রেটিনা

 

Question 
চোখের প্রতিসারক মাধ্যম নয় [MP-13]
ⓐ লেন্স
ⓑ আইরিস
ⓒ অ্যাকুয়াস হিউমার
ⓓ ভিট্রিয়াস হিউমার

উত্তর

ⓑ আইরিস

 

Question 
মানুষের চোখের লেন্সের আকৃতি হল
ⓐ অবতল
ⓑ উত্তল
ⓒ দ্বি-উত্তল
ⓓ দ্বি-অবতল

উত্তর

ⓒ দ্বি-উত্তল

 

Question 
তারা রন্ধ্রের সংকোচন-প্রসারণের মাধ্যমে চোখের মধ্যে আলাে প্রবেশ নিয়ন্ত্রণ করে
ⓐ কর্নিয়া
ⓑ লেন্স
ⓒ রেটিনা
ⓓ আইরিশ

উত্তর

ⓓ আইরিশ

 

Question 
রড কোষে প্রাপ্ত রঞ্জক টি হল
ⓐ রোডোপ্সিন
ⓑ আয়োডোপ্সিন
ⓒ সায়ান্সিন
ⓓ হিমােগ্লোবিন

উত্তর

ⓐ রোডোপ্সিন

 

Question 
সবচেয়ে ভালাে প্রতিবিম্ব গঠিত হয়
ⓐ অন্ধবিন্দুতে
ⓑ পীতবিন্দুতে 
ⓒ কর্নিয়াতে
ⓓ লেন্সে

উত্তর

ⓑ পীতবিন্দুতে

 

Question 
অশ্রুতে উপস্থিত উৎসেচকটি হল
ⓐ অ্যামাইলেজ
ⓑ লাইপেজ
ⓒ পেপসিন
ⓓ লাইসােজোম 

উত্তর

ⓓ লাইসােজোম

 

Question 
চোখের যে ত্রুটির ফলে দূরের বস্তু অস্পষ্ট কিন্তু কাছের বস্তুর স্পষ্ট দেখা যায় তাকে বলে
ⓐ মায়ােপিয়া
ⓑ হাইপারমেট্রোপিয়া
ⓒ প্রেসবায়ােপিয়া
ⓓ ছানি পড়া

উত্তর

ⓐ মায়ােপিয়া

 

Question 
একজন চল্লিশাের্ধ ব্যাক্তি কাছের বস্তু ঝাপসা দেখেন কিন্তু দূরের বস্তু স্পষ্ট দেখতে পান এটি হতে পারে
ⓐ মায়ােপিয়া
ⓑ হাইপারােপিয়া
ⓒ প্রেসবায়ােপিয়া
ⓓ ক্যাটারাক্ট

উত্তর

ⓒ প্রেসবায়ােপিয়া

 

Question 
উল্লিখিত কোনটি সঙ্গে সােয়ান কোষ যুক্ত থাকে [MP – 9]
ⓐ ডেনড্রাইট
ⓑ অ্যাক্সন
ⓒ কোষদেহ
ⓓ সাইন্যাপস

উত্তর

ⓑ অ্যাক্সন

 

Question 
মায়েলিন আবরণী দেখা যায় [MP – 15]
ⓐ সকল নিউরোনের অ্যাক্সনে
ⓑ কোন কোন নিউরোনের ড্রেনড্রনে
ⓒ নিউরোনের অ্যাক্সনে ও ডেনড্রনে
ⓓ কোন কোন নিউরোনের অ্যাক্সনে

উত্তর

ⓓ কোন কোন নিউরোনের অ্যাক্সনে

 

Question 
বহুমুখী শাখাকে কি বলে?
ⓐ ডেনড্রন
ⓑ অ্যাক্সন
ⓒ সাইটন
ⓓ নিজল দানা

উত্তর

ⓑ অ্যাক্সন

 

Question 
একটা আজ্ঞাবহ স্নায়ুর নাম হল [MP – 14]
ⓐ অডিটরি
ⓑ অলফ্যাক্টরি
ⓒ অপটিক
ⓓ অকিউলােমােটর

উত্তর

ⓓ অকিউলােমােটর

 

Question 
মিশ্র স্নায়ু হলাে
ⓐ স্পাইনাল
ⓑ এক্সেসরি
ⓒ অপটিক
ⓓ গ্লোসােফ্যারিঞ্জিয়াল

উত্তর

ⓓ গ্লোসােফ্যারিঞ্জিয়াল

 

Question 
অগ্র মস্তিষ্কের সর্ববৃহৎ অংশটি হলাে [MP – 9]
ⓐ সেরিব্রাম
ⓑ থ্যালামাস
ⓒ হাইপােথ্যালামাস
ⓓ সেরিবেলাম

উত্তর

ⓐ সেরিব্রাম

 

Question 
মানবদেহে সুষুম্নাস্নায়ুর সংখ্যা সঠিকভাবে নিরূপণ করো
ⓐ 10 জোড়া
ⓑ 12 জোড়া
ⓒ 31 জোড়া
ⓓ 23 জোড়া

উত্তর

ⓒ 31 জোড়া

 

Question 
দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণের জন্য যুক্ত মানব মস্তিষ্কের অংশটি হলো
ⓐ থ্যালামাস
ⓑ লঘুমস্তিষ্ক
ⓒ হাইপোথ্যালামাস
ⓓ সুষুম্নাশীর্ষক

উত্তর

ⓒ হাইপোথ্যালামাস

 

Question 
মানুষের করোটি স্নায়ুর সংখ্যা হল
ⓐ 10 জোড়া
ⓑ 10 টি
ⓒ 12 টি
ⓓ 12 জোড়া

উত্তর

ⓓ 12 জোড়া

 

Question 
চোখে ধুলো-বালি পড়ার উপক্রম হলে চোখ দুটি মুদে যায়, এটি কি ধরনের ক্রিয়া
ⓐ চলন
ⓑ প্রতিবর্ত ক্রিয়া
ⓒ a ও b উভয়ই
ⓓ কোনটাই নয়

উত্তর

ⓑ প্রতিবর্ত ক্রিয়া

 

Question 
অন্ধকারে দেখতে সাহায্য করে
ⓐ রড কোশ
ⓑ কোন কোশ
ⓒ উভয়ই
ⓓ কোনটাই নয়

উত্তর

ⓐ রড কোশ

 

Question 
তোমার বন্ধু দূরের বস্তু স্পষ্ট দেখতে পায় কিন্তু কাছের বস্তু ঝাপসা ও অস্পষ্ট দেখে। তার কি ধরনের লেন্সযুক্ত চশমা ব্যবহার করা উচিত বলে তুমি মনে করো
ⓐ উত্তল লেন্সযুক্ত চশমা
ⓑ অবতল লেন্সযুক্ত চশমা
ⓒ উভয়ই সঠিক
ⓓ কোনটাই নয়

উত্তর

ⓐ উত্তল লেন্সযুক্ত চশমা

 

Question 
স্নায়ু কোষের নিউক্লিয়াস যুক্ত এবং সর্বাপেক্ষা প্রশস্ত অংশকে বলে
ⓐ কোষদেহ
ⓑ ডেনড্রাইট
ⓒ দেহকোষ
ⓓ অ্যাক্সন

উত্তর

ⓐ কোষদেহ

 

Question 
সেন্ট্রাল ক্যানাল থাকে
ⓐ লঘু মস্তিষ্কে
ⓑ থ্যালামাসে 
ⓒ সেরিব্রামে
ⓓ সুষমাকাণ্ডে 

উত্তর

ⓓ সুষমাকাণ্ডে 

 

Question 
দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মানব মস্তিষ্কের অংশটি হলাে [MP – 9]
ⓐ থ্যালামাস
ⓑ লঘু মস্তিষ্ক
ⓒ সুষুম্নাশীর্ষক
ⓓ হাইপােথ্যালামাস

উত্তর

ⓓ হাইপােথ্যালামাস

 

Question 
মানুষের লজ্জা রাগ চাপ তাপ ভালােবাসা ইত্যাদি আবেগ নিয়ন্ত্রণ করে
ⓐ গুরুমস্তিষ্ক
ⓑ থ্যালামাস
ⓒ হাইপােথ্যালামাস
ⓓ এপিথ্যালামাস

উত্তর

ⓐ গুরুমস্তিষ্ক

 

Question 
দেহের ভারসাম্য নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মস্তিস্কের অংশ হল [MP – 12, 10]
ⓐ সুষুম্নাশীর্ষক
ⓑ থ্যালামাস
ⓒ লঘু মস্তিষ্ক
ⓓ হাইপােথ্যালামাস

উত্তর

ⓒ লঘু মস্তিষ্ক


প্রাণী গমন : প্রাণীদের সাড়াপ্রদানের একটি প্রকার হিসাবে গমন

Question 
নীচের কোনটি মাছের জোড় পাখনা?
ⓐ পৃষ্ঠ পাখনা
ⓑ পায়ু পাখনা
ⓒ বক্ষ পাখনা
ⓓ পুচ্ছ পাখনা

উত্তর

ⓒ বক্ষ পাখনামাছের বক্ষ পাখনা

 

 

Question 
মাছকে জলে ডুবাতে ও ভাসাতে সাহায্য করে কোন অঙ্গ?
ⓐ পেশি
ⓑ পাখনা
ⓒ পটকা
ⓓ লঘুমস্তিস্ক

উত্তর

ⓒ পটকা

 

Question 
পায়রার ডানায় বড়াে পালকের (রেমিজেস) সংখ্যা কটি ?
ⓐ 23 টি
ⓑ 12 টি
ⓒ 10 টি
ⓓ 22 টি

উত্তর

ⓐ 23 টি
পায়রার পালক ও পেশি

 

Question 
প্যারামিসিয়ামের গমন অঙ্গ হল
ⓐ ক্ষণপদ
ⓑ সিলিয়া
ⓒ ফ্লাজেলা
ⓓ কর্ষিকা

উত্তর

ⓑ সিলিয়া

 

Question 
অ্যামিবার গমন অঙ্গের নাম
ⓐ সিলিয়া
ⓑ ফ্লাজেলা
ⓒ ক্ষণপদ
ⓓ সিটা

উত্তর

ⓒ ক্ষণপদ বা সিউডোপোডিয়া 

 

Question 
জীবের স্বেচ্ছায় স্থান পরিবর্তন করাকে বলে
ⓐ চলন
ⓑ সঞ্চালন
ⓒ গমন
ⓓ চলন ও গমন।

উত্তর

ⓒ গমন

 

Question 
সিলিয়ারি গতি দেখা যায়
ⓐ প্যারামিসিয়ামে
ⓑ অ্যামিবায়
ⓒ ইউপ্লিনাতে
ⓓ কেঁচোতে

উত্তর

ⓐ প্যারামিসিয়ামে

 

Question 
মায়ােটোম পেশি গমনে সাহায্য করে কোন্ প্রাণীটিতে ?
ⓐ ব্যাং
ⓑ সাপ
ⓒ কেঁচো
ⓓ মাছ

উত্তর

ⓓ মাছমায়োটাম পেশি

 

Question 
বল ও সকেট সন্ধির উদাহরণ হল
ⓐ হাঁটু সন্ধি
ⓑ কনুই সন্ধি
ⓒ উরু সন্ধি
ⓓ করােটির অস্থি সন্ধি

উত্তর

ⓒ উরু সন্ধি

 

Question 
হাতের বাইসেপস পেশি হল
ⓐ ফ্লেক্সর পেশি
ⓑ এক্সটেনসর পেশি
ⓒ অ্যাবডাক্টর পেশি
ⓓ অ্যাডাক্টর পেশি

উত্তর

ⓐ ফ্লেক্সর পেশি

 

Question 
কোনটি রােটেটর পেশি ?
ⓐ পাইরিফরমিস পেশি
ⓑ ফ্রেক্সর পেশি
ⓒ ডেলটয়েড পেশি
ⓓ মায়ােটোম পেশি

উত্তর

ⓐ পাইরিফরমিস পেশি

 

Question 
ফ্ল্যাজেলা কোন প্রাণীর গমন অঙ্গ?
ⓐ আরশােলা
ⓑ মাছ
ⓒ ইউগ্লিনা
ⓓ প্যারামিসিয়াম

উত্তর

ⓒ ইউগ্লিনা

 

Question 
প্যারামেসিয়াম এর গমন অঙ্গ হল
ⓐ সিলিয়া
ⓑ ফ্লাজেলা
ⓒ সিউডােপােডিয়া
ⓓ মায়ােটোম পেশি

উত্তর

ⓐ সিলিয়া

 

Question 
মাছের দেহের পাশে অবস্থিত ‘V’ আকৃতির পেশী কে বলে
ⓐ পেক্টোরাল পেশী
ⓑ বাইসেপস পেশি
ⓒ মায়ােটোম পেশি
ⓓ ডেলটয়েড পেশী

উত্তর

ⓒ মায়ােটোম পেশিমায়োটাম পেশি

 

Question 
পায়রার লেজের পালক কে বলে
ⓐ রেমিজেস
ⓑ বার্বিউল
ⓒ বার্ব
ⓓ রেক্টিসেস

উত্তর

ⓓ রেক্টিসেসপায়রার পালক ও পেশি

 

Question 
পাখির ডানা গঠনকারী পালকের সংখ্যা হল
ⓐ 22টি
ⓑ 23টি
ⓒ 24টি
ⓓ 25 টি

উত্তর

ⓑ 23টি

 

Question 
পায়রার লেজের পালক এর সংখ্যা
ⓐ 23 টি
ⓑ 12 টি
ⓒ 25 টি
ⓓ 21 টি

উত্তর

ⓑ 12 টি

 

Question 
কোন পেশি দুটি অস্থি ভাজ করতে সাহায্য করে
ⓐ অ্যাডাক্টর
ⓑ আবডাক্টর
ⓒ ফ্লেক্সর
ⓓ এক্সটেনসর

উত্তর

ⓒ ফ্লেক্সর

 

Question 
একটি অ্যাবডাক্টর পেশীর উদাহরণ হল
ⓐ ডেলটয়েড পেশী
ⓑ ট্রাইসেপস পেশী
ⓒ পাইরিফরমিস
ⓓ ল্যাটিসিমাস পেশি

উত্তর

ⓐ ডেলটয়েড পেশী

 

Question 
দেহের কোন অংশকে ঘােরাতে সাহায্য করে এমন একটি কঙ্কাল পেশির নাম হল
ⓐ পাইরিফরমিস
ⓑ বাইসেপস
ⓒ ট্রাইসেপস
ⓓ ল্যাটিসিমাস

উত্তর

ⓐ পাইরিফরমিস

 

Question 
একটি ফ্লেক্সর পেশী এর উদাহরণ হল
ⓐ হ্যামস্ট্রিং
ⓑ গ্যাস্ট্রোকনেসিয়াস
ⓒ ল্যাটিসিমাস
ⓓ ট্রাইসেন্স ব্রাকি

উত্তর

ⓑ গ্যাস্ট্রোকনেসিয়াস

 

Question 
যে পেশি কোন অঙ্গকে দেহ অক্ষের কাছে আনতে সাহায্য করে
ⓐ ফ্লেক্সন পেশি
ⓑ অ্যাবডাক্টর পেশি
ⓒ অ্যাডাক্টর পেশি
ⓓ এক্সটেনশর পেশি

উত্তর

ⓐ ফ্লেক্সন পেশি

 

Question 
মাছ কোন পাখনা দিক পরিবর্তন করে?
ⓐ পৃষ্ঠ পাখনা
ⓑ বক্ষ পাখনা
ⓒ শ্রেণি পাখনা
ⓓ পুচ্ছ পাখনা

উত্তর

ⓓ পুচ্ছ পাখনা


Subscribe my Youtube channel : Science Duniya in Bangla

গণিত প্রকাশ (দশম শ্রেণী) সম্পূর্ণ সমাধান

Class 10 Life Science Chapter 1 MCQ part 1, Class 10 Life Science Chapter 1 MCQ part 1,Class 10 Life Science Chapter 1 MCQ part 1,Class 10 Life Science Chapter 1 MCQ part 1,Class 10 Life Science Chapter 1 MCQ part 1,Class 10 Life Science Chapter 1 MCQ part 1,Class 10 Life Science Chapter 1 MCQ part 1,Class 10 Life Science Chapter 1 MCQ part 1,Class 10 Life Science Chapter 1 MCQ part 1,Class 10 Life Science Chapter 1 MCQ part 1,Class 10 Life Science Chapter 1 MCQ part 1,Class 10 Life Science Chapter 1 MCQ part 1,Class 10 Life Science Chapter 1 MCQ part 1

Class 10 Life Science Chapter 1 MCQ part 1, Class 10 Life Science Chapter 1 MCQ part 1,Class 10 Life Science Chapter 1 MCQ part 1,Class 10 Life Science Chapter 1 MCQ part 1,Class 10 Life Science Chapter 1 MCQ part 1,Class 10 Life Science Chapter 1 MCQ part 1,Class 10 Life Science Chapter 1 MCQ part 1,Class 10 Life Science Chapter 1 MCQ part 1,Class 10 Life Science Chapter 1 MCQ part 1,Class 10 Life Science Chapter 1 MCQ part 1,Class 10 Life Science Chapter 1 MCQ part 1,Class 10 Life Science Chapter 1 MCQ part 1,Class 10 Life Science Chapter 1 MCQ part 1

Class 10 Life Science Chapter 1 MCQ part 1, Class 10 Life Science Chapter 1 MCQ part 1,Class 10 Life Science Chapter 1 MCQ part 1,Class 10 Life Science Chapter 1 MCQ part 1,Class 10 Life Science Chapter 1 MCQ part 1,Class 10 Life Science Chapter 1 MCQ part 1,Class 10 Life Science Chapter 1 MCQ part 1,Class 10 Life Science Chapter 1 MCQ part 1

3 thoughts on “Class 10 Life Science Chapter 1 MCQ part 1”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!