Sat. Jul 27th, 2024

Class 10 L.Sc Chapter 1

Sunnosthan Puron

জীবজগতে নিয়ন্ত্রণ সমন্বয় (শূন্যস্থান পূরণ)

Class 10 L.Sc Chapter 1 Sunnosthan Puron

 

নিচের বাক্যগুলি শূন্যস্থান পূরণ করো :

Q. রেটিনার যে অংশে প্রতিবিম্ব গঠিত হয় না তা হল________

Ans : অন্ধবিন্দু

 

Q. আলোর দিকে________ চলন ঘটে ।

Ans : ফটোট্রপিক চলন

 

Q. অ্যামিবা : সিউডোপপাডিয়া :: ইউগ্লিনা : ________ ।

Ans :  ফ্ল্যাজেলা 

 

Q. _______ হল অ্যান্টি জিব্বেরেলিন হরমোন।

Ans : অ্যাবসিসিক অ্যাসিড

 

Q. বনচাঁড়ালের পাতার ত্রিফলকের পার্শ্ব পত্ৰক দুটির পর্যায়ক্রমে ওঠানামা হল এক প্রকার ______ চলন ।

Ans : প্রকরণ

 

Q. মাছের ______ ও _______ হল জোড় পাখনা ।

Ans : বক্ষ পাখনা ও শ্রোণিপাখনা

 

Q. পায়রার ডানার পালক গুলিকে বলে _________

Ans : রেমিজেস

 

Q. পাখির উড্ডয়ন দুপ্রকার ______ ও ______ ।

Ans : ফ্ল্যাপিং, গ্লাইডিং

 

Q. গমনে সক্ষম উদ্ভিদ হল ______ ।

Ans : ভলভক্স

 

Q. ভ্রূণমুকুলাবরণী : অক্সিন :: ডাবের জল : ________ ।

Ans : কাইনিন

 

Q. হাইপোথ্যালামাস থেকে ক্ষরিত একটি হরমোন হল _________

Ans : ADH

 

Q. থাইরক্সিন হরমোনের কম ক্ষরণে শিশুদের _______ রোগ হয়।

Ans : ক্রেটিনিজম

 

Q. প্রানী হরমোন _______ গ্রন্থি থেকে নিঃসৃত হয় ।

Ans : অনাল

 

Q. সূর্যের আলোর প্রভাবে ট্রপিক চলন হল ______ ।

Ans : হেলিওট্রপিজম

 

Q. স্পর্শ, আঘাত, ঘর্ষণ, বায়ুপ্রবাহ প্রভৃতি উদ্দীপকের তীব্রতার দ্বারা নিয়ন্ত্রিত ন্যাস্টিক চলনকে ____________ বলে।

Ans : সিসমোন্যাস্টি

 

Q. অ্যামিবার গমন পদ্ধতি হল ______ ।

Ans : অ্যামিবয়েড

 

Q. _______ হরমোন রক্তের লোহিত রক্তকণিকায় ক্রমপরিণতিতে সাহায্য করে। 

Ans : থাইরক্সিন

 

Q. উদ্ভিদের নাইট্রোজেনবিহীন হরমোন হল ________ ।

Ans : জিব্বেরেলিন

 

Q. ______ হরমোন বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে। 

Ans : জিব্বেরেলিন

 

Q. _______ হরমোন ক্লোরোফিল বিনষ্টিকরণ বিলম্বিত করে।

Ans : সাইটোকাইনিন

 

Q. _______ একটি গ্লাইকোপ্রোটিন হরমোন।

Ans : FSH (ফলিকল স্টিমুলেটিং হরমোন)

 

Q. কোশের প্রোটোপ্লাজমের সক্রিয়তার দ্বারা সংঘটিত চলন হলো________ .

Ans : জৈবিক চলন

 

Q. _______ একটি অ্যান্টিডায়াবেটিক হরমোন।

Ans : ইনসুলিন

 

Q. _______ একটি অ্যামাইনো হরমোন।

Ans : থাইরক্সিন

 

Q. ______ যন্ত্রের সাহায্যে জগদীশচন্দ্র বসু উদ্ভিদ দেহে প্রতিবর্ত ক্রিয়ার অস্তিত্ব প্রমাণ করেন। 

Ans : রেজোন্যান্ট রেকোর্ডার

 

Q. _______ একটি প্রোটিন হরমোন।

Ans : ইনসুলিন

 

Q. ______ প্রাণী গমনে অক্ষম ।

Ans : স্পঞ্জ

 

Q. ক্ষুদ্রতম অন্তঃক্ষরাগ্রন্থি : পিটুইটারি :: বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থি : ________ ।

Ans : থাইরয়েড

 

Q. সল ও জেল মতবাদ : অ্যামিবয়েড গমন :: মেটাক্রোনাল ছন্দ ________ ।

Ans : সিলিয়ারী গমন

 

Class 10 L.Sc Chapter 1 Sunnosthan Puron

Q. ______ পেশার সংকোচনে গোড়ালি মাটি থেকে ওপরে উঠে আসে ।

Ans : গ্যাস্ট্রোকনেমিয়াম

 

Q. মিশ্র গ্রন্থি : শুক্রাশয় :: বহিক্ষরা গ্রন্থি : ________ ।

Ans : লালাগ্রন্থি

 

Q. ভলভক্স এর আলোর দিকে গমন চলনের ______ উদাহরণ ।

Ans : ফোটোট্যাকটিক

 

Q. বৃক্ক নিঃসৃত হরমোন : এরিথ্রোপোয়েটিন :: হৃৎপিণ্ড নিঃসৃত হরমোন : ________ ।

Ans : ANF

 

Q. ডাবের জল _______ হরমোন থাকে।

Ans : কাইনিন

 

Q. _______ হরমোন DNA রেপ্লিকেশন ত্বরান্বিত করে।

Ans : সাইটোকাইনিন

 

Q. মাছের মেরুদণ্ডের দুপাশের অস্থিসংলগ্ন পেশির নাম ______ |

Ans : মায়োটোম

 

Q. টিউলিপ ফুল : থার্মোন্যাস্টি :: পদ্ম ফুল : ________ ।

Ans : ফোটোন্যাস্টি

 

Q. উদ্ভিদ হরমোন _______ কলা থেকে উৎপন্ন হয় ।

Ans : ভাজক

 

Q. ক্ষণপদ ______ গমন অঙ্গ ।

Ans : অ্যামিবার

 

Q. _______ একটি ক্ষারীয় উদ্ভিদ হরমোন।

Ans : কাইনিন

 

Q. অক্সিন হরমোন _______ ঘনত্বে কাণ্ডের বৃদ্ধি ঘটায়।

Ans : বেশি

 

Q. প্রাকৃতিক হরমোন : অক্সিন : : প্রকল্পিত হরমোন : ________ ।

Ans : ফ্লোরিজেন

 

Q. বীজের দ্রুত অঙ্কুরোদ্গম ঘটায় _______ হরমোন।

Ans : জিব্বেরেলিন

 

Q. পরিবেশের পরিবর্তন শনাক্ত করে সাড়াপ্রদান করাকে বলা হয় _________।
Ans : সংবেদনশীলতা
Q. আচার্য জগদীশ চন্দ্র বসু ________ ছাড়া  __________ উদ্ভিদের ওপর পরীক্ষা করেন।
Ans : লজ্জাবতী , বনচাড়াল
Q.  নির্দিষ্ট স্থানে আবদ্ধ থেকে স্বতঃস্ফূর্ত ভাবে বা উদ্দীপকের প্রভাবে অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে __________   বলে।
Ans : চলন
Q. স্বেচ্ছায় বা উদ্দীপকের প্রভাবে কোনাে জীবের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনের মাধ্যমে স্থান পরিবর্তন করাকে _______   বলে।
Ans : গমন
Q. গমনে সক্ষম উদ্ভিদের নাম হল ________  ও   _________ .
Ans : ক্ল্যামাইডােমােনাস ও ভলভক্স
Q. লজ্জাবতী পাতা স্পর্শ করা মাত্র পত্রকগুলি বন্ধ হয়ে যায়, এটি ___________ .
Ans : সিসমােন্যাস্টিক চলন
Q. বনচাঁড়ালের পত্রক দুটি আলাের উপস্থতিতে পর্যায়ক্রমে ওঠানামা করে, এটি ________  ।
Ans : প্রকরণ চলন
Q. মূত্রে জলের পরিমাণ নিয়ন্ত্রণ করে ______ .
Ans : ADH (Antidiuretic hormone)
Q. গলগন্ড রােগটির সঙ্গে সম্পর্কিত হল  _______ .
Ans : থাইরক্সিন
Q. বহিস্থ উদ্দীপকের প্রভাবে (আলাে, উয়তা, রাসায়নিক পদার্থ, বিদ্যুৎ শক্তি) সমগ্র উদ্ভিদের সামগ্রিক স্থান পরিবর্তনকে বলে ___________ .
Ans : আবিষ্ট সামগ্রিক চলন বা ট্যাকটিক চলন
Q. সমগ্র উদ্ভিদদেহ যখন আলােক উদ্দীপকের প্রভাবে স্থান পরিবর্তন করে, তখন তাকে বলে ___________।
Ans : ফোটোট্যাকটিক চলন
Q. থার্মোট্যাকটিক চলনে সমগ্র উদ্ভিদের স্থান পরিবর্তন ______ প্রভাবে হয়।
Ans : উষ্ণতার
Q. আলােক উৎসের গতিপথ অনুযায়ী যে বক্রচলন হয়, তাকে বলা হয় __________ চলন।
Ans : ফোটোট্রপিক
Q. উদ্ভিদ-অঙ্গের চলন যখন উদ্দীপকের উৎস বা গতিপথ অনুসারে না হয়ে উদ্দীপকের তীব্রতার
দ্বারা নিয়ন্ত্রিত হয়, তখন তাকে বলা হয় __________।
Ans : ন্যাস্টিক চলন

Q. মাটিতে আবদ্ধ অবস্থায় উদ্ভিদের অঙ্গ সঞ্চালনকে বলে ____________।

Ans : বক্রচলন

Q. সূর্যশিশিরের পাতার কর্ষিকাগুলি পতঙ্গের (প্রােটিনের) সংস্পর্শে আসামাত্র বেঁকে গিরে পতঙ্গকে আবদ্ধ করে। এটি ____________ চলন।

Ans : কেমােন্যাস্টিক

 

Q. বাহ্যিক উত্তেজনায় জীবের সারা দেওয়ার  ধর্মকে বলে ______________।

Ans : উত্তেজিতা 

 

Q. উদ্ভিদের একটি রাসায়নিক সমন্বয়সাধক হল ________।
Ans : হরমােন
Q. প্রথম আবিষ্কৃত উদ্ভিদ হরমােন বা ফাইটোহরমােন হল _______।
Ans : অক্সিন
Q. ভূণমুকুলাবরণীতে পাওয়া যায় ________ ।
Ans : অক্সিন
Q. অক্সিন হরমােনটি __________ জন্য দায়ী।
Ans : অগ্রস্থ প্রকটতার
Q. উদ্ভিদ হরমােন অক্সিন প্রধানত সংশ্লেষিত হয় _________ কলায়।
Ans : ভাজক
Q. ডাবের জলে, ভুট্টার সস্যে পাওয়া যায় __________।
Ans : সাইটোকাইনিন
Q. বীজহীন ফল গঠনে সাহায্য করে ________।
Ans : অক্সিন
Q. _________ হরমােনটি একটি ইন্ডোল বর্গভুক্ত জৈব অ্যাসিড।
Ans : অক্সিন
Q. ______________ অ্যান্টি জিব্বেরেলিন হরমােন বলা হয়।
Ans : অ্যাবসিসিক অ্যাসিডকে
Q. ট্রপিক চলনে সাহায্যকারী হরমােন হল ________।
Ans : অক্সিন
Q. অ্যামিবার গমনাঙ্গ হল _________ ।
Ans : ক্ষণপদ
Q. অস্থিযুক্ত মাছের পাখনার সংখ্যা ______ ।
Ans : 7টি
Q. মাছের গমনে দিক পরিবর্তনে সাহায্য করে __________ ।
Ans : পুচ্ছপাখনা
Q. পাখির উড্ডয়ন পালক বা রেমিজেসের সংখ্যা হল __________ ।
Ans : 23টি
Q. একটি ক্ষারীয় উদ্ভিদ হরমােন হল __________ ।
Ans : সাইটোকাইনিন
Q. আগাছানাশক হিসেবে ব্যবহৃত হয় _________  ।
Ans : 2, 4-D (কৃত্রিম অক্সিন)
Q.  ________  মাস্টার গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থি বলে।
Ans : পিটুইটারিকে
Q. প্রভুগ্রন্থির প্রভু বলা হয় _________ ।
Ans : হাইপােথ্যালামাসকে
Q. আপৎকালীন হরমােন হল _________ ।
Ans : অ্যাড্রেনালিন
Q. BMR নিয়ন্ত্রণ করে _________ হরমােন।
Ans : থাইরক্সিন
Q. ________  থাইরক্সিন হরমােনের উপাদান।
Ans : আয়ােডিন
Q. থাইরক্সিন ক্ষরণে সাহায্য করে ________ ।
Ans : TSH (থাইরয়েড স্টিমুলেটিং হরমোন)
Q. ডায়াবেটিস মেলিটাসের সঙ্গে সম্পর্কিত হরমােন হল ________ ।
Ans : ইনসুলিন
Q. ডায়াবেটিস ইনসিপিডাসের সঙ্গ সম্পর্কিত হরমােন হল __________।
Ans : ADH (Antidiuretic hormone)
Q. পশ্চাৎ পিটুইটারি থেকে ক্ষরিত হরমােন হল__________ .
Ans : ADH (Antidiuretic hormone)

Q. রক্তে গ্লুকোজের মাত্রা সঠিক রাখতে সাহায্য করে _________ ।

Ans : ইনসুলিন

 

Q. পায়রার রেক্ট্রিসেস পালকের সংখ্যা _____ ।
Ans : 12টি
Q. একটি রােটেটর পেশির নাম __________ ।
Ans : পাইরিমরফিস
Q. মাছের মেরুদণ্ডের দুপাশের V আকৃতির পেশির নাম _________ ।
Ans : মায়ােটম পেশি
Q. শৈশবে STH বা GH কম ক্ষরণে ________ রােগটি হয়।
Ans : বামনত্ব
Q. সুপ্রারেনাল বা অ্যাড্রেনাল গ্রন্থি ________ ওপরে অরস্থিত।
Ans : বৃক্কের
Q. আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স-এর আলফা কোশ থেকে ক্ষরিত হয় _________ ।
Ans : গ্লুকাগন
Q. রাগ, ভয়, চাপ কমাতে সাহায্য করে ________ ।
Ans : অ্যাড্রেনালিন
Q. হাইপােফাইসিস বলতে __________ গ্রন্থিকে বােঝায়।
Ans : পিটুইটারি
Q. সবচেয়ে বড় অন্তঃক্ষরা গ্রন্থির নাম হল _________ ।
Ans : থাইরয়েড
Q. ক্যালােরিজেনিক হরমােন হল ________ ।
Ans : থাইরক্সিন
Q.  _______  মিশ্র গ্রন্থি।
Ans : অগ্ন্যাশয়

 

Class 10 L.Sc Chapter 1 Sunnosthan Puron

Subscribe my Youtube channel : Science Duniya in Bangla

and visit Our website : learningscience.co.in 

গণিত প্রকাশ (দশম শ্রেণী) সম্পূর্ণ সমাধান

জীবন বিজ্ঞান (L.Sc)

জীবন বিজ্ঞান (L.Sc) বহু বিকল্প উত্তরধর্মী (MCQs) Part 1 , Part 2

সত্য/মিথ্যা (True/False)

Thank You

Class 10 L.Sc Chapter 1 Sunnosthan Puron

Class 10 L.Sc Chapter 1 Sunnosthan Puron,Class 10 L.Sc Chapter 1 Sunnosthan Puron,Class 10 L.Sc Chapter 1 Sunnosthan Puron,Class 10 L.Sc Chapter 1 Sunnosthan Puron,Class 10 L.Sc Chapter 1 Sunnosthan Puron,Class 10 L.Sc Chapter 1 Sunnosthan Puron,Class 10 L.Sc Chapter 1 Sunnosthan Puron,Class 10 L.Sc Chapter 1 Sunnosthan Puron,Class 10 L.Sc Chapter 1 Sunnosthan Puron,Class 10 L.Sc Chapter 1 Sunnosthan Puron,Class 10 L.Sc Chapter 1 Sunnosthan Puron

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!