ABTA Test Paper 2019-2020 History Page 142
ABTA Test Paper 2019-2020 History Page 142
Q 1.1) নতুন সামাজিক ইতিহাসে যাদের কথা প্রাধান্য পেয়েছে তারা হলেন
(ক) রাজা মহারাজা
(খ) সামন্ত প্রভু
(গ) সাধারণ মানুষ
(ঘ) বুদ্ধিজীবী।
উত্তরঃ (গ) সাধারণ মানুষ
Q 1.2) ‘মেকলে মিনিটস‘ এ যে বিষয়টি গুরুত্ব পেয়েছে তা হল
(ক) সমাজ
(খ) শিক্ষা
(গ) অর্থনীতি
(ঘ) রাজনীতি।
উত্তরঃ (খ) শিক্ষা
ABTA Test Paper 2019-2020 History Page 142
Q 1.3) ওয়ারেন হেস্টিংস এর শিক্ষানীতিতে প্রাধান্য লাভ করেছে
(ক) পাশ্চাত্যবাদী ধারণা
(খ) প্রাচ্যবাদী ধারণা
(গ) সমন্বয়বাদী ধারণা
(ঘ) কোনটাই নয়।
উত্তরঃ (গ) সমন্বয়বাদী ধারণা
Q 1.4) যে আইনের মাধ্যমে সতীদাহ প্রথা রদ করা হয়েছিল তা হল
(ক) পঞ্চদশ আইন
(খ) সপ্তদশ বিধি
(গ) তিন আইন
(ঘ) অষ্টাদশ বিধি।
উত্তরঃ (খ) সপ্তদশ বিধি
ABTA Test Paper 2019-2020 History Page 142
Q 1.5) আর্য দর্শন পত্রিকাটি প্রকাশ করেন
(ক) বিদ্যাসাগর
(খ) বেথুন
(গ) যোগেন্দ্রনাথ বিদ্যাভূষণ
(ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
উত্তরঃ (গ) যোগেন্দ্রনাথ বিদ্যাভূষণ
Q 1.6) বঙ্গীয় প্রজাস্বত্ব আইন চালু হয়
(ক) 1885 খ্রিস্টাব্দে।
(খ) 1884 খ্রিস্টাব্দে।
(গ) 1785 খ্রিস্টাব্দে।
(ঘ) 1825 খ্রিস্টাব্দে।
উত্তরঃ (ক) 1885 খ্রিস্টাব্দে।
Q 1.7) দিকু শব্দের অর্থ হল
(ক) দেশি
(খ) বহিরাগত
(গ) অপরিচিত
(ঘ) এক অঞ্চলের মানুষ।
উত্তরঃ (খ) বহিরাগত
ABTA Test Paper 2019-2020 History Page 142
Q 1.8) ভারত সভা কোন সময়ে গড়ে ওঠে?
(ক) 1877 খ্রিস্টাব্দে।
(খ) 1878 খ্রিস্টাব্দে।
(গ) 1876 খ্রিস্টাব্দে।
(ঘ) 1875 খ্রিস্টাব্দে।
উত্তরঃ (গ) 1876 খ্রিস্টাব্দে।
Q 1.9) কার্ল মার্কস 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে বলেছেন
(ক) গণবিদ্রোহ
(খ) মহাবিদ্রোহ
(গ) সিপাহী বিদ্রোহ
(ঘ) জাতীয় বিদ্রোহ।
উত্তরঃ (ঘ) জাতীয় বিদ্রোহ
ABTA Test Paper 2019-2020 History Page 142
Q 1.10) বাংলার মুকুটহীন রাজা কাকে বলা হয়?
(ক) রামমোহন রায়
(খ) কেশব চন্দ্র সেন
(গ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
(ঘ) মনমোহন ঘোষ।
উত্তরঃ (গ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
Q 1.11) আশুতোষ মুখোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হন
(ক)1904 খ্রিস্টাব্দে
(খ)1906 খ্রিস্টাব্দে
(গ)1907 খ্রিস্টাব্দে
(ঘ)1908 খ্রিস্টাব্দে।
উত্তরঃ (খ) 1906 খ্রিস্টাব্দে
ABTA Test Paper 2019-2020 History Page 142
Q 1.12) জাতীয় শিক্ষার মূল উদ্দেশ্য ছিল
(ক) কারিগরি শিক্ষা ও স্বদেশী শিল্পের প্রসার
(খ) প্রাচ্য শিক্ষার প্রসার
(গ) প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা
(ঘ) উচ্চশিক্ষার প্রসার।
উত্তরঃ (ক) কারিগরি শিক্ষা ও স্বদেশী শিল্পের প্রসার
Q 1.13) ‘আমাদের শ্রমিক সমস্যা’ গ্রন্থটির রচয়িতা হলেন
(ক) সতীশচন্দ্র মুখোপাধ্যায়
(খ) দেওয়ান চমনলাল
(গ) মুজাফফর আহমেদ
(ঘ) বীরেন্দ্র শাসমল।
উত্তরঃ (ক) সতীশচন্দ্র মুখোপাধ্যায়
Q 1.14) গান্ধীজী কৃষকদের নিয়ে প্রথম কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন
(ক) চম্পারন সত্যাগ্রহ
(খ) রায়বেরিলি আন্দোলন
(গ) রাওলাট সত্যাগ্রহ
(ঘ) খেদা সত্যাগ্রহ।
উত্তরঃ (ক) চম্পারন সত্যাগ্রহ
Q 1.15) নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন
(ক)এস এ ডাঙ্গে
(খ) দেওয়ান চমনলাল
(গ) লালা লাজপত রায়
(ঘ) বি পি ওয়াদিয়া।
উত্তরঃ (গ) লালা লাজপত রায়
Q 1.16) ‘রশিদ আলি দিবস‘ পালিত হয়েছিল
(ক) 1946 খ্রিস্টাব্দে
(খ) 1947 খ্রিস্টাব্দে
(গ) 1945 খ্রিস্টাব্দে
(ঘ) 1846 খ্রিস্টাব্দে।
উত্তরঃ (ক) 1946 খ্রিস্টাব্দে
Q 1.17) ‘বাংলায় অরন্ধন দিবস‘ পালনের ডাক দিয়েছিলেন
(ক) কুমুদিনী বসু
(খ) রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
(গ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর।
উত্তরঃ (খ) রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
Q 1.18) ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেন যে অসমীয়া মহিলা তিনি হলেন
(ক) কনকলতা বড়ুয়া
(খ) মাতঙ্গিনী হাজরা
(গ) সরলাদেবী চৌধুরানী
(ঘ) ফুকোননী।
উত্তরঃ (ক) কনকলতা বড়ুয়া
Q 1.19) দেশীয় রাজ্যগুলি ভারত ভুক্তির ক্ষেত্রে কে গুরুত্বপূর্ণ ভূমিকা দিয়েছিলেন
(ক) মেহের চাঁদ মহাজন
(খ) সরদার বল্লভ ভাই প্যাটেল
(গ) শ্রীরামালু
(ঘ) জওহরলাল নেহেরু।
উত্তরঃ (খ) সরদার বল্লভ ভাই প্যাটেল
Q 1.20) ‘A Train to Pakistan’ গ্রন্থটি লিখেছেন
(ক) মৃণাল সেন
(খ) খুশবন্ত সিং
(গ) প্রফুল্ল চক্রবর্তী
(ঘ) ভীষ্ম সাহানি।
উত্তরঃ (খ) খুশবন্ত সিং
Thank You