Sat. Jul 27th, 2024

ABTA Test Paper 2019-2020 History Page 324

ABTA Test Paper 2019-2020 History Page 324

Q 1.1) জীবনের ঝরাপাতা গ্রন্থটি হল একটি

() উপন্যাস 

() কাব্যগ্রন্থ 

() জীবনীগ্রন্থ 

() আত্মজীবনী। 

উত্তরঃ () আত্মজীবনী

 

Q 1.2) ভারতের প্রথম মুদ্রিত সংবাদপত্র

() সোমপ্রকাশ

() বেঙ্গল গেজেট 

() হিন্দু পেট্রিয়ট 

() কেশরী। 

উত্তরঃ () বেঙ্গল গেজেট

 

ABTA Test Paper 2019-2020 History Page 324

Q 1.3) হুতুম প্যাঁচার নকশারচনা করেছেন

 () হরিশচন্দ্র মুখার্জী

() শিবনাথ শাস্ত্রী

() প্যারীচাঁদ মিত্র

() কালীপ্রসন্ন সিংহ। 

উত্তরঃ () কালীপ্রসন্ন সিংহ

 

Q 1.4) বিধবা বিবাহ আইন সঙ্গতভাবে প্রচলিত হয়

()1828 খ্রিস্টাব্দ

() 1829 খ্রিস্টাব্দ

() 1830 খ্রিস্টাব্দ

() 1856 খ্রিস্টাব্দে। 

উত্তরঃ () 1856 খ্রিস্টাব্দে

 

Q 1.5) যতমত ততপথ‘- উক্তিটির প্রবক্তা

() শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব

() স্বামী বিবেকানন্দ

() কেশব চন্দ্র সেন

() বিজয় কৃষ্ণ গোস্বামী

উত্তরঃ () শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব

 

ABTA Test Paper 2019-2020 History Page 324

Q 1.6) মুন্ডাবিদ্রোহের অন্যতম নেতা ছিলেন

() বিরসা মুন্ডা

() সুই মুন্ডা

() করম শাহ

() চেরাগ আলী।

উত্তরঃ () বিরসা মুন্ডা

 

Q 1.7) ভারতের প্রথম অরণ্য আইন পাশ হয়

()1859 খ্রিস্টাব্দ

()1860 খ্রিস্টাব্দ

()1865 খ্রিস্টাব্দ

()1878 খ্রিস্টাব্দ

উত্তরঃ ()1865 খ্রিস্টাব্দ

 

Q 1.8) ‘1857 in our History ‘-গ্রন্থটি লেখেন 

() পি সি যোশি

() সাভারকার

() ডিসরেইলী 

() ডাঃ সুরেন্দ্রনাথ সেন

উত্তরঃ () ডাঃ সুরেন্দ্রনাথ সেন

 

ABTA Test Paper 2019-2020 History Page 324

Q 1.9) ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে

()1857 খ্রিস্টাব্দে 

() 1858 খ্রিস্টাব্দে

() 1919 খ্রিস্টাব্দে

() 1947 খ্রিস্টাব্দে  

উত্তরঃ () 1858 খ্রিস্টাব্দে

 

Q 1.10) জমিদার সভারসভাপতি ছিলেন

() প্রসন্নকুমার ঠাকুর

() রাধাকান্ত দেব

() কেশব চন্দ্র সেন

() অশোক সেন  

উত্তরঃ () রাধাকান্ত দেব

 

Q 1.11) বন্দেমাতরম‘ – সংগীতটি রচনা করেছিলেন

() রবীন্দ্রনাথ ঠাকুর

() দ্বিজেন্দ্রলাল রায়

() বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

() রজনীকান্ত সেন। 

উত্তরঃ () বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

 

ABTA Test Paper 2019-2020 History Page 324

Q 1.12) ‘জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া‘- প্রতিষ্টিত হয়

() 1850 খ্রিস্টাব্দে

() 1854 খ্রিস্টাব্দে 

() 1858 খ্রিস্টাব্দে 

() 1884 খ্রিস্টাব্দে। 

উত্তরঃ ()1850 খ্রিস্টাব্দে

 

Q 1.13) সোমেশ্বর প্রসাদ চৌধুরীনীলচাষ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন

() বিহারে

() পূর্ববঙ্গে

() রাজস্থানে

() কর্নাটকে। 

উত্তরঃ () পূর্ববঙ্গে

 

Q 1.14) তানা ভগৎ‘-  আন্দোলন সংঘটিত হয়

() বিহারের ছোটোনাগপুরে 

() মালাবার অঞ্চলে

() কঙ্কন উপকূল

() গোদাবরী উপত্যকায়। 

উত্তরঃ () বিহারের ছোটোনাগপুরে

 

Q 1.15) উইমেন্স ইন্ডিয়া অ্যাসোসিয়েশনপ্রতিষ্ঠা করেছিলেন

() উর্মিলা দেবী

() সরোজিনী নাইডু

() লীলা রায়

() অ্যানি বেসান্ত।

উত্তরঃ () অ্যানি বেসান্ত

 

ABTA Test Paper 2019-2020 History Page 324

Q 1.16) গান্ধী বুড়িনামে পরিচিত ছিলেন

() মাতঙ্গিনী হাজরা

() কল্পনা দত্ত

() লীলা রায়

() কনকলতা বড়ুয়া

উত্তরঃ () মাতঙ্গিনী হাজরা

 

Q 1.17) নমঃশূদ্রদের সর্বভারতীয় সংগঠন হলো– 

() চন্ডাল সভা

() মতুয়া মহা সম্মেলন

() উদ্বাস্তু পরিষদ

() অন্ত্যজ সংঘ 

উত্তরঃ () মতুয়া মহা সম্মেলন

 

Q 1.18) ভারতের লৌহমানববলা হয়

() সর্দার বল্লভ ভাই প্যাটেল

() শ্রী নারায়ণ গুরু

() মহাত্মা গান্ধী

() বীরেন্দ্রনাথ শাসমল। 

উত্তরঃ () সর্দার বল্লভ ভাই প্যাটেল

 

ABTA Test Paper 2019-2020 History Page 324

Q 1.19) স্বতন্ত্র ভাষা ভিত্তিক রাজ্যপুনর্গঠন আন্দোলন শুরু হয়েছিল

() 1952 খ্রিস্টাব্দ

() 1953 খ্রিস্টাব্দ

() 1957 খ্রিস্টাব্দ

() 1960 খ্রিস্টাব্দ। 

উত্তরঃ () 1952 খ্রিস্টাব্দ

 

Q 1.20) রাজ্য পুনর্গঠন কমিশনেরপ্রথম সভাপতি ছিলেন

() বিচারপতি ফজল আলী

() হৃদয়নাথ কঞ্জুরু 

() কে এম পানিক্কর

() অরবিন্দ মেহেতা 

উত্তরঃ () বিচারপতি ফজল আলী

Thank You

4 thoughts on “ABTA Test Paper 2019-2020 History Page 324”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!