ABTA Test Paper 2019-2020 History Page 324
ABTA Test Paper 2019-2020 History Page 324
Q 1.1) জীবনের ঝরাপাতা গ্রন্থটি হল একটি
(ক) উপন্যাস
(খ) কাব্যগ্রন্থ
(গ) জীবনীগ্রন্থ
(ঘ) আত্মজীবনী।
উত্তরঃ (ঘ) আত্মজীবনী
Q 1.2) ভারতের প্রথম মুদ্রিত সংবাদপত্র
(ক) সোমপ্রকাশ
(খ) বেঙ্গল গেজেট
(গ) হিন্দু পেট্রিয়ট
(ঘ) কেশরী।
উত্তরঃ (খ) বেঙ্গল গেজেট
ABTA Test Paper 2019-2020 History Page 324
Q 1.3) ‘হুতুম প্যাঁচার নকশা‘ রচনা করেছেন
(ক) হরিশচন্দ্র মুখার্জী
(খ) শিবনাথ শাস্ত্রী
(গ) প্যারীচাঁদ মিত্র
(ঘ) কালীপ্রসন্ন সিংহ।
উত্তরঃ (ঘ) কালীপ্রসন্ন সিংহ
Q 1.4) বিধবা বিবাহ আইন সঙ্গতভাবে প্রচলিত হয়
(ক)1828 খ্রিস্টাব্দ
(খ) 1829 খ্রিস্টাব্দ
(গ) 1830 খ্রিস্টাব্দ
(ঘ) 1856 খ্রিস্টাব্দে।
উত্তরঃ (ঘ) 1856 খ্রিস্টাব্দে
Q 1.5) ‘যতমত ততপথ‘- উক্তিটির প্রবক্তা
(ক) শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব
(খ) স্বামী বিবেকানন্দ
(গ) কেশব চন্দ্র সেন
(ঘ) বিজয় কৃষ্ণ গোস্বামী।
উত্তরঃ (ক) শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব
ABTA Test Paper 2019-2020 History Page 324
Q 1.6) ‘মুন্ডা‘ বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন
(ক) বিরসা মুন্ডা
(খ) সুই মুন্ডা
(গ) করম শাহ
(ঘ) চেরাগ আলী।
উত্তরঃ (ক) বিরসা মুন্ডা
Q 1.7) ভারতের প্রথম অরণ্য আইন পাশ হয়
(ক)1859 খ্রিস্টাব্দ
(খ)1860 খ্রিস্টাব্দ
(গ)1865 খ্রিস্টাব্দ
(ঘ)1878 খ্রিস্টাব্দ।
উত্তরঃ (গ)1865 খ্রিস্টাব্দ
Q 1.8) ‘1857 in our History ‘-গ্রন্থটি লেখেন
(ক) পি সি যোশি
(খ) সাভারকার
(গ) ডিসরেইলী
(ঘ) ডাঃ সুরেন্দ্রনাথ সেন।
উত্তরঃ (ঘ) ডাঃ সুরেন্দ্রনাথ সেন
ABTA Test Paper 2019-2020 History Page 324
Q 1.9) ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে
(ক)1857 খ্রিস্টাব্দে
(খ) 1858 খ্রিস্টাব্দে
(গ) 1919 খ্রিস্টাব্দে
(ঘ) 1947 খ্রিস্টাব্দে।
উত্তরঃ (খ) 1858 খ্রিস্টাব্দে
Q 1.10) ‘জমিদার সভার‘ সভাপতি ছিলেন
(ক) প্রসন্নকুমার ঠাকুর
(খ) রাধাকান্ত দেব
(গ) কেশব চন্দ্র সেন
(ঘ) অশোক সেন।
উত্তরঃ (খ) রাধাকান্ত দেব
Q 1.11) ‘বন্দেমাতরম‘ – সংগীতটি রচনা করেছিলেন
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর
(খ) দ্বিজেন্দ্রলাল রায়
(গ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(ঘ) রজনীকান্ত সেন।
উত্তরঃ (গ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ABTA Test Paper 2019-2020 History Page 324
Q 1.12) ‘জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া‘- প্রতিষ্টিত হয়
(ক) 1850 খ্রিস্টাব্দে
(খ) 1854 খ্রিস্টাব্দে
(গ) 1858 খ্রিস্টাব্দে
(ঘ) 1884 খ্রিস্টাব্দে।
উত্তরঃ (ক)1850 খ্রিস্টাব্দে
Q 1.13) সোমেশ্বর প্রসাদ চৌধুরী ‘নীল‘ চাষ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন–
(ক) বিহারে
(খ) পূর্ববঙ্গে
(গ) রাজস্থানে
(ঘ) কর্নাটকে।
উত্তরঃ (খ) পূর্ববঙ্গে
Q 1.14) ‘তানা ভগৎ‘- আন্দোলন সংঘটিত হয়–
(ক) বিহারের ছোটোনাগপুরে
(খ) মালাবার অঞ্চলে
(গ) কঙ্কন উপকূল
(ঘ) গোদাবরী উপত্যকায়।
উত্তরঃ (ক) বিহারের ছোটোনাগপুরে
Q 1.15) ‘উইমেন্স ইন্ডিয়া অ্যাসোসিয়েশন‘ প্রতিষ্ঠা করেছিলেন–
(ক) উর্মিলা দেবী
(খ) সরোজিনী নাইডু
(গ) লীলা রায়
(ঘ) অ্যানি বেসান্ত।
উত্তরঃ (ঘ) অ্যানি বেসান্ত
ABTA Test Paper 2019-2020 History Page 324
Q 1.16) ‘গান্ধী বুড়ি‘ নামে পরিচিত ছিলেন–
(ক) মাতঙ্গিনী হাজরা
(খ) কল্পনা দত্ত
(গ) লীলা রায়
(ঘ) কনকলতা বড়ুয়া।
উত্তরঃ (ক) মাতঙ্গিনী হাজরা
Q 1.17) নমঃশূদ্রদের সর্বভারতীয় সংগঠন হলো–
(ক) চন্ডাল সভা
(খ) মতুয়া মহা সম্মেলন
(গ) উদ্বাস্তু পরিষদ
(ঘ) অন্ত্যজ সংঘ।
উত্তরঃ (খ) মতুয়া মহা সম্মেলন
Q 1.18) ‘ভারতের লৌহমানব‘ বলা হয়–
(ক) সর্দার বল্লভ ভাই প্যাটেল
(খ) শ্রী নারায়ণ গুরু
(গ) মহাত্মা গান্ধী
(ঘ) বীরেন্দ্রনাথ শাসমল।
উত্তরঃ (ক) সর্দার বল্লভ ভাই প্যাটেল
ABTA Test Paper 2019-2020 History Page 324
Q 1.19) ‘স্বতন্ত্র ভাষা ভিত্তিক রাজ্য‘ পুনর্গঠন আন্দোলন শুরু হয়েছিল–
(ক) 1952 খ্রিস্টাব্দ
(খ) 1953 খ্রিস্টাব্দ
(গ) 1957 খ্রিস্টাব্দ
(ঘ) 1960 খ্রিস্টাব্দ।
উত্তরঃ (ক) 1952 খ্রিস্টাব্দ
Q 1.20) ‘রাজ্য পুনর্গঠন কমিশনের‘ প্রথম সভাপতি ছিলেন–
(ক) বিচারপতি ফজল আলী
(খ) হৃদয়নাথ কঞ্জুরু
(গ) কে এম পানিক্কর
(ঘ) অরবিন্দ মেহেতা।
উত্তরঃ (ক) বিচারপতি ফজল আলী
Thank You
Helpful
Thank you
Thanks sir
Keep visiting our website.
Thank you so much.