Wed. Nov 6th, 2024

ABTA Test Paper 2019-2020 History Page 269

ABTA Test Paper 2019-2020 History Page 269

Q 1.1) ভারতের চিপকো আন্দোলন ছিল

() শ্রমিক আন্দোলন

() কৃষক আন্দোলন

() ভাষা আন্দোলন

() পরিবেশ আন্দোলন। 

উত্তরঃ () পরিবেশ আন্দোলন

 

Q 1.2) বাংলার প্রথম রাজনৈতিক  পত্রিকাটি  হল

 () সংবাদ প্রভাকর

() বঙ্গদর্শন

() সোমপ্রকাশ

() দিগদর্শন। 

উত্তরঃ () সোমপ্রকাশ

 

Q 1.3) নীলদর্পণ নাটকটির ইংরেজি অনুবাদ প্রকাশিত হয় যার নামে

() হরিশচন্দ্র মুখোপাধ্যায়

() বিষ্ণুচরন বিশ্বাস 

() মাইকেল মধুসূদন দত্ত 

() রেভারেন্ড জেমস লং

উত্তরঃ () রেভারেন্ড জেমস লং

 

Q 1.4) কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়

() 1834  খ্রিস্টাব্দে। 

() 1835  খ্রিস্টাব্দে। 

() 1836  খ্রিস্টাব্দে। 

()1838  খ্রিস্টাব্দে। 

উত্তরঃ () 1835  খ্রিস্টাব্দে

 

Q 1.5) সর্বধর্ম সমন্বয় আদর্শ প্রচার করেন

() স্বামী বিবেকানন্দ 

() রাজা রামমোহন রায় 

() শ্রী রামকৃষ্ণ 

() বিজয় কৃষ্ণ গোস্বামী। 

উত্তরঃ () শ্রী রামকৃষ্ণ 

 

Q 1.6) ভবানী পাঠক যে বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন

() ফরাজি বিদ্রোহ 

() সন্ন্যাসী ফকির বিদ্রোহ 

() কৃষক আন্দোলন 

() নীল বিদ্রোহ। 

উত্তরঃ () সন্ন্যাসী ফকির বিদ্রোহ 

 

ABTA Test Paper 2019-2020 History Page 269

Q 1.7) ভারতের প্রথম নীলকর ছিলেন

() জেমস  মিল

() লুইবোনার্ড 

() জোনাথন ডানকান

() আলেকজান্ডার ডাফ। 

উত্তরঃ () লুইবোনার্ড 

 

Q 1.8) মহারানীর ঘোষণাপত্র অনুযায়ী ভারতের রাজ প্রতিনিধি হিসেবে প্রথম নিযুক্ত হন

() লর্ড বেন্টিং

() লর্ড ক্যানিং 

() লর্ড ডালহৌসি 

() লর্ড মাউন্টব্যাটেন। 

উত্তরঃ () লর্ড ক্যানিং 

 

ABTA Test Paper 2019-2020 History Page 269

Q 1.9) ইলবার্ট বিলের পক্ষে আন্দোলন করে তোলে

() ইন্ডিয়া লিগ 

() ভারত সভা 

() জাতীয় কংগ্রেস 

() মুসলিম লিগ  

উত্তরঃ () ভারত সভা 

 

Q 1.10) “মানুষ জন্ম থেকেই মায়ের জন্য বলি প্রদত্ত” এই উক্তিটি হল

() স্বামী বিবেকানন্দের

() ভগিনী নিবেদিতা 

() অরবিন্দ ঘোষের 

() বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 

উত্তরঃ () স্বামী বিবেকানন্দের

 

Q 1.11) বাংলার গুটেনবার্গনামে পরিচিত

() চার্লস ফেয়ার

() চার্লস উইলকিন্স

() ব্রাসি হ্যালহেড

() ওয়ারেন হেস্টিংস। 

উত্তরঃ () চার্লস উইলকিন্স

 

Q 1.12) ভারতেহাফটোন প্রিন্টিংপদ্ধতি প্রবর্তন করেন

 () উপেন্দ্রকিশোর রায়চৌধুরী

 () সুকুমার রায়

 () নন্দলাল বসু 

 () গগনেন্দ্রনাথ ঠাকুর। 

উত্তরঃ () উপেন্দ্রকিশোর রায়চৌধুরী

 

ABTA Test Paper 2019-2020 History Page 269

Q 1.13) ভারতে গান্ধীজীর প্রথম সত্যাগ্রহ আন্দোলন সংঘটিত হয়েছিল

() আমেদাবাদে

() বারদৌলিতে

() ডান্ডিতে

() চম্পারনে।

উত্তরঃ () চম্পারনে

 

Q 1.14) লাঙ্গল পত্রিকার সম্পাদক ছিলেন

() মুজাফফর আহমেদ

() সোমনাথ লাহিড়ী

() নজরুল ইসলাম

() পি সি যোশী

উত্তরঃ () নজরুল ইসলাম

 

ABTA Test Paper 2019-2020 History Page 269

Q 1.15) ভারতে প্রথম মে দিবস পালিত হয়

() 1920 খ্রিস্টাব্দে

() 1921 খ্রিস্টাব্দে

() 1923 খ্রিস্টাব্দে

() 1925 খ্রিস্টাব্দে

উত্তরঃ () 1923 খ্রিস্টাব্দে

 

Q 1.16) নারী কর্মমন্দিরপ্রতিষ্ঠা করেছিলেন

() উর্মিলা দেবী

() বাসন্তী দেবী

() কল্পনা দত্ত

() লীলা নাগ (রায়

উত্তরঃ () উর্মিলা দেবী

 

ABTA Test Paper 2019-2020 History Page 269

Q 1.17) ভারতের প্রথম মহিলা বিপ্লবী শহীদ ছিলেন

() কল্পনা দত্ত

() প্রীতিলতা ওয়াদ্দেদার

() বীণা দাস

() মাতঙ্গিনী হাজরা। 

উত্তরঃ () প্রীতিলতা ওয়াদ্দেদার

 

Q 1.18) ভাইকম সত্যাগ্রহের নেতৃত্ব দেন

() জ্যোতিবা ফুলে

() বি আর আম্বেদকর

() নারায়ণ গুরু

() বিরশালিঙ্গম। 

উত্তরঃ () নারায়ণ গুরু

 

ABTA Test Paper 2019-2020 History Page 269

Q 1.19) দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন

() লর্ড মাউন্টব্যাটেন

() মেহের চাঁদ মহাজন

() পত্তি শ্রীরামালু

() সর্দার বল্লভ ভাই প্যাটেল

উত্তরঃ (ঘ) সর্দার বল্লভ ভাই প্যাটেল

 

Q 1.20) রাজ্য পুনর্গঠন কমিশন তৈরি করা হয়েছিল

() 1947 খ্রিস্টাব্দে 

() 1950 খ্রিস্টাব্দে 

() 1953 খ্রিস্টাব্দে 

() 1956 খ্রিস্টাব্দে 

উত্তরঃ () 1953 খ্রিস্টাব্দে

Thank You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!